সালমান চৌধুরী সুপ্রিয় - Salman Chowdhury Supriyo

  • Home
  • সালমান চৌধুরী সুপ্রিয় - Salman Chowdhury Supriyo

সালমান চৌধুরী সুপ্রিয় - Salman Chowdhury Supriyo গল্প ও বিভিন্ন টেক বিষয়ক ভিডিও পেতে পে

05/03/2024

বুঝলাম না, জাকারবার্গ একটু শান্তিতে বিয়ে খাবে দেখে ফেসবুক, ইন্সটা একটু অফ রেখেছিলো। আপনারা তাই বলে তাকে গালি দিবেন?🥹

If you love yourself, the world will love you! ✨- Salman Chowdhury Supriyo
09/02/2024

If you love yourself, the world will love you! ✨
- Salman Chowdhury Supriyo

20/12/2022

কখনো কি সে আকাশ ভাঙ্গা মেঘ দেখেছেন?!
ছুঁয়ে দেখেছেন উষ্ণ শীতের সেই সকালটা?
মাঝেমধ্যেই প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। প্রকৃতির সাথে রাত কাটাতে ইচ্ছে করে। ইচ্ছে করে সবুজ ঘাস, ঠান্ডা বাতাস যেন এ আত্মা ও দেহ উভয়কে ভাসিয়ে নিয়ে যাক উত্তাল সমুদ্রে। যেখানে মিলবে এক টুকরো শান্তি...

26/11/2022

Did a long work for this video. Hope you guys will love it.

05/11/2022

আজ পর্যন্ত কারো দ্বিধায় পুড়তে পারলাম না 🙂💔
© Salman Chowdhury Supriyo

13/04/2022

এই পোস্ট যে পড়ছেন তার অলরেডি দুইটা প্রেমিক/প্রেমিকা আছে। 🤭

বাদাম বাদাম দাদা কাচা বাদাম 🐸
13/04/2022

বাদাম বাদাম দাদা কাচা বাদাম 🐸

11/04/2022

😎

11/04/2022

মেইন আইডি রেস্ট্রিকটেড থাকায় এখন থেকে সবসময় পেইজে পাবেন। 🥰

25/07/2021

Labbaik Allahhummah Labbaik~🤲❤️🕋

EID MUBARAK 😍❤️
20/07/2021

EID MUBARAK 😍❤️

বর্তমানে পণ্যের সেল বাড়াতে বুস্টিং খুব বেশি-ই প্রয়োজন। শুধু পণ্য নয়, আপনি যদি ইউটিউবিং অথবা ফেসবুকে আপনার যেকোনো কিছু প্...
27/03/2021

বর্তমানে পণ্যের সেল বাড়াতে বুস্টিং খুব বেশি-ই প্রয়োজন। শুধু পণ্য নয়, আপনি যদি ইউটিউবিং অথবা ফেসবুকে আপনার যেকোনো কিছু প্রচার করতে চান, সেক্ষেত্রেও বুস্টিং দরকার। আর যারা ইউটিউবে ভিডিও বানান কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইবার পাচ্ছেন না, তারাও পোস্টটি পড়ুন।

সকলের সুবিধার্থে আমাদের টিম নিয়ে এসেছে আপনাদের সকলের জন্য এক বিশেষ সুযোগ। বুস্টিং করুন, আর প্রসার ঘটান আপনার ব্যবসার। অল্প খরচে পৌঁছে যান আপনার সঠিক কাস্টমারের কাছে।
আপনাদের আগে টাকা দেওয়ার দরকার নেই, বুস্ট চালু হলে আপনাকে আমরা স্ক্রিনশট দিবো, তখনি আপনাকে পেমেন্ট করে দিতে হবে। তাই কাজ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন।

তাই আর দেরী না করে নিজের বিক্রি বৃদ্ধির লক্ষ্যে কিংবা নিজের ব্র্যান্ডকে প্রচার করার লক্ষ্যে আমাদের সাথে যোগাযোগ করুন। আর আমরা ইউটিউবের ভিডিও বুস্টিং করে থাকি গুগল এডস দ্বারা। তাই সম্পূর্ণ আসল ভিউজ ও সাবস্ক্রাইবার পাবেন আমাদের মাধ্যমে। বুস্টিং এর জন্য 👇

📩পেইজে ম্যাসেজ করুন📨📨

👉আমাদের সার্ভিস সমূহ:-
✔️ পেজ প্রমোট
✔️ পোস্ট বুস্ট
✔️ ভিডিও বুস্ট
✔️ Event Boost

