Radio Mirza

Radio Mirza Radio Mirza is one of the largest Online Radio Network In Bangladesh. It's committed to entertaining

21/10/2021
27/09/2021
28/07/2021

A webinar on "Blockchain, A Secured and Promising Technology In Place Of Traditional Database" will be held by Computer Science & Engineering Department of Northern University Bangladesh on Saturday, July 31, 2021 at 8 PM.
Mr. K.A.M Lutfullah (SE Manager & Lead CSOC, UPAY) will be present as the key speaker with Prof. Dr. Anwar Hossain (Vice-Chancellor, NUB) as the Chief Guest. The session will be hosted by Afrin Jubaida (Lecturer, Dept. of CSE, NUB) and Md. Raihan-Ul-Masood (Associate Prof & Head, Dept. of CSE, NUB) will be present as the Technical Session Chair.
Join our webinar to gain an insight on Blockchain!

15/04/2021

এন ইউ বি সি সি এর শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে পবিত্র মাহে রমযানের বিশেষ লাইভ: হামদ, নাত এবং গজল এর অনুষ্ঠান
"ওগো দয়াময়"
এবারের আয়োজনে থাকছেন
রাইয়ান বিন নুর
ইমন আহমেদ আকাশ
মো: শাহারিয়ার মাহমুদ
এবং জাহিদ হাসান মিলু

দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে
আপনারা সকলে আমন্ত্রিত

২৪ মে  খুলে দেয়া হবে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ।১৭ মে খুলে দেয়া হবে হল গুলো
22/02/2021

২৪ মে খুলে দেয়া হবে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ।
১৭ মে খুলে দেয়া হবে হল গুলো

Forget 5G, the U.S. and China Are Already Fighting for 6G Dominance Xiaoying Zhao Scott Moritz Thomas Seal Bookmark Febr...
21/02/2021

Forget 5G, the U.S. and China Are Already Fighting for 6G Dominance Xiaoying Zhao Scott Moritz Thomas Seal Bookmark February 09, 2021, 2:30 AM February 10, 2021, 9:56 AM (Bloomberg) -- Most of the world is yet to experience the benefits of a 5G network, but the geopolitical race for the next big thing in telecommunications technology is already heating up. For companies and governments, the stakes

Read more at https://www.bloombergquint.com/technology/forget-5g-the-u-s-and-china-are-already-fighting-for-6g-dominance
Copyright © BloombergQuint

A contest to deliver the kind of technology that’s long been the stuff of science fiction is underway.

20/02/2021
1971-2021 ( Same calendar) এটার কারণ হলো:লক্ষ্য করুণ, ১৯৭১ সালের প্রথম দিন শুক্রবার। ১৯৭১ আর ২০২১ সালের মধ্যে ৫০ বছরের প...
21/12/2020

1971-2021 ( Same calendar)
এটার কারণ হলো:
লক্ষ্য করুণ, ১৯৭১ সালের প্রথম দিন শুক্রবার।
১৯৭১ আর ২০২১ সালের মধ্যে ৫০ বছরের পার্থক্য। আর লীপ ইয়ার ১২ টা।
তাহলে দিনের পার্থক্য = ৫০×৩৬৫ + ১২ + ১ = ১৮২৬৩
এই দিনের পার্থক্য ৭ দিয়ে বিভাজ্য। (সপ্তাহের ৭ দিন)
যার জন্য ১৮২৬২ দিন পরে, অর্থাৎ ১৮২৬৩ তম দিনে আবার ১ তারিখে শুক্রবার হবে। তার মানে গোটা পঞ্জিকাই রিপিট করবে।

08/11/2020

করোনা আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদ
পর পর ২ বার পরীক্ষা করার পর নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

মার্কিন সরকার কেন মামলা করেছে গুগলের বিরুদ্ধেপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ...
21/10/2020

মার্কিন সরকার কেন মামলা করেছে গুগলের বিরুদ্ধে

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার আস্থা ভঙ্গের অভিযোগে এই মামলা করা হয়। বলা হচ্ছে, এমন অভিযোগে করা এটিই সবচেয়ে বড় মামলা।

সিএনএনের খবরে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ এনেছে। অভিযোগে বলা হয়েছে, গুগল তার খাতের বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে এবং নিজের প্রাধান্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। এতে ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ও অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থায় এক ধরনের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে রেখেছে গুগল।

বিবিসির খবরে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে গুগলের মতো এত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সরকারের তরফে এমন মামলা করা হয়নি। বলা হচ্ছে, এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর এই মামলা করা হলো।

বিজ্ঞাপন

অবশ্য গুগলের আনুষ্ঠানিক বক্তব্যে দাবি করা হয়েছে যে, এই মামলা ‘অত্যন্ত ত্রুটিযুক্ত’। গুগল বলছে, ইন্টারনেটভিত্তিক বাজার এখনো প্রতিযোগিতামূলক আছে এবং এ ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মানুষ গুগল ব্যবহার করে নিজেদের পছন্দে, বাধ্য হয়ে বা অন্য কোনো বিকল্প নেই বলে নয়।’

