DESK

DESK Life is short enjoy your every moment

https://youtu.be/lOVMvv8Ggso
11/02/2021

https://youtu.be/lOVMvv8Ggso

The National Museum of Qatar gives voice to the unique story of Qatar and its people; from earliest times to the present day and onwards towards the future. ...

Please Subscribe, like and share.
04/01/2021

Please Subscribe, like and share.

Hi Guys, this is my first video for YOUTUBE. Hope you guys are accept positively and suggest me for better. I hope you guys enjoying my video. I'm living her...

16/09/2020

সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার হিসেবে মেসির এ বছরের আয় মাত্র ১০৬৯ কোটি টাকা!

ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি বিদেশেই পাঠিয়েছেন ২০০০ কোটি টাকা! চিন্তা করতেছি হেতের সামনে মেসিতো কিছুইনা 🤣😛।
আসলে আমাদের দেশেও চোখের আড়ালে অনেক মেসি আছে।! 😅

বাই দা ওয়ে, করোনাকালে ৩০০০ নতুন মেসির উদয় হয়েছে দেখলাম 🤗।
উয়েলকাম টু দা এলিট ক্লাব চোর মহোদয় 😉

"This is a virus that is going to be with us forever... so, a bit like flu, people will need re-vaccination at regular i...
22/08/2020

"This is a virus that is going to be with us forever... so, a bit like flu, people will need re-vaccination at regular intervals."

Sir Mark Walport says, unlike smallpox, coronavirus will not be eradicated by vaccination.

ঈদ মোবারক...!!ঈদ মোবারক...!!ঈদ মোবারক...!!কাতর বাংলাদেশ সহ সমস্ত দেশের মানুষকে পবিত্র ঈদূল আযহার অনেক অনেক শুভেচ্ছা । সক...
30/07/2020

ঈদ মোবারক...!!ঈদ মোবারক...!!ঈদ মোবারক...!!

কাতর বাংলাদেশ সহ সমস্ত দেশের মানুষকে পবিত্র ঈদূল আযহার অনেক অনেক শুভেচ্ছা । সকলের সুস্থ ও সুন্দর জীবনের কামনা রইল।

Historic day for Muslims, Hagia Sophia is open for prayer after 86 years. Elhamdulillah. For 481 years (1453-1934)   was...
25/07/2020

Historic day for Muslims, Hagia Sophia is open for prayer after 86 years. Elhamdulillah. For 481 years (1453-1934) was a mosque and nobody complained about it.

From today (Friday) is a mosque again, but this iconic landmark of will stay open to all visitors as before. People are eagerly waiting to perform Jummah prayer today (Friday) since the morning.

পদ্মায় বিলীন হয়ে গেল চরাঞ্চলের বাতিঘর খ্যাত শিবচরের এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়!পদ্মার ভাংগন যেন পৃথিবির বুকে এক কৃ...
23/07/2020

পদ্মায় বিলীন হয়ে গেল চরাঞ্চলের বাতিঘর খ্যাত শিবচরের এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়!

পদ্মার ভাংগন যেন পৃথিবির বুকে এক কৃষ্ণ গহ্বর।

Jack Ma once said, 'When Selling to close friends and family, no matter how much you're selling to them, they will alway...
19/07/2020

Jack Ma once said, 'When Selling to close friends and family, no matter how much you're selling to them, they will always feel you're earning their money, no matter how cheap you sell to them, they still wouldn't appreciate it.'
There will always be people who do not care about your Costs, Time, Effort, they rather let other people cheat them, allowing others to earn, than supporting someone they know. Cause in their heart, they will always be thinking, 'How much did he earn from me?' instead of "How much did he SAVE/MAKE for me?"
This is a classic example of a poor person's mentality!

Jack Ma on Sales: 'When doing Sales, the first people who will trust you will be Strangers, Friends will be shielding against you, fair-weather friends will distance from you. Family will look down upon you.'

The day you finally succeed, paying the bill for every get-together dinner, entertainment, you will realised: Everyone else is present except the Strangers.

I think Muslim Lives Matter should have been comes first then Black Lives Matter.Silently muslims are being neglected, m...
17/07/2020

I think Muslim Lives Matter should have been comes first then Black Lives Matter.
Silently muslims are being neglected, murdered worldwide but nobody raise any voices.
Now google just wipeout Palestine from map.
Cheap tricks from ultimate power...

এখন দেখি এটা মিথ্যা প্রমান করে দেখান।করোনার বাস্তবতা নিয়ে সবাই উড়িয়ে দেওয়ার যে নতুন প্রবণতায় গা ভাসিয়ে দিচ্ছে সেটার চিত্...
17/07/2020

এখন দেখি এটা মিথ্যা প্রমান করে দেখান।
করোনার বাস্তবতা নিয়ে সবাই উড়িয়ে দেওয়ার যে নতুন প্রবণতায় গা ভাসিয়ে দিচ্ছে সেটার চিত্র নিউইয়র্ক টাইমসে তুলে ধরেছে।
বাহ, এই গর্ভ আমরা কোথায় রাখবো।
আমাদের গর্ভের যে একটা গুদামঘর আছে ওটাতে রেখে দেই? 😉

The world's population is likely to peak at 9.7 billion in 2064, and then decline to about 8.8 billion by the end of the...
15/07/2020

The world's population is likely to peak at 9.7 billion in 2064, and then decline to about 8.8 billion by the end of the century, as women get better access to education and contraception, a new study has found !