🔹📣মূলত কারা এই সার্ভিসটিতে বেশ উপকৃত হতে পারে❓
✅এফ-কমার্স ব্যবসায়ীগণ
✅ই-কমার্স ব্যবসায়ীগণ
✅ইউটিউবাররা
✅কাপড় বিক্রেতারা
✅শো-রুম মালিকগণ
✅রিয়েল এস্টেট মালিকগণ
✅হোম ডেলিভারি সার্ভিস প্রোভাইডরগণ
✅রেষ্টুরেন্ট মালিকগণ
✅অনলাইন সার্ভিস প্রোভাইডরগণ
✅সহ প্রায় সকল ব্যবসায়ীগণ-ই চাইলে এই প্লাটফর্মটা ব্যবহার করে তাদের বিক্রি,প্রচার-প্রচারণা চালাতে পারেন ✌️

বিস্তারিত জানতে পেইজে মেসেজ দিন, অথবা যোগাযোগ করুন এই নাম্বারে:- 01638403734

23/03/2021

This is my ringtone right now.

অবশেষে মুক্তি পেল "MASK" ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।Click Here: https://youtu.be/6xFVR1TBiMc
08/02/2021

অবশেষে মুক্তি পেল "MASK"
ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
Click Here: https://youtu.be/6xFVR1TBiMc

Hello Everyone, Welcome back to a new video. And this video is a Science Fiction Short Film. I hope everyone like this video. This was our first time making ...

07/02/2021

রাত জেগে আছেন কেন?
রাত বিশ্রামের সময়, বিশ্রাম নিন। ❤️

Finally the first poster of my first Science Fiction Short Film "MASK" is HERE.শর্ট ফিল্মটি রিলিজ হতে চলেছে ৭ ই ফেব্রুয়া...
31/01/2021

Finally the first poster of my first Science Fiction Short Film "MASK" is HERE.
শর্ট ফিল্মটি রিলিজ হতে চলেছে ৭ ই ফেব্রুয়ারি, ২০২১ এ। শুধুমাত্র "CS Factory" ইউটিউব চ্যানেলে।
সকল প্রিয় মানুষদের পাশে চাই। পোস্টার-টি ভালো লাগলে শেয়ারের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করুন। ❤️
Keep Supporting Us. ❤️🔥

27/01/2021

একা নির্জনতায় প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই সবাই করতে পারে না। যারা করে, তারা সকলে এক মহান যোদ্ধা। ❤️

16/01/2021

"Fight" Bangla VFX Action Short Film. Youtube link in comment

জানতে হলে ক্লিক করুন।https://salmansupriyo.blogspot.com/2020/10/Agent-jon.html?m=1
05/10/2020

জানতে হলে ক্লিক করুন।
https://salmansupriyo.blogspot.com/2020/10/Agent-jon.html?m=1

"গতকাল দিয়াবাড়িতে একটি মেয়েকে রাস্তায় একা পেয়ে ধর্ষন করে হত্যা করা হয়েছে। আসামীর নাম 'নাজিম উদ্দিন সিরাজ'। সদর থান...

14/09/2020

যখন কেউ আমাকে বলে, "আপনি নিশ্চয়'ই মিঙ্গেল।"
তখন আমি:

29/07/2020

You don't realize
he only wants you at midnight

26/07/2020

My whole life was a lie🙂

26/07/2020

কয়েস সামীর উপন্যাস "ওগো বিদেশিনি" নিয়ে আমার তৈরী করা একটি ট্রেইলার। আশা করি সকলের ভালো লাগবে।

Finally the video is herewatch it on youtube: https://youtu.be/pgCH9jMQtqs
15/07/2020

Finally the video is here
watch it on youtube: https://youtu.be/pgCH9jMQtqs

Today i'm going to share a simple trick to upload more than 20 seconds video in messenger story. so watch the full video and learn. Follow me on Facebook: ht...

