AuA News

AuA News AuA_News, We focus on People, Culture, Country, Facts, Technology, Politics, Sports, Celebrity, Science, Health, Economy.

Education and anything that has a tremendous affect on the people's.

06/01/2024
Here's a detailed graphic illustrating the top institutional stakeholders in Tesla, highlighting the key investors backi...
04/10/2023

Here's a detailed graphic illustrating the top institutional stakeholders in Tesla, highlighting the key investors backing the electric vehicle behemoth.

22/06/2022

Russia-Ukraine war pushes up global gold prices. রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী স্বর্ণের দাম বেড়েছে।

22/06/2022

Russia-Ukraine war pushes up global gold prices.

আমাদের বহুদূর চলার পথে যে মানুষটার অবদান থাকে নীরব, অব্যক্ত, অকৃত্রিম ভালোবাসায় ভরা, তিনি আমাদের বাবা, আমাদের সুপার হির...
18/06/2022

আমাদের বহুদূর চলার পথে যে মানুষটার অবদান থাকে নীরব, অব্যক্ত, অকৃত্রিম ভালোবাসায় ভরা, তিনি আমাদের বাবা, আমাদের সুপার হিরো। পৃথিবীর সব বাবা যারা ছায়া হয়ে থাকে পাহাড়ের মত, যার ওপাশটা থেকে যায় অদেখা। সকল বাবাদের জানাই বিনম্র শ্রদ্ধা।

10/06/2022

Johnny depp Vs Amber heard ক’দিন আগে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের (Amber Heard) বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় জিতেছেন ‘পাইরেট....

10/06/2022

Johnny depp Vs Amber heard. ডেপ-হার্ড মামলায় জয় ডেপের।

ক’দিন আগে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের (Amber Heard) বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় জিতেছেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত জনি ডেপ (Johnny Depp)।

আদালত নির্দেশ দিয়েছে, অ্যাম্বারকে ১১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

স্বভাবতই বেকায়দায় মার্কিন অভিনেত্রী।

এই অবস্থায় সৌদি আরবের বাসিন্দা এক ব্যক্তি নেট মাধ্যমে অ্যাম্বারকে বিয়ের প্রস্তাব দিলেন।

মুহূর্তে ভাইরাল হল সেই পোস্ট।

ইনস্টাগ্রামে বন্যার মতো ছড়িয়ে পড়েছে ওই ব্যক্তির অ্যাম্বারকে বিয়ের প্রস্তাবের স্ক্রিনশট।

জানা গিয়েছে, লিখিত খোলা প্রস্তাবের পাশাপাশি হলিউডের (Hollywood) বিখ্যাত অভিনেত্রীর উদ্দেশ্যে ভয়েস মেসেজও পোস্ট করেন ওই ব্যক্তি।

২০১৮ সালে ‘ওয়াশিংটন পোস্ট’-এ একটি প্রতিবেদন লিখেছিলেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত অভিনেত্রী অ্যাম্বার।

লেখায় সরাসরি জনির নাম না নিলেও তিনিই টার্গেট ছিলেন বলে দাবি করে পালটা মানহানির মামলা ঠোকেন ডেপ।

চেয়ে বসেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ।

তাঁর দাবি ছিল, মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন প্রাক্তন স্ত্রী।



ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে।

গত ছ’সপ্তাহ ধরে এই হাই প্রোফাইল মামলার শুনানি চলে।

কাঠগড়ায় দাঁড়িয়ে চলে বিস্তর কাদা ছোঁড়াছুঁড়িও।

তবে শেষ হাসি হাসেন জনি ডেপ।

বুধবার মামলায় রায় দেয় সাত সদস্যের জুরি।

জানায়, ওই লেখায় সত্যিই সম্মানহানি হয়েছে জনির।

অ্যাম্বারের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অবমাননাকর।

অসৎ উদ্দেশ্যে নিয়ে এই অভিযোগ আনা হয়েছিল।

আদালতের নির্দেশ ডেপের প্রাক্তন স্ত্রী ১১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন।

এই ঘটনায় স্বভাবতই বেকায়দায় পড়েছেন অ্যাম্বার।

অভিনেত্রীর আইনজীবি জানিয়েছেন, তাঁর মক্কলের পক্ষে এই মুহূর্তে ১১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।

এর মধ্যেই সৌদি আরবের বাসিন্দা বিয়ের প্রস্তাব দিলেন অভিনেত্রীকে।

06/06/2022

সীতাকুণ্ডের ডিপোতে ভয়াবহ দাহ্য পদার্থের উপস্থিতি ! The presence of terrible combustible substances in the depot of Sitakunda!

06/06/2022

সীতাকুণ্ডের ডিপোতে ভয়াবহ দাহ্য পদার্থের উপস্থিতি ! The presence of terrible combustible substances in the depot of Sitakunda!হাইড্রোজেন পার-অক্সাইড কী ? কে...

03/06/2022

নেদারল্যান্ড ও ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া।Russia halts gas supply to Netherland, Denmark.
Russia has cut off gas supplies to two German and Danish companies for failing to pay the ruble.

03/06/2022

Russia has cut off gas supplies to two German and Danish companies for failing to pay the ruble.রুবলে দাম পরিশোধ না করায় জার্মানি ও ডেনমার্কের দুটি কোম্পানীক...

27/05/2022

তুরস্ককে সামলানো ন্যাটোর জন্য এখন কঠিন It is difficult for NATO to control Turkey now.

