City Life in Dhaka

  • Home
  • City Life in Dhaka

City Life in Dhaka hi

31/12/2022

বান্ধবীর প্ররোচনায় রাতের রানী!!
কাস্টমার প্রকি ২/৩শত টাকার বে‌শি পাওয়া যায় না!

২০২২ সালের আর এক‌দিন বা‌কি।আমার ৫০‌টি ছ‌বি দিলাম, সেরা ছ‌বি‌টি বাছাই ক‌রে দিবা ???
30/12/2022

২০২২ সালের আর এক‌দিন বা‌কি।
আমার ৫০‌টি ছ‌বি দিলাম, সেরা ছ‌বি‌টি বাছাই ক‌রে দিবা ???

30/12/2022

আবাসিক হোটেল গুলোতে চলছে সুন্দরী মেয়েদের রমরমা ব্যবসা। পুলিশের তল্লাশিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য।

বিজয় দি‌বসে
17/12/2022

বিজয় দি‌বসে

- এই পৃথিবীতে শূন্যস্থান বলতে কিছু থাকে না।‌ ⚠️- কোন না কোন ভাবে ঠিক পূরণ হয়ে যায়। 💯
08/12/2022

- এই পৃথিবীতে শূন্যস্থান বলতে কিছু থাকে না।‌ ⚠️
- কোন না কোন ভাবে ঠিক পূরণ হয়ে যায়। 💯

চলছে জীবন চলুক না
07/12/2022

চলছে জীবন চলুক না

আজ‌কে সা‌র্বিয়া জিত‌লে আর ব্রা‌জিল হার‌লে রা‌তে সারপ্রাইজড দি‌বো সবাই‌কে
24/11/2022

আজ‌কে সা‌র্বিয়া জিত‌লে আর ব্রা‌জিল হার‌লে রা‌তে সারপ্রাইজড দি‌বো সবাই‌কে

শুভ দুুপুর
23/11/2022

শুভ দুুপুর

তোমাকে এ জীবনে রাখতে চেয়েছিলাম;আমার নিজের জন্য নয়‚ তোমার জন্য।আমি সবসময়ই জানতাম---তোমাকে অতটা যত্নে আর কেউ রাখতেপারবে...
22/11/2022

তোমাকে এ জীবনে রাখতে চেয়েছিলাম;
আমার নিজের জন্য নয়‚ তোমার জন্য।

আমি সবসময়ই জানতাম---
তোমাকে অতটা যত্নে আর কেউ রাখতে
পারবে না।

তোমাকে পাইনি‚ দুঃখ নেই---
তোমাকে ভালো রাখতে পারলাম না‚
_________আফসোস এটুকই। ❤️

যখন তোমার আম্মু জিজ্ঞেস করবে, ''তোর কাছে টাকা আছে?''তখন, ''টেবিলের ওপর মানিব্যাগ আছে, যা লাগে নিয়ে যাও" বলতে পারলে বুঝবা...
22/11/2022

যখন তোমার আম্মু জিজ্ঞেস করবে, ''তোর কাছে টাকা আছে?''
তখন, ''টেবিলের ওপর মানিব্যাগ আছে, যা লাগে নিয়ে যাও" বলতে পারলে বুঝবা You have become a man.

এই মুরোদ যতদিন না হবে, ততদিন যতই ক্লাশি গেট-আপে পিক আপ্লোড দাও আর পশ রেস্টুরেণ্টে চেক-ইন দাও না কেন, you will still be considered as a মাকুন্দা kid.

Dr. Hasan Rashed

Outing...
21/11/2022

Outing...

শুভ সকাল বন্ধুরা
19/11/2022

শুভ সকাল বন্ধুরা

দাঁত হলুদ হলেই ভাববেন না সে অপরিষ্কার,- হতে পারে সে ব্রাজিল সাপোর্টার!
18/11/2022

দাঁত হলুদ হলেই ভাববেন না সে অপরিষ্কার,

- হতে পারে সে ব্রাজিল সাপোর্টার!

