Mehedi Emon

Mehedi Emon Greetings,
On this page, I share my photoshop content like tutorials, speed art which is also availa

12/06/2022

মাঝে মাঝে আমরা যখন সূর্য কিংবা উজ্জ্বল কোন আলোক মাধ্যমের আশে পাশে ছবি তুলি, তখন অপ্রত্যাশিত সূর্যের প্রতিফলন ছবির সাব্জেক্টে পরতে পারে। সাধারণত প্রতিফলিত করে এমন সাব্জেক্ট ছবিতে থাকলে এই রকম হয়ে থাকে। এই ভিডিওতে আমি কীভাবে প্রতিফলন কে সাব্জেক্ট এর উপর থেকে কমানো যায় সেটার পিছনে থাকা মেকানিক্স নিয়ে কথা বলেছি। একটি সম্পূর্ণ PSD এর লেয়ার ব্রেকডাওন করে পুরো প্রসেস দেখানোর চেষ্টা করেছি।

কমেন্টে ইউটিউবের লিংক দেওয়া আছে 🔗

22/08/2021

একটি প্রোডাক্টের ছবি তুলে সেটাকে নিজেই কিভাবে ইডিট করতে পারবেন সেটাই এই ভিডিওতে উপস্থাপনের চেষ্টা করেছি।
বর্তমানে প্রোডাক্ট ফটোগ্রাফি, প্রোডাক্ট রিটাচিং একটা অন্যতম ডিমান্ডিং সেক্টর। অনলাইনে পণ্যের প্রচার আর ব্র্যান্ডিং নিয়ে এখন কোম্পানি গুলো অনেক সচেতন।
আপনি কোন পণ্য নিয়ে ব্যবসা করলে কিংবা ক্লাইন্টের কোন পণ্যের জন্যও চাইলে খুব সহজেই প্রোডাক্ট ফটোগ্রাফি এবং রিটাচিং করতে পারেন।

এই ভিডিওতে আমি দেখিয়েছি আপনার ঘরে থাকা উপকরণ ব্যবহার করেই যে কেউ চাইলেই কীভাবে একটা নান্দনিক প্রোডাক্ট এর ছবি বানাতে পারেন। পাশাপাশি সম্পূর্ণ ডিজাইন করে কীভাবে সেটা সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার উপযোগী করে তুলবেন, তাও দেখানোর চেষ্টা করেছি।

Watch it on Youtube: https://youtu.be/JSUj8UCkG-k

22/08/2021

এই ভিডিওতে আমি ৬টি আলাদা আলাদা উপায়ে কিভাবে Blend If কে ব্যবহার করা যেতে পারে সেটা দেখানোর চেষ্টা করেছি।
Blend If সম্পর্কে বেসিক আইডিয়া আছে ,কিন্তু কোথায় কীভাবে ব্যবহার করবেন সেই ব্যাপারে যদি কনফিউশন কাজ করে, তাহলে এই ভিডিওটি আপনার সেই কনফিউশন গুলো দূর করতে পারবে বলে আশা করছি।

Watch it on Youtube: https://youtu.be/WlJTJNnxVkE

22/08/2021

এই ভিডিওতে আমি ফটোশপের "ব্লেন্ড ইফ" ফিচারের মেকানিক্স ব্যাখ্যা করেছি।
আপনি যদি এইটা আগে খুব একটা ব্যবহার না করে থাকেন, তাহলে আমি বাজি ধরে বলতে পারি আজকের টিউটোরিয়াল টি দেখার পর আপনার ভবিষ্যত কাজগুলোতে এইটার অনেক বেশি ব্যবহার করবেন।
ব্লেন্ড ইফ কি, এটি কিভাবে কাজ করে, এটিকে কিভাবে কেউ তার ওয়ার্কফ্লোতে ব্যবহার করতে পারে সেই ব্যাপারে আমি এই ভিডিওতে ব্যাখ্যা করেছি।