14/07/2020

বাসার পাশের মেয়ে সকিনা। যাকে পাড়ার প্রত্যেক ছেলে'ই মনে মনে চায়। তবে কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না। এর একমাত্র কারণ হচ্ছে সকিনার বাপ শেখ আব্দুর রহমান। উনাকে সবাই শেখ সাব বলেই ডাকে। বিশাল বড় সম্পত্তি ও ভালো টাকা পয়সা থাকায় উনার দাপট'টা এলাকায় একটু বেশি'ই।
আর সকিনা হচ্ছে শেখ সাবের একমাত্র মেয়ে। যার কারণে অনেকে টাকার লোভেও সকিনাকে বিয়ে করতে চায়।
তাদের বাসার সামনে দিয়ে গেলেই দেখা যায়, গেইটের সম্মুখে বিশাল বড় এক লাইন। কারো হাতে ফুল, কারো হাতে বই।
ইদানিং আবার বই দিয়ে প্রপোজ করার পদ্ধতি চালু হয়েছে। আর এদিকে সকিনা হচ্ছে অনেক বড় বইপ্রেমী। ওর ফেসবুকে শুধু বিভিন্ন লেখকদের উক্তি, এবং গল্প শেয়ার দেওয়া আছে।
এই দিকে পাড়ার ছেলেরা টিফিনের টাকা জমিয়ে বই কিনছে তাকে উপহার দেওয়ার জন্য।
সকিনা দেখতে সুন্দরী হলেও তার প্রতি আমার কোনোকালেই আগ্রহ জন্মায় নি। আমি আবার স্যোশাল মিডিয়াতে টুকটাক লিখে থাকি। বেশিরভাগ এই রক্ত খাওয়া আর ডেভিল স্বত্তা নিয়ে।
আমার পাঠক বেশ অল্প হলেও তারা বেশ। তাদের মন্তব্যগুলো কখনোই নেক্সট আর নাইসে সীমাবদ্ধ থাক্র নি।
আমি যখন'ই গল্পের কমেন্ট বক্সে যাই, সেখানে শুধু গঠনমূলক মন্তব্য দেখতে পাই। যা আমাকে লিখতে আরো বেশি উৎসাহিত করে। তো এবার ফিরে আসি কাহিনীতে।
বেশ কিছুদিন আগে "আমি সকিনা" আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েষ্ট আসে। আমি সেটা দেখেও আর প্রোফাইল চেক করি না। কারণ আমি শুধু মেসেজ রিকু দেওয়া পাবলিকদের ফ্রেন্ড রিকুয়েষ্ট এক্সেপ্ট করে থাকি। বলা তো যায় না, কে পাঠক, কে পাঠক নয়।
তো আমি সেই রিকুয়েষ্ট'টা সপ্তাহ দশদিন ঝুলিয়ে রাখি। হঠাৎ একদিন একটা মেসেজ রিকু আসে। চেক করতে গিয়ে দেখি "আমি সকিনা" থেকে মেসেজ আসছে। মেসেজটি ছিল, "আসসালামু আলাইকুম। আপনি সত্যি অনেক ভালো লিখেন। আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার লেখা আমার সারা দেহে শিহরন জাগ্রত করে। যদি রিকুয়েষ্ট'টা এক্সেপ্ট করতেন, আমি সত্যিই ধন্য হতাম।"
মেসেজটি পড়ে আমি আবেগাপ্লুত হয়ে সাথে সাথে রিকুয়েষ্ট এক্সেপ্ট করলাম।
তারপর উনাকে রিপ্লাই দিলাম, "ধন্যবাদ।"
অবাক হলেও সত্যি, মেয়েটি সাথে সাথে রিপ্লাই দিল,
- আপনি আমাদের পাড়ার সালমান না?
- মানে?
- আরে আমি সকিনা। আপনাদের শেখ সাবের মেয়ে।
- কি!
মেসেজটি দেখে সাথে সাথে তার প্রোফাইলে গেলাম। গিয়ে দেখি এটাই আমাদের পাড়ার সকিনা।
আমার কেন জানি বিশ্বাস'ই হচ্ছিল না। যে মেয়ের পিছনে হাজারো ছেলের লাইন, সে কিনা আমাকে রিকুয়েষ্ট দিয়েছে! তাও মেসেজ দিয়ে!
ব্যাপারটা জমল না।
মেসেঞ্জারে ঢুকে দেখি সকিনা রিপ্লাই দিয়েছে,
- আমি সত্যি ভাবতে পারছি না, আমি যার প্রেমে হাবুডুবু খাচ্ছি, যে আমার ক্রাশ, সে কি না আমার পাড়ার। অথচ সেটা আমি আজ জানলাম!
- আমি আপনার ক্রাশ! লাইক সিরিয়াসলি?
- হ্যাঁ গো হ্যাঁ। আপনার গল্পের অনেক বড় ফ্যান আমি।
- আপনিও রক্ত খেতে পছন্দ করেন নাকি!
- করতাম না, তবে আপনার লেখা পড়ে ইচ্ছে হচ্ছে একবার খেতে। আপনি খাওয়াবেন?

