Rupayan

Rupayan আমি শতভাগ শুদ্ধ নই কিন্তু অকৃতজ্ঞ, বেঈমান নই।।

দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায়, স্ত*ন থেকে দু ইঞ্চি গভীরে একটা হৃদপিন্ড আছে!লবনাক্ত এক...
30/06/2024

দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায়, স্ত*ন থেকে দু ইঞ্চি গভীরে একটা হৃদপিন্ড আছে!

লবনাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনদিন হয়তো জিজ্ঞেস ও করা হয়না "তুমি ভালো আছো তো?"

রাস্তার মোড় থেকে কনডম কিনে ঘরে ফেরা স্বামীর মনে থাকে না, একটা ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়!

সংসার একটা উপভোগ করার জায়গা! অথচ, আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসার ভাবতে থাকি!

ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনে একঘেয়ামী চলে আসে!

সংসার মানে আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা না, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে!

সংসার একটা দায়িত্ববোধের ব্যপার! শারিরিক আকর্ষনের উন্মাদনা শেষে উল্টা পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি টের পায়না, ভালোবাসায় কখনো অনীহা আসে না!

বীর্য স্ফলনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়, তাহলে আপনি কামুক, এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি!

প্রেমিক হলে, মাথায় হাত বুলাতে বুলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়!

একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষন ভাবে প্রত্যাশা করি! আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষন প্রয়োজন হয়!

নগ্ন দেহের প্রতি কোন মুগ্ধতা নেই! মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে!

প্রেম মানে "তোমার চোখের দিকে তাকিয়ে ২৫৬ বার মরে যাওয়া যায়!"

প্রেম মানে "তুমি ঘুমাও, আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি!"

ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করেন!

ভালোবাসায় শরীর আসবেই, তবে শরীরেও যাতে ভালোবাসা আসে!

শুধু স্তন নয়, স্তন থেকে দু ইঞ্চি গভীরে থাকা হৃদপিন্ড যে দেখতে পায়না, সে আর যাই হোক ভালোবাসতে শিখেনি!

আমরা যোনীর গভীরতা আবিস্কার করতে শিখেছি, অথচ হৃদপিন্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখিনি!

একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে, মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন! দু চারটা সুখ-দুঃখের কথা শুনুন! বিপরীত মানুষটাকে একটু সময় দিন! মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক! মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃদপিন্ড একসময় আপনার লং টাইম ডিউরেশনাল যৌ*নতার প্রতিও আর আগ্রহবোধ করবে না! যার প্রতি প্রেম থাকে না, তার জন্য কাম ও জাগে না!



Martand Singha

ছাদ বাগনের পেঁপে....
21/06/2024

ছাদ বাগনের পেঁপে....

17/06/2024

জাতীয় পরিচয় পত্রে ভূল সংশোধন কক্ষে নারী অফিসার বললেন - কি করতে পারি?

- সুতির নাইটি টা ঠিক করতে হবে।

এই শুনে মহিলা তো রেগে আগুন। খেঁকিয়ে উঠলেন রীতিমতো।

- অসভ্যতা করছেন? জানেন, আমি কি করতে পারি?

- জানি তো। সেজন্যই এসেছি। বাবা-মা আদর করে আমার নাম রেখেছিল সুধীর। সুধীর মাইতি। আপনারা জাতীয় পরিচয় পত্রে লিখে দিলেন সুতির নাইটি?

পাশে বসে স্বপন'দা কেঁদে দিলেন। বললেন - আপনারতো তবুও ভদ্র অবস্থা মশাই। আমার কথা ভাবুন। নাম স্বপন ঘোষ আর এনআইডি তে আসলো 'স্বপ্নদোষ'"। বলি, এই ৭২ বছর বয়সে কি এসব থাকে নাকি?

পিছনে দাঁড়ানো রোদন দে কেঁপে ওঠে বললেন, "ওদিকে আমার র যে চ হয়ে গেল, এই দুঃখের কথা আমি কাকে বলবো?'😒