21/05/2022

জ্বালানি-নির্ভরতা কমানোর উদ্যোগ নিচ্ছে জার্মানি ও ইইউ > Germany and the EU are taking steps to reduce energy dependence.

 #পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা হারালেন হামজা শাহবাজদলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থী হা...
20/05/2022

#পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা হারালেন হামজা শাহবাজ

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থী হামজা শাহবাজের পক্ষে ভোট দেওয়ায় পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পিটিআইর ২৫ এমপিএর আসন শূন্য ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে করে শাহবাজ শরীফের পুত্র হামজা পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এবং মুখ্যমন্ত্রী পদ আঁকড়ে রাখার পোশাকি বৈধতাও তার হাতছাড়া হয়েছে।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে পদত্ত ভোট গননা না করার নির্দেশনা দিয়েছেন পাকিস্তান সুপ্রিম কোর্ট
পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা, নিসার আহমেদ দুররানি ও শাহ মোহাম্মদ জাতোই প্রেসিডেন্টের পাঠানো এক রেফারেন্সের উপর শুনানি শেষে এ রায় দেন। দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিয়ে পিটিআইর ২৫ এমপিএ কার্যত দলত্যাগ করেছেন বলে তারা রায়ে উল্লেখ করেন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সেদেশের সংবিধানের ৬৩ (ক) অনুচ্ছেদের ব্যাখ্যা চেয়ে এক প্রেসিডেনশিয়াল রেফারেন্সের উপর প্রদত্ত সিদ্ধান্তে বলেন, দলের বিরুদ্ধে গিয়ে এমএনএ ও এমপিএদের প্রদত্ত ভোট গণ্য হবে না। সুপ্রিম কোর্টের ওই রায় পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরীফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে হামজা শরীফের থাকার বৈধতা কার্যত শেষ করে দেয়।

সুপ্রিম কোর্ট ব্যাখ্যায় বলেন, দলীয় নির্দেশনার বিরুদ্ধে প্রদত্ত ভোট গণনায় নেওয়া যাবে না এবং অবশ্যই গণনার বাইরে রাখতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে কারো এমন ভোট প্রদানের পর দলীয় প্রধান তাকে দলত্যাগী বা বিদ্রোহী ঘোষণা করার উদ্যোগ নেয় অথবা নেওয়া থেকে বিরত থাকুক, সেটা বিবেচ্য নয়।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ওইদিন রাতে শাহবাজ শরীফের দল পিএমএল-এন জোট শরিক পিপিপি ও অন্যান্য দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করে। বৈঠকে তারা সরকার হিসেবে কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন। ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে আস্থা ভোটের আগেই তার দল পিটিআইর এমপিরা পদত্যাগ করায় শাহবাজ শরীফ ও সঙ্গীরা এ মুহূর্তে অনাস্থা প্রস্তাবের ঝুঁকি থেকে মুক্ত।

তবে শাহবাজের মতো যেনতেনভাবে ক্ষমতায় থেকে যাওয়ার সুযোগ নেই তার পুত্র হামজার। কারণ পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পিটিআই এমএলএরা এখনো স্বপদে বহাল আছেন। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া পিটিআইর ২৫ জনের সমর্থনে ভর করেই হামজা ২৭০ আসনের পাঞ্জাব পরিষদে নিজের পক্ষে ১৯৭ জনের ভোট দেখিয়েছিলেন।

20/05/2022

অরুণাচল সীমান্তে চীনের তৎপরতা, ভারতীয় সেনার বিবৃতি।China's activities on the Arunachal border, Indian military statement.অরুণাচল সীমান্তে চীন সামরিক কাঠাম...

 #রাশিয়ার টার্গেট এবার ফিনল্যান্ড, বন্ধ করে দিচ্ছে গ্যাসআগামী শনিবার থেকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধ...
20/05/2022

#রাশিয়ার টার্গেট এবার ফিনল্যান্ড, বন্ধ করে দিচ্ছে গ্যাস

আগামী শনিবার থেকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে অপারগতা প্রকাশ করায় এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম ইতোমধ্যে ফিনিশ কোম্পানি গাসুমকে বিষয়টি অবহিত করেছে। তবে ধরণা করা হচ্ছে সম্প্রতি দেশটির ন্যাটোতে যোগদানের ঘোষণা বিষয়টিকে ত্বরান্বিত করেছে। ফিনল্যান্ড বলছে রাশিয়ার ইউক্রেনে হামলার বিষয়টি তাদের এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

রাশিয়ার টার্গেট এবার ফিনল্যান্ড, বন্ধ করে দিচ্ছে গ্যাস
ফিনল্যান্ড ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদনও করেছে। শনিবার ভোর ৪টার দিকে রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেবে। পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে বলছে।

এর আগে বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাশিয়ান গ্যাস বন্ধ করে দেওয়ার প্রতিক্রিয়ায় গাসুমের প্রধান নির্বাহী মিকা উইলজানেন বলছেন, এটি অত্যন্ত দুঃখজনক। চুক্তি থাকা সত্ত্বেও গ্যাস রপ্তানি বন্ধ করে দিচ্ছে মস্কো।