The world's population is likely to peak at 9.7 billion in 2064, and then decline to about 8.8 billion by the end of the century, as women get better access to education and contraception, a new study has found.

 #তার_কথাই_সত্য_প্রমাণিত_হইছে।★ সে যে সিস্টেমকে গালি দিয়েছে সেই সিস্টেম কি ভুল নয় ? ভুল না সঠিক তা এখন সবাই বুঝে নিয়েছেন...
12/07/2020

#তার_কথাই_সত্য_প্রমাণিত_হইছে।

★ সে যে সিস্টেমকে গালি দিয়েছে সেই সিস্টেম কি ভুল নয় ? ভুল না সঠিক তা এখন সবাই বুঝে নিয়েছেন।

★ এইটা দেশের সিস্টেমের ভুল, কথা বললে দূর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন। আলতো ফালতু নিরিহ এই প্রবাসীকে নিয়ে ট্রল করে আমরা নিজেরা নিজেদেরই ক্ষতি করছি। সঠিক করোনা টেস্ট হলে ইতালি থেকে উনাদের ফেরত দেওয়া হত না।

★ সিস্টেম ঠিক থাকলে করোনা রোগী কি ইতালি যেতে পারত ? ত্রাণ কি চুরি হত? ভুয়া টেষ্ট কি হত? লাইসেন্স নাই এমন হাসপাতাল কি করোনা পরীক্ষার অনুমোদন পেত? ভুয়া টেষ্ট বানিজ্য কি হত? না এগুলার একটাও হত না।

★ তাকে নিয়ে যেভাবে সবাই লিখছে তাতে মনে হচ্ছে, সব দোষ তার আর আমরা তুলশি পাতা। সে গালি না দিলে ভুয়া টেষ্ট হত না, করোনার রোগী বিদেশ যেতে পারতনা?

★ আমাদের সিস্টেম এমন বলেই সাহেদরা জন্ম নেয়, ভুয়া সার্টিফিকেট মিলে। অন্যের উপর দোষ চাপিয়ে মিথ্যা শান্তনার কি দরকার?

★ এই প্রবাসী সেদিন ভুল করেছেন দেশ কে গালি দিয়ে তাই বলে আজ যে তাকে ইতালি থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এর দায় তার না বা ইতালির ও না এ

★ ইতালি আমাদের দেশের মুনাফা লোভি রাক্কসদের কারণে আমাদের দেশের প্রবাসীদের সাথে এমন ব্যবহার করেছে।এখানে এই প্রবাসীর কোন ভুল হয়েছে বলে একজন ভাল মস্তিষ্কের মানুষ কখনো বলবে না।

★ ভুল আমাদের আর শান্তনা গালি দিচ্ছি আমরা এই ছেলেকে। আরে ভাই ইতালিতে আমাদের মতো প্রতি স্থরে দূর্নীতি নেই বলেই আমাদের প্রবাসীদের তাদের দেশে প্রবেশ করতে দেয়নি। তারা ভুয়া রিপোর্টদারীদের তাদের দেশে অবস্থানের সুযোগ দিয়ে নিজে বিপদের সম্মুখীন হবে কেন? তারা এগুলা করবে না কারণ, তাদের কাছে আমাদের সাহেদের মত সাহেদ নেই।
তারা মানুষের ভালোর জন্য কাজ করে, যেমন করে হোক একটা জীবন বাচানোই তাদের লক্ষ থাকে। তারা তাদের দেশকে ভালবাসে।
আমাদের মতো লুটপাঠ করে খায়না।

পরিশেষে একটা কথা,
★ আপনি যদি মনে করে বাংলাদেশের সিস্টেমে কোন দোষ নেই তাহলে কোন লবিং ছাড়া সাধারণ মানুষ হয়ে কোন চাকরি পেতে যান, সঠিক ব্যবসা করতে যান, কোন সরকারি কাজে যান কি পরিমান দুর্নীতির আশ্রয় নিতে হয় সেটা টের পাবেন। 😎

প্রমাণ পাওয়ার পরেও যদি আপনি শিকার না করেন তাহলে শুভেচ্ছা নিন, আপনি চোখ থাকতে অন্ধ, কান থাকতে আপনি বদির 🙈🙉🙊

প্রতিষ্ঠিত হওয়ার পর যে ছেলে বিয়ে করে, সে ছেলের বিয়ে করা বউটা লাইফ পার্টনার হিসেবে থাকেনা। বরং সেটা ভোগবিলাসের বস্তু হিসে...
08/07/2020

প্রতিষ্ঠিত হওয়ার পর যে ছেলে বিয়ে করে, সে ছেলের বিয়ে করা বউটা লাইফ পার্টনার হিসেবে থাকেনা। বরং সেটা ভোগবিলাসের বস্তু হিসেবে পরিণত হয়। কারন, প্রতিষ্ঠিত ছেলের কোন অভাব থাকেনা। ফলে, তার জীবন যুদ্ধে সাহায্য করার জন্য কোন পার্টনার দরকার হয় না।