সংগৃহীত।।

16/06/2024
15/06/2024

নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে টাকা ওয়ালা হতে চাই না।

15/06/2024

জীবনের এ পর্যারে এসে সংযত হওয়া বাঞ্ছনীয়।

আমি গভীর ভাবে শোকাহত....😭😭😭😭
16/04/2024

আমি গভীর ভাবে শোকাহত....😭😭😭😭

19/03/2024

ভদ্রমহিলাটির কাছে আমি কৃতজ্ঞঃ
=========================
কথায় আছে "সংসার সুখের হয় রমনীর গুনে"
এ কথার সত্যতা মিলে এই ভদ্রমহিলাটিকে দেখলে।
হ্যাঁ তিনি আমার সহধর্মীনি,অর্ধাঙ্গিনী।
আমার খুব কাছের বন্ধুরা জানেন, ছোট বেলা থেকেই আমি বৈষয়িক না।কোথায় সাংস্কৃতিক অনুষ্টান,কোথায় নাটক,কোথায় ফুটবল খেলা হৈ হুল্লর করে একটা সময় পার করেছি,অনেকটা অপরিপক্ক অবস্হাতেই ভদ্রমহিলা আমার জীবনে আসে।সব সময় সুখে ছিলাম এটা বলা যাবে না কিন্তু শত ঝড় ঝাপটায় ওকে ছাড়া থাকি নি।একসময় বুঝতে শিখলাম জীবন কত কঠিন, জীবন জীবিকার কারনে নেমে পড়লাম জীবন সংগ্রামে অফিস আর বাসা ছাড়া কোনদিকে কোন কিছুর খবর নেবার সুযোগ ছিল না।এত বাস্তবতার মাঝেও আমার মনছিল দুরন্তপনায় ভরপুর।কচি কাচারঁ মেলা,যুব সংগঠনের নেতৃত্ব, সামাজিক কাজ, রাতের পর রাত নাটক ইত্যাদি।
ততদিনে আমি দুসন্তানের বাবা।
আমার বৃদ্ধ বাবা মার দেখাশুনা দুই ছেলের স্কুল, বাজার, বাসা ভাড়া,কাপড় চোপর ও নিজের স্নানের পর লুঙ্গি ধোঁয়া পর্যন্ত সে একাই করত,এখনো করে যাচ্ছে,কাজের বুয়াও রাখত না মাসশেষে টাকা বেশী খরচ হবে এ চিন্তায়।
মাঝে মধ্যে কদাচিত কোথাও ঘুরতে বের হলেও বেশী সময় বাইরে থাকতে নারাজ খারামা টাকা খরচ করে কি লাভ।আহামরি কোন চাহিদা নাই।আমাদের দীর্ঘ বিবাহিত জীবনে কোন দিন আমাকে বলে নি তুমি আমাকে এটা দিলে না, সেটা দিলে না।আমার শত অত্যাচার (অফিসের পর সারাক্ষণ সামাজিক,সাংগঠনিক, সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যস্ত থাকায়)সহ্য করে সে,মাঝে মাঝে বলে কিন্তু বাধাঁ দিত না কঠোর ভাবে।
এক কথায় তার সহযোগিতা না পেলে আমি কিছুই করতে পারতাম না।মাঝে মাঝে আক্ষেপ করে বলে তুমি আমাকে মোঠেও ভালবাস না।আমি মনে মনে বলি "তুমি ছাড়া আমি অচল সেটা হয়ত তুমি জান না"।

19/03/2024

When you are beautiful from the inside, it will reflect on your face.
আপনি যখন ভেতর থেকে সুন্দর হবেন, তখন তা আপনার চেহারায় প্রতিফলিত হবে। 🥰

19/03/2024

সময় এবং সুযোগ বুঝে
নতুন নতুন মানুষ খুঁজে
করছো মজা, মজা করে যাও।।

Whatsaa a message দিয়ে
চেট কর ইনিয়ে বিনিয়ে
আজ এখানে কাল সেখানে যাও।।

নিজে হলে বারবাতারি
অন্যকে বল মাদারী
ফেইজ বুকে নীতি কথা কও।।

ফেইজ বুকে ইগনোর কর
ম্যাসেনজারে পায়ে ধরো
টাকার জন্য ফ্লাটেও যাও।।

সবার কাছে সাজ সাধু
ফেন্ড লিষ্টের অনেকে দাদু
আল্লাদ করে রেস্টুরেন্টে খাও।।
করছো মজা মজা করে যাও।।

কপি পোষ্ট

আসলে, দেখলে প্রাণীত হবশানিত হবে চেতনা....
11/02/2024

আসলে, দেখলে প্রাণীত হব
শানিত হবে চেতনা....

আপনি কি বলেন???
06/02/2024

আপনি কি বলেন???

ডি সি পার্কে আমরা আমরা....
04/02/2024

ডি সি পার্কে আমরা আমরা....

আমরা দুজন...
31/01/2024

আমরা দুজন...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share