গুগলের বিরুদ্ধে করা এই মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। রাজ্যগুলো হলো: আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

গত বছর গুগল শুধু বিজ্ঞাপন থেকেই আয় করেছে ১৩৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার—যা গুগলের মোট ব্যবসার ৮৪ শতাংশ। বিশ্লেষকদের আশঙ্কা, এই মামলার কারণে গুগলের বিজ্ঞাপনের বাজার ঝুঁকিতে পড়তে পারে।

19/10/2020
ব্যানকোভিড' ভ্যাকসিন প্রাণিদেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম- দাবি গ্লোব বায়োটেকের
05/10/2020

ব্যানকোভিড' ভ্যাকসিন প্রাণিদেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম- দাবি গ্লোব বায়োটেকের

আজারবাইজানের 'গানজা' শহরে আর্মেনিয়ার রকেট হামলাআজারবাইজানের  দ্বিতীয় শহর 'গানজা'য় হামলা চালিয়েছে আর্মেনিয়া। সেখানে ...
05/10/2020

আজারবাইজানের 'গানজা' শহরে আর্মেনিয়ার রকেট হামলা

আজারবাইজানের দ্বিতীয় শহর 'গানজা'য় হামলা চালিয়েছে আর্মেনিয়া। সেখানে কমপক্ষে ৫ বেসামরিক হতাহতের কথা নিশ্চিত করেছে ইলহাম আলিয়েভ সরকার।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের সংঘর্ষে দ...
04/10/2020

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। আজ রোববার ভোররাত পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। রোববার সকালে কুতুপালংস্থ ক্যাম্প-২ ইস্ট থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

স্থানীয়রা জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপে এমন ঘটনা নতুন নয়। এ ধরনের ছোট বড় ঘটনা প্রতিনিয়ত ঘটে।

উখিয়া থানার ওসি আহমেদ মন্জুর মোর্শেদ জানান, একটি গ্রুপের লোকজন অন্য গ্রুপের লোকদের হত্যা করেছে। ২ টি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানা যায়নি।

কুতুপালং ক্যাম্পের আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনাযক আতিকুর রহমান দুইজনের নিহতের সত্যতা নিশ্চিত করে জাানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত রয়েছে।

ঝুলন্ত তার নিয়ে টানাহেঁচড়া! কেটে দেয়ার পরই আবার সংযোগ! |ঝুলন্ত তার অপসারণ নিয়ে চলছে টানাহেঁচড়া। একদিকে দক্ষিণ সিটি ...
04/10/2020

ঝুলন্ত তার নিয়ে টানাহেঁচড়া! কেটে দেয়ার পরই আবার সংযোগ! |

ঝুলন্ত তার অপসারণ নিয়ে চলছে টানাহেঁচড়া। একদিকে দক্ষিণ সিটি করপোরেশন তার কাটছে। অন্যদিকে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আবারও তার টানছে। নেই কোন সমন্বিত পরিকল্পনা। ঢাকা উত্তরের মতো দক্ষিন সিটি করপোরেশনের কাছে দীর্ঘমেয়াদী সমাধানের প্রত্যাশা করছে আইএসপিএবি। অন্যথায় সেবা বিচ্ছিন্ন অথবা মূল্য দ্বিগুণ বেড়ে যাওয়ার শঙ্কা ইন্টারনেট সেবাদাতাদের।

নিজ হাতে সন্তানের অপারেশন, বাঁচাতে না পেরে ‘সরি’ লিখে আত্মহত্যা চিকিৎসক বাবারনিজের হাতে সাত বছরের মেয়ের অস্ত্রোপচার করে...
04/10/2020

নিজ হাতে সন্তানের অপারেশন, বাঁচাতে না পেরে ‘সরি’ লিখে আত্মহত্যা চিকিৎসক বাবার
নিজের হাতে সাত বছরের মেয়ের অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক বাবা। কিন্তু মেয়েকে বাঁচাতে পারেননি। চিকিৎসক হয়েও নিজের সন্তানকে হারানোর যন্ত্রণায় বিদ্ধ চিকিৎসক বাবা সরি লিখে আত্মহত্যা করেছেন। এ ঘটনা ভারতের কেরালার।

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর নিজের সাত বছরের মেয়ের অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক অনুপ কৃষ্ণ। হাঁচুর অস্ত্রোপচার করার সময়ই কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়। শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। বাবার তত্ত্বাবধানেই মেয়ের মৃত্যু হয়। এই ঘটনার জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয় চিকিৎসকের।

