Dmseotech

Dmseotech Digital Marketing Services for Growing Your Company or business. our services on-page seo,off-page s

Facebook has new announced a new segment of subsea cable called 2Africa pearls
28/09/2021

Facebook has new announced a new segment of subsea cable called 2Africa pearls

24/08/2021
কোন কাজগুলোর চাহিদা বাড়বে আগামী ১০ বছরে ?🧠 বলা হচ্ছে আগামী ১০ বছরে বর্তমান কাজের ৯০ শতাংশ কাজ থাকবে না! তাহলে কোন কাজ গু...
18/08/2021

কোন কাজগুলোর চাহিদা বাড়বে আগামী ১০ বছরে ?

🧠 বলা হচ্ছে আগামী ১০ বছরে বর্তমান কাজের ৯০ শতাংশ কাজ থাকবে না! তাহলে কোন কাজ গুলোর চাহিদা বাড়বে?

করোনা আমাদেরকে পরিবর্তিত বিশ্বের কিছু জিনিস, অভ্যাসের বাইরে বাধ্যতামূলক পরিচয় করিয়ে দিচ্ছে। ডিজিটাল সার্চ ইঞ্জিন গুগল এর সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গেছে, করোনার ভিতরে মানুষ, বিশেষ করে মহিলারা ডিজিটাল টুলস বেশি ব্যবহার করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অ্যাপ ভিত্তিক সার্ভিস এর মাধ্যমে টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস এবং বিভিন্ন সেবার বিল ঘরে বসে পরিশোধ, ডিজিটালি ক্লাস পরিচালনা করা, অনলাইনে প্রোডাক্ট অর্ডার করা, অনলাইনে ডাক্তারদের সাথে কনসাল্টেশন ইত্যাদি বিষয় বেড়ে গেছে।

যেটাকে আমরা অন্য ভাবে বলতে পারি ডিজিটাল ট্রানসফর্মেশন।

তার মানে বুঝতেই পারছেন বিশ্ব ডাটা সাইন্স এর যুগে ঢুকে যাচ্ছে !

বড় বড় কর্পোরেট হাউজ অলরেডি বলতে শুরু করেছে, প্রতিষ্ঠানে যিনি ডাটা সায়েন্স জানে তিনি প্রতিষ্ঠানে সিইও থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং তারা এও বলতে শুরু করেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে জব ডিসপ্লেসমেন্ট হয়ে নতুন স্কিল জন্ম নিবে।

🔴 এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কোন স্কিল গুলোর চাহিদা বেড়েছে এবং আগামী ১০ বছরে আরো বাড়বে ?

🛎 আমরা আজ আপনাদের ১৩ টি স্কিলের কথা বলবো যে গুলোর চাহিদা বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে -

🔹 ডিজিটাল মার্কেটিং
🔸 এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন)
🔹 ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
🔸 এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট
🔹 কৃত্রিম বুদ্ধিমত্তা
🔸 ইন্টারনেট অফ থিংস
🔹 বিগ ডাটা এনালাইসিস
🔸 ক্রিপ্টোকারেন্সি
🔹 মেশিন লার্নিং
🔸 ইমোশনাল ইন্টেলিজেন্স
🔹 ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স
🔸 সাইবার ইন্টেলিজেন্স
🔹 গ্রাফিক্স ডিজাইন

তাই বুদ্ধিমানদের জন্য যথাযথ সিদ্ধান্ত নেয়ার এখনই সময়।

©️ সংগৃহীত

ফাইভার সম্পর্কে কিছু জানা - অজানা প্রশ্ন -(জেনে রাখতে পারেন শেষের ১০ টা)-১। আমি কি একটা মেইল দিয়ে ২ টা একাউন্ট খুলতে পার...
12/08/2021

