Bogurar Adda 2023

  • Home
  • Bogurar Adda 2023

Bogurar Adda 2023 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bogurar Adda 2023, Digital creator, .

25/01/2024

ঘটনা টি ঘটে কিশোরগঞ্জ জেলায় আমাদের গ্রামের বাড়িতে। সময়টা তখন ২০১৫ তখন ছিলো বর্ষাকাল। আমার কাকা একদিন তার জমিতে কাজ করে ঘরে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো। তখন কাকা গোসল করার জন্য আমাদের বাড়ির পাশের খালে গিয়েছিলেন এবং তিনি যে দিকে গোসলের জন্য গিয়েছিলেন সেই যায়গাটি আমাদের পারিবারিক কবরস্থানের পাশেই ছিলো।আর চারপাশ জুরে শুধুই বাশ বাগান। তো যখন তিনি গোসল করতে গেলেন তখন মাগরিবের আজান দিচ্ছিলো আর তখনই তিনি পানিতে ডুব দেন এবং তখনই পুরো বাশ বাগানে এমন শব্দ হচ্ছিলো যেনো কেও বাশ কাটছে।তারপর তিনি গোসল শেষ করে বাড়িতে ফিরলেন। বাড়ি ফিরে আর তিনি ঘরে যাননি। একটা টুল এ বসেছিলেন এবং কারো সাথে কোন কথা বলছিলেন না উনাকে কয়েকবার ঘরে যেতে বলা হলেও তিনি যাননি বরং অদ্ভুত আচরণ করতেছিলেন। ঝিম হয়ে বসে ছিল। তারপর আমার দাদি বুঝতে পেরেছিলেন যে কাকার উপর কোন কিছুর নজর পড়েছে তো তখন কয়েজন কবিরাজ কে ডাকা হয় কাওকে দিয়ে কাজ হয়নি তার কয়েকদিনের ভিতর আবার কাকির উপরও জ্বিন এর প্রভাব পড়ে। আমাদের ঘরে কাকাদের ঘর থেকে যেতে প্রায় ৭/৮ মিনিট লাগতো মানে অনেকটাই দূরে ছিলো।আর আনাদের ঘরের আশে পাশে কোন ঘর ছিলো না। তখন আমার কাকা কাকির উপর থেকে জ্বিন দূর করতে অনেক কবিরাজ ডাকা হয় তারপর কাকা কাকি সুস্থ হয়ে ওঠেন।
কাহিনী এই পর্যন্ত থাকলেই ভালো হতো কিন্তু তা হয়নি। কাকা কাকি সুস্থ হওয়ার কিছুদিন পরই আমাদের ঘরের দরজায় এবং জানালা গ্রিলে কিছু শব্দ পাওয়া যেতো।যেহেতু আমাদের ঘরের আশে পাশে কোন ঘর ছিল না তাই আম্মু ঘরে ভিতর থেকে তালা দিয়ে রাখতেন
এক রাতে আমি আমার স্কুল এর পড়া শিখছিলাম এমন সময় দরজায় তালা দেয়া সত্বেও দরজা আপনা আপনি খুলে যায় তখন ঘরে আমি,আমার ছোট ভাই আর আম্নু ছিলাম।তখন আম্মু তাড়াতাড়ি দরজা আবার লাগিয়ে দেয় এবং কাকাকে কল করে এবং আমারা সেই রাতে আমাদের ঘর ছেড়ে দাদুর সাথে থাকি এর পরের দিন কবিরাজ আসেন এবং আমদের বাড়ির চার পাশে চারটা তাবিজ রাখেন তারপর আর কোন সমস্যা হয়নি।কিন্ত এর কিছু দিন পরই আমাদের ঘরের সিলিং এর শব্দ হতে থাকে যেমন শব্দ হয় একের পর এক ইট ফেলতে থাকলে এবং তখন সময় ছিলো রাত ৩ টা সেই রাত টা আমারা কোনো ভাবে কাটিয়ে দেই পরের দিন সিলিং খুলে কিছুই পাওয়া যায়নি।এরপর আবার কবিরাজ ডাকা হয় এবং কবিরাজ আবার সমস্যার সমাধান করে দেন।
এই ২০১৫ সালের পর আর কখনো গ্রামে থাকিনি তবে অনেকেই এইটা বলেন যে আমাদের বাড়ির সামনে তারা ১০/১২ ফুট ল