মেয়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে পরিবার এবং স্থানীয়রা। হাসপাতালের বাইরে বিক্ষোভও হয়। চিকিৎসক অনুপের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। শুধু তাই নয়, কোল্লাম পূর্ব পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়।

এরপর গত বৃহস্পতিবার কোল্লাম জেলার কাদাপ্পাকাড়াতে বাড়ি থেকে ওই চিকিৎসক বাবার দেহ উদ্ধার হয়। বাড়ির বাথরুমের দেয়ালে ‘সরি’ লিখে রেখেছিলেন তিনি।

কুমিল্লায় স্টার লাইন পরিবহনের বাসের সাথে রংসাইড থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত দুই; আহত পাঁচ
03/10/2020

কুমিল্লায় স্টার লাইন পরিবহনের বাসের সাথে রংসাইড থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত দুই; আহত পাঁচ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরও বাড়ছে: শিক্ষা মন্ত্রী করোনাকালীন সময়ে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ ...
30/09/2020

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরও বাড়ছে: শিক্ষা মন্ত্রী

করোনাকালীন সময়ে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরো বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি।

বরগুনার রিফাতের ঘটনায় স্ত্রী মিন্নিসহ ৬ জনের চরম দণ্ড
30/09/2020

বরগুনার রিফাতের ঘটনায় স্ত্রী মিন্নিসহ ৬ জনের চরম দণ্ড

সাড়ে ৮ হাজার ই-পোস্ট অফিসের নামে সাড়ে ৫শ' কোটি টাকা লোপাটচাল নেই, চুলা নেই; নেই বিদ্যুৎ সংযোগ। তবুও তিনটি ল্যাপটপ, স্ক...
26/09/2020

সাড়ে ৮ হাজার ই-পোস্ট অফিসের নামে সাড়ে ৫শ' কোটি টাকা লোপাট

চাল নেই, চুলা নেই; নেই বিদ্যুৎ সংযোগ। তবুও তিনটি ল্যাপটপ, স্ক্যানার, ফটো প্রিন্টারসহ দেয়া হয়েছে ১৫ লাখ টাকার কমপিউটার সামগ্রি। এমনকি কার্ডে লেনদেনের জন্য দেয়া হয়েছে ৩২ হাজার টাকা দামের পজ মেশিন! এটি ডাক বিভাগের মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রের হাতে বাস্তবায়িত ৫৬০ কোটি টাকার ই-সেন্টার প্রকল্পের, যার কোন সেন্টারেই কাজে লাগছে না।

বাইডেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ট্রাম্প নির্বাচনের আগে ভ্যাকসিনের অনুমোদন ইস্যুতে মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট নির্...
08/09/2020

বাইডেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ট্রাম্প

নির্বাচনের আগে ভ্যাকসিনের অনুমোদন ইস্যুতে মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী নির্বাচনের আগেই টিকার অনুমোদন নিরাপদ, এ সংক্রান্ত তথ্য প্রমাণ দাবী করেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী। এদিকে, সমালোচনায় করায় বাইডেনকে প্রকাশ্যে ক্ষমায় চাওয়ার দাবী করেন ট্রাম্প।

অবশেষে মায়ের কোলে জিনিয়া; বেঁচে গেলো বড় অঘটনের হাত থেকেঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপহৃত পথশিশু জিনিয়াকে...
08/09/2020

অবশেষে মায়ের কোলে জিনিয়া; বেঁচে গেলো বড় অঘটনের হাত থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপহৃত পথশিশু জিনিয়াকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গেলো রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে উদ্ধার করা হয়। ।এক সপ্তাহ আগে টিএসসি এলাকা থেকে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যাওয়া নারী লোপা তালুকদারকেও গ্রেফতার করেছে পুলিশ। ডিবি জানায়, জিনিয়াকে দিয়ে অনৈতিক কাজ করানোর মতলব ছিলো লোপা তালকুদারের।

আগামী প্রজন্মের উড়োজাহাজ ‘ফ্লাইং-ভি’ এর পরীক্ষামূলক সফল উড্ডয়ন সম্পন্ন হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও অনন্য নকশার এই উড়োজ...
07/09/2020