পার্টনার দরকার হয় তার, যে অধিক কষ্টে জীবন যাপন করে। তাকে হেল্প করার জন্যই পার্টনার দরকার হয়।
কিন্তু আজকাল মেয়েদের অভিভাবকরা সবসময় চান ছেলে যেন পুরোপুরি এস্টাবলিশড হয়। তার যেন অলরেডি বাড়ি গাড়ি থাকে!
..আসলে এস্টাবলিশমেন্ট নয়, দেখা উচিৎ পটেনশিয়ালিটি। দেখা উচিত স্বভাব চরিত্র। আর বিয়েটা দেয়া উচিৎ সবকিছু গুছিয়ে নেয়া বা প্রতিষ্ঠিত হবার পর নয়, ছেলেমেয়েদের জীবনে সংগ্রাম বাকি থাকতেই। যাতে করে জীবনের বাকি যুদ্ধটা তারা দু'জনে একসাথে চালিয়ে নিতে পারে। যুদ্ধ করে জীবন এগিয়ে গেলে তবেই সম্পর্কটা হবে ইস্পাতকঠিন। নিঃস্বার্থ ভালোবাসাময়।❤😍

মানুষ সবসময় তাকেই বেশি ভালবাসে, বেশি আপন মনে করে, যে ছিল বিপদ মুহূর্তের সাথী। জীবনের বিভিন্ন কঠিন সময়ে যারা আমাদের সঙ্গে থাকে তাদেরকে আমরা ভুলতে পারিনা। তাদের সাথে সম্পর্কটা একসময় সত্যি সত্যিই স্বার্থের উর্ধ্বে উঠে যায়। বিয়ের ক্ষেত্রেও অবস্থাটা ভিন্ন কিছু নয়। যে স্বামী স্ত্রী একসাথে সংগ্রাম করে করে জীবনের পথে এগিয়ে যায়- তাদের বন্ধনটাই হয় সবচেয়ে দৃঢ়। 😍

তাদের ভালোবাসা হয় সবচেয়ে গাঢ়। সবচেয়ে দীর্ঘস্থায়ী। কারণ, কঠিন সময়গুলোই মানুষের অন্তরে দাগ কেটে যায়। জীবনের শেষ দিনেও হয়তো মনে পড়ে - #একদিন_আমরা_এক_বেলা_উপোস_ছিলাম!!!!🙂
আর এটাই লাইফ পার্টনারের প্রয়োজনীয়তা...☺️

যখন একা একা জীবন যুদ্ধে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়, তখন কাউকে সহযোদ্ধা হিসেবে পেলে তা কখনো যে কঠিন সময়ে পাশে ছিলো তার মত হয়না।

✍ #লাইফ_পার্টনারগ copy.

Brazil's Jair Bolsonaro tests positive for Covid-19 after months of dismissing the seriousness of the virus.Disadvantage...
07/07/2020

Brazil's Jair Bolsonaro tests positive for Covid-19 after months of dismissing the seriousness of the virus.
Disadvantage of Skipping Mask!

প্রথমে দক্ষিণ কোরিয়া, এবার ইতালি। সামনে দেখুন আরও কয় দেশ থেকে আমরা নিষিদ্ধ হচ্ছি।
07/07/2020

প্রথমে দক্ষিণ কোরিয়া, এবার ইতালি।
সামনে দেখুন আরও কয় দেশ থেকে আমরা নিষিদ্ধ হচ্ছি।

‘উল্লেখযোগ্য সংখ্যক’ যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এক সপ্তাহের জন্য বাংলাদেশের সব ফ্লাইট বাতিল করেছে ...

These Niqaab is for women's  protection.The more you open yourself the more you will face problems. Look around you, you...
04/07/2020

These Niqaab is for women's protection.
The more you open yourself the more you will face problems. Look around you, you will get your answers.
Remember, Nobody can deny quran.

Saudi Crown Prince clarified whether to wear hijab, Abaya and niqab. The crown prince of Saudi Arabia shared his views on what kind of clothes Muslim women should wear.

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দিতে যাওয়া রোগীদের সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদ...
03/07/2020

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দিতে যাওয়া রোগীদের সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আনসার সদস্যরা শাওন নামে এক রোগীকে মারধর করেন। তার মা ক্যানসার রোগী।
ঘটনার ছবি তুলতে গেলে আনসার সদস্যরা রুবেল রশিদ নামে এক ফটো সাংবাদিককে মারধর ও তার ক্যামেরা ভাঙচুর করেছেন এবং জয়িতা রায় নামে অপর এক নারী সাংবাদিককে মারধর করতে উদ্যত হন। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০-১১টার দিকে ঘটনাটি ঘটে।

মায়ের টেষ্ট করাতে গিয়ে যে ছেলেকে মার খেতে হয় সেই বালের সিস্টেমের উপর আল্লাহর গজব পরুক! যারা সিস্টেম ঠিক করতে দিচ্ছেনা তারা যা কিছু বানিয়েছে সব কিছুর সাথেই ধংস হয়ে যাক 🤬।

