মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০% চান্স হবে

  • Home
  • মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০% চান্স হবে

মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০% চান্স হবে মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০% ?

12/10/2015

DU এবং JNU তে question এর পৃথক সেট হয়! কিন্তু এক সেটের সাথে অন্য সেটের প্রশ্নের অপশন ও কি চেন্জ হয়??
অর্থাৎ যদি ক সেটার যে প্রশ্ন খ সেটে ঐ প্রশ্নের ক্রমিক নং আলাদা হবে,তাহলে কি প্রশ্নের সাথে অপশনের সিরিয়াল ও কি পরিবর্তন হবে???
নাকি অপশনগুলো ঠিক থাকবে????

07/10/2015

শুক্রবারের ভর্তি পরীক্ষা স্থগিত করা
হয়নি : জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬
শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)
শ্রেণিতে শুক্রবারে অনুষ্ঠিতব্য বি
ইউনিটের ভর্তি পরীক্ষা স্তগিত করা
হয়নি বলে জানিয়েছে জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
মীজানুর রহমান।
বুধবার সন্ধ্যায় রাইজিংবিডিকে
তিনি এ তথ্য জানান।
এদিকে শিক্ষকদের চলমান অন্দোলনের
অংশ হিসেবে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি
পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে
জন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার
বিষয়ে শঙ্কা তৈরী হয়েছে।
এ বিষয়ে উপাচার্য বলেন,
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবারে
অনুষ্ঠিতব্য বি ইউনিটের ভর্তি পরীক্ষা
স্থগিত করেনি। আগামীকাল
(বৃহস্পতিবার) সকাল ১০টায়
বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটির
জরুরি মিটিং ডাকা হয়েছে।
জরুরি মিটিংয়ে ব্যাপারে জানতে
চাইলে তিনি কোনো মন্তব্য করতে
রাজি হননি।

06/10/2015

★★★যাদের ছোট ভাইবোন আছে
তদের কে দিতে পারেন★★★
পিএসসি-2015
বিষয়ঃ গনিত
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি খাতায় লেখঃ
নম্বর:
১x১০=১০
১. আদমশুমারি কত বছর পর পর হয়?
ক) ১০ খ) ৮ গ) ১২ ঘ) ১৫
২. ৩/৪ এর বিপরীত ভগ্নাংশ কত?
ক) ৪/২ খ) ৪/৩ গ) ৩/২ ঘ) ২/৩
৩. ৬০ এর ১৫ % কত?
ক) ১০ খ) ২০ গ) ৯ ঘ) ১৫
৪. ১২, ০, ১৮ এর গড় কত?
ক) ১০ খ) ৮ গ) ১২ ঘ) ১৪
৫. ল. সা. গু কি?
ক) লঘিষ্ট সাধারণ গুণিতক খ)
লঘিষ্ট সাধারন গুনণিয়ক গ) লঘু
সাধারন গুনিতক ঘ) লঘু সাধরন
গুননিয়ক
৬) যে সংখ্যা দ্বারা গুণ করা হয়
তাকে কী বলে ?
(ক) গুণক (খ) গুণ্য (গ) গুণফল (ঘ)
গুণনীয়ক
৭) যে সংখ্যা দ্বারা ভাগকরা
হয়তাকে কী বলে ?
ক) ভাজক (খ)ভাজ্য (গ) ভাগফল
(ঘ)ভাগশেষ
৮) ৬টি চেয়ার ৩০০০ টাকায় এবং
৩টি টেবিল ২৪০০ টাকায় ক্রয়
করা হলো। তাহলে মোট কত
টাকার চেয়ার টেবিল ক্রয় করা
হলো ?
(ক) ৪৪০০ (খ) ৫০০০ (গ) ৫৪০০ (ঘ)
৫৬০০
৯) একই জাতীয় একাধিক রাশির
গড় নির্ণেয়র জন্য রাশিগুলোর
যোগফলকে রাশিগুলোরসংখ্যা
দ্বারা কী করতে হয় ?
(ক) যোগ (খ) বিযোগ (গ) গুণ ঘ) ভাগ
১০) ৪০, ৬০ ও ৭৫ এর
গ.সা.গু.কোনটি ?
(ক) ৪ (খ) ৫ (গ) ১০ (ঘ) ১৫
২) একজন শ্রমিক সাপ্তাহে ৪৯০
টাকা আয় করেন।
ক. ৩ সাপ্তাহে তিনি কত টাকা
আয়
করবেন?
খ. তার দৈনিক আয় কত?
গ. ৫দিনে কত টাকা আয় করবেন?
ঘ. ১০৫০ টাকা আয় করতে তার কত
দিন লাগবে?
ঙ. ১ বছরে তিনি কত টাকা আয়
করবেন?
৩) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪,
৩২, ৪০ দ্বারা ভাগ করলে প্রতি
ক্ষেত্রে ৬ অবশিষ্ট থাকবে?
৪) একটি বাশের ১/৫ অংশ
কাদায়, ২/৫অংশ পানিতে এবং
বাকি অংশ পানির উপরে আছে।
পানির উপরে কত অংশ আছে?
৫) দুইটি সংখ্যার গুণফল
একটি সংখ্যা. ৭ । অপরটি কত?
৭) ৬০০ টাকার ৩ বছরের
মুনাফা ১৪৪ টাকা। মুনাফার হার
নির্ণয় কর।
৮) বিআরটিসি বাস সকাল ৮টা ১০
মিনিটে ঢাকা ছেড়ে ১০ টা ৩০
মিনিটে জয়দেবপুর পৌঁছে।
আন্তর্জাতিক রীতিতে উক্ত
সময়কে প্রকাশ কর।
১৩। ৩ সে; মি; ব্যাসার্ধের
একটি বৃত্ত আক এবং এর ব্যাস,
ব্যাসার্ধ ও জ্যা চিহ্নিত কর।
খ। চিত্র সহ সংঙ্গা লিখ
সামান্তরিক, সুষম কোন

05/10/2015

du n ju a unit a ka ka xm diba

19/09/2015

mc result hosay ....jar lakbay roll nm likay comment koro ...

