Toxic Saiful

Toxic Saiful Inspired by Jony Sins
Funny creator Follow please

17/08/2024

তোমাকে পটানোর জন্য পোষ্ট করি
আর তুমি হাহা দিয়ে চলে যাও
এইডা কোনো কথা 🙂💔

16/08/2024

অনেক চিন্তা ভাবনা করে দেখলাম
আমার আসলেই একটা প্রেম করা উচিত 🙂

09/08/2024

নানী পালাইয়া এমন দেশে গেলো যেখানে,
১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস
শান্তি নাই রে 😁🙆

05/08/2024

ঈদ মোবারক বাংলাদেশ 💜

17/07/2024

জেগে ওঠো রাজাকার, পাল্টাতে হবে সরকার
ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

16/07/2024

ছাত্রদের কলম ধরা হাতে যদি ওঠে বাঁশ
খোদার কসম পাল্টে যাবে বাংলার ৫৩ বছরের ইতিহাস 😠🤘

16/07/2024

ছাত্রসমাজ অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো
হোক লড়াই আরেকবার, ধ্বংস করবো স্বৈরাচার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 💜

15/07/2024

আগামীকাল থেকে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে মাঠে নামছে
বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল
বিজয়ের পতাকা আমরা তুলবোই ইনশাআল্লাহ 💜

15/07/2024

মুক্তিযুদ্ধের চেতনা,
রাষ্ট্র কারো বাপের না"

সঙ্গে থাকলে সঙ্গী,
বিরুদ্ধে গেলে জ'ঙ্গী

চেয়েছিলাম অধিকার ,
হয়ে গেলাম রাজাকার
তুমি কে আমি কে ,
রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে ,
স্বৈরাচার স্বৈরাচার

রক্ত দিয়েছি আরও দিবো,
দেশ এবার স্বাধীন করবো
আওয়ামি স্বৈরাচার নিপাত যাক,
বাংলাদেশ স্বাধীনতা ফিরে পাক

ছাত্রসমাজ ঝান্ডা ধরো ,
বাংলাদেশ স্বাধীন করো
হোক লড়াই আরেক বার,
ধ্বংস হোক স্বৈরাচার।




27/06/2024

"বাবা "
তুমি ইতিহাসের পাতার শ্রেষ্ঠ মহানায়ক 🥺💜

22/06/2024

আমার সব নাগ-নাগিন বন্ধু - বান্ধবীর কাছে
এই রাসেল ভাইপার তো কিছুই না 🙂😬

08/06/2024

চলো একদিন গরুর হাটে গিয়ে দেখা করি
গরু পছন্দ না হলে তোমাকে নিয়ে চলে আসবো 🫣🙆

02/06/2024

🙂💔

23/05/2024

Prov: real backbenchers 😁

14/05/2024

গার্লফ্রেন্ড নেই এটা একটা সমস্যা
মানুষ ভাবে গার্লফ্রেন্ডের অভাব নেই
এটা আরও বড় সমস্যা 🙂💔

06/05/2024

বউ নিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার 😩🥺

05/05/2024

Dear future wife
এই ওয়েদারে তোমাকে কতটা মিস করতেছি
একমাত্র কোলবালিশ ই জানে 😩🐸

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "ছোট বোন ...
28/04/2024

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "

ছোট বোন আমার হাত চেপে ধরে বললো "ভাইয়া,তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো ৫ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না।বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে?"

বোনকে অভয় দিয়ে বললাম "শত কষ্ট হলেও শোধ করবো বোন!"

সারারাত আমার ঘুম হলো না। বোনের বিয়ের বয়স হয়ে গেছে। পরিবারের খরচ নাহয় কোনোরকম চালাবো, কিন্তু বোনের বিয়ে কিভাবে দিবো?

পরেরদিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির। বাইরে বেড় হয়ে এতো লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো।মৃদু স্বরে বললাম

"আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন। আমি চেষ্টা করবো শোধ করার!"

ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললো "আমরা ব্যাংক থেকে এসছি। উনি তার ছেলে মেয়ের নামে ৭ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন।"

একথা বলে তিনি চলে গেলেন। বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় রাখতেন।

রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট ১১ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।

মনে পড়ে গেলো সেদিন রাতের কথা।
যে রাতে আমি বাবাকে বলেছিলাম,
"আপনি কেমন বাবা? আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে?দরকার নেই আমার এমন বাবার "

বাবা তখন মৃদু হেসে বলেছিলেন "আমার সাধ্য মতো চেষ্টা করছি। সময় হলেই পেয়ে যাবে"

হ্যাঁ সে সময়টা এখন এসে গেছে। কিন্তু বাবা চলে গেছে দূরে, ওই তারাদের কাছে। আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম,

"বাবা, আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না। এখন বুঝতে পারছি, কেন তুমি এক শার্ট পড়েই একটা বছর কাটিয়ে দিতে" 😞
Collected @

কোন এক বাবা হারা ছেলের আর্তনাদ 😅
ভালো থাকুক হার না মানা বাবা নামক বীরযোদ্ধা গুলো 💜🥀

Address


Alerts

Be the first to know and let us send you an email when Toxic Saiful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Toxic Saiful:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share