আগামী প্রজন্মের উড়োজাহাজ ‘ফ্লাইং-ভি’ এর পরীক্ষামূলক সফল উড্ডয়ন সম্পন্ন হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও অনন্য নকশার এই উড়োজাহাজের পাখায় স্থাপন করা হয়েছে যাত্রী কেবিন, কার্গো ও জ্বালানি ট্যাঙ্ক। বিশেষজ্ঞদের ধারণা, বিশেষ নকশার কারণে এখনকার উড়োজাহাজের তুলনায় ফ্লাইং-ভি এর জ্বালানি খরচ ২০ শতাংশ পর্যন্ত কমবে।
ফ্লাইং-ভি, উড়োজাহাজটি অন্য সব উড়োজাহাজের মতো নয়। বেশ আলাদা। তার দুই পাখায় বসানো হয়েছে যাত্রী কেবিন, কার্গো ও জ্বালানি ট্যাঙ্ক। বোঝাই যাচ্ছে, একেবারেই আধুনিক নকশার উড়োজাহাজ এটি। এরইমধ্যে উড়োজাহাজটির প্রথম ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছে। নকশার কারণেই এটি অন্তত ২০ শতাংশ জ্বালানি সাশ্রয় করতে সক্ষম হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
উড়োজাহাজটি তৈরি করেছেন নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকেরা। তাঁদের সহযোগী ছিল ডাচ্ এয়ারলাইন- কেএলএম। উড়োজাহাজটির আর কী কী পরিবর্তন প্রয়োজন হতে পারে, তা জানতে বিশেষজ্ঞরা পরীক্ষামূলক ফ্লাইটটি পরিচালনা করেন।
একদল গবেষক ও প্রকৌশলী জার্মানির একটি সুরক্ষিত এয়ারবেসে উড়োজাহাজটি নিয়ে পরীক্ষা চালান। সেখানেই উড্ডয়ন ও অবতরনের কাজ করা হয়। তবে, যাত্রী নিয়ে আকাশে ওঠার আগে উড়োজাহাজটির আরো পরিবর্তন-পরিবর্ধন প্রয়োজন। ফ্লাইং-ভিকে টেকসই হিসেবে তৈরি করতে আরও পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা

লাদাখে ফের ভারতীয় সেনার মৃত্যু, চীন সেনাদের অনুপ্রবেশ নস্যাতের দাবি লাদাখের পূর্ব সীমান্তে চীনা সেনাদের হামলা পরিকল্পনা...
02/09/2020

লাদাখে ফের ভারতীয় সেনার মৃত্যু, চীন সেনাদের অনুপ্রবেশ নস্যাতের দাবি

লাদাখের পূর্ব সীমান্তে চীনা সেনাদের হামলা পরিকল্পনা নস্যাতের দাবি করলো ভারত। মঙ্গলবার, প্রতিবেশী রাষ্ট্রের উসকানিমূলক আচরণের অভিযোগ তোলে নয়াদিল্লি।

রেকর্ড ৭শ’ মিলিয়ন ইউরোতে ম্যান সিটিতে মেসি!রেকর্ড ৭শ' মিলিয়ন ইউরোতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন লিওনেল...
02/09/2020

রেকর্ড ৭শ’ মিলিয়ন ইউরোতে ম্যান সিটিতে মেসি!

রেকর্ড ৭শ' মিলিয়ন ইউরোতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। এমন খবর নিশ্চিত করেছে ইএসপিএন, ফক্স স্পোর্টসসহ ইউরোপের অনেক গণমাধ্যম। ৫ বছরের চুক্তিটি হবে সিটি ফুটবল গ্রুপের সঙ্গে। চুক্তি অনুযায়ী ৩ বছর খেলবেন ম্যানচেস্টার সিটির হয়ে। জার্সি বদলে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হতে যাচ্ছেন এলএমটেন।

পাঠ্যপুস্তক ছাপাতে আন্তর্জাতিক টেন্ডার ।। একটা বড় অংশ চলে যাচ্ছে ভারতে ।।
01/09/2020

পাঠ্যপুস্তক ছাপাতে আন্তর্জাতিক টেন্ডার ।। একটা বড় অংশ চলে যাচ্ছে ভারতে ।।

যত সিট তত যাত্রী, পুরনো নিয়মে ফিরেছে গণপরিবহনআজ থেকে পুরনো নিয়মে ফিরেছে গণপরিবহন। দুই সিটে যাত্রী পরিবহন এবং পূর্বের ভ...
01/09/2020

যত সিট তত যাত্রী, পুরনো নিয়মে ফিরেছে গণপরিবহন
আজ থেকে পুরনো নিয়মে ফিরেছে গণপরিবহন। দুই সিটে যাত্রী পরিবহন এবং পূর্বের ভাড়াতেই চলছে গণপরিবহন।

রাজধানীতে একটি ফ্লাট থেকে দুই মেয়েসহ আটক ৬অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে রাজধানীর কালাচাঁদপুরের একটি ফ্ল্যাট ...
25/08/2020

রাজধানীতে একটি ফ্লাট থেকে দুই মেয়েসহ আটক ৬

অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে রাজধানীর কালাচাঁদপুরের একটি ফ্ল্যাট থেকে ছয়জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।

'ধর্ষণের পর কিশোরী খুন': এক মাস পর হঠাৎ হাজির |বের হলো এক কিশোরীর অন্তর্ধান রহস্য। এতদিন পুলিশের বরাতেই জানা যাচ্ছিল, ধর...
25/08/2020