18/09/2015

hi .....
tomader kamon holo ..?
comment koray janao

টিকটিকির রক্তের কালার কি?ক,লালখ,সাদাগ,হলুদঘ,সবুজ
15/09/2015

টিকটিকির রক্তের কালার কি?
ক,লাল
খ,সাদা
গ,হলুদ
ঘ,সবুজ

14/09/2015

# জাতীয়_বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬
ভর্তি সম্পর্কিত A to Z
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু ১
অক্টোবর।
আবেদন করা যাবে অনলাইনে।
আবেদনের নূন্যতম যোগ্যতা: এস এস সি ও এইচ
এস সি মিলে মোট জিপিএ ৫.০০ পয়েন্ট।যারা ২০১৪ বা
১৫ তে এইচ এস সি পাশ করছেন তারা আবেদন
করতে পারবেন।
আবেদন করতে পারবেন যে কোন একটি
কলেজে।
অনলাইন থেকে আপনাকে আপনার রোল এবং
বোর্ড ও পাশের বছর দিয়ে সাবমিট দিতে হবে।
তারপর
কলেজ চয়েজ আসবে। আপনি আপনার পছন্দের
কলেজটি চয়েজ দিবেন । তারপর উক্ত কলেজে
যে বিষয়গুলো আসে তা আপনার সাবজেক্ট
চয়েজে আসবে। উল্লেখ্য যে আপনি SSC/
HSC তে কোন বিষয়ে ৩.০ পয়েন্টের নিচে
পেলে ঐ বিষয়টি আপনার চয়েজ লিষ্ট আসবে না।
যেমন আপনি এস এস সি তে ইংরেজি তে ২.০
পেয়েছেন তাহলে আপনার চয়েজ লিষ্টে
ইংরেজি আসবে না। এখন আপনার কাজ হলো আপনার
চয়েজ লিষ্ট যে বিষয় গুলো আসছে তা সিরিয়াল
করা।
যেটা নিয়ে পড়তে চান তা প্রথমে দিবেন। এভাবে
ধারাবাহিক ভাবে সাজাবেন। তারপর ফর্মে ছবি
সংযুক্ত করে সাবমিট করবেন। এখন আপনাকে একটি
রোল ও গোপন পিন দেওয়া হবে আপনি তা
নিজের
কাছে সংরক্ষণে রাখবেন। ফর্মটি প্রিন্ট করে যে
কলেজে আবেদন করেছেন ঐ কলেজের
কলেজ শাখায় জমা দিবেন নির্ধারিত ফ্রি ২৫০টাকা সহ।
আপনাকে আপনার আবেদন কনফারেশন ম্যাসেজ
আপনার মোবাইলে পাঠানো হবে। পরবর্তীতে
ফলাফল প্রকাশ করা হবে নভেম্বরের শেষের
দিকে।
আপনার SSC পয়েন্ট কে ৮দিয়ে এবং HSC পয়েন্ট
কে
১২ দিয়ে গুণ করে(without 4th sub) করে আপনার
স্কোর বের করা হবে। মোট নম্বর ১০০।গুণ
করার
পর বের় হয়ে যাবে আপনার স্কোর বা আপনি
১০০তে
কত পেলেন।ফলাফল কয়েক ধাপে প্রকাশ করা
হবে।
প্রথমে ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে আর
বাকিদের অপেক্ষমান রাখা হবে। মেধা তালিকা
প্রকাশের পর সবাই কে একটা নির্দিষ্ট বিষয়
দেয়া হবে যদি বিষয় পরিবর্তন করতে চান তাহলে
মাইগ্রেশন আবেদন করতে হবে। ১ম মেধা
তালিকার
ভর্তি সম্পূর্ণ হলে ২য় মেধা তালিকা প্রকাশ করা
হবে। এখানে যারা চান্স পাবেন না তাদের
অপেক্ষমান রাখা হবে। এভাবে যাদের কোটা
আছে
তাদের তালিকাও প্রকাশ করা হবে। এরপর ও যারা
চান্স পাননি বা অপেক্ষমান আছেন তারা আবার
অনলাইনে রিলিজ স্লিপের আবেদন করবেন এবং এ
ক্ষেত্রে আপনি ৫টি কলেজ চয়েজ করতে
পারবেন ।
এখন কলেজ গুলো চয়েজ দেওয়ার পর প্রতিটা
কলেছে আবার বিষয় চয়েজ দিবেন। তার পর NU
আবার রিলিজের ফলাফল প্রকাশ করবে এবং
আপনাকে আপনার চয়েজকৃত যে কোন এক
কলেজে যে কোন এক বিষয় দেয়া হবে। এ
ক্ষেত্রে আপনি কলেজ বা বিষয় পরিবর্তনের
সুযোগ পাবেন না। এর পর কেউ বাকি থাকলে সে
আর অনার্সে ভর্তির সুযোগ
পাবে না।

14/09/2015

# বই
মেডিক্যালের ছেলে-মেয়েদের
জেনে রাখা উচিত :
পদার্থ ১ম :-
প্রতি বছর প্রশ্ন আসে ৯-১১ টি । ইসহাক
স্যার ( ৮০ % ) , তফাজ্জল স্যার (১৫% ) , তপন
স্যার (৫ % ) ॥
(পদার্থ ২য় পত্রের ক্ষেত্রে একই কথা )
রসায়ন ১ম :-
প্রতি বছর প্রশ্ন আসে ১২-১৫ টি ।
হাজারী স্যার (৮৫ % ) , কবির স্যার (১০ %
) , গুহ স্যার ( ৫ % ) ।
( রসায়ন ২য় পত্রের ক্ষেত্রে একই কথা )
***প্রাণিবিজ্ঞান থেকে প্রতি বছর
১৩-১৮ টি প্রশ্ন আসে । ( ২০১০ সালে এর
কিছুটা ব্যপ্তয় ঘটেছিল )
আজমল স্যার (৮৫ % ) , পারভীন ম্যাম (১৫ %
)
*** উদ্ভিদবিজ্ঞান থেকে প্রতি বছর
৭-১২ টি প্রশ্ন হয় । ২০১০ সাল ব্যতিক্রম
ছিল । আবুল হাসান স্যার (৯০ % ) , আজিবুর
স্যার ( ১০ % ) ।

