BD Web Developer

  • Home
  • BD Web Developer

BD Web Developer স্বপ্ন যাঁদের ফ্রিল্যান্সিং আমাদের সাথেই থাকুন,আমরা আপনাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করব।

Free and Paid Both available:Highly Recomention YouTube Channel For Digital Markeitng: YouTube Channel Name: Digilab_Fav...
01/06/2022

Free and Paid Both available:
Highly Recomention YouTube Channel For Digital Markeitng:
YouTube Channel Name: Digilab_Favour
ডিজাটাল মার্কেটিং এর মোটামোটি a to z সবকিছু কাভার করা হয়েছে।

ডিজাটাল মার্কেটিং শিখার জন্য কিছু অনলাইন পেইড কোর্স সাজেস্ট করতেসি । আমার কাছে মনে হয়েছে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং শিখার জন্য এই কোর্সগুলো বেস্ট।

১. Three Phase Academy ( Chamok Biswas)
( চমক দাদার কোর্সে ডিজাটাল মার্কেটিং এর মোটামোটি a to z সবকিছু কাভার করা হয়েছে। তবে বেশি ফোকাস দেওয়া হয়েছে এডভারটাইসিং এর উপর । তাছাড়া মার্কেটিং ফান্ডামেন্টাল, এসইও , সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট রাইটিং, এফিলেয়েট মার্কেটিং মোটামোটি লেভেল এর দেখানো হয়ছে। যেটা নতুনদের জন্য পারফেক্ট)
টিপস- আপনি যদি একদম বিগিনার হন তাহলে এই কোর্স আপনার জন্য বেস্ট হবে। তাহলে মার্কেটিং এর সার্বিক বিষয় আপনি বুঝতে পারবেন। তারপর যেই সাবক্যাটাগরি আপনার পারফেক্ট মনে হয় সেটি নিয়ে আরো রিসার্চ করে মাঠে নেমে যেতে পারেন)

২. Skilluper ( Shamim Hossain)
( এই কোর্স নতুনদের জন্য না। আপনি যদি মোটামোটি মার্কেটিং ও এডভারটাইসিং সমন্ধে জানেন তাহলে এটি আপনার জন্য। এই কোর্সে মুলত কাভার করা হয়েছে এডভারটাইসিং এর উপর । শামীম ভাইয়ের এই কোর্স এডভারটাইসিং শিখার জন্য আমি হাইলি রিকুমেনেন্ড করি। Rating 10/10 (আমার মতে)
উনার কোর্সগুলোতে কাভার করা হয়েছে ঃ ফেইসবুক এডস, পিক্সেল, জিটিএম, কনভার্সেশন এপিআই, গুগল এনালাইটিক্স, গুগল এডস ইত্যাদি।
টিপস
১। আপনি যদি এডভারটাসিং এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান তাহলে এই কোর্স আপনার জন্য।
২। (সতর্ক বার্তা) এই কোর্স নতুনদের জন্য একদমই না। আপনি আগে উপরের কোর্স করে (Chamok Biswas) করে তারপর এই কোর্সে আসলে পারফেক্ট হবে।

৩। Nshamim Pro ( affiliate Marketing)
( এই কোর্সে এফিলিয়েট মার্কেটিং ও এসইও যা যা শিখা দরকার সবকিছু আপনি ডিপলি শিখতে পারবেন)
টিপস-
১। এই কোর্সটিও নতুনদের জন্য না। আগে মার্কেটিং অনান্য বিষয়গুলো উপর বেসিক নলেজ রাখেন তারপর যদি আপনার ক্যারিয়ার এফিলিয়েট মার্কেটিং গড়তে চান তাহলে এই কোর্স আপনার জন্য।