ছবি: ঢাকা ট্রিবিউন

 #আজকের_ঘটনা -টাইগারপাস থেকে কুমিরার ছোট ৭ নং বাসে উঠে ভাটিয়ারি নামার ভাড়া নিচ্ছে ৫০ টাকা৷ উঠা নামাই নাকি ৫০ টাকা। এই রু...
03/07/2020

#আজকের_ঘটনা -টাইগারপাস থেকে কুমিরার ছোট ৭ নং বাসে উঠে ভাটিয়ারি নামার ভাড়া নিচ্ছে ৫০ টাকা৷ উঠা নামাই নাকি ৫০ টাকা। এই রুটে সাধারণ ভাড়া যেখানে হচ্ছে ১৫ টাকা, ৬০% হলে ২৪ , ডাবল নিলেও বেশি হলেও ৩০ টাকা নেয়ার কথা৷ বাসে একজনের সাথে কথা বলে জানলাম, ঈদের পর থেকেই এইরকম ভাড়া আদায় করছে এরা৷ আমার সামনে এক যাত্রী থেকে মার্কেট-এঁকেখানের ভাড়া আদায় করছে ৪০ টাকা। এই রুটের এক নিয়মিত যাত্রী বললো, ইদের পর থেকেই এই অবস্থা হলেও এদের সাথে ঝগড়া করতে করতে একপ্রকার ক্লান্ত৷ একই অবস্থা অন্য বাসগুলোরো৷ বাসে জিইসি থেকে মুরাদপুরের ভাড়া আমার থেকে গতকালকে নিলো ১৫ টাকা। উত্তরা বাসেও ভাড়া কোন কোন ক্ষেত্রে নিচ্ছে ডাবলেরও বেশি৷ আরো কয়েক জায়গায় দেখলাম ভাড়া দ্বিগুন-তিনগুন করে আদায় করছে৷ মানা হচ্ছে না নির্ধারিত স্বাস্থবিধিও৷ কোন কোন জায়গাতে দুই সিটে এক জনের বদলে দুই জনই বসাচ্ছে, ভাড়াও নিচ্ছে ডাবল৷

সরকার নির্ধারিত ৬০% অতিরিক্ত ভাড়া আদায়ের কথা থাকলেও চট্টগ্রামে এসব কিছুই মানা হচ্ছে না৷ চলমান পরিস্থিতিতে সবার অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও এদের একেবারে রমরমা অবস্থা৷

বেশিরভাগ রুটেরই ভাড়া আদায় করতেছে অনেকাংশে ২০০% থেকে ৩০০% এরও বেশি। লকডাউনের পরে সাধারণ মানুষের অফিস-আদালতে যাওয়ার রাস্তাকে অনেকটা জিম্মি করেই পরিবহন খাতের পরিবহন সন্ত্রাসীরা এসব করছে৷ লকডাউনের পরে মানুষের হাতে টাকা পয়সা এমনেই নাই, তার উপর এমন জোরজবরদস্তি করে ভাড়া আদায় করছে এরা৷ মানুষও ক্লান্ত হয়ে গেছে। সরকার ৬০% বেশি ভাড়া নির্ধারণ করে দিলেও কোন তদারকি নেই৷ ৬০% করে দেয়াটাও একটা ছালচতুরামিরই অংশ, ৫০% করে দিলে মানুষ অর্ধেক বেশি ভাড়া দিতো, যেটা ছিলো রাউন্ড ফিগার৷ এখন ৬০% করে দেয়াতে আদায় করতেছে ১০০%। এসবের বিচার কাকে দিবো? কোথায় দিবো? কিভাবে দিবো? এসব দেখার কেউ নাই?

মাঝেমধ্যেই দেখি অনেকে নিজেদের চট্টগ্রামের অভিভাবক দাবি করেন৷ বৃহত্তর চট্টগ্রামবাসীদের বাঁচান দয়া করে৷ পুলিশ ও প্রশাসন দয়া করে কিছু করুন৷

এদের জিম্মা থেকে আমাদের উদ্ধার করুন, এই সন্ত্রাসদের হাত থেকে আমাদের বাঁচান।

*চট্টগ্রামের বাকি এলাকাগুলোর কি অবস্থা? সবখানেই কি এইরকম জোরজবরদস্তি করে ভাড়া নিচ্ছে?
#কলেকটেড

পয়েন্ট টু বি নোটেড🚯বিসিএস হবার পর যেমন সবাইকে অভিনন্দন জানাইতেছেন, এরকম অভিনন্দন যদি কোন রিসার্চারকে নতুন কিছু আবিষ্কারে...
02/07/2020

পয়েন্ট টু বি নোটেড🚯

বিসিএস হবার পর যেমন সবাইকে অভিনন্দন জানাইতেছেন, এরকম অভিনন্দন যদি কোন রিসার্চারকে নতুন কিছু আবিষ্কারের জন্য নিয়মিত জানাইতেন তাহলে আজকে ভ্যাক্সিন, পিসিআর মেশিন, টেস্ট কিটের জন্য আমাদেরকে বিদেশীদের কাছে ভিক্ষা চাওয়া লাগতো না।