13/09/2015

#ব্রেকিং
এ্যাডমিট ডাউনলোড করা যাচ্ছে এখন।
সবাই ডাউনলোড শুরু করুন

13/09/2015

# সাধরন_জ্ঞান
সংক্ষেপে বাংলাদেশ
এক নজরে বাংলাদেশ
সরকারি নাম- গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ (Peoples Republic of Bangladesh)
সরকার পদ্ধতি- সংসদীয় গণতন্ত্র/সরকার
সংসদ- এককক্ষ বিশিষ্ট
আয়তন- ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
জনসংখ্যা- ১৬,১০,৮৩,৮০৪ (২০১২)
১৪,২৩,১৯,০০০ (প্রাথমিক জনসংখ্যা
রিপোর্ট)
১৫,৭৯,০০,০০০ (অর্থনৈতিক সমীক্ষা ২০১১)
রাজধানী- ঢাকা
মুদ্রা- টাকা
মোট সীমা- ৫,১৩৮ কিলোমিটার
গড় আয়ু- ৬০(৬০.২৫) বছর (৬৭.২ বছর;
অর্থনৈতিক সমীক্ষা ২০১১)
স্বাক্ষরতার হার- ৫৬.৭% (অর্থনৈতিক
সমীক্ষা ২০১১)
মাথাপিছু আয়- ৮১৮ মার্কিন ডলার
(অর্থনৈতিক সমীক্ষা ২০১১)
স্থানীয় সময়- গ্রিনিচ সময়ের চেয়ে ৬
ঘণ্টা আগে (গ্রিনিচ +৬)
ধর্ম- মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,
অন্যান্য
বিভাগ- ৭টি (সর্বশেষ বিভাগ- রংপুর)
জেলা- ৬৪টি
উপজেলা- ৪৮৩টি (সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ার মির্জাপুর, বর্তমান
নাম বিজয়নগর)
* ৪৮৪ তম উপজেলা কুমিল্লার ভাঙ্গুরা
থানা- ৬০৩টি
ইউনিয়ন- ৪৪৮৫টি
গ্রাম- ৮৭৩১৯টি
সিটি কর্পোরেশন- ৮টি (সর্বশেষ-
নারায়ণগঞ্জ, ৭ম; কুমিল্লা, ৮ম)
সর্ব উত্তরের জেলা- পঞ্চগড় (থানা-
তেঁতুলিয়া)
সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার
(থানা- টেকনাফ)
সর্ব পশ্চিমের জেলা- চাঁপাই নবাবগঞ্জ
(থানা- শিবগঞ্জ)
সর্ব পূর্বের জেলা- বান্দরবান (থানা-
থানচি)
সর্ব দক্ষিণের স্থান- ছেঁড়া দ্বীপ (সেন্ট
মার্টিন দ্বীপ)
আয়তনে সবচেয়ে বড় জেলা-
রাঙামাটি
আয়তনে সবচেয়ে ছোট জেলা-
মেহেরপুর
জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা- ঢাকা
জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা-
বান্দরবান
বৃহত্তম পাহাড়- গারো পাহাড়
(ময়মনসিংহ জেলায়)
উচ্চতম পর্বতশৃঙ্গ- তাজিনডং বা বিজয়
(বান্দরবান জেলায়)
বাংলাদেশের পাহাড়গুলো গঠিত-
টারশিয়ারি যুগে
বাংলাদেশের উপর দিয়ে গেছে-
কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)
সোয়াচ অব নো গ্রাউন্ড-
বঙ্গোপসাগরে
জাতীয় বিষয়াবলী
জাতীয় প্রতীক- উভয় পাশে ধানের
শীষ বেষ্টিত পানিতে ভাসমান
শাপলা; শাপলা ফুলের মাথায়
পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি
পাতা; পাতার দুই পাশে দুটি করে
তারকা বা তারা
জাতীয় প্রতীকের ডিজাইনার- কামরুল
হাসান
জাতীয় পাখি- দোয়েল
জাতীয় ফুল- শাপলা
জাতীয় ফল- কাঁঠাল
জাতীয় পশু- রয়েল বেঙ্গল টাইগার
জাতীয় মাছ- ইলিশ
জাতীয় বন- সুন্দরবন
জাতীয় গাছ- আমগাছ
জাতীয় মসজিদ- বায়তুল মোকাররম (১৯৮২
সালে ঘোষণা করা হয়)
জাতীয় গ্রন্থাগার- গুলিস্তানে
জাতীয় যাদুঘর- শাহবাগে
জাতীয় উদ্যান- সোহরাওয়ার্দী উদ্যান
জাতীয় বিমানবন্দর- শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর (পুরাতন নাম-
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর)
জাতীয় খেলা- কাবাডি (হা-ডুডু)
জাতীয় কবি- কাজী নজরুল ইসলাম
জাতীয় শিশু পার্ক- শাহবাগ শিশু পার্ক
জাতীয় উৎসব- বাংলা নববর্ষ/বাংলা
বর্ষবরণ
জাতীয় দিবস- ২৬ মার্চ (১৯৮০ সালে
ঘোষণা করা হয়)
রাষ্ট্রীয় মনোগ্রাম- লালবৃত্তের মাঝে
হলুদ মানচিত্র; তার উপরে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং
নিচে সরকার; উভয় পাশে ২টি করে
মোট ৪টি তারা
রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার- এ.
এন. এ. সাহা
জাতীয় সঙ্গীত
জাতীয় সঙ্গীত- ‘আমার সোনার
বাংলা’ গানের প্রথম ১০ চরণ
গীতিকার ও সুরকার- রবীন্দ্রনাথ ঠাকুর
রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া/বাজানো
হয়- প্রথম ৪ চরণ
সর্বপ্রথম প্রকাশিত হয়- বঙ্গদর্শন পত্রিকায়
স্বরবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত
জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়-
৩ মার্চ, ১৯৭১, বাংলাদেশের
স্বাধীনতার ঘোষণাপত্রে
রণ সঙ্গীত
রণ সঙ্গীত- ‘চল চল চল’ গানের প্রথম ২১ চরণ
গীতিকার ও সুরকার- কাজী নজরুল
ইসলাম
রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া/বাজানো
হয়- প্রথম ২১ চরণ
প্রথম প্রকাশিত হয়- শিখা পত্রিকায়
প্রথম প্রকাশিত হয়- ‘নতুনের গান’ নামে
সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত
জাতীয় পতাকা
ডিজাইন- গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত
ডিজাইনার- কামরুল হাসান
মানচিত্রখচিত বাংলাদেশের প্রথম
পতাকার ডিজাইনার- শিব নারায়ণ
দাশ
দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত- ১০:৬ বা ৫:৩
লাল বৃত্তের মাপ- পতাকার ৫ ভাগের ১
ভাগ (১/৫ অংশ)
পতাকা দিবস- ২ মার্চ
প্রথম উত্তোলন করেন- আ স ম আব্দুর রব
(ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়)
বিদেশে প্রথম বাংলাদেশের পতাকা
উত্তোলন- ভারতের কলকাতায়,
বাংলাদেশ মিশনে
বাংলাদেশের জাতীয় পতাকার
সঙ্গে মিল আছে- জাপানের পতাকার
প্রথম বাংলাদেশের মানচিত্র আঁকেন-
মেজর জেমস রেনেল (বাংলার তথা
ভারতবর্ষের প্রথম সার্ভেয়ার)

13/09/2015

*নির্ডমোনিয়া রোগটি কোথায় হয়?
____ফুসফুসে।
*আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগের
সৃষ্টি?
____চর্ম ক্যন্সার।
*কোনটি ম্যালেরিয়া জীবানু বহন
কারী মশা?
____এনোফিলিশ।
*ইন্টারনাটের মাধ্যমে চিকিৎসা
দেওয়ার পদ্বতিকে কি বলে?
____টেলিমেডিসিন।
*বিষক্ত নিকোটিন কিসে থাকে?
___তামাকে।

13/09/2015

জারন-বিজারণ
বিশেষ ভাবে মনে রাখতে হবে
জারণ :
১. e - এর অপসারণ
২. ধনাত্মক চার্জ ↑
৩. ঋণাত্মক চার্জ ↓
৪. যোজ্যতা বৃদ্ধি ↑
বিজারণ :
১. e - এর সংযোজন
২. ধনাত্মক চার্জ ↓
৩. ঋণাত্মক চার্জ ↑
৪. যোজ্যতা হ্রাস ↓
জারণ = ইলেক্ট্রন ত্যাগ
জারক = ইলেক্ট্রন গ্রহণ
বিজারণ = ইলেক্ট্রন গ্রহণ
বিজারক = ইলেক্ট্রন ত্যাগ
জারণে ঘটে :
১. O 2 সংযোজন : 2SO 2+O 2 = SO2
২. তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন :
2Fe+3Cl 2 = 2FeCl 3
৩. H 2 অপসারণ : H 2S+Cl = 2HCl+S
৪. ধনাত্মক মৌলের অপসারণ : 2Cu 2O+O 2 =
4CuO
৫. যোজ্যতা বৃদ্ধি : 2FeCl 2+Cl 2 = 2FeCl 3 (Fe
এর যোজনী 2 থেকে 3 হয়)
৬. ইলেক্ট্রন দান : Fe 2+ -e - → Fe 3+
বিজারণে ঘটে :
১. O 2 অপসারণ : CuO+H 2O = Cu+H 2O
২. তড়িৎ ঋণাত্মক মৌল/মূলক অপসারণ :
2FeCl 3+H 2 = 2FeCl 2+2HCl
৩. ঋণাত্মক মূলক সংযোজন : HgCl 2+Hg =
Hg2Cl 2
৪. যোজ্যতা হ্রাস : 2FeCl 3+H 2 =
2FeCl 2+2HCl (Fe এর যোজনী 3 থেকে 2 হয়)
৫. ইলেক্ট্রন দান : Cl+e - → Cl -
জারক অন্যকে জারিত করে এবং
নিজে বিজারিত হয়
বিজারক অন্যকে বিজারিত করে
এবং নিজে জারিত হয়
জারক পদার্থে সর্বদা অক্সিজেন
থাকা আবশ্যক নয়
জারক হিসেবে হ্যালোজেনসমূহকে
নিম্নরূপে সাজানো যায়-
F 2>Cl 2>Br 2>I 2
বিজারক হিসেবে
হ্যালোজেনসমূহকে নিম্নরূপে
সাজনো যায়-I ->Br ->Cl - >F -
পটাশিয়াম ফেরিসায়ানাইড (k 3 [Fe
(CN) 6 একটি জারক পদার্থ
পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO 4)
একটি শক্তিশালী জারক
পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা
টাইট্রেশনে কোন নির্দেশক প্রয়োজন
হয় না
ক্লোরিনের জারণ সংখ্যা সব সময় -1
হয়
মুক্ত অবস্থায় মৌলের যোজনী শূণ্য
জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী :
যে ক্ষেত্রে প্রযোজ্য
বিবরণ