Watch it on Youtube: https://youtu.be/dZC4rFQTP2U

22/08/2021

ফটোশপের কীভাবে জন্ম হল এটা নিয়ে আপনি কখনো ভেবেছেন?
কে, কখন, কীভাবে ফটোশপকে বানালো? এই জাদুকরী প্রোগ্রামের মূলে কে ছিলেন?
আপনি ফটোশপের জন্মের মোটামুটি সব পর্যায়ের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে। আপনি জানতে পারবেন কীভাবে একদম শুরুর সময় থেকে এখন পর্যন্ত এই প্রোগ্রাম রেস্টার বেইজড ইমেজ ইডিটিং, ফটো ম্যানিপুলেশন, ডিজিটাল আর্ট ইত্যাদিতে ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ডার্ড হল।

Watch it on Youtube: https://youtu.be/l9_ci8sRa0A

কীভাবে প্রোডাক্টের ছবি তুলে নিজেই ইডিট করবেন? | Shoot and Edit Product photos | Photoshop Tutorialএই ভিডিওতে আমি দেখানোর...
19/08/2021

কীভাবে প্রোডাক্টের ছবি তুলে নিজেই ইডিট করবেন? | Shoot and Edit Product photos | Photoshop Tutorial

এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে ঘরে বসেই যে কেউ চাইলে হাতের কাছে থাকা উপকরণ ব্যবহার করে একটা প্রোডাক্ট এর ফটোগ্রাফি + রিটাচিং করতে পারেন।
ভিডিও লিংকঃ https://youtu.be/JSUj8UCkG-k

গত ভিডিওতে ব্লেন্ড ইফ কি সেটা দেখিয়েছিলাম। কিন্তু ইফেক্টিভলি কোথায় এবং কেন ব্লেন্ড ইফ ব্যবহার করবেন, সেটা স্পষ্ট করার জন...
05/08/2021

গত ভিডিওতে ব্লেন্ড ইফ কি সেটা দেখিয়েছিলাম। কিন্তু ইফেক্টিভলি কোথায় এবং কেন ব্লেন্ড ইফ ব্যবহার করবেন, সেটা স্পষ্ট করার জন্য আলাদা আলাদা উদাহরণসহ ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই ভিডিওতে।

আরেকটা ব্যাপারে ছোট্ট করে একটু বলতে চাই।
ভিডিওটার দৈর্ঘ্য ২৬+ মিনিট। কিন্তু এই ভিডিও টা ৬ টা আলাদা আলাদা ভিডিও হতে পারতো, সবটা একসাথে প্যাক করতে গিয়ে দৈর্ঘ্যটা বড় হয়ে গিয়েছে।
ভিডিওটি দেখে যদি ভালো লাগে, একটা লাইক দিয়ে আসার অনুরোধ থাকলো, এতে ইউটিউব এলগোরিদম ভিডিও র‍্যাংক করে। এতে করে বাংলায় ফটোশপ কন্টেন্ট খুঁজে এমন আরো অনেকের কাছেই হইতো পৌছে যেতে পারে এই ভিডিও 😊

ভিডিও লিংকঃ https://youtu.be/WlJTJNnxVkE

ফটোশপের এমন কিছু টুলস বা ফিচার আছে যেগুলো দেখতে সিম্পল, কিন্তু বেশ পাওয়ারফুল এবং খুব কাজের।এই রকম একটা টুলস বা ফিচার হচ্...
29/07/2021

ফটোশপের এমন কিছু টুলস বা ফিচার আছে যেগুলো দেখতে সিম্পল, কিন্তু বেশ পাওয়ারফুল এবং খুব কাজের।
এই রকম একটা টুলস বা ফিচার হচ্ছে "Blend If"
এটাকে Luminosity Mask এর বড় ভাই বলতে পারেন, যে বেশ গুছানো আর পরিপাটি অবস্থায় থাকতে পছন্দ করে।
Luminosity Mask এর মাধ্যমে আপনি যা যা করতে পারেন এর সব ই Blend If এর মাধ্যমে করতে পারবেন, পাশাপাশি আরো অনেক কিছুও করা যাবে ;)
স্কাই রিপ্লেইসমেন্ট, কালার গ্রেডিং, টেক্সচার ব্লেন্ডিং, লোকাল শার্পেনিং, ডজ এন্ড বার্ণ এর মত আরো অনেক ওয়ার্কফ্লো তে এই টুলস এর ক্ষমতা দেখে আপনি বার বার অবাক হবেন।

