Jy probasi news

  • Home
  • Jy probasi news

Jy probasi news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jy probasi news, Digital creator, Chittagong, .

প্রবাসী!! 😪😪মেধা দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, রান্না করে, কম ঘুমিয়ে, পরিবারের আবদার রক্ষা করে, মানষিক চাপ সহ্য করে, সব চ...
15/09/2023

প্রবাসী!! 😪😪
মেধা দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, রান্না করে, কম ঘুমিয়ে, পরিবারের আবদার রক্ষা করে, মানষিক চাপ সহ্য করে, সব চিন্তা মাথায় নিয়ে ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করা ব্যক্তিটিই প্রবাসী !

আমিরাতের বেকারত্ব বীমা সম্পর্কে জরুরী জ্ঞাতব্য:-------------------------------------------------------------------------...
12/09/2023

আমিরাতের বেকারত্ব বীমা সম্পর্কে জরুরী জ্ঞাতব্য:
------------------------------------------------------------------------------
👉আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যারা এখনো সরকারের Unemployment Insurance Scheme বা বেকারত্ব বীমা স্কিমের আওতায় আসেননি তারা আগামী ১ অক্টোবর ২০২৩ ইং তারিখের মধ্যে স্কিমে অন্তর্ভুক্ত হন।
👉০১ অক্টোবর এর পরও যদি আপনি এই ইনস্যুরেন্স গ্রহণ না করেন তাহলে আপনাকে ৪শ দিরহাম জরিমানা দিতে হবে।
★★★জরিমানা না দিলে কি হবে?
নির্ধারিত তারিখের ৩ মাসের মধ্যে জরিমানা না দিলে জরিমানার অর্থ তাদের বেতন থেকে WPS এর মাধ্যমে কেটে নেয়া হবে।
★★★ইন্স্যুরেন্সের আওতায় না আসলে কি চাকুরী ক্ষতিগ্রস্ত হবে?
ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম কিংবা জরিমানা প্রদান না করলে আপনার নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে না।
★যেসব কোম্পানী MOHRE,মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স এন্ড এমিরাটাইজেশনের আওতায় নাই তাদের ইন্স্যুরেন্সের আওতায় আসার উপায় কি?
তারা তাদের কোম্পানির ট্রেড লাইসেন্স সহ রিকোয়েস্ট লেটার পাঠাবেন নীচের ইমেইলেঃ
[email protected]
👉এরই মধ্যে ৫০ লক্ষের ওপর অভিবাসী ও স্থানীয় নাগরিক এই স্কিমের আওতায় এসেছেন।
★★যারা এই স্কিমের আওতার বাইরে থাকবেন:
ইনভেস্টর,গৃহকর্মী, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, ১৮ বছরের নিচে অভিবাসী, অবসর গ্রহণকারী কিংবা যারা নতুন কাজে ঢুকেছেন তারা এর আওতার বাইরে থাকবেন।
👉আপনি এখনও এই ইন্স্যুরেন্সের আওতায় না এসে থাকলে আজই নিকটবর্তী কোন টাইপিং সেন্টারে, Al Ansari Exchange এ কিংবা নিজে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে এক বছরের জন্য ৫x১২= ৬০দিরহাম+ভ্যাট ৩ দিরহাম= ৬৩ দিরহাম পে করে ইন্স্যুরেন্সের আওতায় আসুন।
👉এই ইন্স্যুরেন্স আপনি গ্রহণ করলে কোন কারণে চাকুরি হারালে আপনাকে ক্ষতিপূরন হিসেবে ৩ মাসের মূল বেতনের ৬০% 'র সমপরিমাণ অর্থ দেয়া হবে।
★★ আর যদি ইন্স্যুরেন্স গ্রহণের সপ্তাহ বা মাসের মধ্যে আমি যা চাকরি হারাই তাহলে কি আমি ক্ষতিপূরণ পাবো?
না। ইন্সুরেন্স করার এক বছর পর থেকেই কেবল আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যেমন জানুয়ারি ২০২৩ এ এই ইন্সুরেন্স চালু করা হয়েছিল। তখন যদি আপনি ইন্সুরেন্স করে থাকেন তাহলে ডিসেম্বর'২৩ এ কেবল আপনি ক্ষতিপূরণ পাবে। আর যদি সেপ্টেম্বরে করে থাকেন তাহলে আগামী বছর একই সময়ে আপনি ক্ষতিপূরণ পাবার যোগ্য বলে বিবেচিত হবেন।
👉চাকুরি হারানো ৩০ দিনের মধ্যে তা ইন্সুরেন্স কর্তৃপক্ষের নজরে আনতে হবে এবং ক্ষতিপূরণের জন্য আবেদন করতে হবে। কর্মী যদি এরই মধ্যে অন্য কোন কোম্পানিতে যোগদান করেন কিংবা স্বদেশ প্রত্যাবর্তন করেন এই ক্ষতিপূরণ পাবেন না।
👉তাই আজই এই ইন্স্যুরেন্স গ্রহণ করুন।
#প্রচারে : Jy Probasi news

