24/10/2024
দেবভূমি উত্তরাখণ্ড। যাকে আমার মতন ভ্রমণ প্রিয় বাঙালিরা স্বর্গরাজ্য বলে থাকি। ভারতের উত্তর দিকে অবস্থিত এই ভূখণ্ড টিতে ছড়িয়ে আছে অজস্র মন্দির, বিখ্যাত সব তীর্থক্ষেত্র। আর রয়েছে হিমালয়ের কোলে ছোট ছোট অনেক গ্রাম। যে গ্রাম গুলো নিজের মত করে সুন্দর। হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত এই পাহাড়ি রাজ্যটির উত্তরে চীন এবং পূর্বে নেপালের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা রয়েছে। যেখানে দেবাদিদেব মহাদেবের আদি নিবাস। সেই শিব ঠাকুরের আপন দেশ কে নিজের চোখে ঘুরে দেখতে বেড়িয়ে পড়েছিলাম উত্তরাখণ্ডের কুমায়ুনের উদ্দেশ্যে।
১০ দিন ধরে আমরা উত্তরাখণ্ড রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরেছিলাম। দেখেছিলাম পাহাড়, জঙ্গল, নদী ঘেরা উত্তরাখণ্ড রাজ্যের বৈচিত্রময় রূপ।
সেই ভ্রমণের ভিডিও ইউটিউবে আমার চ্যানেল 'অমৃত ভারত' এ আপলোড করেছি। ভিডিও টির লিংক এখানে দিলাম। লিংকটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। আশাকরি আপনাদের ভালো লাগবে।
আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ, সমর্থন ও ভালোবাসা আমার সঙ্গে থাকুক। আপনারা সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেল টি কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
🙏🙏🙏
Adi Kailash | Darma Valley | Dharchula | Pithoragarh | UttarakhandAdi Kailash also known as Shiva Kailash, Chota Kailash, Baba Kailash or Jonglingkong Peak, ...