ফাইভার সম্পর্কে কিছু জানা - অজানা প্রশ্ন -
(জেনে রাখতে পারেন শেষের ১০ টা)
-
১। আমি কি একটা মেইল দিয়ে ২ টা একাউন্ট খুলতে পারবো ?
উত্তরঃ না আপনি ১ টা মেইল দিয়ে ২ টা একাউন্ট খুলতে পারবেন না।
২। আমি কি একই পিসি দিয়ে একাধিক একাউন্ট খুলতে পারবো ?
উত্তরঃ আপনি একটি পিসি দিয়ে একাধিক একাউন্ট খুলতে পারবেন কিন্তু একটী একটি একাউন্ট ডিজেবল হওয়ার পর অবশ্যই উইন্ডোজ দিয়ে আবার নতুন একাউন্ট খুলে নিবেন।
৩। আমার একাউন্টে কি যে কোন পিকচার ব্যবহার করতে পারবো ( খারাপ কোন কিছু ছাড়া ?
উত্তরঃ হ্যা পারবেন ।
৪। আমার একাউন্ট কি মোবাইল এপ্স এবং পিসি দিয়ে একই সাথে লগিন রাখতে পারবো ?
উত্তর ঃ হ্যা পারবেন।
৫। আমার একাউন্ট কি একাধিক পিসি দিয়ে লগিন করতে পারবো ?
উত্তরঃ হ্যা পারবেন কিন্তু অবশ্যই সেই পিসিতে অন্য কোন একাউন্ট লগিন করা যাবে না। একটি একাউন্ট একাধিক পিসিতে লগিন করতে পারবেন কিন্তু একাধিক একাউন্ট কোন পিসিতে লগিন করতে পারবেন না। এবং একই সময়ে আপনার একাউন্ট একাধিক জায়গায় লগিন রাখতে পারবেন না।
৬ - আরেকদিন বলবো আজ বাদ থাকুক ।
-------------------
৭। একাউন্টে কি যে কারো ইনফরমেশন ব্যাবহার করতে পারবো ?
উত্তর ঃ হ্যা পারবেন কিন্তু নিজের ইনফরমেশন ব্যাবহার করাই ভালো ।
৮। সিকিউরিটি প্রশ্ন ভুলে গেলে কি করবো ?
উত্তর ঃ সরাসরি সাপোর্টে যোগাযোগ করবেন।
৯। একাউন্ট নাম কি যে কোন নাম ব্যাবহার করতে পারবো ?
উত্তর ঃ হ্যা পারবেন তবে নিজের নাম ব্যাবহার করাই ভালো ।
১০। একাউন্ট এ কি নিজের পোর্টফোলিও এড করতে পারবো ?
উত্তরঃ হ্যা পারবেন। তবে কোন ধরনের ওয়েব সাইট ব্যাবহার করবেন সেটা নিয়ে আরেকদিন পোস্ট দেবো ।
১১। গিগ এর ইমেজ হিসেবে কি ব্যাবহার করবো ?
উত্তর ঃ আপনার ক্যাটাগরি রিলেটেড গিগ ইমেজ ব্যবহার করতে হবে। গিগ ইমেজ খুব সুন্দর ভাবে তৈরি করে দিবেন যেন গিগ ইমেজ দেখেই বায়ার গিগ নিতে আগ্রহী হয়।
১২। গিগ এর টাইটেল এ কি ব্যাবহার করব ?
উত্তর ঃ আপনি যে ক্যাটাগরি রিলেটেড কাজ করবেন সেই ক্যাটাগরির ভালো মানের কিছু গিগ নিয়ে কিছুদিন রিচার্স করেন। এবার সুন্দর করে একটা গিগ টাইটেল ব্যাবহার করেন।
১৩। গিগ এর ডিস্ক্রিপশন এ কি ব্যাবহার করবো ?
উত্তর ঃ গিগ এর ডিস্ক্রিপশন এ আপনার সার্ভিস সম্পর্কিত তথ্য সুন্দর ভাবে ব্যাবহার করেন। ডিস্ক্রিপশন এ আপনার কোন কন্টাক্ট ইনফো ব্যাবহার করবেন না। (মেইল, মোবাইল নাম্বার, ফেসবুক, স্কাইপ , ইত্যাদি।)
১৪।নিজের ভোটার আইডি কার্ড ছাড়া কি ফাইভারে কাজ করা যাবে?
উত্তরঃ যাবে। ফাইভারে সাধারণত নিজের ভোটার আইডি কার্ডের কোনো দরকার পড়েনা। যদি একাউন্ট নিয়ে কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে ভেরিফিকেশন এর জন্য দরকার হতে হয় । তাছাড়া নিশ্চিন্তে থাকতে পারেন।
১৫।নতুন ফোন কিনছি। নতুন করে Fiverr Apps টা ইন্সটল করতে চাচ্ছি। কোনো প্রব্লেম হবে কি??
উত্তরঃ না কোন সমস্যা হবে না।
১৬। ফাইভারে একটা একাউন্ট ব্যান হইসে। নতুন করে Windows দিয়ে আরেকটা আইডি খুলেছি।আমার সেল্ফ ফোনে নতুন আইডি লগ ইন করলে প্রবলেম হবে কি?
উত্তরঃ কোন সমস্যা হবে না তবে ফোন রিস্টোর দিয়ে নিলে ভালো হবে।
১৭। আমার একটা গিগ এ ইম্প্রেশান এবং কমপ্লিট করা অরডার কমে যাচ্ছে। কেউ বলতে পারেন এর সমাধান কি?
উত্তরঃ এই সংখ্যাটা আপনার প্রতি সপ্তাহ / মাস এ আপডেট হয় অর্থাৎ আপনি এই মাসে/সপ্তাহ/বছর কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন সেটা দেখাবে। আপনি যদি চলতি মাসে কোন অর্ডার কমপ্লিট না করেন তাহলে এটা কমই দেখাবে।
১৮। আমি Fiverr এ নতুন। আমি জানতে চাইছি যে Fiverr এ $ active হতে কত সময় লাগে?
উত্তরঃ অর্ডার কমপ্লিট হওয়ার পর ১৪ দিন সময় লাগে ডলার একাউন্টে শো করতে।
১৯। আমার একটি গিগ প্রথম পেইজে আছে। এই অবস্থায় আমি যদি আমার গিগের ভিডিও চেঞ্জ করে নতুন একটি দেই, তাহলে কি গিগের র‍্যাংকিং-এ প্রবলেম হতে পারে?
উত্তরঃ গিগ এর ট্যাগ/টাইটেল/ডিস্ক্রিপশন ছাড়া অন্য কিছু পরিবর্তন করলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকেনা।
২০ । আমার WI-FI নাই,আমি কি ২/৩ টা সিমে MB নিয়ে ব্যবহার করতে পারব কি Fiverr ?
উত্তরঃ জি পারবেন।
২১। Captcha test shows again and again in my fiverr account.
It is boring for me. Now how can I avoid it?
উত্তরঃ এটা শেয়ার আইপি ব্যাবহার করার জন্য দেখাইতেছে।
২২ । TOS violations বলতে কি বুঝায়?
উত্তরঃ ফাইভারের কোন নিয়ম / রুলস ভাঙ্গাকে TOS violation বলে।
---- যদি কিছুটা ভাল লাগে , কমেন্ট করতে পারেন ।
== কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ।
----------------
( বেশ কিছু তথ্য সংগ্রহীত )

Github কী?গিটহাব এমন একটি ওয়েবসাইট এবং পরিষেবা যা আমরা সব সময় গিকস রেভ হিসাবে শুনতে পাই। গিটহাব বুঝতে হলে আপনাকে প্রথম...
10/08/2021