যেখানে ম্যানুয়ালি কোন ল্যান্ডস্ক্যাপের স্কাই কে মাস্কিং করে নতুন স্কাই রিপ্লেইস করতে আপনার অনেক সময় লেগে যেত, হতে পারে ব্লেন্ড ইফ কে ঠিক ভাবে ইউটিলাইজ করে আপনি সেইম কাজটাই কয়েক মূহুর্তের মাঝেই করে ফেলতে পারবেন।

এই ভিডিওতে ব্লেন্ড ইফ কি, কীভাবে এটা কাজ করে সেই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি।
যাদের ব্লেন্ড ইফ নিয়ে কোনরকম কনফিউশন আছে, এই ভিডিও দেখার পর আশা করি সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং এর পর থেকে আপনার ওয়ার্কফ্লো তে এই Blend If এর ব্যবহার আগের তুলনায় অনেক বাড়বে বলে আমার বিশ্বাস 😉

ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=dZC4rFQTP2U

আসসালামু আলাইকুম।২০১৫ এর শেষের দিক থেকে ফটোশপে আমার হাতে খড়ি হয়।তখন ছিল না ব্রডব্যান্ড এর সুবিধা, কলেজ থেকে বাড়িতে ফেরার...
29/07/2021

আসসালামু আলাইকুম।
২০১৫ এর শেষের দিক থেকে ফটোশপে আমার হাতে খড়ি হয়।
তখন ছিল না ব্রডব্যান্ড এর সুবিধা, কলেজ থেকে বাড়িতে ফেরার পথে রিক্সা ভাড়া বাঁচিয়ে সেই টাকায় ডাটা কিনে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখতাম, ডাওনলোড করে সেগুলো প্র্যাকটিস করতাম।
যাই হোক, কাহিনী সেটা না, কাহিনী হলো, ইউটিউব ঘেটে যত ফটোশপ কন্টেন্ট ই দেখেছি, শিখেছি , তার ৯৯.৯ শতাংশ ই ইংরেজী কন্টেন্ট ছিল ভীন দেশী কন্টেন্ট ক্রিয়েটরদের। বাংলা ভাষায়ও ছিল হরেক টিউটোরিয়াল, কিন্তু সেগুলো আমার ব্যক্তিগত ভাবে ন্যুনতম মান সম্মত লাগে নি।
সময় পেরিয়ে ২০২১ এ এসেও হাতে গুনা কয়েক জন দেশী কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা মান সম্মত টিউটোরিয়াল বানাচ্ছেন (ব্যক্তিগত মতামত)
ফটোশপ শেখার সেই শুরু থেকেই এই আক্ষেপ টা মনে রয়ে গিয়েছিল, যে কোন একদিন সম্ভব হলে নিজ ভাষায় কন্টেন্ট বানাবো, যারা ইংরেজী টিউটোরিয়াল এ সাচ্ছন্দ্য পান না, কিংবা দেশীয় ভাষায় টিউটোরিয়াল খুঁজেন, তারা যেন আমার কন্টেন্ট এর দর্শক হতে পারে।
একবার শুরু করেও থেমে গিয়েছিলাম, নিজেকে আরো সময় দিয়েছি, অন্যকে শেখানোর জন্য ন্যুনতম যোগ্যতা অর্জনের চেষ্টা করেছি। এখনো শিখে যাচ্ছি।
কাছের কিছু মানুষের কথায় আবার শুরু করতে চাই। সব কিছু ঠিক থাকলে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার একটা করে ফটোশপ রিলেটেড কন্টেন্ট আপলোড করার ইচ্ছা আছে।
ফটোশপের জন্মের ইতিহাস নিয়ে বানানো এই ভিডিও টা দিয়েই শুরু করলাম। ভিডিওটি পাব্লিশ হয়ে গিয়েছে, চাইলে দেখে আসতে পারেন।
যেকোন ধরনের পরামর্শ থাকলে নির্ধিধায় আমাকে জানানোর অনুরোধ থাকলো।
ভিডিও'র লিংকঃ https://youtu.be/l9_ci8sRa0A

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Emon:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share