'ধর্ষণের পর কিশোরী খুন': এক মাস পর হঠাৎ হাজির |
বের হলো এক কিশোরীর অন্তর্ধান রহস্য। এতদিন পুলিশের বরাতেই জানা যাচ্ছিল, ধর্ষণের পর খুন হয়েছে সেই কিশোরী। এমনকি ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে তিনজন। কিন্তু মাসখানেক পর সেই কিশোরী মাকে ফোন করলে বেরিয়ে আসে প্রকৃত কাহিনী। জানা যায়, এতদিন কথিত প্রেমিকের সাথে ছিল ওই কিশোরী। মেয়েটির ফিরে আসায় প্রশ্ন উঠেছে পুলিশের তদন্ত আর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে। ঘটনাটি তদন্তে পুলিশ একটি কমিটি গঠন করেছে।

চকরিয়ায় নির্যাতিতা সেই মা-মেয়ে অবশেষে কারামুক্ত
25/08/2020

চকরিয়ায় নির্যাতিতা সেই মা-মেয়ে অবশেষে কারামুক্ত

সিনহা হত্যার দিনের টেকনাফ থানার সিসিটিভি ফুটেজ স্টোর করা হার্ডড্রাইভ চুরি!
25/08/2020

সিনহা হত্যার দিনের টেকনাফ থানার সিসিটিভি ফুটেজ স্টোর করা হার্ডড্রাইভ চুরি!

৫ মাস পর শুরু হল পাসপোর্ট জমার আবেদন |রাজধানীতেই নবায়নের জন্য আটকে আছে কয়েক লাখ পাসপোর্ট। দীর্ঘ পাঁচ মাস পর স্বাভাবিক ...
23/08/2020

৫ মাস পর শুরু হল পাসপোর্ট জমার আবেদন |

রাজধানীতেই নবায়নের জন্য আটকে আছে কয়েক লাখ পাসপোর্ট। দীর্ঘ পাঁচ মাস পর স্বাভাবিক কার্যক্রম শুরু হলেও আপাতত জরুরি ছাড়া মিলছে না এই সুবিধা। অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, পরিস্থিতি সামাল দিতে সময় লাগবে আরো কয়েক মাস।

অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ গঠনঅস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামী...
23/08/2020

অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ গঠন

অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। একইসাথে ৩১ আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

Five famous "YouTubers" revert to Islam. Allahu Akbar!
23/08/2020

Five famous "YouTubers" revert to Islam. Allahu Akbar!

মহাকাশের ভাসমান সোনার খনি, নাসার নজরে গ্রহাণু 16 সাইকিসাইকি-১৬ গ্রহাণু আমাদের সৌর জগতের অন্যতম একটি বিস্ময়কর বস্তু যা পৃ...
23/08/2020

মহাকাশের ভাসমান সোনার খনি, নাসার নজরে গ্রহাণু 16 সাইকি

সাইকি-১৬ গ্রহাণু আমাদের সৌর জগতের অন্যতম একটি বিস্ময়কর বস্তু যা পৃথিবী থেকে প্রায় ২৩ কোটি মাইল দূরে অবস্থান করছে। কিন্তু দূরবর্তী এই গ্রহাণুটিই আমাদের জন্য সৌভাগ্যের কারণ হতে পারে।

সম্প্রতি মহাকাশ সংস্থা নাসা এই গ্রহাণুর উদ্দেশ্যে একটি অভিযান পরিচালনার ঘোষণা করেছেন। পূর্বের পরিকল্পনার চেয়ে এক বছর আগেই এই অভিযান শুরু হবে। মূলত ২০২৩ সালে হওয়ার কথা থাকলেও এখন তা ২০২২ সালে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে যা ২০২৬ সালে গ্রহাণুর কাছে পৌছুবে।


গ্রিক পৌরাণিক কাহিনীর একটি মানব চরিত্র সাইকির নামানুসারে এর নামকরন করা হয়, যে কিনা অমরত্ব লাভ করেছিলো। সাইকি ১৬ গ্রহাণু অঞ্চলে আবিষ্কৃত এযাবতকালের সবচেয়ে বড় গ্রহাণু যা প্রচুর ধুলোচ্ছান্ন অবস্থায় রয়েছে। এটি বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের মাঝামাঝি বৃহত্তম গ্রহাণু অঞ্চলে অবস্থিত এবং সৌর জগৎ সৃষ্টির সময় আংশিকভাবে ধ্বংস হওয়ার আগে হয়তো একটি গ্রহ অবস্থাতেই ছিলো।