Github কী?
গিটহাব এমন একটি ওয়েবসাইট এবং পরিষেবা যা আমরা সব সময় গিকস রেভ হিসাবে শুনতে পাই। গিটহাব বুঝতে হলে আপনাকে প্রথমে গিট সম্পর্কে একটি ধারণা থাকতে হবে। গিট একটি ওপেন-সোর্স সংস্করণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যা লিনাস টরভাল্ডস-একই ব্যক্তি লিনাক্স তৈরির দ্বারা শুরু করেছিলেন by গিট অন্যান্য সংস্করণ নিয়ন্ত্রণ সিস্টেমের মতো সাবভারশন, সিভিএস এবং মার্কুরিয়াল এমন কয়েকটি নামের জন্য।
গিটহাব (github) হচ্ছে কোড হোস্ট করার একটা সাইট। সাধারণত ওপেন সোর্স প্রজেক্ট গুলো গিটহাবে হোস্ট করে অন্যান্য ডেভেলপারদের সাথে শেয়ার করে। এতে পৃথিবীর যে কোন জায়গা থেকে যে কেউ যে কোন প্রজেক্টে কাজ করতে পারে। যা ওয়েব-ভিত্তিক গিট repository hosting সেবা, গিট এর ডিস্ট্রিবিউটেড রিভিশন কন্ট্রোল এবং সোর্স কোড ম্যানেজমেন্ট (এসসিএম) এর কার্যকারিতা এবং ফিচার উপস্থাপন করে।
গিটহাব সফটওয়্যার সংস্করণ নিয়ন্ত্রণ প্রোগ্রাম গিট ব্যবহার করে সংস্করণ নিয়ন্ত্রণের জন্যে একটি ওয়েব-ভিত্তিক হোস্টিং সেবা। এটি বর্তমানে মাইক্রোসফটের অধীনস্থ একটি কোম্পানি, মাইক্রোসফট যেটি ২০১৮ সালে ৭.৫ বিলিয়ন ডলারে ক্রয় করে নেয়। গিটের সমস্ত বিতরণকৃত সংস্করণ নিয়ন্ত্রণ ও সোর্স কোড ব্যবস্থাপনা কৃত্য এতে রয়েছে, সাথে রয়েছে এর নিজস্ব কিছু সুবিধা, যেমন- বাগ ট্র্যাকিং, ফিচার রিকুয়েস্ট, প্রত্যাকটা প্রকল্পের নিজস্ব উইকি ইত্যাদি।
গিটহাব ফ্রি এবং পেইড দুইরকমই হোস্টিং করে। ব্যক্তিগত repository এর জন্য সাধারণত পেইড করতে হয়। গিটহাব মূলত ওপেনসোর্স সফটওয়্যার প্রোজেক্ট হোস্টিং করে।
গিটহাব ব্যবহারের সুবিধাগুলো হলোঃ
১. আপনার ওপেনসোর্স প্রোজেক্টে অবদান রাখার জন্য।
২. যেকোনো প্রোজেক্টের জন্য ফিল্ড-টেস্ট টুলস।
৩. গিটহাবে পাবেন ইনটিগ্রেটেড ইস্যু ট্র্যাকিং সুবিধা।
৪. একত্রে কাজ করার সুবিধা।
৫. একই প্রতিষ্ঠানের বা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ডিস্ট্রিবিউটেড টিম পরিচালনা করা।

সেটিংসে পরিবর্তন আনছে ফেসবুকবিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই মাধ্যমটিকে আরো জনপ্রিয় করতে প্রতিনিয়...
08/08/2021

সেটিংসে পরিবর্তন আনছে ফেসবুক
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এই মাধ্যমটিকে আরো জনপ্রিয় করতে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অ্যাপ্লিকেশনের আপডেট করে চলেছে। এবার এই অ্যাপ্লিকেশনের সেটিংসে নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুক।

জানা গেছে, এবার ফাইন্ড টুলের উন্নতি করে মানুষের মন বুঝে কাজ করা হবে। কে কী চাইছেন সেই হিসেবে রিকমেন্ডেশন আসবে। তবে ফেসবুক জানিয়েছে, এই আপডেট আগের সব সেটিংস বজায় রেখেই করা হবে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে ইউজারকে পোস্ট করার পর টার্গেট অডিয়েন্স নিয়ে বেশি একটা ভাবতে হবে না। কে কী রকমের পোস্ট ও বিজ্ঞাপন পছন্দ করেন সে অনুসারে আপডেট আনা হবে।

ফেসবুকের সেটিংস ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে অ্যাকাউন্ট, প্রিফারেন্সেস, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, পারমিশন্স, ইনফরমেশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও লিগ্যাল পলিসি।

ফেসবুক আরও কিছু পরিবর্তন এনেছে যেমন, আগে নিউজ ফিড একটি ছোট ক্যাটাগরি ছিল কিন্তু পরে এটাকে প্রিফারেন্সেস অনুযায়ী সিমিলার ক্যাটাগরিতে আনা হয়েছে। ফেসবুক সেটিংসে সার্চ টুলেরও আপডেট করা হয়েছে। এর সাহায্যে ইউজারদের সেটিং সংক্রান্ত অনেক সুবিধা হয়েছে।

সংস্থা নিজের অভ্যন্তরীণ গবেষণায় বুঝতে পেরেছে যে সেটিংসের ক্ষেত্রে সুনির্দিষ্ট নাম ব্যবহার করা হলে অনেকটা সুবিধা হয়। তাই প্রাইভেসি সেটিংস ক্যাটাগরির সঙ্গে অন্যান্য সেটিংসগুলোকেও সংযুক্ত করা হয়েছে। প্রাইভেসি চেকআপের জন্য সেটিংস পেজের ওপরে একটি শর্টকার্টও রাখা হয়েছে।

↗️Microsoft Edge↖️🔰আসুন জেনে নেওয়া যাক মাইক্রসফট এজ সর্ম্পকে -মাইক্রসফট কোম্পানি ২০১৫ সালে উইন্ডোজ টেন এবং এক্স বক্স এর ...
04/08/2021