তিনি আরও বলেন, আমরা এই পরিস্থিতির জন্য সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছি। গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্কে কোনো বিঘ্ন ঘটবে না। আগামী মাসেই আমাদের সমস্ত গ্রাহককে গ্যাস সরবরাহ করতে সক্ষম হব। রাশিয়ান গ্যাসের পরিবর্তে মজুদ তরল প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হবে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলার করলে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করে। জবাবে রাশিয়াও পাল্টা নিষেধাজ্ঞা দেয় এবং জ্বালানি সরবরাহের বিল রুবলে পরিশোধ করতে বলে। উল্লেখ্য, রাশিয়ার গ্যাজপ্রম কোম্পানির ওপর জার্মানিসহ ইউরোপের অনেক দেশ নির্ভরশীল।

 #যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় কয়েক মাসে প্রাণহানি দুই শতাধিকমার্কিন যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে বন্দুক হামলার ঘটনা। দেশটির...
18/05/2022

#যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় কয়েক মাসে প্রাণহানি দুই শতাধিক

মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে বন্দুক হামলার ঘটনা। দেশটির বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, চলতি বছর সাড়ে পাঁচ মাসেই প্রাণ গেছে দুই শতাধিক মানুষের। আহত হয়েছেন অন্তত এক হাজার। একের পর এক বন্দুক হামলায় উদ্বেগে সাধারণ মানুষ। এ অবস্থায় ব্যক্তিগত অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবি জানিয়েছে আইনপ্রণেতাসহ বিশেষজ্ঞরা।


যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা দীর্ঘ দিনের সামাজিক সমস্যা। এর সমাধানে নানাভাবে চেষ্টা করছে দেশটির সরকার। কিন্তু কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। দেশটির বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বন্দুক হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বলছে, চলতি বছর এখন পর্যন্ত অন্তত দুই শতাধিক মানুষ বন্দুক হামলায় নিহত হয়েছেন। আহত অন্তত এক হাজার। গত মাসেই মিনেসোটা ও পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় অন্তত ৯ জনের প্রাণ গেছে।

বড়দিন ঘিরে বিভিন্ন স্থানে তিনবার বন্দুক হামলা চালানো হয়। এ মাসেই পিটসবার্গে একটি পার্টিতে হামলায় নিহত হন দুই কিশোর। সাউথ ক্যারোলাইনায় একটি ব্যস্ত শপিং মলে বন্দুক হামলায় আহত হন অন্তত ১৪ জন।

গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত বাফেলো শহরে বন্দুক হামলায় অন্তত ১০ জনের প্রাণ গেছে। এদিন উইসকনসিন অঙ্গরাজ্যে বাস্কেটবল খেলা নিয়ে সংঘর্ষের জেরে গোলাগুলিতে অন্তত ২০ জন আহত হন। এছাড়া লস অ্যাঞ্জেলেসে একটি বাজারে নিহত হন একজন।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মিলওয়াকিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ২০ জন আহত হন। স্থানীয় একটি বাস্কেটবল খেলার মাঠের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। বাদ পড়ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও। চলতি বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে এখন পর্যন্ত ১১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

গত মাসে প্রকাশিত ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) রিপোর্ট মতে, ২০২০ সালে করোনা মহামারীর শুরুর বছরে বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে চার হাজার ৩০০ শিশুর মৃত্যু ঘটে। আর সব বয়সী মিলিয়ে মৃতের সংখ্যা ছিল ৪৫ হাজার ২২২ জন।

রিপোর্টে বলা হয়, আইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার সুযোগ অনেকটা অবাধ হওয়ায় যুক্তরাষ্ট্রের ৩২ কোটি নাগরিকের হাতেই রয়েছে ৩৯ কোটি আগ্নেয়াস্ত্র। বিভিন্ন সময়ে এসব আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি উঠলেও অস্ত্র উৎপাদক ও ব্যবসায়ীদের চাপে তাতে কোনো কাজ হয়নি। আর মহামারীর মধ্যে বন্দুক সহিংসতা আরো বেড়ে যায়।

সিডিসির তথ্যানুযায়ী, ২০২০ সালে আগ্নেয়াস্ত্রের কারণে এক থেকে ১৯ বছর বয়সী শিশুর মৃত্যু আগের বছরের চেয়ে ৩৩.৪ শতাংশ বৃদ্ধি পায়। বিগত বছরগুলোতে তরুণ আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ ছিল গাড়ি দুর্ঘটনা। এরপরই ছিল বন্দুক হামলা ও গুলিজনিত মৃত্যু।
সূত্র : আজকাল

 #ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনা আটকে দিয়েছে তুরস্কমার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে ফিনল্যান্ড ও...
18/05/2022

#ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনা আটকে দিয়েছে তুরস্ক

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনা শুরু করতে দেয়নি তুরস্ক।


দেশটি বলেছে, যতক্ষণ পর্যন্ত তুরস্কের নিরাপত্তার প্রতি সম্মান দেখানো না হবে, ততক্ষণ পর্যন্ত ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটের সদস্য হতে দেয়া হবে না।


তুরস্ক শুরু থেকেই বলে আসছে, ফিনল্যান্ড এবং সুইডেন তুরস্কের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করছে।

সোমবার ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানায়। এর কয়েক ঘণ্টা পরেই ন্যাটো জোট দেশটিকে সদস্য করার জন্য আলোচনা করতে ব্রাসেলসের জড়ো হয়। কিন্তু তুরস্কের বিরোধিতার কারণে সে আলোচনা শুরু করা যায়নি।

এর আগে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছিলেন, আগামী এক/দুই সপ্তাহের মধ্যে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনার প্রথম ধাপ শেষ করা হবে। কিন্তু তুরস্কের বাধার মুখে দেশ দুটি আদৌ সদস্য হতে পারবেন কি না তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে।