১৩০ মাইল প্রশস্ত এই ধাতব টুকরোটি লোহা, নিকেল এবং আরও কয়েকটি বিরল ধাতু দিয়ে তৈরী। যার মাঝে সোনা, প্লাটিনাম এবং তামা অন্যতম। যদি গ্রহাণুটিকে পৃথিবীতে ফেরত আনা হয় তবে শুধুমাত্র এর লোহার মূল্যই হবে প্রায় দশ হজার কোয়াড্রিলিয়ন ডলার। আর সেইসাথে সাইকি-১৬ পৃথিবীবাসীকে শীলা বা বরফের পরিবর্তে লোহার তৈরী কোন বিশ্ব আবিষ্কারের সুযোগ সৃষ্টি করে দেবে।

অপরদিকে গ্রহাণুটির এই মূল্য পৃথিবীর পণ্যমূল্য কমাতে এবং বিশ্বের অর্থনীতিতে ৭৩.৭ ট্রিলিয়ন ডলার পতনের কারণ হয়ে দাঁড়াবে।
পৃথিবীতে গ্রহাণু পদার্থের বাজার অনুমান করলে দেখা যায়, এটি অন্যান্য মূল্যবান ধাতুর মূল্য হ্রাস করতে পারে এবং এর ফলে সরকারী সম্পদসহ অন্যান্য সম্পত্তির মূল্য সম্পূর্ণরূপে অবমূল্যায়ীত হবে। সাথে সাথে যে সকল কোম্পানী এসব উত্তোলন, বাজারজাতকরণ এবং এর বাণিজ্যের সাথে যুক্ত তারাও ক্ষতির সম্মুখীন হবে। আর সামগ্রিকভাবেই এটি অর্থনীতিকে পতনের দিকে ধাবিত করবে।

সাইকি অভিযানের বৈজ্ঞানিক উদ্দেশ্য হচ্ছে গ্রহ গঠনের নির্মাণ কৌশল বুঝা এবং একটি সম্পূর্ণ নতুন ও অপ্রত্যাশিত বিশ্বের আবিষ্কার করা।
অভিযান পরিচালনাকারী দলটি দেখবেন সাইকি কি কোন পূর্ববর্তী গ্রহের কেন্দ্র ছিলো কিনা, এর বয়সই বা কত কিংবা এটা কি পৃথিবীর কেন্দ্রের মতোই গঠিত হয়েছে কিনা অথবা এর পৃষ্ঠতল দেখতে কেমন।

নাসা সদর দপ্তরের পরিচালক জিম গ্রিন বলেন, “আমরা গ্রহাণু সাইকির আবর্ত পথকে আরও কার্যকর করার জন্য এই অভিযান এগিয়ে নেয়ার নকশাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আর এটাই আমাদের বিজ্ঞানের উদ্দেশ্যকে দ্রুত পূরণ এবং ব্যায় কমাতে সক্ষম করে তুলবে।”

মহাকাশযানটির যন্ত্রপাতির মধ্যে একটি ম্যাগনেটোমিটারের সাথে মাল্টিস্পেকট্রাল ইমেজার এবং একটি গামা রশ্মি ও নিউটন স্পেকট্রমিটার অন্তর্ভুক্ত করা হবে।

নাসার প্রধান অভিযান বিজ্ঞানী এবং এরিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিচালক লিন্ডি এলকিন্স বলেন, “এজাতীয় সৌর জগতের একমাত্র পরিচিত গ্রহাণু হচ্ছে সাইকি-১৬ আর শুধুমাত্র এই পদ্ধতির অভিযানের মাধ্যমেই মানুষ একটি কোর বা কেন্দ্র পরিদর্শন করতে পারবে। আমরা বহিঃমহাকাশ পরিদর্শন করে, পৃথবীর বায়ুমন্ডলের বাইরে গিয়ে পৃথিবীর ভেতরের অনেক তথ্যই জানতে পারি।”

গ্লোবাল নিউজ কানাডাকে ড. এলকিন্স-ট্যান্টন বলেন, “যদি আমরা একটি বিশাল ধাতুর টুকরো ধরতে পারি এবং সেটা পৃথিবীতে নিয়ে আসি, তবে আপনি কি করবেন?”

“আপনি কি এর উপর বসে পড়বেন এবং একে গোপন করে বিশ্বের অন্য সকল সম্পদ যেমন হীরার মতো মূল্যবান ধাতুকে নিয়ন্ত্রণ করে আপনার ব্যাবসার বাজার রক্ষা করবেন? এমনকি আপনি যদি একে পৃথিবীতে ফিরিয়ে এনে মানুষের সকল ধাতব সম্পদের সমস্যা সমাধান করতে চান তবে এটা অবশ্যই একটি বন্য আসক্তি হয়ে যাবে।”

গ্রহাণুটিকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার কোন পরিকল্পনা নাসার নেই কিন্তু এর পরিবর্তে মহাকাশ সংস্থাটি আবিষ্কার করতে চেষ্টা করবে কীভাবে একটি গ্রহ এর স্তর থেকে বিভক্ত হয়েছে। [ডেইলি মেইল- অবলম্বনে]