↗️Microsoft Edge↖️

🔰আসুন জেনে নেওয়া যাক মাইক্রসফট এজ সর্ম্পকে -

মাইক্রসফট কোম্পানি ২০১৫ সালে উইন্ডোজ টেন এবং এক্স বক্স এর জন্য সর্ব প্রথম মাইক্রসফট এজ প্রকাশ করে,যা মূলত স্পার্টা প্রজেক্ট হিসেবে কাজ শুরু করে যা পরবর্তীতে ২০১৭ সালে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য মুক্তি পায়, এটি ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য মুক্তি পায় ২০১৯ সালে |

ইন্টারনেট এক্সপ্লোরার এবং মাইক্রসফট এজ এর মধ্যে পার্থক্য হচ্ছে এজ পূর্বের এক্টিভএক্স এবং বিএইচও প্রযুক্তি সমর্থন করে না। এতে ব্যবহার করা হয়েছে ভি৪ ইঞ্জিন যা ক্রমিয়াম ভিত্তিক ব্রাউজার হিসেবে নির্মান করা হয়েছে যেখানে মাইক্রসফট প্রথম ক্রমিয়াম ভিত্তিক সংস্করন প্রকাশ পায় ১৫ জানুয়ারি ২০২০ সালে।

✅অবস্থান -

মাইক্রসফট এফ এবং আই ই মার্কেট শেয়ার এর সংমিশ্রনে পিসি ব্রাউজার হিসেবে মার্কেট শেয়ারে তৃতীয় স্থানে অবস্থান করছে অন্যদিকে ক্রোম প্রথম এবং ফায়ার ফক্স দ্বিতীয় জয়গায় অবস্থান করছে। অন্যদিকে মাইক্রসফট কনসোল গুলিতে, এজ আই ই কে প্রভাবশালী ব্রাউজার হিসেবে প্রতিষ্ঠীত করেছে।

মাইক্রসফট এজ মূলত আমাদের সবার পরিচিত ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটির নতুন রূপ বলতে পারেন, যা মাইক্রসফট কম্পানির কথা অনু্যায়ী মসৃণ, হালকা, দ্রুত এবং উত্তম। সত্যই কি তাই?

✅আসুন জেনে নেওয়া যাক ব্রাউজার টির নতুন কিছু ফিচার সর্ম্পকে -

১। লাইট ওয়েট ডিজাইন:

ব্রাউজার টি তাদের পূর্বের ভুল গুলো থেকে শিক্ষা নিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে লাইট ওয়েট ডিজাইন যা অপেক্ষা কৃত কম ম্যামোরি ব্যবহার করে এবং লোডিং টাইম কমাতে সাহায্য করে।

২। ফাস্ট সার্ফিং:

ব্রাউজারটি কম ম্যামোরি ব্যবহার করে যার কারনে সহজ ভাবে পেইজ সার্ফিং এবং কম সময়ে পেইজ লোড নিতে পারে যাতে অনেক টা ব্যবহার কারির জন্য উপকারী।

৩। ডিস্ট্রাকশন ফ্রী রিডিং :

ব্রাউজার টিতে আছে ডিস্ট্রাকশন ফ্রী রিডিং মোড অপশোন যা আপনাকে পেইজ টির অংশ ডাউনলোড,সংরক্ষন এবং পেইজ লিংক সহ বিভিন্ন সুবিধা পাবেন একটি মাত্র বাটন চাপের মাধ্যমেই।

৩। ইন্সটেন্ট এন্সার :

অন্যান্য টেক জায়ান্ডদের মতই ইন্সটেন্ট এন্সার ফিচার হিসেবে রয়েছে "করটানা" যা দ্রুত আপনাকে ভয়েজ রিপ্লাই এর মাধ্যমে উত্তর পেয়ে যাবেন।

৪। নোট টেকিং :

কখনো চিন্তা করেছে, আমরা বই থেকে যেভাবে তথ্য সংগ্রহ করি, গুরুত্বপূর্ন অংশ আন্ডার লাইন করে রাখি বা ইচ্ছা মত আকাআকি করি সেটা একটি ওয়েব ব্রাউজারের মাঝেও করা যাবি? অনেকেই হয়ত ভিন্ন মাধ্যম ব্যবহার করে কাজটি করে থাকেন কিন্ত খুব সহজ উপায়ে একাধিক কোন টুল ব্যবহার না করে আপনি সুবিধা টি পেতে পারেন ব্রাউজারটিতে।

✅সিকিউরিটি -

কোন ব্রাউজার এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিকিউরিটি। বিষয়টি সর্বাধিক বিবেচনা করে নিয়ে এসেছে তিন টাইপের সিকিউরিটি প্রটেকশন যা আপনার ডাটা রক্ষার্থে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

✅ব্রাউজারটি যে ক্ষেত্রে পিছিয়ে -

বর্তমান মাইক্রসফট এজ এর মূল প্রতিপক্ষ হিসেবে প্রথমেই ধরে নেওয়া যাবে ক্রোম ব্রাউজার টিকে যার মধ্য আছে ভিন্ন ভিন্ন এক্সটেইনশন ফিচার, এক্ষেত্রে মাইক্রসফট এজ অনেক পিছিয়ে,লেআউট কাস্টমাইজ করার অপশন এর দিক দিয়েও অনেক পিছিয়ে আছে ব্রাউজারটি।

ব্রাউজার টি নানা সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি কিছু এক্সট্রা ফিচারের অভাব রয়েছে যা তার প্রতিপক্ষ ব্রাউজার ক্রোম এবং ফায়ার ফক্স নিয়ে থাকে। আগামীতে আশা করা যায় ব্রাউজারটি তার ঘাটতি পূরন করে নতুন কিছু উপহার দিবে।

🚫[[গুরুত্বপূর্ন কিছু বাকি থেকে গেলে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সব সময় পাশে থাকবেন । ]]🚫

