আসক্ত জীবন

  • Home
  • আসক্ত জীবন

আসক্ত জীবন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আসক্ত জীবন, Video Creator, .

06/05/2023
এক শিক্ষকের স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন, স্বামীর দু চোখ লাল, মাথার চুল এলোমেলো। পরীক্ষার খাতা খুলে একদৃষ্টে খাতার দিকে তাক...
05/05/2023

এক শিক্ষকের স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন, স্বামীর দু চোখ লাল, মাথার চুল এলোমেলো। পরীক্ষার খাতা খুলে একদৃষ্টে খাতার দিকে তাকিয়ে আছেন।

স্ত্রী : এ কী? রাত দশটা থেকে দেখছি এই খাতাটা নিয়েই বসে আছো ?

শিক্ষকঃ হ্যাঁ, ওকে কত নাম্বার দেব বুঝতে পারছি না।
স্ত্রীঃ কেন? কী লিখেছে?
শিক্ষকঃ লিখেছে, সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না।🤨🤔

স্ত্রীর চোখ কপালে উঠে গেল। এ আবার কী? তিনি স্বামীকে প্রশ্ন করলেন, জাঙ্গিয়া পরিতেন না ? মানে কি? তখন তো জাঙ্গিয়ার কোম্পানিই ছিল না!🧐
শিক্ষকঃ সেটাই তো ভাবছি। কেন সে এটা লিখল।
স্ত্রী চলে গেলেন।

ভোর রাত্রে একটা হৈ হল্লার আওয়াজে স্ত্রীর ঘুম ভেঙে গেল। উঠে দেখলেন, স্বামী অত্যন্ত আনন্দের ভঙ্গিতে উন্মাদের মত সারা ঘরে নেচে বেড়াচ্ছেন, সারা ঘরে খাতা কলম ছড়ানো। স্ত্রীকে দেখে স্বামীর উল্লাস দ্বিগুণ বেড়ে গেল।

স্ত্রীকে বললেন , গিন্নী, নাম্বার দিয়েছি।
স্ত্রীঃ কত দিয়েছ?
শিক্ষকঃ শূণ্য।
আশ্চর্য হয়ে স্ত্রী বললেন , সারারাত জেগে খাতা দেখে শুধু শূণ্য দিলে ?
শিক্ষকঃ হ্যাঁ।

স্ত্রীঃ কিন্তু কেন?
শিক্ষকঃ মাল টুকলি করেছে। নকল করেছে।
স্ত্রীঃটুকলি? তার মানে আরো অনেকে লিখেছে?
শিক্ষকঃ না।
স্ত্রীঃ তবে?

শিক্ষকঃসে দেখতে ভুল করেছে । যারটা দেখে সে টুকেছে সে লিখেছিল, সম্রাট আকবর বিপদের দিনে ভা’ঙ্গিয়া পড়িতেন না"।আর সে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাংগিয়া পড়িতেন না।.....

মোরাল অব দ্যা স্টোরিঃ মানুষ দোষ করলে বা পাপ করলে তার প্রায়শ্চিত্য দেরিতে হলেও আসে!
ছাত্র ভুল লিখেছিলো যেটা শিক্ষক দেরিতে হলেও বুঝতে পারে,,,এবং তার প্রাপ্য মার্কস পেয়ে গেলো! ঠিক তেমনি আমরা যাই করি না কেনো আমাদের কাজের প্রতিফলন একটু দেরিতে হলেও পাবো! এটাই সর্বজনীন সত্য!
😂😁

এটাই বাস্তব
05/05/2023

এটাই বাস্তব

একটি ট্রেন দুটি কামরা পার্থক্য শুধু ছবি দুটো তে কেউ সফল - কেউ বিফল।
05/05/2023

একটি ট্রেন

দুটি কামরা

পার্থক্য শুধু ছবি দুটো তে

কেউ সফল - কেউ বিফল।

বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েটির সাথে বাবা দেখা করতে এসেছেন। দোকানে নিয়ে গিয়ে বাবা বললেন,কী খাবি অর্ডার দে।মেয়েটি বললো, তুমি ব...
04/05/2023

বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েটির সাথে বাবা দেখা করতে এসেছেন। দোকানে নিয়ে গিয়ে বাবা বললেন,
কী খাবি অর্ডার দে।

