01/06/2022
Free and Paid Both available:
Highly Recomention YouTube Channel For Digital Markeitng:
YouTube Channel Name: Digilab_Favour
ডিজাটাল মার্কেটিং এর মোটামোটি a to z সবকিছু কাভার করা হয়েছে।
ডিজাটাল মার্কেটিং শিখার জন্য কিছু অনলাইন পেইড কোর্স সাজেস্ট করতেসি । আমার কাছে মনে হয়েছে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং শিখার জন্য এই কোর্সগুলো বেস্ট।
১. Three Phase Academy ( Chamok Biswas)
( চমক দাদার কোর্সে ডিজাটাল মার্কেটিং এর মোটামোটি a to z সবকিছু কাভার করা হয়েছে। তবে বেশি ফোকাস দেওয়া হয়েছে এডভারটাইসিং এর উপর । তাছাড়া মার্কেটিং ফান্ডামেন্টাল, এসইও , সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট রাইটিং, এফিলেয়েট মার্কেটিং মোটামোটি লেভেল এর দেখানো হয়ছে। যেটা নতুনদের জন্য পারফেক্ট)
টিপস- আপনি যদি একদম বিগিনার হন তাহলে এই কোর্স আপনার জন্য বেস্ট হবে। তাহলে মার্কেটিং এর সার্বিক বিষয় আপনি বুঝতে পারবেন। তারপর যেই সাবক্যাটাগরি আপনার পারফেক্ট মনে হয় সেটি নিয়ে আরো রিসার্চ করে মাঠে নেমে যেতে পারেন)
২. Skilluper ( Shamim Hossain)
( এই কোর্স নতুনদের জন্য না। আপনি যদি মোটামোটি মার্কেটিং ও এডভারটাইসিং সমন্ধে জানেন তাহলে এটি আপনার জন্য। এই কোর্সে মুলত কাভার করা হয়েছে এডভারটাইসিং এর উপর । শামীম ভাইয়ের এই কোর্স এডভারটাইসিং শিখার জন্য আমি হাইলি রিকুমেনেন্ড করি। Rating 10/10 (আমার মতে)
উনার কোর্সগুলোতে কাভার করা হয়েছে ঃ ফেইসবুক এডস, পিক্সেল, জিটিএম, কনভার্সেশন এপিআই, গুগল এনালাইটিক্স, গুগল এডস ইত্যাদি।
টিপস
১। আপনি যদি এডভারটাসিং এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান তাহলে এই কোর্স আপনার জন্য।
২। (সতর্ক বার্তা) এই কোর্স নতুনদের জন্য একদমই না। আপনি আগে উপরের কোর্স করে (Chamok Biswas) করে তারপর এই কোর্সে আসলে পারফেক্ট হবে।
৩। Nshamim Pro ( affiliate Marketing)
( এই কোর্সে এফিলিয়েট মার্কেটিং ও এসইও যা যা শিখা দরকার সবকিছু আপনি ডিপলি শিখতে পারবেন)
টিপস-
১। এই কোর্সটিও নতুনদের জন্য না। আগে মার্কেটিং অনান্য বিষয়গুলো উপর বেসিক নলেজ রাখেন তারপর যদি আপনার ক্যারিয়ার এফিলিয়েট মার্কেটিং গড়তে চান তাহলে এই কোর্স আপনার জন্য।
৪। Md Faruk khan (khan it)
( ৩ নাম্বারের মত সেইম । আপনি এফিলিয়েট মার্কেটিং ও এসইও শিখার ইচ্ছা থাকলে ইনার কোর্সটাও করতে পারেন)
টিপস-
১। কোর্স করার আগে অবশ্যই ইউটিউবে উনার চ্যানেলের ভিডিও ও Nshamim ভাইয়রে ভিডিও দেখে নিবেন। যার ক্লাসগুলো আপনি সহজেই বুঝতে পারেন সেই কোর্সটি আপনি করতে পারেন)
তাছাড়া যেকোনো কোর্স করার পাশাপাশি ব্রাউজিং + নিজে নিজে রিসার্চ করে প্রবলেম ফাইন্ড আউট করার বিকল্প নেই। যত বেশি রিসার্চ করতে পারবেন , প্রভলেম সলভ করতে পারবেন তত তারাতারি ও বেশি শিখতে পারবেন।
মোটামোটি শিখার পর ভুলেও মার্কেটপ্লেসে নামা যাবে না। যেই কাজগুলা করতে আপনার কোনো ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হবে না, সেই কাজগুলো আপনি অন্যদের ফ্রিতে করে দেন। অনেকগুলা প্রজেক্ট এইভাবে করার পর যখন দেখবেন আপনি কনফেডেন্টলি কাজ করতে পারতেছেন তখন আপনি মার্কেটপ্লেস যাত্রা শুরু করতে পারেন।
বিঃদ্রঃ এখানে যাদের কোর্সের নাম উল্লেখ করেছি উনার ছাড়াও বাংলাদেশে আরো অনেক এক্সপার্ট আছে । সবার নাম বলা সম্ভব না , কারন সবার কোর্স আমি করতে সক্ষম হয়নি। তো সবকিছু মিলিয়ে ডিজিটাল মার্কেটিং এর জন্য উনাদের কোর্স আমার কাছে বেস্ট মনে হয়েছে।
আর বিশেষ করে নতুনদের জন্য এটি ভালো একটি Flow হতে পারে।
অনেকের মতবিরোধ থাকতে পারে, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কারো নেগেটিভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত নয়।
স্টে সেইফ , স্টে লার্নিং।
আল্লাহ হাফেজ।
(লিখতে গিয়ে অনেক বানান ভুল হয়ছে ,কস্ট করে নিজ দায়িত্বে বুঝে নিয়েন)
ধন্যবাদ