"" প্রতিটা মুহুর্ত খুব মূল্যবান...        গতকাল ইতিহাস..         আগামীকাল অজানা.. আর আজকের দিনটা আমাদের জন্য উপহার..।   ...
18/11/2022

"" প্রতিটা মুহুর্ত খুব মূল্যবান...
গতকাল ইতিহাস..
আগামীকাল অজানা..
আর আজকের দিনটা আমাদের জন্য উপহার..।
একেই বলে বর্তমান...।
এই বর্তমানকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে, তাহলে জীবনে সাফল্য ধরা দিবে""।❤️

সন্ধ‌্যার আ‌গে বাসার ছা‌দে
17/11/2022

সন্ধ‌্যার আ‌গে বাসার ছা‌দে

খুব সাধারণ হতে চাই, যতোটা সাধারণ হলে              কেউ.... _   🌸🥀ভালোবাসবে না, ঘৃণাও করবে না 🙂❤️
17/11/2022

খুব সাধারণ হতে চাই, যতোটা সাধারণ হলে
কেউ.... _ 🌸🥀
ভালোবাসবে না, ঘৃণাও করবে না 🙂❤️

শী‌তের সকা‌লে গোসল ক‌রে বাসার ছা‌দে রোদ পোহা‌নো
13/11/2022

শী‌তের সকা‌লে গোসল ক‌রে বাসার ছা‌দে রোদ পোহা‌নো

যারা হার্ট ও প্রেসারের রোগী, এবং হার্ট ব্লক হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করা প্রয়োজন বা রিং পরা প্রয়োজন ডাক্তার বলে দিয়...
13/11/2022

যারা হার্ট ও প্রেসারের রোগী, এবং হার্ট ব্লক হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করা প্রয়োজন বা রিং পরা প্রয়োজন ডাক্তার বলে দিয়েছে, কিন্তু কোন কারণে করতে পারছেন না!!!

এই মুহূর্তে কী করবেন!!!

প্রতিদিন খালিপেটেঃ
১. রসুন ৪ কোস,
(পেষ্ট করে নিবেন)

২. আদা ১০ গ্রাম,
(মেপে নেয়ার প্রয়োজন নেই, আন্দাজ মতো দিয়ে দিলেই হবে)

৩. আধা পিছ লেবু,
(যে কোন লেবু-তবে সুগন্ধি যুক্ত হলে ভালো হয়)

৪. আধা কাপ আপেল সাইডার বেনেগার
( বাজারে কিনতে পাওয়া যায়)

৫. মধু পরিমাণ মতো
(যদি মধু ছাড়া খেতে পারেন তবে আরো ভালো, কিন্তু ভুল করেও চিনি মিশাবেন না, কারণ এতে করে ডায়াবেটিস যাদের আছে ক্ষতি হতে পারে)

*সবগুলো উপাদান দিয়ে এক গ্লাস সরবত তৈরি করুন, এবং নিয়মিতভাবে ১৫দিন সেবন করুন, তারপর ডাক্তারের কাছে যান, শারীরিক কিছু পরিক্ষা করে দেখুন কতটুকু আরোগ্য হয়েছে।

কথা দিচ্ছি যে দিন থেকে শুরু করবেন সেই দিন থেকেই বুঝতে পারবেন শরীরের উপকার হচ্ছে যে...তবে অনেক সুন্দর ফ্রেশ ঘুম হবে...
ঘুমের ঔষধ খেতে হবে না ইনশাআল্লাহ্...।

শরবত খাওয়ার পর যদি মনে করেন, আপনার গ্যাস জনিত সমস্যা হচ্ছে তবে গ্যাসের ঔষধ খেয়ে নিবেন।

ডাক্তারের দেয়া যদি কোন প্রকার ঔষধ থেকে থাকে তবে সেগুলো সেবন করা বন্ধ করবেন না, অন্যান্য ঔষধের পাশাপাশি সরবত খেতে পারেন...

বিদ্রঃ যারা ধুমপান করেন, তাদের জন্যও অনেক উপকারে আসবে।...

বন্ধুরা এই পোস্ট শুধু মাত্র আপনাদের জন্য অনেক কষ্ট করে লিখেছি... কারণ আমার এক ফেইসবুকের বন্ধু (যদিও উনি বাবার বয়সি) উপকার পেয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম...
আশাকরি আপনারাও উপকার পাবেন...।

সবকিছুর মালিক উপর আল্লাহ্, ঔষধ ওছিলা মাত্র..।.
আর এই পোস্টের মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তবে আমার কষ্ট সার্থক হবে...
-----------------------------------------------------------------------

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায় - সেটা রাস্তা হোক বা সম্পর্ক💔
13/11/2022

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায় - সেটা রাস্তা হোক বা সম্পর্ক💔

ভালোবাসার মানুষকে চোখের আড়াল করতে নেই !
12/11/2022

ভালোবাসার মানুষকে চোখের আড়াল করতে নেই !