মেয়েটি বললো,
তুমি বল তুমি কী খাবা?
বাবাটি হেসে বললো,
আমি তো জানিনা এখানে কী ভালো পাওয়া যায়?
তুই যা খাবি আমিও তাই খাব।
মেয়েটি দুই গ্লাস জুস নিয়ে আসলো।
ক্লান্ত বাবাটির খুব ভালো লাগলো ঠান্ডা জুস খেতে।
সে বললো, বাহ খুব মজাতো।
এবার তোর মাকে আনলেও এই জুস খাওয়াব।
মেয়েটি হাসলো।
বাবা মেয়েটিকে কিছুক্ষণ লক্ষ্য করে বললো,
খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো?
- হুমম করি।
- তাহলে এমন শুকিয়ে গেছিস কেন?
মেয়েটি হাসলো।বাবা এবার চাপা গলায় বললেন,
তোকে যে টাকা দেই,তোর ঠিকমতো চলেতো?
- হুমম চলে।
- কোন অসুবিধা হলে আমাকে বলিস।
- হুমম বলবো।
মেয়েটির আজ খুব ভালো লাগছে।
বাবাকে ছোটবেলা থেকে ও খুব ভয় আর সমিহ করে চলেছে।
বাবা কোনদিন সরাসরি ওর কোন খোঁজ খবর নেননি। মার সাথেই মন খুলে কথা বলা যেত।
বাবার সাথে ছিল সবসময় এক অদৃশ্য দুরত্ব।
অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এই নিয়ে দুই বার বাবা এসে দেখা করে গেলেন।
আর কেমন করে যেন দুরত্বটা কমিয়ে দিলেন।
কেমন মায়া করে কতো রকম কথা বলেন বাবা এখন। মেয়েটির খুব ভালোলাগে।
আজ যাওয়ার সময় বাবাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছে।
কিন্তু কেমন জানি লজ্জাও লাগছে মেয়েটির।
বাবাকে বলতে ইচ্ছা করছে,
তোমাকে অনেক ভালোবাসি বাবা।কিন্তু বাবা তোমাকে কখনো বলতে পারি না । 😘😍🥰
Love you baba😍

04/05/2023

বাবা মানে ছায়া,বাবা মানে বট গাছ এর মতন। চেষ্টা করে জেনো পরিবার নিয়ে সুন্দর করে বাচিঁয়ে থাকার জন্য🥲🥲🥲🥲❣

সালাতুল ইস্তিসকার নামাজ- তীব্র গরমে বৃষ্টির আকাঙ্ক্ষায় নামাজে দাঁড়িয়েছেন বিশ্বাসী মানুষেরা। এই দৃশ্য কী যে সুন্দর; হে মহ...
17/04/2023

সালাতুল ইস্তিসকার নামাজ- তীব্র গরমে বৃষ্টির আকাঙ্ক্ষায় নামাজে দাঁড়িয়েছেন বিশ্বাসী মানুষেরা। এই দৃশ্য কী যে সুন্দর; হে মহান রব প্রশান্তির বৃষ্টি দিয়ে ঢাকাসহ সমগ্র দেশকে শান্ত করে দাও, আমিন।

দেশের যে কি অবস্থা বুঝতেছিনা কারণ বিভিন্ন জায়গায় শুধু আগুনই লাগতেছে আল্লাহ পাক এই  রমজান মাসে সবাইকে রহমত করুক
17/04/2023

দেশের যে কি অবস্থা বুঝতেছিনা কারণ বিভিন্ন জায়গায় শুধু আগুনই লাগতেছে আল্লাহ পাক এই রমজান মাসে সবাইকে রহমত করুক

এইমাত্র: হাসানপুর ষ্টেশনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে। আল্লাহ যাএীদের সবাইকে হেফাজত করুন।,,,,,, দেশে কি শ...
16/04/2023

এইমাত্র: হাসানপুর ষ্টেশনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে। আল্লাহ যাএীদের সবাইকে হেফাজত করুন।,,,,,, দেশে কি শুরু হলো এসব? 😓😓

আমাদের যেন পবিত্র মাহে রমজানে মাসে  30 টা রোজা এবং ত্রিশটা তারাবি আদায় করতে পারি
24/03/2023

আমাদের যেন পবিত্র মাহে রমজানে মাসে 30 টা রোজা এবং ত্রিশটা তারাবি আদায় করতে পারি

01/02/2023

বাবার ভালোবাসা তার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে উচ্চতম ভালোবাসা

21/11/2022

নতুন ইতিহাস, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত

আলহামদুলিল্লাহ

07/11/2022

আমার কাছে খুব ভালো লাগছে মাশাআল্লাহ।

Send a message to learn more

আমি ধনী, আমি দেখতে সুন্দর, আমি সুন্দর করে কথা বলতে পারি, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু মনে🤗 রেখো তুমি একদিন সব কিছু শেষ হয...
23/10/2022

আমি ধনী, আমি দেখতে সুন্দর, আমি সুন্দর করে কথা বলতে পারি, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু মনে🤗 রেখো তুমি একদিন সব কিছু শেষ হয়ে যাবে,, তোমার শরীর থাকবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, অহংকারী হতে দেহ মাটিতে গলে যাবে, তবুও সময় এসেছে নিজেকে পরিবর্তন করার, আল্লাহর হুকুম মেনে চলার,,আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন,,আমীন🤲👏