🌺ধন্যবাদ।🌺

Team PROBHAT

©️Habibur Rahman Shojib




Pic : google

03/08/2021

🔰জেনে নিন কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কী গুলো 🔰
🔴F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help
🔴F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object
🔴F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files
🔴F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs
🔴F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window
🔴F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer
🔴F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options
🟡CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All
🟡CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy
🟡CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut
🟡CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste
🟡CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo
🟡CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold
🟡CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline
🟡CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic
🟢ALT+TAB . . . . . . . . . . . . . . . Cycles between open applications
🟢ALT+F4 . . . . . . . . . . . . . . . . .Quit program, close current window
🟢ALT+F6 . . . . . . . . . . . . . . . . . Switch between current program windows
🟢ALT+ENTER. . . . . . . . . . . . . .Opens properties dialog
🟢ALT+SPACE . . . . . . . . . . . . . .System menu for current window
🟢ALT+¢ . . . . . . . . . . . . . . . . . . .Opens drop-down lists in dialog boxes
🟢BACKSPACE . . . . . . . . . . . . . Switch to parent folder
🟢CTRL+ESC . . . . . . . . . . . . . . Opens Start menu
🟢CTRL+ALT+DEL . . . . . . . . . . Opens task manager, reboots the computer
🟢CTRL+TAB . . . . . . . . . . . . . . Move through property tabs
🟢CTRL+SHIFT+DRAG . . . . . . . Create shortcut (also right-click, drag)
🟢CTRL+DRAG . . . . . . . . . . . . . Copy File
🟢ESC . . . . . . . . . . . . . . . . . . . Cancel last function
🟢SHIFT . . . . . . . . . . . . . . . . . . Press/hold SHIFT, insert CD-ROM to bypass auto-play
🟢SHIFT+DRAG . . . . . . . . . . . . Move file
🟢SHIFT+F10. . . . . . . . . . . . . . . Opens context menu (same as right-click)
🟢SHIFT+DELETE . . . . . . . . . . . Full wipe delete (bypasses Recycle Bin)
🟢ALT+underlined letter . . . . Opens the corresponding menu
🌺🌺🌺 ধন্যবাদ পুরো লেখাটা পড়ার জন্য🌺🌺🌺

🔰আপনারা কি জানেন? আমাদের ও সার্চ  ইঞ্জিন রয়েছে !! চলুন জেনে নেই।🔰 পিপীলিকা সার্চ ইঞ্জিন পরিচয় পিপীলিকা শব্দটির দ্বারা আম...
03/08/2021

🔰আপনারা কি জানেন? আমাদের ও সার্চ ইঞ্জিন রয়েছে !! চলুন জেনে নেই।🔰

পিপীলিকা সার্চ ইঞ্জিন
পরিচয়
পিপীলিকা শব্দটির দ্বারা আমরা সহজেই বুঝতে পারি এটি বাংলাদেশি কোন শব্দ সাথে যদি সার্চ ইঞ্জিন যুক্ত করা হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারব এটি বাংলাদেশি কোন সার্চ ইঞ্জিন। যা বাংলাদেশ থেকে তৈরিকৃত একটি ইন্টারনেট ভিত্তিক অনুসন্ধান ইঞ্জিন।১৩ এপ্রিল ২০১৩ সালে যা অনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। যেখানে আমরা বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই তথ্য সংগ্রহের সুযোগ পেয়ে থাকি।সিলেট শাহজালাল বিঞ্জান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও প্রকৌশলি বিভাগের মুহাম্মাদ জাফর ইকবাল স্যারের তত্ত্বাবধানে এবং সহোযোগী অধ্যাপক মোহাম্মাদ রুহুল আমিনের নেতৃত্বে এক দল শিক্ষার্থীদের সাথে নিয়ে যাত্রা শুরু করে আমাদের সর্ব প্রথম অনুসন্ধান ইঞ্জিনটি যেখানে সহযোগীতায় ছিল গ্রামীনফোন আইটি।
সার্চ ইঞ্জিন সুবিধা সমূহ
পিপীলিকা সংবাদ, ব্লগ, বাংলা উইকিপিডিয়া এবং জাতীয় ই-তথ্য কোষ এ চার ধরনের অংশ থেকে তথ্য সংগ্রহ এবং উত্থাপন করে থাকে। যার মাধ্যমে আমরা তথ্য গ্রহনের সুবিধা সমূহ পেয়ে থাকি। ভুল বানান সংশোধনের জন্য এখনে নিজস্ব বাংলা অভিধান রয়েছে। এখানে ব্যবহারকারীদের জন্য শ্রেনীবদ্ধ চাকরী অনুসন্ধানের সুবিধা রয়েছে যা এক অনন্য সংযোজন।
নিজস্ব কিছু মতামত
পিলীলিকা সার্চ ইঞ্জিন যা আমাদের নিজস্ব সার্চ ইঞ্জিন, তথ্যটি সবার সাথে উপস্থাপন করতে নিজের উপর যেমন গর্ব হচ্ছে, সেই সাথে অনেক টা দুঃখ প্রকাশ করতেও বাধ্য হচ্ছি। আমরা অনেকেই বাংলাশের নাগরিক হয়েও জানি না আমাদের নিজস্ব কোন সার্চ ইঞ্জিন আছে। যারা এই সার্চ ইঞ্জিন সর্ম্পকে জানেন না তারা হয়ত বলতে পারেন, বিষয়টা প্রচার করার দিকটার অভাব রয়েছে যার কারনে আমরা জানি না। তাদের বলতে চাচ্ছি, আমরা সবাই প্রত্যহ বিভিন্ন বিষয় সার্চ করি কোন দিন কি একটি বারের জন্য কি মনে হয় নি আমাদের কোন সার্চ ইঞ্জিন আছে কি না? অন্য দিকে বাইডু চীনা সার্চ ইঞ্জিন যা সারা পৃথিবীতে ২য় বৃহত্তম সার্চ ইঞ্জিন যা ২০০৭ সালে তার যাত্রা শুরু করে। একটু চিন্তা করলেই আমরা বুজতে পারব কেন তারা এত সফল, তার সফল কারন তাদের পাশে চীনা নাগরিক দের পূর্ন সর্মথন আছে যা তাদের ব্যবসায়ীক এবং বিশ্ব পর্যায়ে উচ্চ এক মাত্রায় নিয়ে গেছে। আশা আর ভরসা নিয়েই বুক বাধে মানুষ, আমাদের দেশের ও সার্চ ইঞ্জিন বিশ্ব মানের হবে এবং বিশ্বে নিজ দেশের পরিচয় বহন করে।
🌺ধন্যবাদ🌺
Team PROBHAT
©Habibur Rahman Shojib



