13/11/2022
যারা হার্ট ও প্রেসারের রোগী, এবং হার্ট ব্লক হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করা প্রয়োজন বা রিং পরা প্রয়োজন ডাক্তার বলে দিয়েছে, কিন্তু কোন কারণে করতে পারছেন না!!!
এই মুহূর্তে কী করবেন!!!
প্রতিদিন খালিপেটেঃ
১. রসুন ৪ কোস,
(পেষ্ট করে নিবেন)
২. আদা ১০ গ্রাম,
(মেপে নেয়ার প্রয়োজন নেই, আন্দাজ মতো দিয়ে দিলেই হবে)
৩. আধা পিছ লেবু,
(যে কোন লেবু-তবে সুগন্ধি যুক্ত হলে ভালো হয়)
৪. আধা কাপ আপেল সাইডার বেনেগার
( বাজারে কিনতে পাওয়া যায়)
৫. মধু পরিমাণ মতো
(যদি মধু ছাড়া খেতে পারেন তবে আরো ভালো, কিন্তু ভুল করেও চিনি মিশাবেন না, কারণ এতে করে ডায়াবেটিস যাদের আছে ক্ষতি হতে পারে)
*সবগুলো উপাদান দিয়ে এক গ্লাস সরবত তৈরি করুন, এবং নিয়মিতভাবে ১৫দিন সেবন করুন, তারপর ডাক্তারের কাছে যান, শারীরিক কিছু পরিক্ষা করে দেখুন কতটুকু আরোগ্য হয়েছে।
কথা দিচ্ছি যে দিন থেকে শুরু করবেন সেই দিন থেকেই বুঝতে পারবেন শরীরের উপকার হচ্ছে যে...তবে অনেক সুন্দর ফ্রেশ ঘুম হবে...
ঘুমের ঔষধ খেতে হবে না ইনশাআল্লাহ্...।
শরবত খাওয়ার পর যদি মনে করেন, আপনার গ্যাস জনিত সমস্যা হচ্ছে তবে গ্যাসের ঔষধ খেয়ে নিবেন।
ডাক্তারের দেয়া যদি কোন প্রকার ঔষধ থেকে থাকে তবে সেগুলো সেবন করা বন্ধ করবেন না, অন্যান্য ঔষধের পাশাপাশি সরবত খেতে পারেন...
বিদ্রঃ যারা ধুমপান করেন, তাদের জন্যও অনেক উপকারে আসবে।...
বন্ধুরা এই পোস্ট শুধু মাত্র আপনাদের জন্য অনেক কষ্ট করে লিখেছি... কারণ আমার এক ফেইসবুকের বন্ধু (যদিও উনি বাবার বয়সি) উপকার পেয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম...
আশাকরি আপনারাও উপকার পাবেন...।
সবকিছুর মালিক উপর আল্লাহ্, ঔষধ ওছিলা মাত্র..।.
আর এই পোস্টের মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তবে আমার কষ্ট সার্থক হবে...
-----------------------------------------------------------------------