বিসিএস আর দশটা চাকরির মতোই একটা চাকরি ; নির্দিষ্ট দায়িত্ব - কর্তব্য পালনের জন্য মাস শেষে বেতন দেওয়া হয়। এইটাকে বেশি মহিমান্বিত করে কত পটেনশিয়াল মেধাবী বিজ্ঞানী ও রিসার্চারদের যে আমরা বেতনভূক কর্মচারী বানাচ্ছি তার ইয়ত্তা নেই।

এইরকম চলতে থাকলে আগামী ৫০ বছরেও এই রাষ্ট্রের কোন গুনগত পরিবর্তন হবেনা। তখনো সবকিছুর জন্য ওই সাদা চামড়াওয়ালাদের দিকেই তাকিয়ে থাকতে হবে। মেরুদণ্ডহীন জাতি হিসেবে থেকে যাবো আমরা।
মেরুদণ্ডহীন বাংলাদেশ 🇧🇩

করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় নেদারল্যান্ডস সরকারের নেতৃত্ব দেয়া স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইন্স পদত্যাগ করেছেন অনেক...
02/07/2020

করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় নেদারল্যান্ডস সরকারের নেতৃত্ব দেয়া স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইন্স পদত্যাগ করেছেন অনেকদিন আগেই।

তারপর করলেন, ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নেলসন তাইশ। সেটাও করোনা বিতর্কে।

এরপর, চিলির স্বাস্থ্যমন্ত্রী জাইমি মানালিচ।

আজ শুনলাম, নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর কথা। ডেভিড ক্লার্কও পদত্যাগ করেছেন করোনা ইস্যু মাথায় নিয়ে।

পৃথিবীজুড়ে করোনা মোকাবেলায় যখন সকল স্বাস্থ্যমন্ত্রী পালাচ্ছে, তখন এই বাংলায় একজন হাল ধরে আছেন।

একই সাথে করোনা এবং করোনা বিষয়ে যারা তার সমালোচনা করছে তাদের বিরুদ্ধেও যুদ্ধ করছেন।

তিনি একের পর এক যুগান্তকারি পদক্ষেপ নিয়ে এগিয়ে চলছেন। মহান সংসদে ওঠা পদত্যাগের দাবীকেও তিনি বুড়ো আঙুল দেখিয়ে স্বপদে আছেন।

তিনি ট্রাম্পের নীতিতে চলছেন। পরীক্ষা বন্ধ হলে সনাক্ত কমে যাবে এই নীতি নিয়ে পরীক্ষা বন্ধ করে দিচ্ছেন নানা অজুহাতে।

অফিসে না গেলে সমালোচনাও শুনতে হবে না এই নীতিতে অফিসে যাওয়াও ছেড়েছিলেন।
তাকে শ্রদ্ধা।
তিনিই মূলত বাংলাদেশের স্বাস্থ্য... 😎
#কলেকটেড

Btw, HR এর উপর Honors-Masters শেষ করলাম এবার আমি চিন্তা করতেছি ইংিনিয়ারিংয়ে জব করবো । দোয়া করবেন 🥴

★ Covid-19  passes 10million  affected.★ A half of million died.    (Globally)
28/06/2020

★ Covid-19 passes 10million affected.
★ A half of million died.
(Globally)

Due to Pandemic this year Hajj will be performed very strictly. People have to  maintain these rules.
23/06/2020

Due to Pandemic this year Hajj will be performed very strictly. People have to maintain these rules.

23/06/2020

২৩ জুন ২০২০, মঙ্গলবার
০৯ আষাঢ় ১৪২৭, ৩০ শাওয়াল ১৪৪১।
🇧🇩 করোনা আপডেটঃ গত ২৪ ঘন্টায়

▪️নতুন আক্রান্ত - ৩,৪১২ জন।

▪️মোট আক্রান্ত - ১,১৯,২০৭ জন।

▪️নতুন মৃত্যু হয়েছে - ৪৩ জন।

▪️মোট মৃতের সংখ্যা - ১,৫৪৫ জন।

▪️নতুন সুস্থ হয়েছেন - ৮৮০ জন।

▪️মোট সুস্থ হয়েছেন - ৪৭,৬৩৫ জন।

▪️নতুন নমুনা পরীক্ষা - ১৬,২৯২ টি।

▪️মোট নমুনা পরীক্ষা - ৬,৪৭,০১১ টি।

▪️মোট ল্যাব সংখ্যা - ৫০ ➕ টি।

সুস্থ সংখ্যা নিয়ে ❓ আছে।
#সাস্থ্য_অধিদপ্তর

সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আগামী ২৩ শে জুন, রোজ- মঙ্গলবার, সকাল “ ৮.০০ টা থেকে চট্টগ্রামস্থ জি,ই,সি মোড়ে অবস্থিত ...
23/06/2020

সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আগামী ২৩ শে জুন, রোজ- মঙ্গলবার, সকাল “ ৮.০০ টা থেকে চট্টগ্রামস্থ জি,ই,সি মোড়ে অবস্থিত “জি,ই,সি কনভেনশন হলে” শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাঃ) লিমিটেড এর “করোনা কোভিড-১৯” টেস্টের স্যাম্পল কালেকশন এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যা কিনা প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত অব্যাহত থাকবে। শেভরণে কোভিড টেস্ট করার জন্য আগ্রহী সম্মানিত প্রার্থীদের ঘরে বসেই সিরিয়াল নেওয়ার জন্য নিচের ফরমটি পূর্ণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

https://www.chevronlab.com/covid-19-appointment-form

আপনাদের জ্ঞাতার্থে আরও জানানো যাচ্ছে, বিকাশ এর মাধ্যমে টেস্ট এর পেমেন্ট করা যাবে। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন
০১৭০১ ২২ ৯০ ৫৭
০১০৭১ ২২ ৯০ ৫৮ নাম্বারে

Braking News:International Hajj 2020 Has Been Officially Cancelled, Saudi Arabia.
22/06/2020

Braking News:
International Hajj 2020 Has Been Officially Cancelled, Saudi Arabia.

The Kingdom of Saudi Arabia has decided to allow only local Pilgrims of different nationalities to attend Hajj 1441 in limited numbers. International Hajj has been CANCELLED.

21/06/2020

করোনাকাল: চিকিৎসা/ মৃত্যু ভেদে শ্রেণী বিন্যাস
🇧🇩
★ ভিভিআইপিঃ - সিএমএইচ হাসপাতাল
★ ভিআইপিঃ - শেখ রাসেল হাসপাতাল
★ ধনবানঃ - এভারকেয়ার, ইউনাইটেড
★ মধ্যবিত্তঃ - মুগদা / কুমিটোলা / নিজের বাসা
★ অস্বচ্ছলঃ - ঢাকা মেডিক্যাল
★ হতদরিদ্রঃ - রাস্তাঘাট !

#কলেকটেড

(ভারতকে চাপে ফেলতে বাংলাদেশকে 'খয়রাতি' চিনের)।জী এই মহান উক্তিটা বলেছেন আমাদের বন্ধু দেশ। উনাদের পত্রিকায় আমাদের বলা হচ্...
20/06/2020

(ভারতকে চাপে ফেলতে বাংলাদেশকে 'খয়রাতি' চিনের)।
জী এই মহান উক্তিটা বলেছেন আমাদের বন্ধু দেশ। উনাদের পত্রিকায় আমাদের বলা হচ্ছে "খয়রাতি"।

বাস্তবতা উপলব্ধি করার পরেও তাহারা চুপ হয়ে আছে।দেখেও না দেখার ভান, শুনেও না শুনার ভান করছে সবাই। সাধারন মানুষের জীবন এখন ...
20/06/2020

বাস্তবতা উপলব্ধি করার পরেও তাহারা চুপ হয়ে আছে।
দেখেও না দেখার ভান, শুনেও না শুনার ভান করছে সবাই। সাধারন মানুষের জীবন এখন পিপড়ার চেয়েও নঘন্য।

19/06/2020

ইমারজেন্সি (এবি +) প্লাজমা লাগবে।
খুবিই জরুরী,রোগী আইসিউতে।
নাম্বার # 01818148949
Patient chittagong National Hospital e.
Please help please

19/06/2020

১৯ জুন ২০২০, শুক্রবার
০৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১।
🇧🇩 করোনা আপডেটঃ গত ২৪ ঘন্টায়

▪️নতুন আক্রান্ত - ৩,২৪৩ জন।

▪️মোট আক্রান্ত - ১,০৫,৫৩৫ জন।

▪️নতুন মৃত্যু হয়েছে - ৪৫ জন।

▪️মোট মৃতের সংখ্যা - ১,৩৮৮ জন।

▪️নতুন সুস্থ হয়েছেন - ২,৭৮১ জন।

▪️মোট সুস্থ হয়েছেন - ৪২,৯৪৫ জন।

▪️নতুন নমুনা পরীক্ষা - ১৫,০৪৫ টি।

▪️মোট নমুনা পরীক্ষা - ৫,৬৭,৫০৩ টি।

▪️মোট ল্যাব সংখ্যা - ৫০ ➕ টি।

সুস্থ সংখ্যা নিয়ে ❓ আছে।
#সাস্থ্য_অধিদপ্তর

At least 130000 more people died by Covid-19  than actual govt death number across 27 countries :: BBC
18/06/2020

At least 130000 more people died by Covid-19 than actual govt death number across 27 countries :: BBC

18/06/2020

১৮ জুন ২০২০, বৃহস্পতিবার
০৪ আষাঢ় ১৪২৭, ২৫ শাওয়াল ১৪৪১।
🇧🇩 করোনা আপডেটঃ গত ২৪ ঘন্টায়