এ এক জটিল সমীকরণ ! ছাড়তে যেয়ে নতুন করে জড়িয়ে যাওয়ার নামই সম্পর্ক। একটা অদৃশ্য সুতো, যা আষ্টেপৃষ্টে বেঁধে রাখে। কামনা, ...
12/11/2022

এ এক জটিল সমীকরণ ! ছাড়তে যেয়ে নতুন করে জড়িয়ে যাওয়ার নামই সম্পর্ক। একটা অদৃশ্য সুতো, যা আষ্টেপৃষ্টে বেঁধে রাখে। কামনা, বাসনা, স্বার্থ একটা সময় মিইয়ে যায় কিন্তু মায়া আর রেসপেক্ট সম্পর্ককে ধরে রাখে। এই দুইটা ব্যাপার ছাড়া সবই শুধুই বিনিময়, সেটা আর যাই হোক সম্পর্ক না। দিনশেষে মনের দাবির চেয়ে বড় কোনো দাবি দ্বিতীয়টি নেই।

বের হ‌য়ে গেলামঅজানার উদ্দে‌শে
11/11/2022

বের হ‌য়ে গেলাম
অজানার উদ্দে‌শে

শুভ সকাল
11/11/2022

শুভ সকাল

ঘুরাঘু‌রি কর‌তে কার না ভা‌লো লা‌গে,জ‌্যা‌মে পড়লে মজা বুঝা যায়।
10/11/2022

ঘুরাঘু‌রি কর‌তে কার না ভা‌লো লা‌গে,
জ‌্যা‌মে পড়লে মজা বুঝা যায়।

শুভ সকাল
10/11/2022

শুভ সকাল

ঘুরাঘু‌রি কর‌তে শুক্রবার লা‌গে না
09/11/2022

ঘুরাঘু‌রি কর‌তে শুক্রবার লা‌গে না

শুভ সকালঅব‌শে‌ষে শীত এ‌সেই গে‌লো।আপনার এলাকায় ঠাণ্ডার তীব্রতা কেমন ক‌মে‌ন্টে জানান
09/11/2022

শুভ সকাল
অব‌শে‌ষে শীত এ‌সেই গে‌লো।
আপনার এলাকায় ঠাণ্ডার তীব্রতা কেমন ক‌মে‌ন্টে জানান

29/10/2022

শিক্ষক‌দের প্রতি শ্রদ্ধা

এই মাছ কে আপনার অঞ্চলিক ভাষায় কি বলে?
28/10/2022

এই মাছ কে আপনার অঞ্চলিক ভাষায় কি বলে?

শুভ সকাল বন্ধুরা
23/10/2022

শুভ সকাল বন্ধুরা

22/10/2022

বিমানবন্দরে বিপুল ভাবে সংবর্ধিত হলেন বিশ্বজয়ী
হাফেজ আবু রাহাত । হাজারো মানুষের ভালবাসায় সিক্ত ।

Happy Friday
21/10/2022

Happy Friday

গুড ম‌র্নিং ফ্রেন্ডস
20/10/2022

গুড ম‌র্নিং ফ্রেন্ডস

বনানী‌তে কু‌ড়িয়ে পাওয়া ছে‌লে‌টির প‌রিবা‌রের সন্ধান পাওয়া গে‌ছে, আলহামদু‌লিল্লাহ। কিছুক্ষণ আ‌গে ওই প‌রিবার‌টির স্বজন অ‌্য...
18/10/2022

বনানী‌তে কু‌ড়িয়ে পাওয়া ছে‌লে‌টির প‌রিবা‌রের সন্ধান পাওয়া গে‌ছে, আলহামদু‌লিল্লাহ। কিছুক্ষণ আ‌গে ওই প‌রিবার‌টির স্বজন অ‌্যাড‌ভো‌কেট নাজমুল হাসান চৌধুরী বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আমা‌কে। ছে‌লে‌টির নাম নুর মোহাম্মদ। সে কমলাপুর থে‌কে হা‌রি‌য়ে‌ছিল। ছে‌লে‌টির প‌রিবার মিরপুর ১৩ নম্ব‌রে সেফ হোমে যা‌চ্ছে তা‌কে নি‌তে। ধন‌্যবাদ ফেসবুক বন্ধু‌দের। পোস্ট‌টি অ‌নেক বে‌শি শেয়ার হওয়ায় নজ‌রে প‌ড়ে‌ছে প‌রিবার‌টির।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when City Life in Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share