🎯আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না🙂🎯

WhatsApp এ Online থাকার বড় অসুবিধা হলো লিস্টে থাকা সবাই দেখতে পায় আপনি Online এ আছেন। এছাড়াও, অনেক পরিচিতি আপনাকে অনলাই...
02/08/2021

WhatsApp এ Online থাকার বড় অসুবিধা হলো লিস্টে থাকা সবাই দেখতে পায় আপনি Online এ আছেন। এছাড়াও, অনেক পরিচিতি আপনাকে অনলাইনে দেখে টেক্সট শুরু করে। এই ক্ষেত্রে, আপনি অন্য অপরের চোখ এড়িয়ে এই কৌশলটি ব্যবহার করতে পারবেন। বর্তমানে, আপনি যদি অনলাইনে উপস্থিত না হয়ে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চান, তবে জেনে রাখুন এই কৌশল:
🗣️ প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে চ্যাটের জন্য WA bubble for chat ডাউনলোড করতে হবে।
🗣️ এর পরে, অ্যাপটি ফোনর অ্যাক্সেসিবিলিটি পারমিটের জন্য অনুমোদন চাইবে যা অনুমতি দিতে হবে।
🗣️ এরপর হোয়াটসঅ্যাপে আসা টেক্সটগুলি আপনার কাছে bubble-এ আসবে।
🗣️ এখানে চ্যাটিং করলে কেউ আপনাকে অনলাইন দেখতে পাবেন না এবং অফলাইনে থাকা সত্ত্বেও আরামে চ্যাট করতে পারবেন।
🗣️ এছাড়াও আপনার WhatsApp Last Seen ও কেউ দেখতে পাবে না।
শুধু তাই নয়। এই অ্যাপের প্রধান সুবিধা হল এর bubble ডিজাইন। মেসেঞ্জারে যেভাবে অন্য অ্যাপের উপর থেকে বাবল-এ ট্যাপ করে মেসেজ করা যায়, ঠিক সেভাবেই এখানেও Whatsapp ব্যবহার করা যায়। ফলে অন্যান্য অ্যাপ ব্যবহার করতে করতে চ্যাট করা আরও সহজ হয়। এক ঝলকে কে মেসেজ করছেন, তাও দেখে নিতে পারবেন।

কয়েকটা জাতীয় প্রশ্ন আর তার সমাধান :ভাই,🍁  অর্ডার কি আমাদের কপালে নেই?🍁সেই কবে ৬/৭ টা অর্ডার পাইছিলাম আর তো ক্লাইন্ট ই নক...
29/07/2021

কয়েকটা জাতীয় প্রশ্ন আর তার সমাধান :

ভাই,
🍁 অর্ডার কি আমাদের কপালে নেই?

🍁সেই কবে ৬/৭ টা অর্ডার পাইছিলাম আর তো ক্লাইন্ট ই নক করে না।

🍁 ভাই, লেভেল পাইয়া কি ভুল করলাম যে অর্ডার আসাই বন্ধ হয়ে গেছে।

সমাধানঃ

অর্ডার পাবেন কি পাবেন না :

ফাইভারে অনেক সময় দেই ভাই। সারাদিন ফাইভারেই থাকি, ফাইভারেই খাই আর ফাইভারেই ঘুমাই। তবু ও অর্ডার আসে না কেন?

ফাইভার এ যে এক্টিভ থাকলেই অর্ডার পাবেন এমন ডিকশোনারি কোথায় পাইছেন বলেন তো। এমন কোন সংবিধান আছে, গিগ খুলুন একটিভ থাকুন অর্ডার নিয়ে যান? ✨

কথাগুলো ভালো করে বুঝুন :


প্রথম ধারনা,
গিগ খুলবো ফেইক অর্ডার প্লেইস করাবো। ইম্প্রেশন বাড়বে আর ক্লিক বাড়বে। গিগ প্রথম পেইজে।

🍀 আহাঃ
এতো সহজ না ভাই। ফাইভার বুঝে কোন গুলো ভ্যালু ক্রিয়েট করে আর কোন গুলো ভ্যালু ক্রিয়েট করেনা। আপনার স্কিল থাকলে কখনোই এই পন্থা অবলম্বন করতে হবে না। ফিরে যান ৩০ দিনের প্ল্যান নিয়ে লিখছিলাম পড়ে আসুন মেনে চলুন গিগ র্‍্যাংকে আসবে। যেটার সুফল অনেকেই পেয়েছে। ইনবক্সে গিফট এর অফার পেয়েছি 🙉। আগে রিসার্চ পরে গিগ পরে না হয় অর্ডার।

☄ ৭ টা গিগের অপশন আছে। গিগ এর পুরো সুবিধাই নিন। আমার মতে তার কারন হলো আপনি যে স্কিল জানেন ওই স্কিল নিয়ে গিগ রিসার্চ করে গিগ দিন। অপর্চুনিটি ক্রিয়েট করুন। গিগ রিদমে থাকলে উপরে আসবেই। ফাইভার কিন্তু নতুনদের সুযোগ দেয় আর সে সুযোগ সবার নেওয়া উচিত।

