Mahfuz Islam

Mahfuz Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahfuz Islam, Digital creator, .

06/04/2024

সবাই Apu biswas Pori Moni এদের নিয়ে লাফালাফি করতেছে।। আমি শুরু থেকে শুধু দেখেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি।। যেটা হয়েছে সেটা হলো এরা সবাই ফিল্ম স্টার।। 🙂
এদের সবকিছু অনেক সাধারণ পাবলিকই ফলো করে। কিন্তু তারা সামান্য বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনটা না করলেই বোধ হয় ভালো লাগতো।😒
কারন এতে তারা নিজেরাই হাসির পাত্র হচ্ছেন।
কোনো ঘরোয়া বিষয় বাইরে প্রকাশ হলে সেটা বাড়তে বাড়তে অনেক বড়ো আকার ধারন করে যা সবার জন্য ই অসম্মানজনক।
এরা এদের লাইফ ঠিকই ইনজয় করছে মাঝখান থেকে তাদের ভক্তরা পড়েছেন মহাবিপদে তা একজন আরেকজনকে নিয়ে কটুকথা বলতেও ছাড়ছেনা।। 😌😌

অনেকদিন ধরেই এই পোস্টে লোকজন হুমরি খেয়ে পড়ছে। একজন আরেকজনকে যেভাবেই হোক ছোট করতেই হবে।

কিন্তু আপনাদের কি লাভ হচ্ছে এদের নিয়ে এত সময় ব্যয় করে?? এই সময়ে কাজ করলেও সফল হতে পারতেন 😣😣
তা না করে শুধু তেল দিচ্ছেন।।
সবশেষে বলতে চাই আমি আমার শত্রুর থেকে সবসময় ভালোটাই করতে বা দেখাতে চাইবো। কিন্তু তাকে কপি করলে তো সবাই বুঝে যাবে।। বর্তমানে নিজেকে ক্রিয়াটিভ করার অনেক কিছুই আছে সেখান থেকে অন্য ভাবেও অন্য কিছু করে মানেষকে দেখানো যেত।।
তাহলে আজ এত এত আলোচনা সমালোচনা হত না😣😣 আরেকটা কথা পড়াশোনা জানা আর মানুষ হওয়া আলাদা ব্যাপার। পড়াশোনা জানলে শিক্ষিত হয় মানুষ হতে গেলে দরকার বিবেক আর সুন্দর আচরণ।। 😊😊








14/02/2024
08/08/2023

যাকে আমরা ভালবাসি আমরা সবসময় তাকে নিজের স্বপ্নের মত করে পাবার চেষ্টা করি।

মনে হয় তার কাছ থেকে সব ধরনের কেয়ার আশা করি। ❤️
তার কাছ থেকে নিজের ছোট ছোট আবদারগুলো, নিজের পছন্দ পূরন করে নিতে চাই।।

এরকম চাইতে চাইতে একসময় তার উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পরি।।

আমাদের নিজের উপর কোনো আয়ত্ত্ব থাকে না।😌

যার ফলে সামান্য আঘাতেই আমরা ভেঙে পড়ি। আমরা কখনো ভাবিনা পৃথিবীতে প্রত্যেকের নিজস্ব সত্তা থাকে। প্রতেকেরই আলাদা আলাদা পছন্দ অপছন্দ থাকে।।🙏

আমরা নিজেদের ভালো রাখতে অনেক সময় অন্যের কষ্টের কারন হয়ে যাই। আমরা হয়তো না চাইতেই কাউকে তার ইচ্ছেপূরন থেকে তাকে বঞ্চিত করি।। 😌

তাই কারো থেকে সবটা আশা করা বোকামি। নিজের ভালো করার, নিজেকে ভালো রাখার দায়িত্ব একান্তই নিজের। ❤️

অন্যের কথা গায়ে লাগালে বা বেশি মাখালে সমস্যা টা বেড়েই চলে কখনো কমে না।।

সবারই উচিত নিজেকে ভালো রাখা। শত ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছুটা সময় রাখা। 🥰🙂

08/08/2023

আমার মনে হয় টাকার অঙ্কটা কম হয়ে গেছে।। 🥱🥱

আপনারা কি বলেন 😌😌

24/06/2023

মায়ের জন্য একটা লাভ ❤️ রিয়েক্ট হয়ে যাক..💖

24/06/2023

St. Louis Skyline at sunset

24/06/2023

I am grateful and excited to announce I have joined the Recording Academy / GRAMMYs this year after donating my proposal for The JUNO Awards Underground Dance Category to assist in the creation of the new Pop Dance Category at the Grammy Awards. This is such an honor and I am humbled to be a part of this amazing organization 🙏

Excited for the 2024 Grammys!



📸

24/06/2023

A full and unconditional hug of pure serotonin

24/06/2023

The canola fields are blooming just north of Spokane. Look how beautiful!😍

24/06/2023

বীরপুরুষ
__রবীন্দ্রনাথ ঠাকুর (শিশু কাব্যগ্রন্থ)
মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।

তুমি যাচ্ছ পালকিতে, মা, চ’ড়ে
দরজা দুটো একটুকু ফাঁক ক’রে,
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ‘পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে।
রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে
রাঙা ধূলোয় মেঘ উড়িয়ে আসে।

সন্ধ্যে হল, সূর্য নামে পাটে,
এলেম যেন জোড়াদিঘির মাঠে।
ধূ ধূ করে যে দিক-পানে চাই,
কোনোখানে জনমানব নাই,
তুমি যেন আপন-মনে তাই
ভয় পেয়েছ-ভাবছ, ‘এলেম কোথা।’
আমি বলছি, ‘ভয় কোরো না মা গো,
ওই দেখা যায় মরা নদীর সোঁতা।’

আমরা কোথায় যাচ্ছি কে তা জানে-
অন্ধকারে দেখা যায় না ভালো।
তুমি যেন বললে আমায় ডেকে,
‘দিঘির ধারে ওই-যে কিসের আলো!’
এমন সময় ‘হাঁরে রে রে রে রে’

ওই – যে কারা আসতেছে ডাক ছেড়ে!
তুমি ভয়ে পালকিতে এক কোণে
ঠাকুর-দেবতা স্মরণ করছ মনে,
বেয়ারাগুলো পাশের কাঁটাবনে
আমি যেন তোমায় বলছি ডেকে,
‘আমি আছি, ভয় কেন, মা, করো!’

তুমি বললে, ‘যাস নে খোকা ওরে,’
আমি বলি, ‘দেখো-নাচুপ করে।’
ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে,
কী ভয়ানক লড়াই হল মা যে
শুনে তোমার গায়ে দেবে কাঁটা।
কত লোক যে পালিয়ে গেল ভয়ে,
কত লোকের মাথা পড়ল কাটা।।

এত লোকের সঙ্গে লড়াই ক’রে,
ভাবছ খোকা গেলই বুঝি মরে।
আমি তখন রক্ত মেখে ঘেমে
বলছি এসে, ‘লড়াই গেছে থেমে,’
তুমি শুনে পালকি থেকে নেমে
চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে
বলছ, ‘ভাগ্যে খোকা সঙ্গে ছিল’
কী দুর্দশাই হত তা না হলে!’

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuz Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share