মৌল
মৌলের পরমাণুর জারণ সংখ্যা শূণ্য।
যেমন, ধাতু, H 2, Cl 2, Fe, Cu ইত্যাদি

এক পারমাণবিক আয়ন
জারণ সংখ্যা আয়নের আধানের সমান।
Fe 3+, Fe 2+ , Cl- , O 2- আয়নের জারণ সংখ্যা
যথাক্রমে +2, +3, -1, -2 । IA এবং IIA এবং IIIA
গ্রুপসমূহের ধাতুর যৌগে ধাতুর পরমাণুর
জারণ সংখ্যা এই ধাতুর গ্রুপ নম্বর।

হ্যালোজেন
ক) সকল যৌগে F এর জারণ সংখ্যা -1
খ) হ্যালোজেন এবং O ব্যতীত অন্য যে
কোন মৌলের পরমাণুর সাথে গঠিত
দ্বিপারমাণবিক যৌগে হ্যালোজেন
পরমাণুর জারণ সংখ্যা -1
গ) কোন হ্যালোজেন পরমাণুর সাথে
উপরের পর্যায়ের হ্যালোজেন পরমাণুর
জারণ সংখ্যা হবে +1
যেমন, ICl-এ I এর জারণ সংখ্যা +1 এবং Cl
এর জারণ সংখ্যা -1

অক্সিজেন
বেশির ভাগ যৌগে অক্সিজেনের
জারণ সংখ্যা -2, তবে পারঅক্সাইডে
(যেমন H 2O 2) -O-O- বন্ধন থাকার ফলে O
পরমাণুর জারণ সংখ্যা -1। এছাড়া F এর
সাথে গঠিত যৌগে O এর জারণ সংখ্যা
ধনাত্মক।

হাইড্রোজেন
বেশির ভাগ যৌগে হাইড্রোজেনের
জারণ সংখ্যা +1। তবে ধাতুর সাথে
হাইড্রাইড গঠিত হলে (যেমন NaH) এর
জারণ সংখ্যা হবে -1

যৌগ ও যৌগমূলক
যৌগের কোন অণুতে বা সংকেত এককে
সকল পরমাণুর জারণ সংখ্যার যোগফল শূণ্য
হবে। তাই যৌগমূলকের ক্ষেত্রে এই
যোগফল যৌগমূলকের আধানের সমান
হবে। যৌগ মূলকের আধানকে তার জারণ
সংখ্যা ধরা হয়।
কিছু মৌলের বিক্রিয়ার পূর্বে ও পরে
জারণ সংখ্যা :
মৌল
জারণ সংখ্যা
বিক্রিয়ার পূর্বে
বিক্রিয়ার পরে
Cr
+6
-3
Fe
+2
-3
Fe
+3
-2
Mn
+7
-2
Cu
+2
0
আয়োডিমিতি : প্রমাণ আয়োডিন
দ্রবণের সাহায্যে ট্রাইট্রেশন করার
পদ্ধতি। আয়োডিমিতি প্রক্রিয়ায়
বিজারক পদার্থ যেমন- সালফেট,
থায়োসালফেট, সালফাইট,
আয়োডিন ইত্যাদির পরিমাণ
নির্ধারণ করে
আয়োডোমিতি : রাসায়নিক
বিক্রিয়ায় উৎপন্ন মুক্ত আয়োডিনের
সাহায্যে ট্রাইটেশনের মাধ্যমে
নির্ণয় পদ্ধতি। আয়োডোমিতি
প্রক্রিয়ায় সংশ্লিষ্ট জারক যেমন-
CuSO4, ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট
ইত্যাদির পরিমাণ নির্ধারণ করে
ট্রাইটেশনে আয়োডিন ব্যবহারের
অসুবিধা :
১. আয়োডিন উচ্চ বায়ুচাপের কারণে
কিছু বাষ্পীভূত হয়ে যায়
২. অতিরিক্ত কিছু মুক্ত আয়োডিন সৃষ্টি
নির্দেশক : দুর্বল জৈব এসিড বা ক্ষার
যারা বর্ণ পরিবর্তন দ্বারা অম্লীয় বা
ক্ষারীয় দ্রবণকে নির্দেশ করে।
ব্যবহার-
১. অম্লীয় বা ক্ষারীয় দ্রবণ নির্দেশ
করে
২. অম্ল ক্ষার বিক্রিয়ায় শেষ বিন্দু
নির্দেশ করে
৩. P H অম্লীয় না ক্ষারীয় তা নির্দেশ
করে
বৈশিষ্ট্য-
১. দ্রবণে বিভাজিত হয়ে বিভিন্ন
বর্ণের আয়ন দেয়
২. যত বেশি শক্তিশালী এসিড হবে, তত
কম P H -এ বিযোজিত হবে
K 2Cr2O 7 দ্বারা ট্রাইটেশন :
ব্যবহারের সুবিধা-
১. বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং
গলনাংক পর্যন্ত স্থির থাকে
২. K 2Cr2 O 7-এর ঘনমাত্রা বহুদিন পর্যন্ত
অপরিবর্তিত থাকে
৩. আলোক বা সাধারণ জৈব যৌগ
দ্বারা ডাইক্রোমেট দ্রবণ সমূহ সহজে
বিজারিত হয় না
৪. কক্ষ তাপমাত্রায় দ্বারা HCl
বিজারিত হয় না
৫. KMnO 4 স্বনির্দেশক হলেও K 2Cr 2O 7 তা
করে না
স্টার্চ ব্যবহারের অসুবিধা :
১. স্টার্চ ঠাণ্ডা সানপেনসন অদ্রবণীয়
২. আয়োডিনের সাথে যে জটিল
ধরনের যৌগ উৎপন্ন করে তা কতক্ষণ
রেখে দিলে পানিতে অদ্রবণীয় হয়ে
যায়
৩. অতিরিক্ত দ্রবণে লঘু স্টার্চ ব্যবহারে
সমাপ্তি বিন্দু তত্ত্বীয় সমাপ্তি বিন্দু
থেকে কিছুটা বিচ্যুত হয়
জারক পদার্থ সমূহ : F 2 , O 2, MnO2, PbO 2,
HNO 3, CuSO4, KClO 3, গাঢ় H 2SO 4, Cl 2, Br2 , I 2,
ইক যৌগসমূহ (FeCl 3, SnCl4 ), (KMnO 4 +KOH) ও
(K 2Cr2 O 7+H 2SO 4)- এদের মিশ্রণ, পার
অক্সাইড, পার অক্সি এসিড ও তাদের
লবণ।
বিজারক পদার্থ সমূহ : Na 2 C2 O 4, Na 2 S2 O 3,
H 2, C, CO, H 2S, HI, HBr, আস যৌগসমূহ (FeO,
FeCl 2, SnCl2), (Zn+H 2SO 4) মিশ্রণ, নিম্নতর
অক্সি এসিড ও তাদের লবণ।
জারক ও বিজারক পদার্থ সমূহ : SO2 ,
H 2O 2, O 3
Note :এই অধ্যায় থেকে জারণ,বিজারণ,
জারক ও বিজারক কি তা ভালো
ভাবে বুঝে নিতে হবে এবং কোন
বিক্রিয়ায় কোনটা জারক অথবা
কোনটা বিজারক, বিক্রিয়ার পূর্বে ও
পরে জারণ সংখ্যার মানের পরিবর্তন
এবং জারক ও বিজারকের উদাহরণ খুব
বেশি গুরুত্বপূর্ণ ।