মেসেজটি দেখে আমি আবারো অবাক। মেয়েটা বলে কি! রক্ত কখনো খাওয়া যায় নাকি! এতো শুধু গল্প।
আমি আর মেয়েটির রিপ্লাই দিলাম না। বেশ খানিকক্ষন বাদে সে নিজে'ই মেসেজ দিল,
- কি গো ক্রাশ, রক্তের কথা বলায় ভয় পেলেন বুঝি?
- দেখুন, এসব শুধু গল্পেই সীমাবদ্ধ। বাস্তবে নয়।
- আচ্ছা আচ্ছা সরি। আমি তো মজা করছিলাম।

তো এভাবেই শুরু আমাদের কথা বলা। কয়েকদিন পর দেখতে পেলাম, সে আমার পরিচিত সব লেখকদের লিস্টে আছে। সবার কমেন্ট বক্সে'ই তাকে দেখা যায়। আর যে'ই সেই কমেন্ট নয়। সবগুলো হচ্ছে লুতুপুতু কমেন্ট।
আর এই কিছুদিনের মধ্যে মেয়েটার প্রতি আমারো এক মায়া জন্মে। আমু তাকে এ ব্যাপারে কিছু বলতে যাবো, ঠিক তখন'ই সে প্রপোজ মেরে বসে।
আমি তো দিন দুনিয়া ভুলে তার প্রপোজাল এক্সেপ্ট করে ফেলি। সে'ই ব্যাপারটাও ভুলে যাই। শুরু হয় আমাদের প্রেম।

প্রেমের শুরু হতেই আমি লেখাপড়া সব ভুলে তার সাথে কথা বলতে থাকি। এদিকে আমার ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল এক্সাম চলে আসছে। কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। সকিনা নিজেও ম্যাট্রিক পাশ। ম্যাট্রিক পাশ করে আর পড়ালেখা করে নি। করবে'ই বা কেন! বাবার এত এত টাকা পয়সা রেখে।

তো সকিনার সাথে প্রেম করতে গিয়ে দেখা গেল আমার পরীক্ষা শুরু। আর ইঞ্জিনিয়ারিং এ না পড়ে পাশ করার চান্স নেই বললেই চলে। তেমনি আমিও ঘোড়ার ডিম পাড়লাম। অর্থাৎ পরীক্ষায় লজ্জাজনক ভাবে ফেইল করলাম। বাবা তো বলে'ই দিয়েছিল, পাশ না কিনে রিকশা কিনে দিবে। উনি উনার কথা রেখেছেন। আমাকে একটা অটো রিকশা কিনে দিয়েছেন। বলেছেন ঢাকায় গিয়ে রিকশা চালাতে। এদিকে সকিনা ফোন রিসিভ করছে না। সে নাকি একটা রিকশা ওয়ালার সাথে প্রেম করবে না।

দুঃখে ভরা মন নিয়ে গেলাম ঢাকা শহরে। চালাতে লাগলাম আব্বার কিনে দেওয়া রিকশা। রিকশা চালাতে চালাতে'ই সেদিন মিরপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেখানে দেখতে পেলাম যুবায়ের ও সকিনা দাঁড়িয়ে লুতুপুতু করছে।
এই ছেলেকে কয়েকদিন আগেও দেখেছি লেখালেখি শুরু করতে। বর্তমানে অনলাইন প্রেমের টিপ্স দিয়ে থাকে। কিন্তু এদের এই অবস্থায় দেখে আমার মন আরো দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল। মনের দুঃখে তাদের পাশ দিয়ে রিকশা চালাতে চালাতে গান ধরলাম,
"ও সকিনা যাইবা কিনা, ভুইলা আমারে।
আমি এখন রিকশা চালাই, ঢাকা শহরে।"

রম্যগল্প: সকিনা।
সালমান চৌধুরী সুপ্রিয়

12/07/2020

- রাতুল, এই রাতুল।

- জ্বী স্যার।

- চা কই?

- আনছি স্যার।

- জলদি নিয়ে আয়।

- আচ্ছা স্যার।

রাতুল চুপচাপ সেখান থেকে চলে গেল চা বানানোর জন্য। আমিও এইদিকে আজকের পত্রিকা'টা নিয়ে বসে পড়লাম। আজকের শিরোনাম, "হবিগঞ্জে প্রতিদিন রাতে একটি করে যুবকের মৃত্যু।"
শিরোনাম টি পড়েই রাতুলের কথা মনে পড়ল। বেচারা প্রতিদিন একটি করে যুবকের সাথে বন্ধুত্ব করে, আর তাকে ভুলিয়ে বালিয়ে এখানে নিয়ে আসে।

হিসেব মতে আর ২০ জন যুবক বাকি আছে৷ যাদের রক্ত আমার ডেভিল স্বত্তাকে পুনরায় জাগ্রত করতে সাহায্য করবে। কিন্তু গতকাল কোনো যুবককে না পাওয়ায়, দিনটি তেমন ভালো যাচ্ছে না।
রাতুল চা নিয়ে আসার পর, তাকে বললাম চায়ে রক্ত মিশাতে। সে নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত, চা তে ঢেলে দিল। আমি চা খেয়ে পুরো আসুদা(তৃপ্ত) হয়ে গেলাম। তারপর রাতুলকে বললাম,

- শুন, আজ যদি কাউকে ধরে আনতে না পারিস, তবে তোর রক্ত খাবো বুঝলি?