▪️নতুন আক্রান্ত - ৩,৮০৩ জন।

▪️মোট আক্রান্ত - ১,০২,২৯২ জন।

▪️নতুন মৃত্যু হয়েছে - ৩৮ জন।

▪️মোট মৃতের সংখ্যা - ১,৩৪৩জন।

▪️নতুন সুস্থ হয়েছেন - ১,৯৭৫ জন।

▪️মোট সুস্থ হয়েছেন - ৪০,১৬৪ জন।

▪️নতুন নমুনা পরীক্ষা - ১৬,২৫৯ টি।

▪️মোট নমুনা পরীক্ষা - ৫,৬৭,৫০৩ টি।

▪️মোট ল্যাব সংখ্যা - ৫০ ➕ টি।

সুস্থ সংখ্যা নিয়ে ❓ আছে।
#সাস্থ্য_অধিদপ্তর

গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয় - বিএসএমএমইউ।তাহলে ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর করোনা সনাক্তকরণ ও পরে তা নেগেটিভ হ...
17/06/2020

গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয় - বিএসএমএমইউ।
তাহলে ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর করোনা সনাক্তকরণ ও পরে তা নেগেটিভ হওয়ার সময় - দুবারই গণস্বাস্থ্যের কিট কিভাবে সঠিক প্রমাণিত হয়েছিল???

ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণস্বাস্থ্যের দেয়া কিটগুলো পরীক্ষা নিরীক্ষার পর আজ তাদের .....

17/06/2020

১৭ জুন ২০২০, বুধবার
০৩ আষাঢ় ১৪২৭, ২৪ শাওয়াল ১৪৪১।
🇧🇩 করোনা আপডেটঃ গত ২৪ ঘন্টায়

▪️নতুন আক্রান্ত - ৪,০০৮ জন।

▪️মোট আক্রান্ত - ৯৮,৪৮৯ জন।

▪️নতুন মৃত্যু হয়েছে - ৪৩ জন।

▪️মোট মৃতের সংখ্যা - ১,৩০৫ জন।

▪️নতুন সুস্থ হয়েছেন - ১,৯২৫ জন।

▪️মোট সুস্থ হয়েছেন - ৩৮,১৮৯ জন।

▪️নতুন নমুনা পরীক্ষা - ১৭,৫২৭ টি।

▪️মোট নমুনা পরীক্ষা - ৫,৫১,২৪৪ টি।

▪️মোট ল্যাব সংখ্যা - ৫০ ➕ টি।

সুস্থ সংখ্যা নিয়ে ❓ আছে।
#সাস্থ্য_অধিদপ্তর

★ চট্টগ্রাম ধুকছে বিনা চিকিৎসায় ★চার হাসপাতল ঘুরেও চিকিৎসা জুটেনি শিশু শাওনের, মৃত্যুতেই দিল সমাধান৪/৫ বছরের শিশু শাওন। ...
16/06/2020

★ চট্টগ্রাম ধুকছে বিনা চিকিৎসায় ★
চার হাসপাতল ঘুরেও চিকিৎসা জুটেনি শিশু শাওনের, মৃত্যুতেই দিল সমাধান

৪/৫ বছরের শিশু শাওন। পতেঙ্গা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আঘাত পান। পরে তার নাক দিয়ে ব্লিডিং শুরু হলে তাকে নিকটস্থ বেপজা হাসপাতালে নেওয়া হয় সেখানে ভর্তি করানো হয়নি শিশুটিকে। পরে সেই দুপুর ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত তার স্বজনরা একে একে মমতা হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, সাউথ পয়েন্ট হাসপাতালে নিলেও কোথাও জুটেনি তার চিকবৎসা! অবশেষে মঙ্গলবার পৌনে ৩টার দিকে যখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলো তখন কর্তব্যরত চিকিৎসক জানালেন শিশু শাওন আর নেই! এসময় শাওনের নানাসহ স্বজনরা কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন। যদিও বা ডাক্তারি ভাষায় দুর্ঘটনা পরবর্তী ১ ঘণ্টাটি হচ্ছে গোল্ডেন আওয়ার। এই এক ঘণ্টার মধ্যেই যদি চিকিৎসা পায় রোগী তাহলে বাঁচানো সম্ভব হয়। হাইকোর্টের আদেশ, সরকারি নির্দেশ, মেয়রের হুমকি জনগণের প্রবল প্রতিবাদেও এই করোনাকালে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা না পাওয়ার এই অভিযোগ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।😭

#সংগৃহীত

চট্টগ্রামে আজ ২০০ তম লাশ দাফন করল আল মানাহিল !প্রথম ১০০ লাশ ৪৮ দিনে !!দ্বিতীয় ১০০ লাশ মাত্র ১৪ দিনে !!!আমরা চাই না আর কো...
16/06/2020

চট্টগ্রামে আজ ২০০ তম লাশ দাফন করল আল মানাহিল !
প্রথম ১০০ লাশ ৪৮ দিনে !!

দ্বিতীয় ১০০ লাশ মাত্র ১৪ দিনে !!!