13/09/2015

# মানবদেহ- কঙ্কাল তন্ত্র
প্রারম্ভিক আলোচনা: অধ্যায়টা
গুরুত্বপূর্ণ। যত্ন সহকারে খুঁটিনাটি
অংশগুলো মনে রাখতে হবে।
অধ্যায় সারবস্তু:
মানুষের শ্রেণিবিন্যাস:
পর্ব = Chordata
উপপর্ব = Vertebrata
শ্রেণী = Mammalla
বর্গ = Primates
উপবর্গ = Hominoidea
গোত্র = Hominidae
গণ = Homo
প্রজাতি = Homo sapiens
১. মানুষ হচ্ছে Primates বর্গীয় প্রাণী।
২. মানুষ সহ এ গোষ্ঠীতে ১৮৩ টি
প্রজাতি রয়েছে। (মানুষ ছাড়া ১৮২ টি)
৩. ৩-৪ মিলিয়ন বছর আগে মানুষের
আবির্ভাব ঘটেছে।
৪. আধুনিক মানুষের উৎপত্তি হয়েছে
মাত্র ৩৫-৪০ হাজার বছর আগে।
৫. বুড়ো আঙ্গুলকে অন্য আঙ্গুলের বিরুদ্ধ
দিকে বাঁকিয়ে ধরার ক্ষমতাকে
“অপোজেবল গ্রিপ” বলে। (opposite থেকে
অপোজেবল)
৬. মানুষের দৃষ্টিশক্তি বিকশিত হওয়ায়
ঘ্রাণশক্তির উপর নির্ভরশীলতা কমেছে।
কঙ্কালতন্ত্র:
৭. অস্থি ও তরুণাস্থি মিলে
কঙ্কালতন্ত্র গঠিত।
৮. অস্থিমজ্জা থেকে লোহিত
রক্তকণিকা উৎপন্ন হয়।
৯. অস্থি ক্যালসিয়াম ও ফসফরাস সঞ্চয়
করে।
১০. মানবদেহের কঙ্কালতন্ত্রকে দুই
ভাগে ভাগ করা হয়েছে:
ক) অক্ষীয় কঙ্কাল
খ) উপাঙ্গীয় কঙ্কাল
১১. অক্ষীয় কঙ্কালে অস্থি ৮০ টি এবং
উপাঙ্গীয় কঙ্কালে ১২৬ টি। সব
মিলিয়ে মোট অস্থির সংখ্যা ২০৬ টি।
অক্ষীয় কঙ্কাল:
১২. অক্ষীয় কঙ্কালকে দুই ভাগে ভাগ
করা যায়:
ক) করোটি (Skull)
খ) দেহকাণ্ড (Trunk)
১৩. ২৯ টি অস্থি নিয়ে করোটি গঠিত।
করোটির অস্থি দু’ভাগ বিভক্ত:
ক) করোটিকা বা খুলির অস্থি (যা
মস্তিষ্ককে রক্ষা করে)
খ) মুখমণ্ডলীয় অস্থি (মুখের বাহ্যিক গঠন
দান করে)
১৪. করোটিকা ৮ টি চাপা ও শক্ত অস্থি
নিয়ে গঠিত, এদের কিনারা খাঁজ
কাটা হওয়ায় এরা ঘন সন্নিবেশিত ও
দৃঢ়সংলগ্ন থাকে। এদের বর্ণনা:
· ফ্রন্টাল = ১ টি
· প্যারাইটাল (শব্দটির অর্থ দেয়াল,
ফ্রন্টালের ঠিক পিছনেই) = ২ টি
· টেমপোরাল (অন্যান্য প্রাণীতে
থাকা কয়েকটি অস্থি এতে একীভূত
হয়েছে) = ২ টি
· অক্সিপিটাল অস্থি (occipital, caput অর্থ
মাথা, আর অক্সিপিটাল মানে মাথার
পেছনে) = ১ টি
· স্ফেনয়েড অস্থি (spoon শব্দের সাথে
সম্পর্কিত) = ১ টি
· এথময়েড অস্থি (ethmos অর্থ ছিদ্র,
চোখের কোটর যেখানে থাকে) = ১ টি
মোট = ৮ টি
১৫. মাথার পিছনের দিকে থাকা
অক্সিপিটাল অস্থি অ্যাটলাসের
সাথে করোটিকাকে যুক্ত করে।
১৬. টেমপোরাল অস্থির চারটি অংশ
থাকে:
ক) খোলসাকার অংশ
খ) গম্বুজ
গ) ম্যাস্টয়েড অংশ
ঘ) টিমপ্যানিক অংশ (টিমপেনন অর্থ
ড্রাম, কানের সাথে সম্পর্কিত)
১৭. টেরিগয়েড প্রসেস থাকে
স্ফেনয়েড অস্থি তে।
মুখমণ্ডলীয় অস্থি:
১৮. মুখমণ্ডলীয় অস্থির বিভিন্ন অংশ:
· ম্যাক্সিলা বা উর্ধ্ব চোয়াল
(তেলাপোকায় যেমন থাকে) = ২ টি
· ম্যান্ডিবল বা নিম্ন চোয়াল
(ম্যান্ডিবল-ই একমাত্র নড়ন ক্ষম হাড়) = ১
টি
· জাইগোম্যাটিক অস্থি (চোখের
নিতে হাত বুলালে প্রতি গালে
একটা করে যে হাড় পাওয়া যায়) = ২ টি
· ন্যাসাল অস্থি (নাক)
· ল্যাক্রিমাল অস্থি (ল্যাক্রিমা অর্থ
অশ্রু) = ২ টি
· ইনফিরিয়র ন্যাসাল কংকা (ইনফিরিয়র
মানে নীচে, কংকা বলতে খোলস) = ২
টি
· ভোমার = ১ টি
· প্যালেটাইন অস্থি = ১ টি
১৯. একটি আদর্শ কশেরুকার যেসব অংশ
থাকে:
· দেহ
· আর্চ
২০. আর্চ-এর অংশ:
· পেডিকল (অর্থ পা)
· ট্রান্সভার্স প্রসেস (উভয় পার্শ্বে
লম্বা হাতের মত লম্বা অংশ)
· ল্যামিনা (ল্যামিনেটিং শব্দের
সাথে মিল রয়েছে)
· আর্টিকুলার প্রসেস (যা দিয়ে একটির
সাথে আরেকটা কশেরুকা পরস্পর যুক্ত
থাকে)
· স্পাইনাস প্রসেস: (এই উলম্ব প্রবর্ধন
মাংসপেশীর সাথে আটকে থাকে)
· কশেরুকার ছিদ্র ( যার ভেতরে
স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড সুরক্ষিত
থাকে।)
২১. কশেরুকার প্রকারভেদ:
· সারভাইকাল (গলাদেশীয় বা
গ্রীবাদেশীয় কশেরুকা) : ৭ টি
· থোরাসিক (বক্ষদেশীয়) : ১২ টি,
যেহেতু ১২ জোড়া পর্শুকা বা পাঁজর
আমাদের রয়েছে।
· লাম্বার (কোমর বা কটিদেশীয়) : ৫ টি
· স্যাক্রাল (শ্রোণীদেশীয়) : ৫ টি >
পরবর্তীতে ১ টি
· কক্কিজিয়াল (পুচ্ছদেশীয়, লেজের
জায়গায়) : ৪ টি > পরবর্তীতে ১ টি
২২. সারভাইকাল/ গ্রীবাদেশীয়
কশেরুকা:
· একদম সবার উপরের কশেরুকাকে বলা হয়
অ্যাটলাস
· অ্যাটলাসের পরবর্তী, ২য়
গ্রীবাদেশীয় কশেরুকাকে বলা হয়
অ্যাক্সিস
· ৩য়-৬ষ্ঠ সাধারণ টাইপ।
· ৭ম টিকে বলা হয় ভার্টিবা
প্রমিনেন্স