১ লা সেপ্টেম্বর এ পূর্বের ভাড়া কার্যকরকরোনাভাইরাস মহামারীর মধ্যেও বাসের সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই ...
20/08/2020

১ লা সেপ্টেম্বর এ পূর্বের ভাড়া কার্যকর

করোনাভাইরাস মহামারীর মধ্যেও বাসের সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ৬০ ভাগ ভাড়াও বাতিল করা হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে বাসের সব আসনে যাত্রী নেয়া হবে। এদিন থেকেই আগের ভাড়া নেয়া হবে।

আজ (বুধবার) বিকেলে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে গণপরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে। বিআরটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধি, ডিএমপি, হাইয়ে পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও সুরক্ষা নীতির বাস্তবায়নসহ বেশকিছু শর্তে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় গত ৩১ মে থেকে গণপরিবহন চালু করেছিল সরকার। তবে ঈদযাত্রায় ও ঈদ-পরবর্তী থেকে স্বাস্থ্যবিধি না মানা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। এরপর থেকেই গণপরিবনের বর্ধিত ভাড়া নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সূত্র জানায়, বৈঠকে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা আর হাইওয়েতে নসিমন পরিবহন ভটভটির বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাটারি চালিত রিকশা বন্ধে ডিএমপিকে দায়িত্ব দেয়া হয়েছে।বিআরটিএর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এবারের ঈদুল আজহার ঈদ যাত্রায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সব মিলে গণপরিবহন মালিক-শ্রমিকদেরও দাবি পূর্বের ভাড়ায় ফিরে যাওয়া। সাধারণ যাত্রীদের পক্ষ থেকে সে ধরনেরই দাবি ও অভিযোগ এসেছে। সব বিষয় আমলে নিয়ে বিআরটিএ মন্ত্রণালয়ের মাধ্যমে এই মাসেই বর্ধিত ভাড়ার নির্দেশনা রহিত করে পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার প্রস্তাবনা পাঠাবে। এক্ষেত্রে মানতে হবে সুরক্ষা ও স্বাস্থ্যবিধি। শুধু থাকবে না এক সিট খালি রাখার নির্দেশনা। অর্থাৎ পাশাপাশি দুই সিটেই যাত্রী বসবেন।

বাংলাদেশ বাস পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘বর্ধিত ভাড়ার যে নির্দেশনা সেটার কিছু তো ব্যত্যয় ঘটেছেই। তবে বিআরটিএ বা হাইওয়ে পুলিশ কিংবা জেলা পুলিশ তো সেটা কন্ট্রোলও করতে পারেনি বা দেখভাল করা সম্ভবও নয়। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে বর্ধিত ভাড়ার নির্দেশনার কারণে যাত্রীদেরও তো অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। কিন্তু খেয়াল করুন সবই চলছে স্বাভাবিক নিয়মে। সিএনজি, লেগুনা, প্রাইভেটকার সব জায়গায়ই তো গাদাগাদি। শুধু বাস নিয়েই বেশি সমালোচনা বা প্রশ্ন উঠছে।

'ঈদে গণপরিবহন নয়, পণ্য পরিবহন বন্ধ থাকবে'মন্ত্রী বলেন, 'আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন এবং বাসও চলবে'ঈদের আগে গণ পরিবহন ব...
15/07/2020

'ঈদে গণপরিবহন নয়, পণ্য পরিবহন বন্ধ থাকবে'

মন্ত্রী বলেন, 'আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন এবং বাসও চলবে'

ঈদের আগে গণ পরিবহন বন্ধের যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিলো সেটাকে ভুল বুঝাবুঝি বলে উল্লেখ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (১৫ জুলাই) দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের কর্মপন্থা নির্ধারণী এক বৈঠকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, “আজকে বৈঠকের আগেও আমরা বলেছিলাম, ঈদের আগের পাঁচ দিন এবং পরে তিন দিন গণপরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বুঝাবুঝি ছিলো।এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যেকোনো গণপরিবহন বন্ধ থাকবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমরা যখন আজকে বৈঠক শুরু করেছিলাম তখন আমরাও বলেছিলাম গণপরিবহন ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরে তিনদিন বন্ধ থাকবে। পরবর্তীতে আমাদের সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে, এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ঈদের আগে পাঁচ দিন ও পরে তিন দিন পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে। কিন্তু আমাদের গণপরিবহন, গণপরিবহনের একটা অংশ যাত্রীবাহী লঞ্চ বা ফেরী চালু থাকবে।”

সেক্ষেত্রে ট্রেন বা বাসও চলাচল করতে পারে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এটার সমন্বয় করে নেবো। আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন এবং বাসও চলবে।”

চলুন জেনে নেয়া যাক "চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে"-এর অর্থ কি?টাকার নোটে এই কথাটি লেখার আসল কারণ-আমরা জানি ...
13/07/2020

চলুন জেনে নেয়া যাক "চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে"-এর অর্থ কি?

