Our Velocity Life

  • Home
  • Our Velocity Life

Our Velocity Life What is happiness? It seems like an odd question, but is it? Do you know how to define happiness?

Do you think happiness is the same thing to you as it is to others?

25/12/2022

সাফল্যের কোনও গোপন রহস্য নেই।
এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল।

04/09/2022

জাতীয় কবি নজরুলের একটি সামাজিক কবিতাঃ

সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে।
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে !
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায় হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিয়া কয়
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,
বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী
তোমরা তো বেটা দ্বীন বেচে খাও হচ্ছেয় খোদার খাসি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -
কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!
বেশ্যা নারী ব্যবসা নারী পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।
সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে
লেবাসধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে।
এই ভাবে আর চালাবি কত ছল চাতুরীর খেলা
আসবে তিনি, এবার তোদের বিদায় নেবার পালা।।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন নিপিড়ীত, অসহায় মানুষের কন্ঠস্বর, মুখোশধারীদের মুখোশ খুলে দিতে অত্যন্ত সাহসী কবি।

মানবতার কবি নজরুল ইসলাম বেঁচে থাকবেন আজীবন মানুষের হৃদয়ে।

(সংগৃহীত)

23/08/2022

এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর
…কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।

এক কোটি বছর তোমাকে দেখি না ‍
--- মহাদেব সাহা

#কল্পনা #মাটিরফুল #মাটির_ফুল

22/08/2022

কতটুকু ভালোবাসা দিলে, ক জোড়া গোলাপ দিলে,
কতটুকু সময় দিলে , ঠিক কতটুকু সময় নিলে
কতটা নির্ঘুম রাত আমি কাটালাম , কতটা জল আমি চোখের ফেললাম,
সব যেদিন ভীষণ আবেগ নিয়ে তুমি আমাকে শোনাচ্ছিলে ।

বোঝাতে চেয়েছিলে তুমি আমাকে খুব ভালোবাসো
আর আমি বুঝে নিলাম, তুমি আমার থেকে মুক্তি চাও,
তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসো না।
ভালোবাসা ফুরিয়ে গেলে মানুষ হিসাব কষতে বসে।
ভালোবাসা তত দিনই ভালোবাসা যতদিন এটা অন্ধ, বধির,আর বেহিসেবী,,,,।
হিসাব করে কখনো ভালোবাসা হয় না তুমি অন্য ভালোবাসায় মুগ্ধ আর আমি সেই পুরনো ভালোবাসাতেই অভ্যস্ত।😒😒😒

14/07/2022

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

©

একজন আহত স্বপ্নের মানুষ চাই।কারো মিথ্যে আস্বাসের ভালোবাসায় নির্মমভাবে আহত হয়েছিল যার স্বপ্নগুলো । যাকে মিথ্যা সংসারের স্...
17/06/2022

একজন আহত স্বপ্নের মানুষ চাই।
কারো মিথ্যে আস্বাসের ভালোবাসায় নির্মমভাবে আহত হয়েছিল যার স্বপ্নগুলো ।
যাকে মিথ্যা সংসারের স্বপ্ন দেখিয়ে ছুড়ে ফেলা হয়েছিল! এমনভাবে, যেভাবে পাখির ডানা কেটে দিলে আর আকাশে উড়তে পারেনা! তবুও উড়ে চলার তীব্র ইচ্ছা।
আমার এমনই একজনকে দরকার ,
যার আহত স্বপ্নগুলো প্রতিরাতে চোখের জল হয়ে ঝরে পরেছে।
বালিশ ভিজিয়েছে প্রতিটা রাতে।
ভালোবাসার বিনিময়ে যে রোজ আঘাত সহ্য করেছে।কিন্তু কখনো ফের আঘাত ছুড়ে মারেনি।
জানি এমন একটা আহত স্বপ্নের মানুষ ভালোবাসার মূল্য দিতে জানে।
সে জানে কিভাবে ভালোবাসাকে আগলে রাখতে হয় এক-বুক ভালোবাসা দিয়ে ,
তার চোখে থাকে বিশ্বাসের টলমল জল আর মুখে থাকে স্বীকৃতি দেবার ত্যাজ ।
আমি জানি আহত স্বপ্নের মানুষটা আর যা-ই করুক। কখনোই কাউকে ভাঙবে না ,
ভাঙতে পারে না যেমন করে তাকে ভেঙে ফেলা হয়েছিল কারণ সে বুঝে সেই জ্বালা।
আমি জানি অপেক্ষা করেও সে মানুষটা বিরক্তি লুকিয়ে মুচকি হেসে বলে উঠতে পারে ভালোবাসি , ভালোবাসি , ভালোবাসি ....
আমি জানি সম্পর্ক ভেঙে যাবার পর মানুষ নতুন করে বাঁচতে ভুলে যায়, বিশ্বাস করতে ভুলে যায়, ভালোবাসতে ভুলে যায় সাময়িকভাবে
কিন্তু আবার যখন জেগে উঠে ভালোবাসে নতুন করে তখন পূর্বের চেয়ে আরো বেশি গোছালো হয়ে উঠে ।

আমার এমনই একজন আহত স্বপ্নের মানুষ দরকার
যে মিথ্যা সম্পর্কের জাল ছিড়ে বের হয়েছে শত কষ্ট নিয়ে
আমি তাকেই ভালোবাসবো আবারো ভালোবাসাবো
আমি সেই ভেঙে যাওয়া মানুষটার হবো
আমি ঠিক তারই হবো.!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Velocity Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Velocity Life:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share