Mrk Entertainment

  • Home
  • Mrk Entertainment

Mrk Entertainment Assalamu alaikum. Welcome to our page.this page is your Nicely video.

24/07/2022

If=যদি, ...হলে
Although=যদিও ,সত্বেও
Though=যদিও,সত্বেও
Both=উভয়ে,সাথে
Becouse=কারন,হেতু,যেহেতু
Moreover=তাছাড়া,অধিকন্তু
In order to=উদ্দেশ্যে,জন্যে
Even if=এমনটি যদিও,এমন যদিও হয়
Frist of all=প্রথমত
Rather=বরং,চেয়ে,ঢেড়
So that= যাতে ,যেন, উদ্দেশ্যে
As if=যেন ,যেন মনে হয়
All though=যাতে ,যেন মনে হয়
While=যখন ,যে সময় যদিও ,সত্বেও
Such as=তেমনই
Last of all=সর্বশেষ
As if= যেন ,যেন মনে হয়
However=যাইহোক
Incidentally=ঘটনাক্রমে
Then=তারপর ,তখন
Than= চেয়ে ,থেকে
For a while= একটু ক্ষনের জন্য ,আপাতত
Suddenly=হঠাৎ , আচমকা
Unless=যদিও না, ... না হলে
Above all=সর্বপরি
Usually=সাধারনত , প্রথাগত
As well as=সাথে ,এবং,ও,আরো
For example=ঊদাহরনস্বরূপ
Yet=তথাপি ,তবুও
Secondly=দ্বীতিয়ত
Most= প্রায় , বেশির ভাগ
Now= এখন
Actually= প্রকৃতপক্ষে
But also= এমনি , এটিও , তিনিও
Not only...but also=শুধু এটিই নয়..ওটিও
Where as= পক্ষান্তরে ,যেখানে
After that=তারপর
Instead of= পরিবর্তে ,বদলে
Again=পুনরায় , আবার
In addition=অধিকন্তু , মোটের উপর
Thus= এইভাবে
Unfortunately=দূর্ভাগ্যবশত
Infact= পকৃত পক্ষে ,মূলত
Likewise=মত , তদ্রমন
In this connection=এই ক্ষেত্রে ,এই বষয়ে
Furthermore=আরো
Once=একদা , অনেক আগের কথা
Gradually= ধিরে ধিরে
Since=কারন, যেহেতু , যে সময়ে
Sometimes=মাঝে মাঝে
Above all=সর্বপরি
Yet=তথাপি, তবুও
As a result=ফলে ,ফলশ্রুতিতে
On the other hand=পক্ষান্তরে, অপরপক্ষে
In that=কারন
Or=নচেৎ ,তা না হলে, নতুবা,অথবা
Still=তথপি ,তারপরও
Either=দুয়ের যে কোন একটি
Nevertheless=তথাপি ,তবুও ,তারপরও
For=জন্য ,তুলনায় ,সুতরাং,সত্বেও
So= অতএব , অতটা , ও
As= কারন, যেহেতু, যে সময়ে, যিনি
Who= কে, যে, কেকে, যেযে, যিনি
And= এবং ,ও, আর
But= কিন্তু, তথাপি, যিনি---না, ছাড়া
Which= যেটি , যা
Similarly= অনুরূপভাবে, একইভাবে
Therefore=অতএব , সুতরাং
Firstly= প্রথমত, প্রধানত
Finally= সর্বষেশ , শেষে
Beside= পাশাপাশি , অধিকন্ত
That= যে ,যা, কারন, যাতে, ফলে
Even---এমনকি , ...এমন হয়
At first=প্রথমত,সর্বপ্রথম
M A Kafi Rafsan

24/07/2022

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol

18/07/2022
17/07/2022

শিক্ষা বিষয়ক বিভিন্ন শব্দের পূর্ণরূপ:

১। GPA – এর পূর্ণরূপ—Grade point Average
২। J.S.C – এর পূর্ণরূপ — Junior School Certificate.
৩। J.D.C – এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.
৪। S.S.C – এর পূর্ণরূপ — Secondary School Certificate.
৫। H.S.C – এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.
৬। A.M – এর পূর্ণরূপ — Ante meridian.
৭। P.M – এর পূর্ণরূপ — Post meridian.
৮। B. A – এর পূর্ণরূপ — Bachelor of Arts.
৯। B.B.S – এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.
১০। B.S.S – এর পূর্ণরূপ — Bachelor of Social Science.