11/09/2023

মুক্তিপণ দিয়ে ও শেষ রক্ষা পায়নি কলেজ ছাত্র হৃদয় খ"ন্ডিত লা"শ উ"দ্ধা"র

09/09/2023

সংযুক্ত আরব আমিরাতে বেড়ে চলছে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা গত মাসে মৃত্যু হয়েছে ৫শতাধিক প্রবাসীর 😥😥😥
বিস্তারিত জানতে কমেন্ট করুন

ওমান প্রবাসী একই পরিবারের দুই ভাই ওমান সাগরে গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যুবরণ করছে দুই ভাই 😥বি...
08/09/2023

ওমান প্রবাসী একই পরিবারের দুই ভাই ওমান সাগরে
গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যুবরণ করছে দুই ভাই 😥
বিস্তারিত জানতে কমেন্ট করুন

তিন টহরি এলাকার এই মহিলাটি  কিছুক্ষণ আগে ফটিকছড়ি নাজিরহাট নয়া রাস্তার মাথায় বাসের চাকায় পিষ্ট হয়ে গেছে। তার শরীরের নিচের...
19/06/2023

তিন টহরি এলাকার এই মহিলাটি কিছুক্ষণ আগে ফটিকছড়ি নাজিরহাট নয়া রাস্তার মাথায় বাসের চাকায় পিষ্ট হয়ে গেছে। তার শরীরের নিচের অংশ থেঁতলে গেছে। তাকে এই মুহূর্তে নাজির হাট হসপিটালে নেয়া হয়েছে। মেয়েটি সনাতন ধর্মাবলম্বী মনে হলো। আত্মীয় স্বজন ও রক্তদাতারা দ্রুত সাহায্যে এগিয়ে আসুন।

©

কিছু কিছু মানুষ আছে উপরে উপরেঅনেক ভালোবাসা কিন্তুু  বাস্তবে এই অবস্থা.....।
23/05/2023

কিছু কিছু মানুষ আছে উপরে উপরে
অনেক ভালোবাসা
কিন্তুু বাস্তবে এই অবস্থা.....।

14/05/2023
02/05/2023

পরিবর্তন আর মৃত্যু...!🤔যেকোনো সময় হতে পারে 🥲
চোখের সামনে মৃত্যু 🥲🥲
Rak Dubai 🇦🇪

মাত্র কয়েক ঘন্টা আগেও যার অশ্রুভেজা চোখমুখ দেখে দেশের মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েছিল, ঠিক সেই ছেলেটির মুখে বাংলাদেশের মানুষ...
17/04/2023

মাত্র কয়েক ঘন্টা আগেও যার অশ্রুভেজা চোখমুখ দেখে দেশের মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েছিল, ঠিক সেই ছেলেটির মুখে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে হাসি ফোঁটালেন ফারাজ করিম 💖

Address

Chittagong

4354

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jy probasi news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share