তবে ন্যাটো জোটের মুখপাত্র বলেছেন, ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটের ঘনিষ্ঠ মিত্র এবং তাদের অংশগ্রহণে ইউরো-আটলান্টিক নিরাপত্তা জোরদার হবে।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, আঙ্কারা কিছু নিরাপত্তাগত উদ্বেগ তুলে ধরেছে এবং তারা বলেছে এখন তারা ন্যাটো জোটে ফিনল্যান্ড এবং সুইডেনের প্রবেশের বিষয়ে আলোচনা শুরু করতে পারে না।

প্রেসিডেন্ট এরদোগান ন্যাটো জোটের সমালোচনা করে বলেছেন, এই জোট তুরস্কের স্পর্শকাতরতা প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। তুরস্কের জাতীয় সংসদে বুধবার এরদোগান বলেন, ‘আমরা ৩০ জন সন্ত্রাসীকে ফেরত চেয়েছি কিন্তু তারা বলেছে আমরা তাদেরকে ফেরত দেবো না। তোমরা সন্ত্রাসীদেরকে হস্তান্তর করবে না, তাহলে তোমরা নেটওয়ার্কেও যোগ দিতে পারবে না।‘ আমরা তাদের জন্য হ্যাঁ বলতে পারি না।

সূত্র : পার্সটুডে

 #‘মারিউপোলে আত্মসমর্পণকারীদের গুলি করে মারুন’ইউক্রেনের মারিউপোল শহরে দুই মাসেরও বেশি সময় ধরে প্রতিরোধ চালানোর পর সোমবার...
18/05/2022

#‘মারিউপোলে আত্মসমর্পণকারীদের গুলি করে মারুন’

ইউক্রেনের মারিউপোল শহরে দুই মাসেরও বেশি সময় ধরে প্রতিরোধ চালানোর পর সোমবার আত্মসমর্পণকারী ইউক্রেনের সেনাদেরকে গুলি করে হত্যা করার দাবি জানিয়েছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। এসব সেনার বেশিরভাগ উগ্র জাতীয়তাবাদী ‘আজভ’ মিলিশিয়া যাদেরকে রাশিয়া ‘নাৎসিবাদী’ হিসেবে উল্লেখ করেছে।


মস্কো বলছে, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য দেশটিকে ‘নাৎসিমুক্ত’ করা।


তাদেরকে আত্মসমর্পণ করে সাধারণ ক্ষমার সুবিধা নেয়ার জন্য রাশিয়া একাধিকবার সুযোগ দিলেও সেসব সময়সীমা বহু আগে পার হয়ে যাওয়ার পর সোমবার রসদ ফুরিয়ে যাওয়ার কারণে তারা আত্মসমর্পণ করে। আর এর ফলে মারিউপোল শহর পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসে।

মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় অবস্থান গ্রহণকারী এসব উগ্র জাতীয়তাবাদী মিলিশিয়ারা সম্প্রতি স্বীকার করেছে তাদের সহযোগী হতে অস্বীকার করার এবং তাদের সিক্রেট কোড না জানার কারণে তারা মারিউপোল শহরের অনেক বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

রুশ সংসদ সদস্য লিওনিদ স্লাতস্কি গতকাল (মঙ্গলবার) মস্কোয় বলেন, আত্মসমর্পণকারী এসব নব্য নাৎসিবাদীকে গুলি করে হত্যা করা উচিত।


তিনি বলেন, রাশিয়া যদিও মৃত্যুদণ্ডের আইন সাময়িকভাবে স্থগিত রেখেছে কিন্তু আজভ মিলিশিয়াদের হত্যা করার জন্য মৃত্যুদণ্ড আইনটি পুনর্বহাল করা উচিত। স্লাতস্কি বলেন, ইউক্রেনের সেনারা মানবতার বিরুদ্ধে যে ভয়াবহ অপরাধ করেছে এবং আমাদের যুদ্ধবন্দিদের সাথে যে পাশবিক আচরণ করেছে তাতে তাদেরকে বাঁচিয়ে রাখার কোনো অর্থ হয় না।

মারিউপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় যে সমস্ত মিলিশিয়া রুশ বাহিনীর হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েছিল তারা সোমবার আত্মসমর্পণ করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ একথার সত্যতা নিশ্চিত করেছেন যে আজভস্টাল স্টিল কারখানায় অবস্থান নেয়া আজভ মিলিশিয়ারা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে।
সূত্র : পার্সটুডে

 #ইউক্রেনের প্রতিরোধের শেষ দুর্গ ধসে পড়লবন্দরনগরী মারিউপোলে ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের শেষ দুর্গ অবশেষে ধসে পড়ল। ই...
18/05/2022