৪। Md Faruk khan (khan it)
( ৩ নাম্বারের মত সেইম । আপনি এফিলিয়েট মার্কেটিং ও এসইও শিখার ইচ্ছা থাকলে ইনার কোর্সটাও করতে পারেন)
টিপস-
১। কোর্স করার আগে অবশ্যই ইউটিউবে উনার চ্যানেলের ভিডিও ও Nshamim ভাইয়রে ভিডিও দেখে নিবেন। যার ক্লাসগুলো আপনি সহজেই বুঝতে পারেন সেই কোর্সটি আপনি করতে পারেন)
তাছাড়া যেকোনো কোর্স করার পাশাপাশি ব্রাউজিং + নিজে নিজে রিসার্চ করে প্রবলেম ফাইন্ড আউট করার বিকল্প নেই। যত বেশি রিসার্চ করতে পারবেন , প্রভলেম সলভ করতে পারবেন তত তারাতারি ও বেশি শিখতে পারবেন।
মোটামোটি শিখার পর ভুলেও মার্কেটপ্লেসে নামা যাবে না। যেই কাজগুলা করতে আপনার কোনো ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হবে না, সেই কাজগুলো আপনি অন্যদের ফ্রিতে করে দেন। অনেকগুলা প্রজেক্ট এইভাবে করার পর যখন দেখবেন আপনি কনফেডেন্টলি কাজ করতে পারতেছেন তখন আপনি মার্কেটপ্লেস যাত্রা শুরু করতে পারেন।
বিঃদ্রঃ এখানে যাদের কোর্সের নাম উল্লেখ করেছি উনার ছাড়াও বাংলাদেশে আরো অনেক এক্সপার্ট আছে । সবার নাম বলা সম্ভব না , কারন সবার কোর্স আমি করতে সক্ষম হয়নি। তো সবকিছু মিলিয়ে ডিজিটাল মার্কেটিং এর জন্য উনাদের কোর্স আমার কাছে বেস্ট মনে হয়েছে।
আর বিশেষ করে নতুনদের জন্য এটি ভালো একটি Flow হতে পারে।
অনেকের মতবিরোধ থাকতে পারে, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কারো নেগেটিভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত নয়।
স্টে সেইফ , স্টে লার্নিং।

আল্লাহ হাফেজ।
(লিখতে গিয়ে অনেক বানান ভুল হয়ছে ,কস্ট করে নিজ দায়িত্বে বুঝে নিয়েন)
ধন্যবাদ


 #একটি সঠিক সিধান্ত,বদলে যাবে জীবনঃআপনার মধ্যেও দক্ষতা আছে হয়ত আপনি তা উপলব্ধি করতে পারেন।কিন্তু সেই দক্ষতা কিভাবে কাছে ...
30/04/2022

#একটি সঠিক সিধান্ত,বদলে যাবে জীবনঃ

আপনার মধ্যেও দক্ষতা আছে হয়ত আপনি তা উপলব্ধি করতে পারেন।কিন্তু সেই দক্ষতা কিভাবে কাছে লাগাবেন?কিভাবে নিজেকে স্কিল্ড করবেন?কিভাবে নিজের দক্ষতা সবার মাঝে ছড়িয়ে দিবেন।সময় এখনি ঘুরে দাঁড়াবার নিজেকে নিজের পরিচয়ে গড়ে তুলুন।কারও অধিনে না থেকে অনিশ্চিত জীবন থেকে বেরিয়ে নিজে কিছু করেন।

তাহলে কি করতে চাচ্ছেন

#ফ্রিল্যান্সং ক্যারিয়ারঃ

বর্তমান ফ্রিল্যান্সিং সেক্টর আমাদের ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হয়ে গিয়েছে।আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে স্কিল্ড করে সুন্দর ভাবে গড়ে তুলতে পারি।

ফ্রীল্যান্সিং💻 করে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা আয়💵 করছেন এবং অনেকেই এতো টাকা আয়💵 করে নিচ্ছেন যে, কোনো ফুল টাইম চাকরি থেকেও এতো টাকা💰 আয় করা সম্ভব না।
ফ্রীল্যান্সিং💻 করার আগে কিছু জিনিস জানা জরুরি 👉

📌 ফ্রীল্যান্সিং মানে কি?
📌কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করবো?
📌 কীভাবে ফ্রীল্যান্সিং করে টাকা আয়💵 করবো?
📌ফ্রীল্যান্সিং করে কত টাকা আয়💵 করা যাবে?
📌আমি কি ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারবো?
📌নতুনদের জন্য সেরা সাইট কোনটি?
📌মোবাইল📱 দিয়ে ফ্রীল্যানসিং সম্ভব কিনা?