· ২য় থেকে ৬ষ্ঠ সারভাইকাল কশেরুকার
স্পাইনাল প্রসেস দ্বিখণ্ডিত
২৩. অ্যাটলাস:
· এর দেহ নেই। আর্টিকুলার প্রসেস নেই।
তবে আর্টিকুলার ফ্যাসেট আছে।
২৪. অ্যাক্সিস:
· ওডোন্টয়েড প্রসেস রয়েছে।
২৫. ভার্টিব্রা প্রমিনেন্স:
· স্পাইনাস প্রসেস লম্বা ও অখণ্ডিত
(২য়-৬ষ্ঠ দ্বিখণ্ডিত)
· এ কশেরুকাকে মাঝে মাঝে
সারভাইকাল পর্শুকা বলা হয়।
২৬. থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা:
· পর্শুকার মাথার সাথে সংযোগের জন্য
কোস্টাল ফ্যাসেট থাকে।
২৭. লাম্বার বা কটিদেশীয় কশেরুকা:
· সমস্ত কশেরুকার মধ্যে এদের দেহ
সবচেয়ে মজবুত
· ম্যামিলারি ও অ্যাকসেসরি প্রসেস
থাকে।
২৮. স্যাক্রাল কশেরুকা:
· ৫টি স্যাক্রাল কশেরুকা ক্রমশ একীভূত
হয়ে ২৬ বছর বয়সে স্যাক্রাম নামে
অস্থি গঠন করে।
২৯. বক্ষপিঞ্জর:
· একটি স্টার্নাম
· ১২ জোড়া পর্শুকা
· ১২ টি থোরাসিক কশেরুকা
৩০. স্টার্নাম:
· জিগফয়েড প্রসেস থাকে।
৩১. পর্শুকা:
· প্রথম ৭ জোড়া পর্শুকা তরুণাস্থি দিয়ে
স্টার্নামের সাথে সংযুক্ত থাকে,
এগুলোকে প্রকৃত পর্শুকা বলে।
· বাকি ৫ জোড়াকে বলে নকল পর্শুকা।
· ১১শ ও ১২শ পর্শুকা কে ভাসমান পর্শুকা
বলা হয়।
· ৭ম ও ৮ম পর্শুকার দৈঘ্য সবচেয়ে বেশি।
৩২. উপাঙ্গীয় কঙ্কাল:
· বক্ষঅস্থিচক্র, দু’বাহু, শ্রোণীঅস্থিচক্র,
দু’ পা নিয়ে উপাঙ্গীয় কঙ্কাল গঠিত।
৩৩. বক্ষঅস্থিচক্র:
· ১ জোড়া (২টি) ক্লাভিকল
· ১ জোড়া (২টি) স্ক্যাপুলা
৩৪. বাহুর অস্থি:
· হিউমেরাস: উর্ধ্ববাহু
· রেডিয়াস ও আলনা: নিম্নবাহু
· কার্পাল: হাতের অস্থি, প্রতি
সারিতে চারটি করে দু’সারিতে
মোট ৮ টি
· মেটাকার্পাল: করতলের অস্থি,
সংখ্যা = ৫টি
· ফ্যালাঞ্জেস: বৃদ্ধাঙ্গুলে ২ টি এবং
অন্য চারটি আঙ্গুলে ৩ টি করে মোট ১৪
টি থাকে।
৩৫. শ্রোণী-অস্থিচক্র বা পেলভিক
গার্ডল:
· একটি ইলিয়াম, একটি ইশ্চিয়াম ও একটি
পিউবিস নিয়ে একত্রিত হয়ে একটি
হিপ বোন বা নিতম্বাস্থি গঠন করে,
দু’টি নিতম্ব অস্থি মিলে শ্রোণী
অস্থিচক্র।
· অ্যাসিটাবুলাম নামক অগভীর অংশে
ফিমারের মস্তক আটকানো থাকে।
৩৬. পা-এর অস্থি:
· ফিমার : উর্ধ্ব পা
· প্যাটেলা : ফিমার ও টিবিয়া-
ফিবুলার সংযোগস্থলে ত্রিকোণাকার
অস্থি
· টিবিয়া ও ফিবুলা : নিম্ন পা
· টার্সাল : ৭ টি
· মেটাটার্সাল ও ফ্যালাঞ্জেস একই
রকম ভাবে হাতের মত মোট ১৯ টি।
৩৭. অস্থিসন্ধি:
· একেবারে অনড় অস্থিসন্ধি: করোটির
অস্থিসন্ধি
· সামান্য সঞ্চালনক্ষম :
আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি
৩৮. অস্থিসন্ধি তিন প্রকার:
· তন্তুময় সন্ধি
· তরুণাস্থিময় সন্ধি
· সাইনোভিয়াল সন্ধি
৩৯. তন্তুময় সন্ধি:
· সুচার : করোটিকার অস্থি
· মিনডেসমোসিস : টিবিও ফিবুলা
· গমফোসিস : দাঁত ও চোয়াল
৪০. তরুণাস্থিময় সন্ধি:
· সিমফাইসিস : শ্রোণীদেশে, দুই
কশেরুকার মধ্যবর্তী স্থান
· সিনকন্ড্রোসিস : স্টার্নামের সাথে
প্রথম পর্শুকার সনিধ, বর্ধনশীল লম্বা
হাড়ে
৪১. সাইনোভিয়াল অস্থিসন্ধি:
· সমতল অস্থিসন্ধি : দু’টি কার্পাল
অস্থির মধ্যকার সংযোগ
· বল ও কোটর অস্থিসন্ধি : স্কন্ধ সন্ধি
· কন্ডাইলয়েড বা ডিম্বাকার
অস্থিসন্ধি : হাঁটু সন্ধি
· পিভট অস্থিসন্ধি : প্রথম দু’টি
সারভাইকাল (গলাদেশীয় বা
গ্রীবাদেশীয়) কশেরুকার মধ্যে
· স্যাডল (ঘোড়ার জিন আকৃতির)
অস্থিসন্ধি : বৃদ্ধাঙ্গুলের কার্পাল ও
মেটাকার্পালের মধ্যকার সন্ধি
· হিঞ্জ (কব্জা) অস্থিসন্ধি : কনুইয়ের
সন্ধি
৪২. চলনে বিভিন্ন পেশীর ভূমিকা:
· এক্সটেনশর : এক্সটেন্ড বা প্রসারিত
করে। যেমন, ট্রাইসেপস সম্মুখ বাহুকে
প্রসারিত করে।
· ফ্লেক্সর : পেশী অঙ্গ কে দু’ভাজ করে।
যেমন, বাইসেপস কনুই বা আঙুল কে
বাঁকায়।
· অ্যাবডাকটর : (অ্যাব = অ্যাওয়ে বা
দূরে বোঝায়) দেহের অক্ষ থেকে অঙ্গ
দূরে সরায়। যেমন, ডেলটয়েড পেশী।
· অ্যাডাকটর : অঙ্গ দেহের কাছে
টেনে আনে। যেমন- ল্যাটিসিমাস
ডরসি।
· ডিপ্রেসর : (নিচে প্রেস করা) অঙ্গকে
নিচে নামায়। যেমন – ডিপ্রেসর
ম্যান্ডিবুলা, চোয়াল নিচে নামায়।
· লিভেটর: (লিফ্ট করে) অঙ্গকে নিচে
থেকে উপরে তুলে। যেমন –
ম্যাসিয়েটর, চোয়াল উপরে উঠায়।
· রোটেটর: অঙ্গকে প্রধান অক্ষের
চারপাশে ঘুরায়। যেমন – পিরিফর্মিস,
ফিমার-এ অবস্থিত।
· প্রোট্র্যাকটর: (“প্রোটেক্ট” না,
প্রোট্র্যাকট) অঙ্গকে সামনে প্রসারিত
করে।
· রিট্র্যাক্টর: অঙ্গকে পেছনে প্রসারিত
করে।

