Amira and Ayman's world

  • Home
  • Amira and Ayman's world

Amira and Ayman's world 50 second learning

22/02/2024

:-) :-) ইংরেজিতে প্রশ্ন করা শিখুন
When will you go - তুমি কখন যাবে?
When do you go - তুমি কখন যাও?
When did you go - তুমি কখন গিয়েছিলে?
Why will you go - তুমি কেন যাবে?
Why do you go - তুমি কেন যাও?
Why did you go - তুমি কেন গিয়েছিলে?
Where will you go - তুমি কোথায় যাবে?
Where do you go - তুমি কোথায় যাও?
Where did you go - তুমি কোথায় গিয়েছিলে?
How will you go - তুমি কিভাবে যাবে?
How do you go - তুমি কিভাবে যাও?
How did you go - তুমি কিভাবে গিয়েছিলে?
With whom will you go - তুমি কার সাথে যাবে?
With whom do you go - তুমি কার সাথে যাও?
With whom did you go -তুমি কার সাথে গিয়েছিলে?
After whom will you go - তুমি কার পরে যাবে?
After whom do you go - তুমি কার পরে যাও?
After whom did you go - তুমি কার পরে গিয়েছিলে?
To whom will you go - তুমি কার কাছে যাবে?
To whom do you go - তুমি কার কাছে যাও?
To whom did you go - তুমি কার কাছে গিয়েছিলে?
For whom will you go - তুমি কার জন্য যাবে?
For whom do you go - তুমি কার জন্য যাও?
For whom did you go - তুমি কার জন্য গিয়েছিলে?
Without whom will you go - কাকে ছাড়া যাবে?
Without whom do you go - কাকে ছাড়া যাও?
Without whom did you go-কাকে ছাড়া গিয়েছিলে?

For what will you go - তুমি কিসের জন্য যাবে?
For what do you go - তুমি কিসের জন্য যাও?
For what did you go - তুমি কিসের জন্য গিয়েছিলে?
Will , do , did , এ শব্দগুলো পরিবর্তন করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা যায়। বেশি বেশি প্র্যাকটিস করুন।

18/08/2023

বাচ্চাদের সহজে হাতের লেখা শেখানোর দারুণ ৫টি উপায়
সারাদিন যে শিশুটি হৈচৈ করে খেলে বেড়াচ্ছে, তাকে লেখা শেখানো একটু ঝামেলার ব্যাপার বটে! তবে সে যদি খেলতে খেলতে হাতের লেখা শিখে যায়, তাহলে কিন্তু শুরুটা দারুণ হয়! এজন্যে আপনার দরকার কিছু নিয়ম জেনে নেয়া, তাহলে খুব সহজেই সে লেখা শিখতে পারবে!
১। নিজ থেকে বুঝতে দিন
প্রথমেই তার হাতে পেন্সিল ধরিয়ে দিলে সে বুঝতে পারবে না কীভাবে লিখতে হয়। শিশুর সামনে আপনি নিজে কোন একটি অক্ষর লিখুন। এরপর তার সামনে পেন্সিল দিন। দেখুন সে নিজ থেকে কীভাবে পেন্সিল ধরে, কোন হাতে ধরে। সে যেমনভাবে লিখতে সাচ্ছন্দ্যবোধ করে, সেভাবেই তাকে লিখতে দিন। এতে সে দ্রুত লেখা শিখবে।
২। পর্যাপ্ত সময় দিন
যে কোন প্রকার তাড়াহুড়োয় হিতে বিপরীত হবে। পর্যাপ্ত সময় দিয়ে তাকে লেখার কাজের সাথে পরিচিত হতে সময় দিন। দেখুন সে কত সময় নিচ্ছে এটি বোঝার জন্যে। অভিভাবক হিসেবে শিশুকে দিন সর্বোচ্চ মনোযোগ।
৩। লাইনের মধ্যে লিখতে শেখান মোট তিনটি লাইন এঁকে ছোট হাতের বর্ণের জন্যে নিচের দুই লাইন এবং বড় হাতের বর্ণের জন্যে পুরো তিন লাইন ব্যবহার করতে বলুন। এতে করে সে আলাদা আলাদা বর্ণের জন্য পরিমাপটা শিখবে।
৪। লাইন স্পেসিং দেখান
একটি একটি করে বর্ণ লেখার পর দুই বর্ণের মাঝে জায়গা রাখতে বলুন। এতে করে যখন সে পুর্ণাঙ্গ বাক্য লিখতে যাবে তখন প্রতি শব্দের পরে স্পেস দেয়া শিখবে। সে যদি বাঁ-হাতি হয়, তাহলে একটি পপসিকল স্টিক ব্যবহার করুন।
৫। সমজাতীয় বর্ণের ক্ষেত্রে “থাম্বসআপ” ব্যবহার করুন
ইংরেজি b এবং d লিখতে গেলে শিশুরা দ্বিধায় পড়ে যায়। তাই এই ক্ষেত্রে আপনার দুই হাত ব্যবহার করুন। b লেখার সময় বাম হাতের থাম্বসআপ দেখান এবার d লেখার সময় ডান হাতের থাম্বসআপ দেখান। এতে করে শিশুরা বর্ণ নিয়ে কোন দ্বিধায় পড়বে না।
(Collected)