এই সকল বিস্তারিত বিষয় জানতে আমাদের এই Page টিতে Like Follow দিয়ে রাখতে পারেন। আমরা আপনাদের জন্য Very Soon ডিজিটাল মার্কেটিং & গ্রাফিক্স ডিজাইনের পূর্ণাঙ্গ কোর্স নিয়ে আসতেছি সম্পূর্ন ফ্রিতে।

 #ফ্রিল্যান্সিং 😇 একটি ফ্রিল্যান্সার ভাইয়ের কথা 👇ক্লাইন্ট থেকে কাজ নিয়ে ১৭ মিনিটে কাজ টি কমপ্লিট করে ক্লাইন্ট কে দিয়েছি৷...
04/02/2022

#ফ্রিল্যান্সিং 😇 একটি ফ্রিল্যান্সার ভাইয়ের কথা 👇

ক্লাইন্ট থেকে কাজ নিয়ে ১৭ মিনিটে কাজ টি কমপ্লিট করে ক্লাইন্ট কে দিয়েছি৷ ২ মিনিট পর ৫ স্টার রিভিউ সহ ক্লাইন্ট কাজ একসেপ্ট করেছে!
কাজটি করতে ১৭ মিনিট লেগেছে, আর এই ১৭ মিনিটের মধ্যে কাজ কমপ্লিট করার দক্ষতা অর্জন করতে লেগেছে পাক্কা ৫.৫ বছর ❤️

ফ্রিলান্সিং ক্যারিয়ারে একটা কথা আছে, যত Learn তত Earn.

আমরা অনেকেই অনেক সময় দেখি, অমুক ভাই ১ঘন্টায় ৭/৮ হাজার ইনকাম করেছে। প্রতি সপ্তাহে ইনকাম ২০/২৫ হাজার টাকা৷ মাসে লাখের উপর ইনকাম!
দেখে অনেকেই ইন্সপায়ারেশন না নিয়ে উলটো ডিমটিভেট হয়ে যাই! আফসোস করি! হিংসা করি!

অথচ কখনোই, এর পিছনের গল্প শুনতে চাই না৷ জানতে চাইনা সে কত বছর ধৈর্য ধরে লেগে আছে, কত বছর ধরে শিখেছে, কি পরিমান হার্ড-ওয়ার্ক করেছে!

৪/৫মাস কোন রকম শিখে মার্কেটপ্লেস থেকে ১০/১৫ দিনের মধ্যে কাজ না পেলেই ফ্রাস্টেড হয়ে যাই! মেন্টর ভালো শিখায় নাই, তাবিজ দেয় নাই, ফ্রিলান্সিং ভুয়া এসব বলি 😅।
অথচ, নিজের দক্ষতা কতটুক যাচাই করি না৷ কোথায় আমার অদক্ষতা তা খুঁজে দক্ষ হতে চাই!



post....