#ইউক্রেনের প্রতিরোধের শেষ দুর্গ ধসে পড়ল

বন্দরনগরী মারিউপোলে ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের শেষ দুর্গ অবশেষে ধসে পড়ল। ইউক্রেন সেনাদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার শহরটির ইস্পাত কারখানা আজভস্তাল প্ল্যান্টে অবস্থান নেয়া ২৫৬ জন সেনা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। যার মধ্যে ৫৩ জন গুরুতর আহত অবস্থায় রয়েছে। এই ঘটনাকে বড় জয় বলে মনে করছে মস্কো।
ইউক্রেন সেনাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় কিছু আত্মসমর্পণকারী সেনা বাসে বসে আছেন। স্ট্রেচারে শুয়ে থাকা আহত সেনাদেরও দেখা গেছে সেই ভিডিওতে। হুইল চেয়ারে বসা এক সেনার মাথায় মাথায় ব্যান্ডেজ। যুদ্ধবিধ্বস্ত ক্লান্ত ইউক্রেনীয় সেনার সেইসব ছবি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়া একে বিবৃতিতে বলেন, পূর্বচুক্তি অনুযায়ী আত্মসমর্পণকারী সেনাদের যুদ্ধবন্দী হিসেবে নিয়ে যাওয়া হবে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায়। চিকিৎসার জন্য আহতদের নেয়া হবে নোভোয়াজোভস্কে। বাকিদের রাখা হবে ওলেনিভকা গ্রামে। যুদ্ধবন্দী বিনিময়ের মাধ্যমে তাদের নিরাপদে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে ইউক্রেনের।
পূর্ব ইউরোপের এই দেশটিতে চলমান যুদ্ধের শুরু থেকেই কার্যত অনেকটাই বিপর্যস্ত ইউক্রেন। রুশ সেনাদের জোরদার আক্রমণে ইউক্রেনের বহু শহর-গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে একমাত্র মারিউপোলসহ দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ডনবাস এলাকা এখন মস্কোর দখলে।
রুশ সেনাদের জোরদার আক্রমণে প্রায় ধ্বংসস্তূপ হয়ে যাওয়া মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানা চত্বরে একমাত্র টিমটিম করে জ্বলছিল ইউক্রেনের প্রতিরোধের শেষ বাতি। শুধু সেনা নয়, এই কারখানায় আশ্রয় নিয়েছিলেন বহু সাধারণ নাগরিক। কিন্তু চারদিক থেকে ঘিরে ফেলা রুশবাহিনীর হামলা ঠেকানো অসম্ভব বুঝতে পেরে সম্প্রতি সেনাদের প্রাণ বাঁচানোতেই গুরুত্ব দেয় কিয়েভ।
আলোচনা শুরু হয় মস্কোর সাথে। সম্প্রতি জাতিসঙ্ঘের উদ্যোগে নিরাপদ করিডোর দিয়ে সাধারণ নাগরিকদের উদ্ধার করা হয়। তবে কারখানায় রয়ে যান প্রায় ছয় শতাধিক সেনাসদস্য। তাদেরই ২৫৬ জন আত্মসমর্পণ করেছেন। বাকিদেরও একইভাবে উদ্ধারের পরিকল্পনা রয়েছে। তবে মস্কোর নিরাপত্তার আশ্বাস মিললেও যুদ্ধবন্দী ইউক্রেনের সেনারা ঘরে না ফেরা পর্যন্ত স্বস্তি মিলছে না কিভ প্রশাসনের।
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের বৈঠকে এক সদস্য বলেন, ‘ইউক্রেনের যুদ্ধবন্দীদের মৃত্যুদণ্ড দেয়া উচিত। আমাদের বন্দিদের ওপরে ওরা যা অত্যাচার করেছে, মানবতার উপরে যে নিষ্ঠুরতা হেনেছে, তার পরে ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই।’ এই উদ্ধারকাজের মধ্যে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রুশ হামলায় ৯ জন নিহত হয়েছেন।
সূত্র : আনন্দবাজার

 #৩৪ ফরাসি কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়াফ্রান্সের নেয়া পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে রাশিয়া ৩৪ জন ফরাসি কূটনীতিককে বহিষ্...
18/05/2022

#৩৪ ফরাসি কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ফ্রান্সের নেয়া পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে রাশিয়া ৩৪ জন ফরাসি কূটনীতিককে বহিষ্কার করেছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফরাসি কূটনীতিকদের দেশটি ছাড়তে দুই সপ্তাহের সময় দিয়েছে রাশিয়া। বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

এর আগে এপ্রিলে কূটনৈতিক মর্যাদাসহ ৩৫ জন রুশ নাগরিককে বহিষ্কার করে ফ্রান্স। ফ্রান্সের এ পদক্ষেপ বিভিন্ন ইউরোপীয় রাজধানী থেকে তিন শতাধিক রুশ নাগরিককে দেশে ফেরত পাঠানোরই অংশ।

ওই মাসের শেষের দিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিক হিসেবে পরিচয় দেয়া ছয় রুশ এজেন্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে। এর মানে হলো তাদের কূটনৈতিক মর্যাদা প্রত্যাহার করা।

সূত্র : ইউএনবি

 #অ্যান্টিবায়োটিক চিনতে মোড়কে থাকবে লাল রংঅ্যান্টিবায়োটিক ওষুধ চেনাতে মোড়কে লাল রং ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকারের ঔষ...
18/05/2022

#অ্যান্টিবায়োটিক চিনতে মোড়কে থাকবে লাল রং

অ্যান্টিবায়োটিক ওষুধ চেনাতে মোড়কে লাল রং ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর। অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ মে) রাজধানীর একটি হোটেলে দেশের অ্যান্টিবায়োটিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় সরকারি এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ফ্লেমিং ফান্ড, ইউকেএইড যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাবরিনা ইয়াসমিন বলেন, ‘দেশের ফার্মেসিগুলোতে যারা কাজ করেন, তাদের অনেকেরই অ্যান্টিবায়োটিক নিয়ে ধারণা কম।’