11/10/2022

কত সুন্দর তেলাওয়াত

10/10/2022

সোনার মদিনা আমার প্রাণের মদিনা কিন্তু তোমায় ভুলিতে পারিব না

10/10/2022

প্রকৃতির মায়া বড়ই অদ্ভুত

08/10/2022

রবিউল আউয়ালের যে আমলে সৌভাগ্য লাভ করবে মুমিন
শনিবার, ০৯ নভেম্বর ২০১৯
রবিউল আউয়ালের যে আমলে সৌভাগ্য লাভ করবে মুমিন
রবিউল আউয়াল। হিজরি (আরবি) বছরের তৃতীয় মাস। এ মাসটি যেসব কারণে বিখ্যাত তা হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলাদাত (জন্ম), নবুয়ত, হিজরত এবং ওফাত। এ সবই সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসে।

Advertisement

বছরজুড়ে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণ ভুলে গিয়ে শুধু রবিউল আউয়ালে তার জন্ম উৎসবে মেতে থাকলেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। বরং হাদিসে এসেছে-

‘সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার পিতা-মাতা, সন্তান থেকে বেশি ভালোবাসবে। অর্থাৎ পিতামাতা-সন্তান থেকেও প্রিয় নবিকে বেশি ভালোবাসতে হবে।’

এ ভালোবাসার মানে এ নয় কিংবা মুখে মুখে এ কথা বলা নয় যে, ‘হে রাসুল! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনাকে ভালোবাসি।’ বরং এর মর্মার্থ হলো এটি যে-

Advertisement

‘রাসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা ধারণ কর। আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাক।’

কেননা যে ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথে কিংবা তাকে অনুসরণ করল, সে আল্লাহর আনুগত্য করল। সে কারণেই দুনিয়ার প্রতিটি কথা ও কাজে শুধু বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেই আদর্শ মানতে হবে। তাঁর দেখানো পথেই নিজেদের পরিচালিত করতে হবে।

মুমিন মুসলমানের অন্যতম আমলও এটি যে, তাঁর দেখানো পথ ও মতে থেকে জীবন পরিচালনা করবে। তবেই পাবে মহান আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন-

‘হে রাসুল! আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার অনুসরণ কর। তা হলেই আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। আল্লাহ তাআলা তোমাদের গোনাহ ক্ষমা করে দেবেন। আর এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত।’

Advertisement

আল্লাহ তাআলা নিজেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর রহমত বর্ষণ করেন ফেরেশতারাও রহমতের দোয়া করেন এবং মানুষকে তার প্রতি দরুদ ও সালাম প্রেরণে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-

‘নিশ্চয়ই আল্লাহ নবির ওপর রহমত নাজিল করেন এবং ফেরেশতারাও তাঁর জন্য রহমত কামনা করেন। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি দরুদ পড় এবং অধিক পরিমাণে সালাম পাঠাও।’

সুতরাং মুমিন মুসলমানের ঈমানের দাবি হলো, তারা সারা বছর প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাবে। বিশেষ করে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মৃতিবিজড়িত বেলাদাত, নবুয়ত, হিজরত ও ওফাতের মাসে তার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠাবে।

কেননা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালামে রয়েছে অনেক ফজিলত ও সাওয়াব। মুমিন মুসলমানের জন্য যার কিছু তুলে ধরা হলো-

> রহমত ও ক্ষমার ঘোষণা

হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, ‘যে আমার ওপর একবার দরুদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার ওপর ১০টি রহমত নাজিল করবেন। (মুসলিম, তিরমিজি)

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়বে আল্লাহ তার ওপর ১০টি রহমত বর্ষণ করবেন। তার ১০টি গোনাহ ক্ষমা করে দেবেন। তার জন্য রহমতের ১০ দরজা খুলে দেয়া হবে। (মুসনাদে আহমদ, নাসাঈ)

> ফেরেশতাদের মাগফেরাত কামনার ঘোষণা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরুদ পাঠকারীদের জন্য ক্ষমা প্রার্থনা নিযুক্ত রয়েছে ফেরেশতা। যারা দরুদ পাঠকারী বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। হাদিসে এসেছে-

হজরত আমের ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি আল্লাহর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে (খুতবা দেয়ার সময়) বলতে শুনেছি, ‘আমার ওপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়তে থাকবে, ফেরেশতারা তার জন্য ততক্ষণ দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা যে, সে দরুদ বেশি পড়বে না কম পড়বে।’ (মুসনাদে আহমদ, ইবনে মাজাহ)

> শাফাআতের ঘোষণারাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পাঠ করলে ওই ব্যক্তির জন্য তার সুপারিশ অবধারিত হয়ে যায়। হাদিসে এসেছে-

হজরত রুওয়াইফি ইবনে ছাবিত আনসারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এ দরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে।’ (তাবারানি, ইবনে বাযযার)