17/08/2023

সন্তানের অতিরিক্ত জিদ থাকলে, কথা না শোনলে, কথা না মানলে তার জন্য আমল করুন। প্রতিদিন ৭ বার সন্তানের কপালের উপরিভাগের চুলে হাত রেখে নিচের আয়াতখানা পাঠ করে তার চেহারা ও কানে ফুঁ দিলে- জিদ কমে আসে। এ আমল নূন্যতম ২১ দিন করতে হয়।

দোয়া:

أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ

উচ্চারণ: আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস্ সামাওয়াতি ওয়াল আরদি তাউআউ ওয়া কারহান; ওয়া ইলাইহি ইয়ুরজাঊন।

অর্থ: তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার অনুগত হবে। সবাই তার কাছে ফিরে যাবে। -(সূরা: আল ইমরান, আয়াত: ৮৩)

ফজিলত: যে ব্যক্তির সন্তান বা প্রাণী তাকে কষ্ট দেয়, সে যেন তার কানে সূরা আল ইমরানের ৮৩ নং আয়াত পড়ে। (তাবারানি)
(Collected)

কিছু সহজ ইংরেজী বাক্য যা আমরা প্রতিদিন ব্যাবহার করিAbsolutely not.কোন মতেই না।Are you sure?আপনি কি নিশ্চিত?Are you comin...
17/08/2023

কিছু সহজ ইংরেজী বাক্য যা আমরা প্রতিদিন ব্যাবহার করি
Absolutely not.
কোন মতেই না।

Are you sure?
আপনি কি নিশ্চিত?

Are you coming with me?
আপনি কি আমার সাথে আসছেন?

As soon as possible.
যত দ্রুত সম্ভব।

Believe me.
আমার কথা বিশ্বাস করুন।

Buy it.
এটা কিনুন।

Call me tomorrow.
আমাকে কালকে ফোন করুন।

Come with me.
আমার সঙ্গে আসুন।

Congratulations.
অভিনন্দন।

Do you mean it?
আপনি কি আসলেই এটা বুঝাতে চেয়েছেন?

Do you understand?
আপনি কি বুঝতে পেরেছেন?

Do you want it?
আপনি কি এটা চান?

Do you want something?
আপনি কি কিছু চাচ্ছেন?

Don’t do it.
এটা করবেন না।

Don’t exaggerate.
বাড়িয়ে কথা বলবেন না।

Don’t tell me that.
আমাকে এটা বলবেন না।

Give me a hand.
আমাকে একটু সাহায্য করুন।

Go right ahead.
এগিয়ে যান।

Have a good trip.
আপনার যাত্রা শুভ হোক।

Have a nice day.
আপনার দিনটি শুভ হোক।

Have another one.
আরেকটা নিন।

He is on his way.
সে পথে আছে।

How are you doing?
আপনি কেমন আছেন?

How long are you staying?
আপনি কয়দিন থাকছেন?

How much is it?
এর দাম কত?

I can do it.
আমি পারবো এটা করতে।

I can’t believe it.
আমার বিশ্বাস হচ্ছে না।

I can’t wait.
আমি অপেক্ষা করতে পারছি না।

I don’t have the time.
আমার সময় হবে না।

I don’t like it.
আমার এটা পছন্দ না।

I don’t think so.
আমার মনে হয় না।

I feel much better.
আমার এখন আগের চেয়ে ভালো লাগছে।

I see.
আচ্ছা।

সবাইকে শহীদ দিবসের অনেক শুভেচ্ছা। সকল শহীদদের বিদেহীআত্মার মাগফেরাত কামনা করছি।
21/02/2023

সবাইকে শহীদ দিবসের অনেক শুভেচ্ছা। সকল শহীদদের বিদেহীআত্মার মাগফেরাত কামনা করছি।

11/02/2023

Cute baby play with sister # cute baby

10/02/2023

baby

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Amira and Ayman's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share