নিশাত আমার বন্ধু.. আমরা দুজনে এত এত ঝগড়া করেছি.. তার কোনো সীমা পরিসীমা নাই.. এই ঝগড়া দিয়েই আমরা ছত্রিশ বছরের প্রগাঢ় বন্ধ...
27/08/2023

নিশাত আমার বন্ধু.. আমরা দুজনে এত এত ঝগড়া করেছি.. তার কোনো সীমা পরিসীমা নাই.. এই ঝগড়া দিয়েই আমরা ছত্রিশ বছরের প্রগাঢ় বন্ধুত্ব উদযাপন করেছি.. আমি নিশাতকে সবসময় বলতাম ‘লাইনে আয় বন্ধু.. ও বলতো আমি ঠিক লাইনেই আছি.. আমি বলতাম; তুই যে, কারো নাটক দেখে খারাপ লাগলে তার মুখের উপর বলে দিস তোর ভালো লাগেনি.. এটা কী ঠিক? ও বলতো এটাই ঠিক.. বলতাম শিল্পকলায়, গ্রুপ থিয়েটারে কে কী করছে তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের নাটকের কাজটা কর.. ও বলতো আমি যা করছি তা নাটকেরই কাজ.. এই কাজ না করলে তোরা নাটকটা ঠিক মতো করতে পারবি না.. আচ্ছা ঠিক আছে মাথা ঘামাচ্ছিস ঘামা কিন্তু এই নিয়ে রাস্তায় নামিস না.. ও বলতো রাস্তাতো নামার জন্যেই বন্ধু.. রাস্তায় না নামলে কিছু হবে না.. আমি বলতাম; শরীরের যত্ন নে ছেমড়ি.. ও বলতো শরীরের যত্ন আমি নেবো কেন? ট্যাক্স দিয়া ডাক্তার বানাইছি.. ডাক্তাররা নেবে.. বলতাম তুইতো ডাক্তারের কাছেও যাস না.. ও বলতো যখন দরকার পড়বে যাবো.. নিশাত আমার সেই বন্ধু যে সেই ১৯৯০-৯১ সালের দিকে আমার পকেটে কড়কড়া একটা বিশ টাকার নোট ঢুকিয়ে দিয়ে বলতো টিএসসিতে যাওয়ার বাসভাড়া.. আমি আর তপন সেই টাকা বাঁচাতাম বাসে না উঠে চামেলিবাগ থেকে পায়ে হেঁটে টিএসসিতে গিয়ে.. যাতে টিএসসিতে গিয়ে দলের অন্যান্যদের সাথে চা সিঙ্গাড়া খাওয়া যায়.. এবার বইমেলাতে আমার তিনটা নাটকের সংকলন ‘এক মলাটে তিন নাটক ‘ বেরিয়েছে.. বইটা আমি তোকে দিয়েছি.. বইয়ের প্রথম পাতায় লেখা আছে ‘হারিয়ে যাওয়া কী এতই সহজ.. আমি প্রত্যহ পাই তোর খোঁজ.. মৃত্যুর সাথে মেতে.. পেরেছিস কী যেতে?’ তুই যেতে পারিসনি.. তোর মৃত্যুকে আমি নাম দিয়েছিলাম ‘দি মোস্ট সেলিব্রেটেড ডেথ অফ এ ননসেলিব্রিটি থিয়েটার এ্যকটিভিস্ট’.. আজ তোর জন্মদিনে বলছি ‘ইউ আর এ লিভিং সোল, ইউ লিভ ইন আওয়ার হার্টস’..

এটা কোন জায়গা
25/08/2023

এটা কোন জায়গা

23/08/2023
বাড়িতে এখায় থাকি তাই সরম করে আমার 🤭🤭🤭
23/08/2023

বাড়িতে এখায় থাকি তাই সরম করে আমার 🤭🤭🤭

কাজ করলে আয়
23/08/2023

কাজ করলে আয়

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogurar Adda 2023 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share