> রাসুলের প্রতিবেশী হওয়ার ঘোষণা

কিয়ামতের দিন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে দরুদ পড়ে। হাদিসে এসেছে-হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছাকাছি হবে, যে আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে।’ (তিরমিজি)

> মনোবাসনা পূরণের ঘোষণা

দুনিয়া ও পরকালে মুমিন মুসলমানের মনের একান্ত চাওয়াগুলোরও বাস্তবায়ন হবে। হাদিসে এসেছে-হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আল্লাহর জিকিরের খুব তাগিদ দিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনার প্রতি বেশি বেশি দরূদ পাঠ করে থাকি। আমি আমার দোয়ার কতভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা।আমি বললাম, চারভাগের এক ভাগ? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা। তবে বেশি করলে আরও ভালো।আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা। তবে বেশি করলে আরও ভালো।আমি বললাম, তাহলে তিন ভাগের দুই ভাগ? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়। তবে বেশি করলে আরও ভালো।আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরূদ? তিনি বললেন, তবে তো তোমার উদ্দেশ্য হাসিল হবে। তোমার গোনাহ মাফ করে দেয়া হবে।’ (তিরমিজি, তাবারানি)

> গরিবের জন্য সাদকার সওয়াবের ঘোষণা

গরিব ও অসহায় মানুষের জন্য সাদকার সাওয়াব অনেক গুরুত্বপূর্ণ। দরুদ পড়ার মাধ্যমে অসহায় গরিব মানুষের জন্য রয়েছে সাদকার সাওয়াব। হাদিসে এসেছে-

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন তার দোয়ায় বলে-اَللهُمَّ صَلِّى عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَ رَسُوْلِكَ وَ صَلِّى عَلَى الْمُؤمِنِيْنَ وَ الْمُؤمِنَات وَ المُسْلِمِيْنَ وَ الْمُسْلِمَاتউচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।’উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।’ এটা (দরুদ) ওই ব্যক্তির জন্য জাকাত তথা সদকা হিসেবে গণ্য হবে।’ (ইবনে হিব্বান)

> মুমিনের দরুদ ও সালাম শুনেন প্রিয় নবি

মুমিন মুসলমানের পড়া দরুদ ও সালাম প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌছানো হয়। দরূদ পৌছানোর দায়িত্ব আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এ ফেরেশতা মদিনায় প্রিয় নবির রওজায় দরুদ পাঠকারীর পরিচয়ও পেশ করেন। হাদিসে এসেছে-

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার জমিনে বিচরণকারী (এমন) কিছু ফেরেশতা আছেন, তাঁরা আমার কাছে উম্মতের পক্ষ থেকে পাঠানো সালাম পৌঁছে দেয়।’ (মুসনাদে আহমদ, নাসাঈ)

> দরুদবিহীন দোয়ার কুফল

দরুদবিহীন কোনো দোয়াই আল্লাহর কাছে পৌঁছে না বরং তা আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে, যা আল্লাহর কাছে পৌঁছে না। হাদিসে এসেছে-

হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘যে পর্যন্ত না তুমি তোমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরুদ না পড়বে ততক্ষণ এ দোয়া আসমানে যাবে না বরং তা আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকবে।’ (তিরমিজি)

মনে রাখতে হবে

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বমানবতার জন্য রহমত ও অনুপম আদর্শ। তাঁর অনুসরণ ও অনুকরণ করতে কুরআনে পাকে নির্দেশ দেয়া হয়েছে। তাঁর প্রতি দরুদ পাঠেই যদি এত বেশি ফজিলত লাভ করা যায়। তবে তার হুকুম আহকাম কিংবা দিকনির্দেশনা পালন করলে মুমিনের মর্যাদা কতবেশি হবে তা অনুমেয়।

সুতরাং রবিউল আউয়াল হোক মুসলিম উম্মাহর জন্য আদর্শ গ্রহণের মাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ গ্রহণে কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনাই হোক মুমিন মুসলমানের দীপ্ত প্রত্যয়। আদর্শ গ্রহণের যে ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা-

‘অবশ্যই তোমাদের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (চরিত্রের) মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। (সুরা আহযাব : আয়াত ২১)’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবির সর্বোত্তম আদর্শ গ্রহণে তাকে ও পরকালকে ভয় করার এবং তাকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে দ্বীন ও ইসলামকে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

06/10/2022

কোটি কোটি শুকরিয়া আমার রবের প্রতি যিনি আমাকে ঘুম নামক মৃ'ত্যু থেকে জাগিয়ে সকাল দেখান।

আলহামদুলিল্লাহ!..🍁🍁

06/10/2022

আপনাকে না পাওয়ার আ'ফসোসটা হয়তো আমার সারা জীবন থেকে যাবে।🌸

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আসক্ত জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share