আমরা চাই না আর কোন মায়ের বুক খালি হোক। পিতৃহারা হোক কোন অবুঝ শিশু। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে।
তবে সেই মৃত্যুর জানাজায় স্বজনদের সবাই অংশ নিবে, শেষবারের মত ছুয়ে দেখতে পারবে প্রিয় মানুষটিকে,শুধু এটুকুই আল্লাহর কাছে আর্জি।

মানুষই এখন মানুষের সবচেয়ে বড় ভয়। এমন একটি পৃথিবীর কল্পনা কেউ কি কখনো ঘুণাক্ষরেও করেছিল?
কোয়ারাইন্টাইন, আইসোলেশন কিংবা পিপিই- এসব ভারি ভারি শব্দ গুলোর সাথেই বা কজন পরিচিত ছিল!

রোগীকে স্বজনরা রাস্তায় ফেলে যাচ্ছে, বাবার লাশ ফেলে ডেথ সার্টিফিকেট নিয়ে ছেলে উধাও হয়ে যাচ্ছে- এমন দৃশ্যের সাথে কি আমরা পরিচিত ছিলাম?

মুদ্রার বিপরীতে আবার কিছু মানুষ আল মানাহিলের মত এগিয়ে এসেছে। রোগী এবং লাশ- উভয়কেই বুকে টেনে নিয়েছে পরম মমতায়।
আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ তিনিই আমাদের এমন সংকটে সাহসের সাথে কাজ করার জন্য মনোনীত করেছেন। যারই পরিক্রমায় আলহামদুলিল্লাহ এখন অনেকেই এগিয়ে আসছেন।

আল মানাহিল এই পোস্ট লেখা পর্যন্ত ২০০ টি লাশ দাফন করেছে যার মধ্যে ১০১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং বাকি ৯৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। এছাড়াও আজ পর্যন্ত আমরা ২৬০ জন কোভিড-১৯ পজিটিভ রোগীকে সরাসরি এ্যাম্বুলেন্স পরিসেবা প্রদান করেছি।

আমরা লাশ দাফন এবং রোগীদের এ্যাম্বুলেন্স পরিসেবার পাশাপাশি, জরুরী ভিত্তিতে ফ্রিতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ এবং একটি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের কাজ চালিয়ে যাচ্ছি।

এই বিশাল কর্মযজ্ঞ আমাদের একার পক্ষে চালিয়ে যাওয়া অনেকটাই দুঃসাধ্য যদি না আমরা আপনাদের পাশে পাই।

পিপিই, অক্সিজেন সিলিন্ডার , মাস্ক, হাসপাতালের ইকুইপমেন্ট, এ্যাম্বুলেন্সের জ্বালানি খরচ সহ এমন নানা খরচের ভারে নুহ্য আমরা।
তবে আমরা বিশ্বাস করি, আপনারাই আল মানাহিল। আল মানাহিল আপনাদেরই সংগঠন।

তাই এগিয়ে আসুন আপনার সাধ্যমত।
আপনাদের অনুদান পাঠাতে পারেন এই নাম্বারগুলোতে

01864486804 ( বিকাশ পার্সোনাল)

01792670433 ( বিকাশ পার্সোনাল)।

017907161683 (রকেট)।

01814898803 (নগদ)।

ব্যাংক একাউন্ট:

Al Manahil Welfare Foundation Bangladesh

Ac NO: 0100132954202

Janata Bank, Mimi Super Market Branch. Chattogram

#টিম_মানাহিল

16/06/2020

১৬ জুন ২০২০, মঙ্গলবার
০২ আষাঢ় ১৪২৭, ২৩ শাওয়াল ১৪৪১।
🇧🇩 করোনা আপডেটঃ গত ২৪ ঘন্টায়

▪️নতুন আক্রান্ত - ৩,৮৬২ জন।

▪️মোট আক্রান্ত - ৯৪,৪৮১ জন।

▪️নতুন মৃত্যু হয়েছে - ৫৩ জন।

▪️মোট মৃতের সংখ্যা - ১,২৬২ জন।

▪️নতুন সুস্থ হয়েছেন - ২,২৩৭ জন।

▪️মোট সুস্থ হয়েছেন - ৩৬,২৬৪ জন।

▪️নতুন নমুনা পরীক্ষা - ১৭,২১৪ টি।

▪️মোট নমুনা পরীক্ষা - ৫,৩৩,৭১৭ টি।

▪️মোট ল্যাব সংখ্যা - ৫০ ➕ টি।

সুস্থ সংখ্যা নিয়ে ❓ আছে।
#সাস্থ্য_অধিদপ্তর

জীবন যেখানে স্থবির। যেটা মানুষ বলতে পারছেনা এ ছবি দুটি সে কথা বলে দিচ্ছে। সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থাকে উন্নত ক...
16/06/2020

জীবন যেখানে স্থবির। যেটা মানুষ বলতে পারছেনা এ ছবি দুটি সে কথা বলে দিচ্ছে।
সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করুন। বড় মানুষের জন্য প্রাইভেট হস্পিটাল আছে কিন্তু গরিব মধ্যবিত্তের জন্য সরকারি হস্পিটালই শেষ সম্বল। প্রতি জেলায় সরকারি হস্পিটালের সংখ্যা অবশ্যই বৃদ্ধি করা উচিৎ। মানুষের জীবন বাঁচানোর চাইতে বড় কিছু হতে পারেনা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when DESK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share