১১। B.B.A – এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
১২। M.B.A – এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১৩। B.C.S – এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.
১৪ । M.A. – এর পূর্ণরূপ — Master of Arts.
১৫। B.Sc. – এর পূর্ণরূপ — Bachelor of Science.
১৬। M.Sc. – এর পূর্ণরূপ — Master of Science.
১৭। B.Sc. Ag. – এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .
১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
১৯ । M.B.B.S. – এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.
২০। M.D. – এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.
—–
২১। M.S. – এর পূর্ণরূপ — Master of Surgery.
২২। Ph.D./ D.Phil. – এর পূর্ণরূপ — Doctor of
Philosophy (Arts & Science)
২৩। D.Litt./Lit. – এর পূর্ণরূপ — Doctor of
Literature/ Doctor of Letters.
২৪। D.Sc. – এর পূর্ণরূপ — Doctor of Science.
২৫। B.C.O.M – এর পূর্ণরূপ — Bachelor of
Commerce.
২৬। M.C.O.M – এর পূর্ণরূপ — Master of
Commerce.
২৭। B.ed – এর পূর্ণরূপ — Bachelor of education.
২৮। Dr. – এর পূর্ণরূপ — Doctor.
২৯। Mr. – এর পূর্ণরূপ — Mister.
৩০। Mrs. – এর পূর্ণরূপ — Mistress.
—–
৩১। M.P. – এর পূর্ণরূপ — Member of Parliament.
৩২। M.L.A. – এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.
৩৩। M.L.C – এর পূর্ণরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. – এর পূর্ণরূপ — Prime Minister.
৩৫। V.P – এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner.

collected

14/07/2022

"তুমি আমার থেকে বেশি বোঝো ?" এই কথাটা অফিসের বস কিংবা বয়সে বড় কারো মুখ থেকে প্রায়ই শুনা যায়। বয়স বা পদবীর সাথে কম বা বেশি বোঝা না বোঝার সম্পর্ক খুবই ক্ষীণ। বোঝার ব্যাপারটা পুরুপুরি নির্ভর করে কে কতটা খোলা মন নিয়ে নিয়মিত চারপাশের এবং ইতিহাসের খবর রাখে। ২৩ বছরের একজন মানুষ অনায়াসেই ৫৬ বছর বয়সীর চেয়ে কোনো বিষয়ে বেশি বুঝতেই পারে। একজন কোনো বিষয়ে একটু বেশি বা ভালো বুঝলে আমাদের উচিত খোলা মনে তার কাছ থেকে বুঝে নেয়া হোক সেটা অফিস,বাসা কিংবা শিক্ষালয়।

আমি কিছুদিন আগেও স্ন্যাপচ্যাট ব্যাপারটা বুঝতাম না। আমার অফিসের একজন ইন্টার্ন আমাকে হাতে-কলমে এবং স্ক্রিনে বুঝিয়ে দিলো, আমার গাড়ির চালক রফিক আমাকে এখনো প্রতিদিনই গাড়ির ব্যাপারে কিছু না কিছু বুঝিয়ে যাচ্ছে, আমার মেয়ে আমাকে প্রতিদিনই ডিজিটাল বা একাডেমিক দুনিয়ার কিছু না কিছু নতুন ফীচার বা ট্রেন্ড বোঝায়।

আপাত সফল মানুষ কিংবা প্রতিষ্ঠান একটি বদ্ধমূল ধারণায় আটকে থাকে এই ভেবে যে, প্রসেস অনুসরণ করে সে সফল হয়েছে সেটাই একমাত্র পন্থা, অন্য কেউ তাকে কিছু শেখাতে বা সাজেস্ট করতে আসলে সেটাকে অনেকেই সুনজরে দেখতে চান না। গতকাল ঠিক যেই কারণে কেউ সফল হয়েছে আজকে ঠিক একই কারণে তিনি ব্যর্থ হতেও পারেন।

তাই এখন থেকে "তুমি আমার থেকে বেশি বোঝো" না বলে বলা উচিত "দেখি তো কি বোঝাতে চাচ্ছ?''

reverse mentorship

Keye payel
14/07/2022

Keye payel

29/06/2022

Short video and tiktok

29/06/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mrk Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share