12/09/2015

# সাজেশন বায়োলজি
১) ঈস্ট থেকে কোন ভিটামিন তৈরী
হয়?
২) কোন প্রকার উদ্ভিদ হতে
এন্টিবায়োটিক তৈরী হয়?
৩) পেনসিলিন আবিস্কার হয় কত সালে?
৪)এ্যানুলাস কিসের অংশ?
৫)sachararomuces এর অর্থ কি?
৬)মদ্য শিল্পকে কি বলা হয়?
৭)কোন গ্যাসের চাপে রুটি ছিদ্রযুক্ত
ফাক ফাক হয়?
৮) প্রোথ্যালাসের আকৃতী কেমন?
৯)কোরালয়েডের মূলের ভিতর থাকে
কি?
১০)প্লাটিড প্রধানত কত প্রকার?
লাইক দিয়ে সাথে থাকুন

12/09/2015

#পদার্থ
পদার্থ বিজ্ঞানের প্রশ্ন আসবে যে অধ্যায় থেকে
গতিসুত্র থেকে একটি অংক থাকবে। মহাকর্ষ থেকে প্রশ্ন আসবে। কাজ বল ক্ষমত থেকে প্রশ্ন অংক ধাকতে পারে। তাপ থেকে কয়েকটি প্রশ্ন আসতে পারে সাথে অংক, শব্দ থেকে প্রশ্ন থাকবে ১০০%.
তরঙ্গ তত্ব থেকে প্রশ্ন থাকবে। পরমানু , আলোর প্রতিসরন, স্থির তড়িৎ, ইলোক্ট্রন আপেক্ষিক তত্ত চৌম্বক পদার্থ থেকে প্রশ্ন থাকবে। আ
কিন্তু নতুন বই থেকে প্রশ্ন করা হবে

11/09/2015

# পদার্থ
১. একটি খরস্রোতা নদী সবচেয়ে কম সময়ে পার হতে একটি নৌকার কোন দিকে যাওয়া উচিত
২. ভেক্টর কে ভেক্টর দ্বারা গুন করলে গুনফল কি হয়?
৩. তড়িৎ চুম্বকীয় তত্ব কে আবিষ্কার করে?
৪. তীর্যকভাবে বাধাহীন পথে নিক্ষিপ্ত একটি বস্তুর সমীকরন কি?
৬. পিচ্ছিল পথে চলা কষ্টকর কেন?
৭. বৃত্তকার পথে ঘূর্নয়নরত বস্তুর ক্রিয়ারত বলের সমীকরন কি?
৮. একটি চাকার ভর ১০ কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ. ৫ মিটার। এর জড়তার ভ্রামক কত?
৯.একটি পাখা প্রতি মিনিটে ৬০ বার ঘোরে। পাখাটির বেগ কত?
১০, এক অশ্ব ক্ষমতা সমান কত জুল?
১১. একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে?
১২, গতিশীল বস্তুর বেগ দ্বিগুন হলে গতিশক্তি কত?
১৩. সুতার মাধ্যমে ঝুলন্ত কোন বস্তুর ক্ষেত্রে সুতার টান যখন শুন্য হবে তখন ত্বরন কত হবে?
১৪.ঘড়ির কাটার গতি কোন গতির উদাহরন?
১৫. একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ দ্বিগুন করা হলে এর দোলনকাল কত?
১৬. পীড়নের মাত্রাসমীকরন কি?
১৭. তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের সান্দ্রতা?
১৮. স্থির তাপমাত্রায় কোন গ্যাসের p বনাম 1/v এর লেখচিত্র হবে কি?
১৯. সেন্টিগ্রেড স্কেলে ১ তাপমাত্রা বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে কত ডিগ্রী বৃদ্ধি পাবে?
২০. স্থির তাপমাত্রায় কত চাপ প্রয়োগ করলে একটি গ্যাসের আয়তন এর স্বাভাবিক চাপের আয়তনের ৪ গুন হবে?
২১. নিউটনের শীতলীকরন সুত্র কী?
২২. বিকীর্ন শক্তির বেগ কত?
২৩. পানিতে ডুবালে বরফের কতভাগ পানিতে ভাসবে?
২৪. এনট্রপি কোন ভৌত ধর্মেন পরিমাপ প্রদান করে?
২৫. একটি মিডিয়াম ওয়েভ রেডিও স্টেশনে ৩০০ মিটার তরঙ্গ দৈর্ঘে অনুষ্ঠান প্রচার করে। এর কম্প্ঙ্ক কত?
২৬. দুটি সন্নহিত নিস্পন্দ বিন্দু বা সসম্পন্দ বিন্দুর দুরত্ব কত?
২৭. কন্ঠস্বর ধরে রাখা যন্ত্রের নাম কি?
২৮. ইনফ্রাসনিক কম্পনের মান কত?
২৯. শব্দের তীব্রতা দ্বিগুন হলে Acoustic তীব্রতা Level কত বৃদ্ধি পাবে?
৩০. শব্দের প্রতিধ্ধনি শুনতে হলে শ্রোতা হতে প্রতিফলকের নুন্যতম দুরত্ব কত হবে?
৩১. কোন তাপমাত্রায় বাতাশে শব্দের দ্রুতি প্রমান তাপমাত্রার শব্দের দ্রুতির ৩ গুন হবে?