- আজকে স্যার আপনার জন্য তাজা এবং টেস্টি রক্ত আনব। যা খেতে খুব টেশ।

- মানে!

- মানে টা একটু পর'ই বুঝতে পারবেন। ধৈর্য্য ধরুন।

- আচ্ছা এবার যা।

রাতুল মুখে শয়তান হাসি নিয়ে চলে যায়। আমি আবারো পত্রিকার খবর পড়তে মনোযোগী হই।

সন্ধ্যা নামার পর, রাতুল একটি মেয়েকে নিয়ে ঘরে প্রবেশ করে। মেয়েটি দেখতে দারুন সুন্দরী। মেয়েটিকে নিয়ে ঘরে ঢুকার পর রাতুল বলল,
- স্যার, আপনার জন্য নিয়ে আসলাম।

মেয়েটি রাতুলের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল,

- এসব কি বলছেন আপনি! আপনি না বললেন আমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন।

- দিবো তো, তবে আমি না, আমার স্যার দিবেন।

মেয়েটি তারপর রাতুলের পাশ কাটিয়ে আমার কাছে আসল। আমি বিছানায় শুয়ে থাকা থেকে উঠে বসলাম।মেয়েটির সৌন্দর্যের প্রশংসা না করলেই নয়। আমি তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলাম,

- তোমার নাম কি হে সুন্দরী?

- জ্বী, আমি সাইমা।

- সাইমা! বাহ, বেশ সুন্দর নাম তো। তা কি চাকরি করবা বলো তো?

- আপনি যে চাকরি দিবেন সেটাই করবো।

- আমার প্রেমিকার চাকরি করবে? প্রত্যেক মাসে তোমাকে রক্ত খাওয়াবো।

- এহ! এসব কি বলছেন আপনি? আপনি দেখি সালমান চৌধুরী সুপ্রিয়'র মত কথা বলছেন!

- হাহাহা, আমি'ই তো সালমান চৌধুরী সুপ্রিয়।

- কি! আপনি'ই সে ডেভিল লেখক। ও মাই গড! তা আপনি এই কাবির সিং হলেন কিভাবে?

- সে আর বলো না, লকডাউনে থাকতে থাকতে হয়ে গেছি।

- না না বাবা, আমাকে মাফ করেন। আমাকে এক কোটি টাকা দিলেও আমি আপনার প্রেমিকা হবো না। আপনার গল্প পড়লেই আমার রাতের ঘুম হারাম হয়ে যায়। আবার প্রেমিকা! লা হাওলা ওয়ালা কুয়াতা। আমি ভাগি।

এই বলেই সায়মা প্রাণ পণে দিল এক দৌঁড়। দৌঁড়াতে গিয়ে দরজার কাছে একটা মুখ থুবড়ে পড়েও গেছে। রাতুলকে হাতের ইশারায় ধরতে মানা করলাম। মেয়েটি একবার পিছনে তাকিয়ে, "আল্লাহ বাঁচাও।" বলে আবার দৌঁড় দিল। তাকে দেখে এখন একটাই কথা মনে পড়ছে, "চাচা, আপন প্রাণ বাঁচা।"

গল্প: লেখক বিড়ম্বনা।
সালমান চৌধুরী সুপ্রিয়।

11/07/2020

নিভে যাওয়ার ইচ্ছে থাকলে,
কারো জীবনে আলোর প্রদীপ হয়ে এসো না।

মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে,
পেয়ে হারানোর কষ্টকে না।❤

11/07/2020

সত্যি বলছি, তোমাকে আর
ভালোবাসিনা।
তোমার জন্য, মিছেমিছি
রাত ও জাগি না।

Address


Alerts

Be the first to know and let us send you an email when সালমান চৌধুরী সুপ্রিয় - Salman Chowdhury Supriyo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সালমান চৌধুরী সুপ্রিয় - Salman Chowdhury Supriyo:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Want your business to be the top-listed Media Company?

Share