আট বিভাগের ৪২৭টি ফার্মেসির ওপর জরিপ করে দেখা গেছে, ৬৭ শতাংশ কর্মী অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানেন না। মানুষ কিনতে চাইলেই তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন।

এস এম সাবরিনা ইয়াসমিন বলেন, ‘এমন প্রেক্ষাপটে ঔষধ প্রশাসন অধিদপ্তর কোনটি অ্যান্টিবায়োটিক আর কোনটি অ্যান্টিবায়োটিক নয়, তা স্পষ্ট করার জন্য মোড়কে লাল রং ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সিদ্ধান্ত ওষুধশিল্পের মালিকরা মেনে নিয়েছেন। এখন থেকে অ্যান্টিবায়োটিকের মোড়কে লাল রং থাকবে।’

 #প্রধানমন্ত্রী: ড. ইউনূসকে পদ্মা নদীতে চুবানো উচিতশেখ হাসিনা আরও বলেন, মরে যেন না যায় সেজন্য একটু চুবনি দিয়ে তাকে পদ্ম...
18/05/2022

#প্রধানমন্ত্রী: ড. ইউনূসকে পদ্মা নদীতে চুবানো উচিত

শেখ হাসিনা আরও বলেন, মরে যেন না যায় সেজন্য একটু চুবনি দিয়ে তাকে পদ্মা সেতুতে তুলে দেওয়া উচিত

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবনি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ মে) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে নিজের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “পদ্মা সেতু নির্মাণের অর্থ বন্ধ করেছিলেন ড. ইউনূস। কেন তাকে গ্রামীণ ব্যাংকের এমডির পদেই থাকতে হবে? তাকে গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি তা হবেন না, তাকে এমডি হিসেবেই থাকতে হবে। কিন্তু তার বয়সে কুলায় না।”

শেখ হাসিনা আরও বলেন, “ড. ইউনূস আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মামলাও করেছিলেন। কিন্তু আদালত যাই পারুক না কেন তার বয়স তো আর কমিয়ে দিতে পারবেন না। গ্রামীণ ব্যাংকের আইনেই উল্লেখ করা আছে ৬০ বছর পর্যন্ত এমডি হিসেবে থাকতে পারবে, আর তখনই ড. ইউনূসের বয়স ছিল ৭১ বছর। এই বয়স সে কমাবে কীভাবে? তাই সেই মামলায় তিনি হেরে যান।”

আওয়ামী লীগের সভানেত্রী আরও বলেন, “ড. ইউনূস ও মাহফুজ আনাম মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। তারা স্টেট ডিপার্টমেন্টে যায়, হিলারির কাছে যায়, ইমেইলও পাঠায়। এক পর্যায়ে ওয়ার্ল্ড ব্যাংকের তৎকালীন অ্যাসিসটেন্ট ডিরেক্টর জলিল শেষ কর্মদিবসে এসে পদ্মা সেতু নির্মাণের টাকা বন্ধ করে দেন। এতে একদিকে আমাদের শাপে বর হয়েছে। বাংলাদেশ নিজের অর্থে পদ্মা সেতু নির্মাণ করেছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এমডি পদের জন্য যিনি পদ্মা সেতুর টাকা বন্ধ করেছিলেন তাকে পদ্মা নদীতে দুইটা চুবনি দেওয়া উচিত, মরে যেন না যায় সেজন্যই একটু চুবনি দিয়ে পদ্মা সেতুতে তুলে দেওয়া উচিত।”

 #আল আকসার খতিবের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরাইলেরফিলিস্তিনের রাজধানী আল কুদসে (জেরুসালেম) অবস্থিত মুসলিমদের প্রথম কিবল...
18/05/2022

#আল আকসার খতিবের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরাইলের

ফিলিস্তিনের রাজধানী আল কুদসে (জেরুসালেম) অবস্থিত মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আকসার খতিব শায়খ ইকরিমা সাবরিকে চার মাসের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।
স্থানীয় সময় রোববার বিকেলে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সত্যিকারের হুমকি’ বিবেচনা করে ৮৩ বছর বয়সী এই আলেমকে নিষেধাজ্ঞা দেয় অবৈধ দেশটি।
শায়খ ইকরিমা সাবরির অফিস সূত্রে বলা হয়, ইসরাইলি গোয়েন্দারা দখলদার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ স্বাক্ষরিত সিদ্ধান্তটি শায়খের কাছে হস্তান্তর করেছে। তাতে শায়খ সাবরিকে চার মাস দেশত্যাগে বিরত থাকতে বলা হয়। নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়- তিনি ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সত্যিকারের হুমকি’ তৈরি করতে পারেন।
তবে এই নিষেধাজ্ঞার প্রতিউত্তর অত্যন্ত সাহসিকতার সাথে দিয়েছেন আল আকসার প্রধান খতিব ও আল কুদসের সর্বোচ্চ ইসলামিক পরিষদের চেয়ারম্যান শায়খ ইকরিমা সাবরি।
এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমাদের ওপর আল্লাহর অনুগ্রহ যে, তিনি আমাদের মসজিদুল আকসার সাথে সম্পর্কের নেয়ামত দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কখনোই আমরা বরকতময় এ ভূমি ত্যাগ করব না।’
শায়খ সাবরি আরো লিখেন, ‘এই অন্যায় সিদ্ধান্ত আমার অবস্থান কিছুতেই পরিবর্তন করতে পারবে না এবং উম্মাহ ও জনগণের ওপর আমার যে ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য তা থেকে আমাকে বিরত রাখতে ও পৃথক করতে পারবে না। আর আমার মসজিদুল আকসাকে প্রতিরক্ষা আমৃত্যু অব্যাহত থাকবে।’
শায়খ ইকরিমা সাবরির আইনজীবি হামজাহ কুতাইনাহ বলেন, শায়খের দেশত্যাগে বাধা তার ওপর ধারাবাহিক নিপীড়ন ও হয়রানির অংশ। হামজাহ ইসরাইলের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতা বিরোধী আখ্যায়িত করেছেন।
সূত্র : আলজাজিরা