☄ একজন বায়ার এর চোখে টাইটেল এর আগেই কিন্তু কাভার ফটো চোখে পড়ে। সো ইউ নো হোয়াট আই মিন 🐻। কাভার ফটো এট্রাকটিভ দিন এমন কিছু এড করুন যেন চোখ আটকে যায়। যেমনটা আমরা ফেইসবুক স্ক্রল করলে কোন ছবি দেখলে আটকে যায়। বায়ার এর ইন্টেনশন বুঝেন একটা ওয়ার্ডস অথবা সেন্টেস্ন বোল্ড করে দেন পাশা পাশি বুলেট পয়েন্ট দিয়ে গিগের হাইলাইট কি ওয়ার্ড গুলো লিখুন।

☄ এই করবো ওই করবো এইভাবে করবো ওইভাবে করবো। এই ডিগ্রি আছে ওই ডিগ্রি আছে। এখান থেকে সার্টিফিকেট ওইখান থেকে সার্টিফিকেট। দিন শেষে ভ্যালু লেস। গিগ ডেস্ক্রিপশন এ বায়ার শুধু তার কাজের বিবরন পরার জন্য আসে । তার যা নিড তা আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ আপনি সফল না থাকলে। পয়েন্টা আকারে সুন্দর করে গুছাইয়া লিখে ফেলুন। বায়ার আপনাকে নক করবেই যদি পড়ে । কারন বায়ার যা চায় তা আপনি দিচ্ছেন।

☄ সার্চ ট্যাগ এর গোপন তথ্য ফাস 🙉🙉🙉🙉

সার্চ ট্যাগে কমন সার্চ ট্যাগ ব্যবহার করেন মানে।যে সার্ভিস দিচ্ছেন ওইটা কারন তাতে বায়ার রিকোয়েস্ট আসার সম্ভাবনা বাড়ে আর তাছাড়া ইম্প্রেশন ও বাড়ে। সার্চ ট্যাগে ইউনিক বড় কীওয়া র্ড ব্যাবহার করা লাগবেনা। করেন তারপর রেজাল্ট দেখেন আচ্ছা ধন্যবাদ পরে দিয়েন। 🐼

☄ গিগ গুলোর যত্ন নিন।

প্রতিদিন গিগ গুলো তে একবার হলে ও ডুকুন। রিফ্রেশ করুন। আই মিন প্রিভিউ অপ্সন এ গিয়ে দেখুন। প্রতিদিন ভাবেন আহা কি যেন কমতি আছে দেখবেন নতুন গিগ ইমেইজ আইডিয়া আসবে কিওয়ার্ড বা ডেস্ক্রিপশনের আইডিয়া আসবে।

পাকনামি করে আবার টাইটেল ইডিট করবেন না। কারন টাইটেল URL এর সাথে কানেক্টড।

আবারো বলছি আগের আর্টিকেল গুলো পড়ে নিয়েন।

☄ দুপুরে রাতে খেতে ভুলে যাইয়েন। প্রেমিকার সাথে কথা বলতে ভুলে যাইয়েন। বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে ভুইলেন না।

মনে রাইখেন বায়ার রিকোয়েস্ট থেকে কাজ না আসলে ও আপনার গিগ এ ক্লিক আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তাও আবার রিয়েল বায়ার থেকে। ক্লিক ইম্প্রেশন আর কাজের সম্ভাবনা তিনটাই থাকে বায়ার রিকোয়েস্ট এ।

এই সপ্তাহে তুফান গেছে নিজের উপর। এইগুলো একটু ভেবে আপডেট করে নিয়েন। আর দু আ করবেন একটা ভালো খবর এর অপেক্ষার দিন গুনছি।

ভালো থাকেন আর হ্যা সতর্ক থাকেন। ফ্রিলান্সিং অভিশাপ না আশির্বাদ। আপনি ভুল করার আগে দুইবার ভেবে নিন।

শুভকামনা
হৃদয়
টপ রেটেড প্লাস ( Upwork)
লেভেল টু (ফাইভার)
মার্কেটিং হেড ( Pouvoir En Legne, Toronto, Canada)

আমাদের কম বেশি সবার সাথেই এই ঘটনাটি ঘটেছে যে কারও কথা ভাবছি ঠিক সেই মুহূর্তে ঐ মানুষটার কল চলে আসে! এটা অনেক সময় আমরা অ...
27/07/2021

আমাদের কম বেশি সবার সাথেই এই ঘটনাটি ঘটেছে যে কারও কথা ভাবছি ঠিক সেই মুহূর্তে ঐ মানুষটার কল চলে আসে! এটা অনেক সময় আমরা অবচেতন মনে চিন্তা করিনা।

আবার অনেকে হয়তো মনে মনে চিন্তা করি যে এটা এটা কিভাবে হলো? সে কিভাবে বুঝলা আমি তার কথা ভাবছিলাম?

এবার আসি মূল কথায়। যে ঘটনাটির কথা বলছি সেটি মূলত কাকতালীয় কোন ব্যাপার নয়।
তাহলে সেটি কি? বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয়
টেলিপ্যাথি।

টেলিপ্যাথি কি⚠️

টেলি শব্দের অর্থ দূর বা দূরত্ব আর প্যাথি এসেছে প্যথোস বা প্যাথিয়া থেকে যার অর্থ মোটামুটি অনুভূতি বোঝায়। কোনরকম সংস্পর্শ ছাড়াই অন্য কারো মনের সঙ্গে যোগাযোগের নামই টেলিপ্যাথি।

ফ্রেডারিক ডব্লিউ এইচ মেয়ারস প্রথম এটির সাথে পরিচয় করান ১৮৮২ সালের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রক্রিয়াটি নিয়ে সোভিয়েত ইউনিয়ন কিছু পরীক্ষা চালিয়েছিলো বলে শোনা যায়।

তাদের গবেষণার উদ্দেশ্য ছিলো, পানির নিচে সাবমেরিনে থাকা সৈন্যদের সাথে স্থলভাগে থাকা সৈন্যদের মধ্যে মস্তিষ্কের মাধ্যমে যোগাযোগের একটি প্রক্রিয়া তৈরি করা।

পদার্থ বিজ্ঞানের একটি শাখার নাম হলো কোয়ান্টাম মেকানিক্স, এই শাখায় বলা হয় "পৃথিবীর সকল বস্তু একে অপরের সাথে সংযুক্ত"। এই সংযোগ টা কেমন?

