ক্ষুধা যখন চরমে, মানুষ তখন কিছুই মানতে চায় না!
ক্ষুধা যখন চরমে, মানুষ তখন কিছুই মানতে চায় না!
Faraaz Karim Chowdhury In Live
আশ্রয় কেন্দ্রেও অনিশ্চিত জীবন।
আশ্রয় কেন্দ্রেও অনিশ্চিত জীবন। Free Motion
নাই বাড়ি, নাই ঘর, পড়ে আছি পরের ঘর। মাত্র ৩ দিনে দেড় কোটি টাকা অনুদান দিয়ে বিশ্বস্ততার এক দৃষ্টা
নাই বাড়ি, নাই ঘর, পড়ে আছি পরের ঘর।
মাত্র ৩ দিনে দেড় কোটি টাকা অনুদান দিয়ে বিশ্বস্ততার এক দৃষ্টান্ত স্থাপন করলেন আপনারা।
🙋 মাত্র ৩ দিনে দেড় কোটি টাকা অনুদান দিয়ে বিশ্বস্ততার এক দৃষ্টান্ত স্থাপন করলেন আপনারা।
মাত্র ৩ দিনে দেড় কোটি টাকা অনুদান দিয়ে বিশ্বস্ততার এক দৃষ্টান্ত স্থাপন করলেন আপনারা।
ঘর বানিয়ে দিবো ইন শা আল্লাহ
ঘর বানিয়ে দিবো ইন শা আল্লাহ Faraaz Karim Chowdhury Faraaz Karim Chowdhury
সুনামগঞ্জের স্থানীয়দের কাছে আমার প্রশ্ন, বন্যায় কোন ইউনিয়নের কোন গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্র ?
সুনামগঞ্জের স্থানীয়দের কাছে আমার প্রশ্ন, বন্যায় কোন ইউনিয়নের কোন গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে? আপনাদের সুনির্দিষ্ট তথ্য ও পরামর্শ এখনই আশা করছি।
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুনে এখন পর্যন্ত ১৬ জন মারা গেছে।
শেষ দেখা টা মা-বাবা, সন্তানও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিয়ো না।😢🤲
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুনে এখন পর্যন্ত ১৬ জন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চট্টগ্রাম সীতাকুন্ডের মানুষের আজ কাল রাত্রি
চট্রগ্রামের সবাই এগিয়ে আসুন
একজনের পর একজন চট্টগ্রাম হাসপাতালে খুবই আশংকাজনক অবস্থায় আসছে, চট্টগ্রাম মেডিকেলে রক্ত লাগবে নেগেটিভ রক্তের প্রয়োজন বেশি, দয়া করে রক্তদাতারা এগিয়ে আসুন। চিকিৎসক সংকট হতে পারে, চিকিৎসকরাও এগিয়ে আসুন।
চট্টগ্রামের সীতাকুন্ডে কাসেম জুট মিল'র বিএম ডিপোতে ভয়ংকর বিস্ফোরণ, ১৫ টির বেশি ফায়ার সার্ভিস ইউনিট অসহায় হয়ে পড়েছে আগুনের কাছে। হতাহতের সংখ্যা বাড়ছে। সবাই দোয়া করুন এবং রক্তদাতারা এগিয়ে আসুন। পাশাপাশি আসেপাশের চিকিৎসক ও সেবা কর্মীদের হাসপাতালে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।
হইতো শত শত মানুষের হাত -
প্রকৃত রাজা তো সেই, যে মানুষের বিপদে নিজের সব টুকু বিলিয়ে দেয়।🌹💚 Free Motion By Kalam Hossen
প্রকৃত রাজা তো সেই, যে মানুষের বিপদে নিজের সব টুকু বিলিয়ে দেয়।🌹💚
YouTube: https://www.youtube.com/channel/UC_G7J-OU2pLWEF-zpAjrEAw
Choto Diary
Choto Diary encourages Youth to do humanitarian work by standing for helpless people.