31/01/2022

ফ্রিল্যান্সিং খুবই সস্তা একটা পেশা!
বর্তমানে সবাই ফ্রিল্যান্সিং টাকে এমনভাবে প্রমোট করছে যেনো এইটা দেশের সবচেয়ে নিচু স্তরের একটি পেশা। মোবাইল দিয়ে মাসে লাখ টাকা ইনকাম, কাজ না জেনেই হাজার হাজার টাকা আয়, ২ঘন্টা কাজ করে প্রতিদিন শতশত ডলার আয়। এগুলা আসলে কি ভাই। সত্যিই কি ফ্রিল্যান্সিং এতো সহজ? তাহলে আমরা কেনো এতো টাকা খরচ করে এতো সময় ব্যয় করে কাজ শিখলাম। যদি ফ্রিল্যান্সিং মানেই হাজার হাজার ডলার হয় তাহলে কেনো আজ আমাদের একটি অর্ডার পাওয়ার জন্য হাহাকার। ফ্রিল্যান্সিং এতো সহজ না। মুখরোচক বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ফ্রিল্যান্সিং জিনিসটাকে যতটা সস্তাভাবে প্রমোট করছে, ফ্রিল্যান্সিংটা তার ঠিক উল্টো। সারাদিন এতো চেষ্টা এতো কাজ শেখার পরও আমরা কাজ পেতে কষ্ট হচ্ছে, আর আপনারা দুদিন কাজ শিখেই হাজার হাজার ডলারের স্বপ্ন দেখেন?
প্রায় ৩ বছর আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা, কাজ শিখা শুরু তখন থেকেই। সেই আমি কিনা ৮ মাস আগে ফাইবারে একাউন্ট খুলি। আর আজকাল পোলাপান সকালে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানলে দুপুরে একাউন্ট খুলে ফেলে। এর পিছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করছে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান গুলো/ফেসবুক পেজের নামে মাত্র ফ্রিল্যান্সিং কোর্সগুলো। টাকার লোভ দেখিয়ে তারা মানুষদের কোর্সে ভর্তি করছে। মাত্র ১০০/৩০০/৫০০ টাকায় কোর্স বিক্রি করছে। এই ১০০ টাকাতেই তারা প্রফেশনাল ফ্রিল্যান্সার বানায় দিবে হ্যান ত্যান। আর কেউ এটাও ভাবেনা যে লাখ লাখ টাকা ইনকাম করা এতোই সহজ হতো তাহলে তারা ফেসবুকে তাদের এসব কোর্স বিক্রি করতোনা তাও আবার ১০০/২০০ টাকায়। ফ্রিল্যান্সিং টাকে একদম সস্তা করে দিচ্ছে। এমনিতেই মার্কেটের অবস্থা খুবই কম্পিটিশন বর্তমানে। তবে আলহামদুলিল্লাহ সঠিক স্কিল অর্জন করলে ফ্রিল্যান্সিং এর কাছে যে কোনো পেশা হার মানবে, সত্যিকারে আমরা ফ্রিল্যান্সাররা অনেক পরিশ্রম করে যাচ্ছি, এটি হয়তো লুকায়িত, তারওপর দৈনন্দিন এসব মুখরোচক মানুষের হাজার হাজার বিজ্ঞাপন হতাশাজনক ।
কথাগুলো তেতো তবেই এটাই সত্যি এটাই বাস্তব। আমার এ কথাগুলো কারে মনে আঘাত দিয়ে থাকলে দুঃখিত তবে এটাই সত্য।

একটি কোর্স বা ক্লাস থেকে আমরা কেবল ধারণা পেতে পারি। সেই ধারণা পাওয়া থেকে প্র্যাকটিস-প্র্যাকটিস এবং প্র্যাকটিসের মাধ্যমে ...
31/01/2022

একটি কোর্স বা ক্লাস থেকে আমরা কেবল ধারণা পেতে পারি। সেই ধারণা পাওয়া থেকে প্র্যাকটিস-প্র্যাকটিস এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা কাজগুলোতে পারফেক্ট হই তারপর আমরা শিখেছি বলতে পারি। আর যখন আমরা শিখে যাই তখন আমরা কোথাও থেমে থাকি না। তাই যেখানে আমরা দুর্বল সেখানেই আমরা থেমে যাই। আপনার দুর্বলতাকে আপনিই মেরামত করতে হবে। অন্যের থেকে কেবল ধারণা পাবেন আর কিছুই না।

গতরাতে এক ভাই ম্যাসেজ করেছেন, “ভাই আমি ক্লাইন্ট পাই কিন্তু ঠিকমত কথা বলতে না পারায় আমার ক্লাইন্ট চলে যায়। ভাই, ক্লাইন্টকে ইমপ্রেস করতে কী করব?” ভাইটি কোন ইমপ্রেসের কথা বলেছেন জানি না তবে ভাই ইমপ্রেস-টিমপ্রেস কিছুই করা লাগবে না। আপনি ক্লাইন্টকে তাঁর সাধ্যের ভেতরে রেখে তাঁর কাজ সুন্দরভাবে করে দিতে পারলেই সে সন্তুষ্ট হয়ে যাবে।

গত পোস্টে ধারণা দিয়েছিলাম, How much is it? এবং I’ll get back to you নিয়ে। আজকে আপনাদের ধারণা দিব, I’ll get back you soon বলার পরে কীভাবে ক্লাইন্টের সাথে কথোপকথন চালিয়ে যাবেন এবং Your price is too high বললে কী বলতে পারেন।