11/09/2015

আজ আমরা পদার্থ সাজেশন দেব
লাইক দিয়ে সাথে থাকুন

11/09/2015

#যদি_লক্ষ্য_থাকে_অটুট
আজন্ম লালিত স্বপ্ন যাদের ডাক্তার
হওয়া,
যাদের প্যাশন ডাক্তার হওয়া,
হুমম তাদের বলছি,
যে কয়দিন আছে ঠিক মত পড়াশুনা কর,
চান্স পাবেই...
No doubt ....
পয়েন্ট কম, পিছিয়ে আছি,1st
time,পারিবারিক কলহ,আর্থিক সমস্যা
আমাকে দিয়ে হবে কি?
এসব কথা বলে ভর্তিযুদ্ধ থেকে
পালিয়ে যেও না....
দিনশেষে এগুলো একেবারেই খোড়া
যুক্তি....
প্রত্যেকটা সফলতার পিছনে থাকে
অনেক ত্যাগ,অনেক তিতিক্ষা
দিনশেষে
তোমার পরিশ্রম, পড়ার প্রতি তোমার
ডেডিকেশন
অন্যদের থেকে তোমাকে আলাদা
ভাবে চিনাবে....
তাই অন্তত একবার নিজের বুকে হাত
রেখে বল আমি পারব আর দৃঢ় চিত্তে
সামনে এগিয়ে যাও,
বাকিটা সময়ের ব্যাপার..

11/09/2015

চলতি বছর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক মোট ৮৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন।
সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে প্রায় ২৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার রাত ১২টা ১মিনিটে আবেদনপত্র গ্রহণের সময়সীমা শেষ হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীতে নতুন অনুমোদনপ্রাপ্ত মুগদা মেডিকেল কলেজের ৫০টি আসনসহ মোট ২৪টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৭৪৪টি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুসারে আগামী ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের মধ্যে পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যায় ২৫, জীববিদ্যা ৩০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।
স্বাস্থ্য অধিদফতরের একজন শীর্ষ কর্মকর্তা বুধবার আবেদনকারীর সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে জানালেও বৃহস্পতিবার জানান, প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী অনলাইনে আবেদনপত্র পূরণ করলেও শেষ পর্যন্ত সবাই টাকা জমা দেয়নি। তবে স্বাধীনতার পর কোন বছর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় এত বিপুল সংখ্যক আবেদনপত্র জমা পড়েনি বলে জানান ওই কর্মকর্তা।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, মোট ৮৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রত্যেকেটিতে ৬ হাজারটি করে আবেদন জমা পড়েছে। এগুলো হলো- ঢাকা, স্যার সলিমুল্লাহ মিটফোর্ড, শহীদ সোহরোওয়ার্দী, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী মেডিকেল ও ঢাকা ডেন্টাল কলেজ মিরপুর।
এছাড়া অন্যান্য সরকারি মেডিকেল কলেজের মধ্যে সিলেটে ৫ হাজার ২০৭, বরিশালে ৩ হাজার ৫৪, রংপুরে ৫ হাজার ৬৬৮, কুমিল্লায় ৫ হাজার, খুলনায় ৩ হাজার ৬৩২, বগুড়ায় ৪ হাজার ১৫৯, ফরিদপুরে ১ হাজার ৫৪৩, দিনাজপুরে ১ হাজার ৫০৫, পাবনায় ১ হাজার ৯৭৪, নোয়াখালীতে ২ হাজার ৭৮৩, কক্সবাজারে ১ হাজার ৭৩০, যশোরে ১ হাজার ৯৪৫, সাতক্ষীরায় ২৮১, কিশোরগঞ্জে ২ হাজার ৬৯৯, কুষ্টিয়ায় ১ হাজার ২৪৭ ও গোপালগঞ্জে ৩৫৫টি আবেদন জমা পড়েছে।

10/09/2015

আর মাত্র ৬ দিন পর মেডিকেল ভর্তি
পরীক্ষা নামক মেধা ও স্নায়ু যুদ্ধে
অবতীর্ণ হতে যাচ্ছে দেশের প্রায় ৮৫
হাজার ছাত্র-ছাত্রী। শুধুমাত্র সরকারি
মেডিকেল কলেজের একটি মাত্র
সিটের জন্য লড়বে প্রায় ২৬ জন। সরকারি
মেডিকেল + সরকারি ডেন্টাল
মিলিয়ে হিসেব করলে একটি সিটের
জন্য লড়বে ২৩ জন।
কাজেই সরকারি মেডিকেল /ডেন্টাল
কলেজের একটি সিটের জন্য তোমাকে
২৫/২২ জনকে পেছনে ফেলে আসতে
হবে। পুনশ্চ : ইদানীং মেডিকেলে
চান্স পাবার ক্ষেত্রে ছেলেদের
তুলনায় মেয়েরা অনেক বেশি এগিয়ে।

10/09/2015

#চান্স
এই বছর মেডিকেলে চান্স হবে তাদের, যারা বই বুঝে পড়ে তাদের চান্স হবে। যারা মুখস্ত করে পড়ে তাদের চান্স হবে না এবছর।
প্রশ্ন গত বছরের মত হবে না,

10/09/2015

# কততে চান্স পাব?
সাধারণত 170 পেলে আশা করা যায়
মেডিকেলে চান্স হবে। মানে
স্কোর 100 থাকলে পরীক্ষায় 70
পেলেই মোটামুটি চান্স নিশ্চিত
থাকে।

10/09/2015

সরকারী মেডিকেলে পড়ার খরচ অনেক কম। ভর্তি হওয়ার সময় ৪০০০-৭০০০ টাকা লাগে। এরপর কলেজে খরচ নেই বললে চলে। তোমার প্রতি মাসে কলেজের বেতন দিতে হবে ২৫ টাকা। মেডিকেলে পড়লে কোন ছাত্র ছাত্রীর বাসা ভাড়া করে থাকতে হয় না। মেডিকেল কলেজে সবার জন্য হলে সিট থাকে। কিন্তু কিছু ধনীর বাচ্ছারা বাসা ভাড়া করে থাকে। কিন্তু মেডিকেলে বইয়ের দাম একটু বেশি। একটা কঙ্কাল কিনতে হবে তার দাম পড়বে ১০০০০ থেকে শুরু করে ২০ হাজার টাকা
২০০ টাকা দিয়ে নিউমার্কেট থেকে এপ্রোন কিনলে তাহালে তোমার কষ্ট করে ৫০০ টাকা দিয়ে এপ্রোন বানাতে হবে না। কিন্তু তোমাদের সবাই সম্মান দেবে।

10/09/2015

আর মাত 6 দিন আছে, তোমরা ভাল করে পড়।
আমরা দোয়া করি তুমি যেন ঢাকা মেডিকেলে চান্স পাও

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০% চান্স হবে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share