এটা হলো কম্পন। প্রত্যেকটা জীব থেকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের কম্পন নির্গত হয়। আমাদের মোবাইল টাওয়ার গুলো যেরকম কম্পনের মাধ্যমে এক টাওয়ার অন্য টাওয়ারের সাথে তথ্য আদান প্রদান করে মস্তিষ্কও অনেকটা সেরকমই ধরে নিন।

টেলিপ্যাথিকে মূলত 'Pseudoscience' বলা হয়, মানে হল এটির অস্তিত্ব বিজ্ঞান এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই আছে। টেলিপ্যাথি এখনো একটি বিতর্কিত বিষয়। অনেকের মতে টেলিপ্যাথি আসলে একটি থট রিডিং প্রক্রিয়া।

থট রিডিং বলতে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ অনুসরণ করে মনের ভাব বোঝার একটি প্রক্রিয়া যাতে দক্ষতাটাই বড়। এগুলো ছাড়া টুইন টেলিপ্যাথি, ড্রিম টেলিপ্যাথি, লাভ টেলিপ্যাথি ইত্যাদিও অনেক প্রকার আছে।

টুইন টেলিপ্যাথি নিয়ে আমার একটা জানা ঘটনা আছে। প্রায় ৫-৬ বছর আগে আমি ফেসবুকে একটি গ্রুপের মেম্বার ছিলাম যেখানে সবাই মূলত আধ্যাত্মিক ব্যাপার গুলো নিয়ে আলোচনা করত। সেখানে এক মহিলার সাথে পরিচয় হয়।

তার দাবী ছিল তিনি টেলিপ্যাথির মাধ্যমে তার জমজ বোনের সাথে যোগাযোগ করতে পারতেন কোনরকম ডিজিটাল ডিভাইস ছাড়াই! অনেকটা অবাক হলাম। তার সাথে কথা বলে বুঝতে পারলাম যে এটি তার ন্যাচারাল এবিলিটি।

তার মতে আমিও চাইলে এটি করতে পারি। এর জন্য আমাকে অনেক বেশি ফোকাস করা জানতে হবে।
যাই হোক, বর্তমানে আধুনিক উপায়ে টেলিপ্যাথি সম্ভব করার চেষ্টা চলছে। ব্রেন সেলের সাথে ইলেক্ট্রোড সংযোগ করে এটি ঘটানোর চেষ্টা করা হচ্ছে, উভয় ব্রেনের উদ্দীপনা গুলো শনাক্ত করে।

সাধারণত টেলিপ্যাথির প্রক্রিয়া হিসেবে যা মনে করা হয় —

শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে যার সাথে যোগাযোগ স্থাপন করতে চাওয়া হয় তার কথা ছবি মনে আনা। ফোকাস বাড়াতে থাকা এবং তার কাছে মেসেজ পাঠানো।

কেমন কাজ করে জানি না কিন্তু এটাই ধরা হয়ে থাকে। মেডিটেশন করলে টেলিপ্যাথির কিছুটা হলেও উন্নতি হয়। আধ্যাত্মিক ব্যাপার স্যাপারের প্রথম স্তর।

এটির আরো অনেক বিশদ ক্লাসিফিকেশন রয়েছে যেগুলো নিয়ে হয়তোবা অন্য একদিন লেখা যাবে যদি আপনাদের জানার আগ্রহ থাকে। কমেন্ট করে জানাতে ভুলবেন না।

কিছু তথ্য কালেকটেড (quora.com)

লেখা : টিম রংধনু 🌈

our services available         Contact:https://t.co/M0pkfIj1fKmail: dmseotech@gmail.com
30/06/2021

our services available









Contact:https://t.co/M0pkfIj1fK
mail: [email protected]

We have expert marketing professionals and result-oriented SEO strategies to boost up the digital presence of your business.

Google Analytics is a web analytics service offered by Google that tracks and reports website traffic, currently as a pl...
28/06/2021

Google Analytics is a web analytics service offered by Google that tracks and reports website traffic, currently as a platform inside the Google Marketing Platform brand. increase your business or company website traffic. our working team help your business or company grow up.
please contact with us
www.dmseotech.com
mail:[email protected]

We have expert marketing professionals and result-oriented SEO strategies to boost up the digital presence of your business.

Social Media Marketing for BusinessesSocial media marketing is a powerful way for businesses of all sizes to reach prosp...
25/06/2021

Social Media Marketing for Businesses
Social media marketing is a powerful way for businesses of all sizes to reach prospects and customers. Your customers are already interacting with brands through social media, and if you're not speaking directly to your audience through social platforms like Facebook, Twitter, Instagram, and Pinterest, you're missing out! Great marketing on social media can bring remarkable success to your business, 💌www.dmseotech.com✅
💌[email protected]

Google Analytics is a web analytics service offered by Google that tracks and reports website traffic, currently as a pl...
26/04/2021

Google Analytics is a web analytics service offered by Google that tracks and reports website traffic, currently as a platform inside the Google Marketing Platform brand. increase your business or company website traffic. our working team help your business or company grow up.
please contact with us
www.dmseotech.com
mail:[email protected]

create  your company  or business  website.please contact  with us.contact@dmseotech.comdmseotech.com
26/04/2021

create your company or business website.please contact with us.
[email protected]
dmseotech.com

Address


Telephone

+8801774486516

Alerts

Be the first to know and let us send you an email when Dmseotech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dmseotech:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share