আপনি ক্লাইন্টের সাথে কাজ সম্পর্কে বিস্তারিত কথা বলার পর এবং আপনার পারিশ্রমিক নিয়ে আলোচনার পর সে যদি আপনাকে বলে যে, I’ll get back you soon তখন আপনার বলার কী থাকে Okay ছাড়া? যদি আপনি Okay বলে দেন তাহলে আমি বলব আপনি ক্লাইন্টের অবস্থান সম্পর্কে এখনো বুঝতে পারেননি বা আপনি ক্লাইন্টের সমস্যাও বুঝতে বা তাকে বুঝাতে পারেননি।

আপনি I’ll get back you soon এর রিপ্লাই এভাবে দিতে পারেন,

ক্লাইন্ট: I’ll get back you soon.
আপনি: (Okay না বলে) Since, starting of my working experience I’ve faced those client's who says, “I’ll get back you later বা I’ll get back you soon” but indeedly, I’ve never heard from them. It was mostly for pricing issues. So, are you in same case?

যদি ক্লাইন্ট বলে,
Yes. I’ve problem some pricing issues or something else.

তাহলে আপনি বলতে পারেন,
Do you want to get any favour about payment system?

একজন ক্লাইন্ট দুটো কারণে রিজেক্ট করে,
এক, আপনি তাকে কাজের ব্যাপারে বিস্তারিত বোঝাতে পারেননি।
দুই, আপনি যে পারিশ্রমিক চেয়েছেন তার কাছে বেশি মনে হচ্ছে।

এই জায়গায় এসে অনেকের, কাজী ম্যানশনের ক্রেতা-বিক্রেতার মতো আচরণ হয়ে যায় (সিলেটীরা বুঝবেন)। ভুলের দরকষাকষি করবেন না। আপনি আপনার পারিশ্রমিকে অটল থাকবেন। মনে রাখবেন, আপনি যদি দরকষাকষি করেন তাহলে আপনার জন্য মার্কেটপ্লেস নষ্ট হলো।

তো, এখানে আপনি ক্লাইন্টকে, “Do you want to get any favour about payment system?” বলার পর ক্লাইন্ট কি বলে তার উপর নির্ভর করে ডিল করতে পারেন। আপনি দুইবারে কিংবা তিনবারে পেমেন্ট আনতে পারেন সেটা আপনাদের দুজনের পেমেন্ট প্ল্যান অনুযায়ী।

এখন ক্লাইন্ট যদি আপনাকে সরাসরি বলে যে,
Your price is too high

তখন আপনি ক্লাইন্টকে বলতে পারেন যে,
In which part are you more concern about Pricing or Quality?

যদি ক্লাইন্ট pricing নিয়ে কথা বলে তাহলে আপনি উপরের মেথড অ্যাপ্লাই করতে পারেন। যদি Quality বলে থাকে তাহলে আপনি বলতে পারেন,

What do you think, why do they pay me such expensive cost?
সেই সাথে আপনার পূর্বের কাজের proof দেখিয়ে বলবেন যে, If I charge $300 or $350, even $400 does it really matter, who are looking for Quality rather than pricing?

তারপর ক্লাইন্ট যা রিপ্লাই দিবে আশাকরি আপনারা ম্যানেজ করতে পারবেন।

ভালো থাকুন,
ধন্যবাদ।

(বি.দ্র. আমি আপনাকে এখানে কিছুই শেখাচ্ছি না। যে বিষয় নিয়ে বলছি এইসব স্থানে অনেকেই আটকে যান যে পরে রিপ্লাইটি কী দেবো ভেবে। আমি কেবল ধারণা দিচ্ছি। এইভাবে কথা বললে আপনি ক্লাইন্টের সমস্যা সম্পর্কে বুঝতে পারলেন এবং ক্লাইন্টও ভাববে যে আপনি তাকেও বা তাঁর অবস্থা বোঝার চেষ্টা করছেন এবং আপনার সুবিধা মতো তাকে সুযোগ করে দিচ্ছেন।)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Web Developer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share