 #ইসরাইলি সেনার গুলিতে নিহত কে এই শিরিন আবু আকলেহ?ইসরাইলি সেনার গুলিতে নিহত হন আল জাজিরার নারী সাংবাদিক শিরিন আবু আকলেহ।...
18/05/2022

#ইসরাইলি সেনার গুলিতে নিহত কে এই শিরিন আবু আকলেহ?

ইসরাইলি সেনার গুলিতে নিহত হন আল জাজিরার নারী সাংবাদিক শিরিন আবু আকলেহ।
বুধবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে সংবাদ সংগ্রহের সময় তাকে গুলি করে হত্যা করা হয়।
কে এই শিরিন আবু আকলেহ?
শিরিন আবু আকলেহ ১৯৭১ সালের ৩ জানুয়ারি ফিলিস্তিনের আল কুদস (জেরুসালেম) নগরীতে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তার বংশ পরম্পরা ঐতিহাসিক শহর বেথেলহামের সাথে সংযুক্ত। একইসাথে তিনি যুক্তরাষ্ট্রেরও নাগরিক।
আল কুদসের বাইতু হানিনাহর রোজারি বিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন শিরিন।
জর্ডান ইউনিভারসিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন। পরে সাংবাদিকতা ও গণযোগাযোগ পড়তে চলে যান দেশটির ইয়ারমুক ইউনিভার্সিটিতে। এখান থেকে ১৯৯১ সালে সাংবাদিকতার ওপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
জর্ডান থেকে ফিরে ‘ইউএনআরডব্লিউএ’, ভয়েস অব প্যালেস্টাইন, ওমান স্যাটেলাইট চ্যানেল ও এমসি দাউলিয়্যাহ ডটকমের মতো বড় বড় সংবাদমাধ্যমে কাজ করেছেন শিরিন।
আলজাজিরার সাথে তার পথচলা শুরু ১৯৯৭ সালে। এরপর ২০০০ সালে সংঘটিত ইন্তেফাদার ঘটনাগুলো আলজাজিরার হয়ে কভার করেছিলেন তিনি। একইসাথে ২০০২ ও ২০০৫ সালে অত্যন্ত ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন তিনি। শিরিন আবু আকলেহ-ই সর্বপ্রথম আরব সাংবাদিক যাকে আসকলান কারাগারে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল।
বুধবার নিহত হওয়ার পর তার লাশ জেনিনের একটি গির্জায় নেয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য নেয়া হয় নাবলুসে। সেখান থেকে তার লাশ স্থানান্তরিত করা হয় রামাল্লায় অবস্থিত আলজাজিরার কার্যালয়ে। এরপর তাকে আনা হয় রামাল্লার ইস্তিশারি আরব হাসপাতালে। আজ বৃহস্পতিবার লাশের আনুষ্ঠানিক শেষকৃত্য শেষে ফিলিস্তিনের প্রেসিডেন্ট কার্যালয়ে সমাহিত করার কথা রয়েছে।

সূত্র : বিবিসি আরবি ও উইকিপিডিয়া

 #কন্যা শিশুদের নাম ‘শিরিন’ রেখে ফিলিস্তিনিদের অভিনব প্রতিবাদআল জাজিরার নারী সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার ...
18/05/2022

