FnF.FM বাংলা রেডিও

  • Home
  • FnF.FM বাংলা রেডিও

FnF.FM বাংলা রেডিও FnF.FM বাংলা রেডিও, বিশ্বব্যাপী বাংলা ভাষ?

FnF.FM একটি ইন্টারনেট ভিত্তিক রেডিও। পরীক্ষামূলকভাবে এর যাত্রা শুরু জুলাই ২০১০। আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু এপ্রিল ২০১৪। সারা পৃথিবী থেকে প্রতি মাসে গড়ে ১৫০ টি দেশ থেকে এই রেডিও শোনা হয়ে থাকে। শ্রোতার সংখ্যা প্রতিমাসে গড়ে ১২ লাখ।
FnF.FM বাংলা হলো FnF.FM এর বাংলা বিভাগ। এটি প্রতি মাসে গড়ে ১১৫ টি দেশ থেকে শোনা হয়ে থাকে। FnF.FM বাংলা রেডিওর উদ্দেশ্য হলো ইন্টারনেটে বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির প

্রচার ও প্রসার সাধন করা। আর এই লক্ষ্যেই সার্বক্ষণিক প্রচার করে থাকে বাংলা গান, বাংলার গান।
শ্রোতারা আমাদের ওয়েবসাইটে থেকে বা মোবাইল অ্যাপস ব্যবহার করে এবং ওয়েব প্লাগিন ব্যবহার করে শুনে থাকে। FnF.FM রেডিও পঞ্চাশোর্ধ রেডিও ডাটাবেজে তালিকা ভুক্ত, তাই শ্রোতারা সে সব ওয়েবসাইটে থেকে বা তাদের অ্যাপস ব্যবহার করে আমাদের শুনে থাকে। দিন-রাত চব্বিশ ঘন্টা প্রচারিত হয় বাংলার জনপ্রিয় গান। বিশ্ব শুনছে আমাদের আপনিও শুনুন, লগ ইন করুন এখনি আমদের ওয়েব ঠিকানায়। http://bn.fnf.fm

আপনি আছেন?
19/09/2021

আপনি আছেন?

সঠিক ভাবে মাস্ক পরুন । নিজে সুস্থ থাকুন ও সবাইকে সুস্থ রাখুন।
15/09/2021

সঠিক ভাবে মাস্ক পরুন । নিজে সুস্থ থাকুন ও সবাইকে সুস্থ রাখুন।

ডারউইন   #বিবর্তন  #ডারউইন  #মানুষ
30/08/2021

ডারউইন #বিবর্তন #ডারউইন #মানুষ

বাঙালী
25/07/2021

বাঙালী

ফুটপাতে চেয়ার পেতে পড়ালেখায় ব্যস্ত একজন পথশিশু।হাতিরপুল, ঢাকা সময়কালঃ ১৯৮৫ সাল
11/07/2021

ফুটপাতে চেয়ার পেতে পড়ালেখায় ব্যস্ত একজন পথশিশু।
হাতিরপুল, ঢাকা
সময়কালঃ ১৯৮৫ সাল

07/07/2021
সময়...
03/03/2021

সময়...

বিজ্ঞান সম্মত প্রেম ! 🤔😳🤪😂
04/02/2021

বিজ্ঞান সম্মত প্রেম ! 🤔😳🤪😂

14/01/2021
এইটা কি ছিল?  🙄🤭
03/01/2021

এইটা কি ছিল? 🙄🤭

একেই বলে পারস্পরিক সহযোগিতা....❤️
01/01/2021

একেই বলে পারস্পরিক সহযোগিতা....❤️

30/12/2020

সখী, ভাবনা কাহারে বলে।
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পী: ইমন চক্রবর্তী
রাগ: বেহাগ-খাম্বাজ-বাউল
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
🌺🌼🌺🌼🌺
সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস ?
লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ ।
আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো ।
তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত ।

ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায় ।
আমার মতন সুখী কে আছে। আয় সখী, আয় আমার কাছে—
সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।।

🙏🌹রবীন্দ্রনাথ ঠাকুর🌹🙏

30/12/2020

সে যেন আসেনা আমার দ্বারে
তারে বলে দিও

আপনার রোগটি মিলিয়ে নিন 🤣
30/12/2020

আপনার রোগটি মিলিয়ে নিন 🤣

01/11/2020

এটাই আমাদের সামাজিক ন্যায়নীতি - ঠিক যেমন করে মহামতি ফার্সি কবি শেখ সাদী বোঝাতে চেয়েছিলেন, আর মহামতি সত্যেন্দ্রনাথ তার অনবদ্য বাংলা রূপান্তর করেছেন ।

31/10/2020

সাদা পাঞ্জাবী পরা ব্যক্তিটি আফগান সৈনিক আবদুল রহিম যিনি যুদ্ধে তার উভয় হাত হারিয়েছিলেন। এরপর কেরালার জোসেফের কাছ থেকে এক জোড়া হাত পেয়েছিলেন।

জোসেফের সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটেছিল। তাঁর স্ত্রী ও মেয়ে সেই হাতের দিকে অপলক তাকিয়ে ছিলেন। যে হাত দুটো এক সময় তাদের যত্ন নিতো, যে হাত দুটো তাদের মাথায় ছায়া হয়ে ছিলো!

অরগান ট্রান্সপ্লান্ট অপারেশনটি পরিচালনা করেছেন ড. সুব্রামানিয়ান আইয়ার(নীল শার্ট)।

একজন হিন্দু ডাক্তার - একজন খ্রিষ্টান অঙ্গদাতা - একজন মুসলিম প্রাপক - মানবতাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।


কার্টেসীঃ Rafiul Sabbir

একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক তরমুজ বিক্রি করছেন। তরমুজের মূল্যতালিকা এমন:একটা কিনলে ৩ টাকা, তিনটা ১০ টাকা।তো একজন তরুণ দোকানে...
30/09/2020

একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক তরমুজ বিক্রি করছেন। তরমুজের মূল্যতালিকা এমন:
একটা কিনলে ৩ টাকা, তিনটা ১০ টাকা।

তো একজন তরুণ দোকানে এসে একটা তরমুজের দাম জিজ্ঞাসা করলেন।
বিক্রেতা জানালেন দাম মাত্র ৩ টাকা।

তরুণটি খুব বুদ্ধিমান। একটাতো কিনলেনই, পর পর আরো দুইটা তরমুজ কিনে ফেললেন। যথরীতি প্রতিটার দাম ৩ টাকা হিসেবে ৯ টাকা পরিশোধ করলেন। চলে যাওয়ার ঠিক আগমুহূর্তে সেই তরুণ কী ভেবে থামলেন, বয়োজ্যেষ্ঠ বিক্রেতাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কি খেয়াল করেছেন আমি তিনটা তরমুজ ১০ টাকার পরিবর্তে মাত্র ৯ টাকা দিয়ে কিনলাম ! আমার ধারণা আপনার দ্বারা এসব ব্যবসা ট্যাপসা পোষাবে না।

বয়োজ্যেষ্ঠ বিক্রেতা এবার মুচকি হাসলেন। বললেন, মানুষ আজব এক জাতি! একটা তরমুজ কিনতে এসে তারা প্রতিবার তিনটা কিনে নিয়ে যায় এবং যাওয়ার সময় আমাকে শেখানোর চেষ্টা করে কেমনে ব্যবসা করতে হয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when FnF.FM বাংলা রেডিও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FnF.FM বাংলা রেডিও:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share