টাকার নোটে এই কথাটি লেখার আসল কারণ-

আমরা জানি বাংলাদেশের মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। কথা হলো এই মুদ্রা আসলে কী? মুদ্রা বলতে কী বোঝায় সেই সম্পর্কে সবারই একটু ধারণা রাখা ভালো। বাংলাদেশের সরকারি মুদ্রা হলো তিনটি। ১,২ ও ৫ টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো প্রমিসারি নোটস। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে। তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়।

মনে করুন, আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে পারছেন না। তাই আপনি ১০০ টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। বাংলাদেশ ব্যাংক চাহিবামাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ ১,২ ও ৫ টাকা প্রদান করে দায় থেকে মুক্ত হবে। এই হচ্ছে মূল বিষয়।

চলুন বিষয়টি আরেকটু ব্যাখ্যা করা যাক। বাংলাদেশ ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে তখনই সমপরিমাণ ১,২ ও ৫ টাকার নোট বা কয়েন সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। আবার যখন ১,২ ও ৫ টাকা মার্কেটে ছাড়ে তখনই সমপরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে। সে হিসেবে মার্কেটে যত টাকার নোট আছে ঠিক সমপরিমাণ টাকা (১,২ ও ৫) বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত আছে। সুতরাং সব নোট ব্যাংকে জমা করলেও ১, ২ ও ৫ টাকার কয়েন/ নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

১,২ ও ৫ টাকা হলো টাকা, আর বাকিগুলো প্রমিসারি নোটস৷ আর এজন্য ১, ২ ও ৫ টাকার নোটে লেখা থাকে না ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’। বাকি নোটগুলোয় ঠিকই লেখা থাকে।

বিঃদ্রঃ ৫ টাকার নোট বর্তমানে সরকারি নোট আগে ব্যাংক নোট ছিল।

©️ Post courtesy - Arup Das।
DD- Bangladesh Bank

গরুর ধাক্কায় বিকল আন্তনগর ট্রেন!নাটোরের গরুর সাথে ধাক্কা খেয়ে বিকল হয়ে যায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ৭৯৮ আন্তনগর কুড়িগ্রাম...
09/07/2020

গরুর ধাক্কায় বিকল আন্তনগর ট্রেন!

নাটোরের গরুর সাথে ধাক্কা খেয়ে বিকল হয়ে যায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ৭৯৮ আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নাটোর-সান্তাহর রেল লাইনের বীরকুৎসা-মাধনগরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীদের কোন ক্ষতি না হলেও ট্রেনের সাথে ধাক্কা খাওয়া গরুটি মারা গেছে।
রেল ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দ্রুতগামি আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বীরকুৎসা রেলওয়ে স্টেশন পার হয়ে কিছুদূর যায়। এসময় ওই লাইনের ওপর ঘাস খাওয়ারত একটি গরুর সাথে ধাক্কা লাগে। এতে গরুটি ছিটকে লাইনের ধারে পড়ে যায়। এদিকে ওই গরুর ধাক্কায় ট্রেনের ভ্যাকুয়াম পাইপ ফেটে গেলে ট্রেনটি বিকল হয়ে যায়। এসময় চালক ট্রেনটি সেখানে দাঁড় করাতে বাধ্য হন। এতে ট্রেন যাত্রীদের কোন ক্ষয় ক্ষতি হয়নি। তবে গরুটি মারা যায়। পরে ভ্যাকুয়াম পাইপটি মেরামত করার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এজন্য আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস টেনটিকে প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করতে হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তিনি ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রেনটি গন্তব্যে রওনা হয়ে যায় বলে জানান। তিনি বলেন, ট্রেনটির ভ্যাকুয়াম পাইপ ফেটে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জেনেছি।
এবিষয়ে জানতে নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু ট্রেনটি নাটোর স্টেশনে স্টপেজ নাই তাই বিষয়টি পূর্বের স্টেশন থেকে কেউ তাঁকে জানায়নি। তবে তিনি লোকমুখে জেনেছেন, বীরকুৎসা-মাধনগর স্টেনের মাঝামাঝি এলাকায় ট্রেনের সাথে একটি গরুর ধাক্কা লাগার পর ট্রেনের ভ্যাকুয়াম পাইপ ফেটে যায়। ফলে ট্রেনটি সেখানে দাঁড়িয়ে পড়ে। পরে মেরামত শেষে ট্রেনটি গন্তব্যে রওনা হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টা ৫৫ মিনিটের দিকে নিরাপদে নাটোর স্টেশন অতিক্রম করে যায় বলে তিনি জানান।

সুত্রঃ কালেরকন্ঠ

Address


Alerts

Be the first to know and let us send you an email when Radio Mirza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Mirza:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share