#কন্যা শিশুদের নাম ‘শিরিন’ রেখে ফিলিস্তিনিদের অভিনব প্রতিবাদ

আল জাজিরার নারী সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে বিশ্বের নির্যাতিতরা। প্রতিবাদ করছে ফিলিস্তিনিরাও, কিন্তু তাদের প্রতিবাদের ধরন একটু ভিন্ন। ফিলিস্তিনের মজলুম জনগণ নিজেদের নবজাতক কন্যা শিশুদের নাম ‘শিরিন’ রেখে সাংবাদিক হত্যার এক অভিনব প্রতিবাদে অংশ নিয়েছেন।
শুক্রবার আরবি সংবাদমাধ্যম আল আরাবি জানায়, এ পর্যন্ত ফিলিস্তিনের অন্তত তিনটি নবজাতক কন্যা শিশুর নাম ‘শিরিন’ রাখা হয়েছে। শিরিন আবু আকলেহর সাহসিকতা ও নির্যাতিতদের প্রতি তার সহযোগিতার স্মৃতি ধরে রাখতে ফিলিস্তিনিরা প্রতিবাদের এই পদ্ধতি বেছে নেন।
নাবলুসে বসবাসকারী এক বাবার নাম জামাল হারবি ইমরান। তিনি তার সদ্য ভূমিষ্ঠ মেয়ের নাম রেখেছেন শিরিন। আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান বললেন, ‘আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর নিহত হওয়ার খবর শুনে আমাদের ঘুম ভাঙে। এর ঠিক ঘণ্টা দুয়েক পর স্থানীয় সরকারি একটি হাসপাতালে আমার স্ত্রী একটি কন্যা শিশুর জন্ম দেন। তখন-ই আমি আমার মেয়ের নাম শিরিন রাখব বলে স্থির করি।’
জামাল হারবি ইমরান আশা করছেন, তার মেয়ে ‘শিরিন’ও আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর মতো বড় সাংবাদিক হবে।
পূর্ব নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে থাকেন ছায়ের দুআইকাত। শিরিন আবু আকলেহর নিহত হওয়ার দিনে তিনিও একটি কন্যা শিশুর বাবা হন। হাসপাতালে তার স্ত্রীর কোলে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর তিনিও তার মেয়ের নাম রাখেন ‘শিরিন’।
দুআইকাত বলেন, ‘শিরিন আবু আকলেহর কণ্ঠ শুনতে শুনতে আমরা বড় হয়েছি। সেই ২০০০ সালের ইন্তেফাদা থেকে আমরা তার নিয়মিত পাঠক ও দর্শক। আমি চাই, আমার মেয়েও সাংবাদিকতা করুক। তিনি জানান, মেয়ে ‘শিরিন’কে সাংবাদিকতা শিখতে উৎসাহ দেবেন তিনি।’
একইভাবে ফিলিস্তিনে আরেকটি নবজাতকের নাম ‘শিরিন’ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে ‘শাবাকাতুল কুদস আল ইখবারিয়্যাহ’ নামে দেশটির একটি সংবাদমাধ্যম। শাবাকাহ জানায়, শুধু তাই নয়, রামাল্লাহর একটি সড়কের নামকরণও করা হয়েছে ‘শিরিন আবু আকলেহ’র নামে।
আল আরাবি ডটকম অবলম্বনে বেলায়েত হুসাইন

 #উচ্চমূল্যের মধ্যে তেলের উৎপাদন বাড়াচ্ছে ইরানআন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অপরিশোধিত তেলের উৎপ...
18/05/2022

#উচ্চমূল্যের মধ্যে তেলের উৎপাদন বাড়াচ্ছে ইরান

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে ইরান।
আন্তর্জাতিক বাজারে আজ (রোববার) প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১১ ডলারে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্যের সুযোগ নেয়ার চেষ্টা করছে ইরান। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইরানি তেলের আলাদা বাজার ও চাহিদা সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ইরানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক তেল-গ্যাস রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল এক্সিবিশন। এই প্রদর্শনীর সময় ইরানের ১ হাজার ২০০ এবং আন্তর্জাতিক অঙ্গনের ৪৪টি কোম্পানি দেশের তেল খাতের অফস্ট্রিম, মিডস্ট্রিম ও ডাউনস্ট্রিমে যুক্ত হয়েছে। এতেই ইরানের তেল উৎপাদন সক্ষমতা অনেকখানি বেড়ে গেছে।
ইরানের তেল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তির বেশিরভাগই আমেরিকা এবং চীন থেকে আমদানি করতে হতো। কিন্তু নিষেধাজ্ঞার ফলে এ সমস্ত যন্ত্রপাতি আমদানি তেহরানের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় ইরান নিজেই প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির ব্যবস্থা করেছে।
ইরানের তেল উত্তোলন বা উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল তার প্রায় পুরোটাই দূর হয়েছে। এর ফলে তেলের উৎপাদন বাড়াতে ইরানের সামনে আর কোনো বাধা নেই।

 #ইসরাইলের আগ্রাসী আচরণ ধর্মযুদ্ধের সূচনা করতে পারে : আরব লীগমুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে আগ্রাসন চালানোর ব্যাপ...
18/05/2022

#ইসরাইলের আগ্রাসী আচরণ ধর্মযুদ্ধের সূচনা করতে পারে : আরব লীগ

মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে আগ্রাসন চালানোর ব্যাপারে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে আরব লীগ। সংগঠনটি বলেছে, ইসরাইলের আগ্রাসী আচরণ ফিলিস্তিনে যে সহিংসতা সৃষ্টি করছে তা ‘ধর্মযুদ্ধে’ রূপ নিতে পারে।
ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার বার্ষিকী বা নাকবা দিবস উপলক্ষে এক বিবৃতিতে আরব লীগ এ হুঁশিয়ারি দিয়েছে।
ইসরাইলি সেনাদের পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী অভিবাসীরা প্রায় প্রতিদিনই আল-আকসা মসজিদের অবমাননা করে যাচ্ছে। এমনকি তারা প্রায়ই ওই মসজিদ কমপ্লেক্সে ইবাদতরত মুসলমান ও প্রার্থনারত খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে।
আরব লীগের বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলিদের এসব হামলা মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতশীলতার আগুনে ঘি ঢেলে দিচ্ছে যা এ অঞ্চলে সহিংসতা ও ধর্মযুদ্ধের সূচনা করতে পারে।
আরব লীগের বিবৃতিতে আরো বলা হয়েছে, নাকবার সাত দশকেরও বেশি সময় পর আজও ফিলিস্তিনি জনগণকে চরম প্রতিকূলতার মুখোমুখি থাকতে হচ্ছে। তারা আজও নিজেদের অস্তিত্বের সঙ্কটে ভুগছে যা চরম নিন্দনীয়।
১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিন ভূখণ্ড থেকে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল ১৯ লাখ। অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনটিকে প্রতি বছর নাকবা বা বিপর্যয় দিবস পালন করেন ফিলিস্তিনিরা।
সূত্র : পার্সটুডে

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when AuA News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share