Computer Problem & solution

  • Home
  • Computer Problem & solution

Computer Problem & solution PC problem & Solution Any Problem I will try to solve.............

19/05/2017

আসলে ঠিক কি কারনে একসাথে পুরো বিশ্বে এতো গুলো কোম্পানি বা সেবা দান কারি প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক হলো কেউ কি বলতে পারেন? বা জানতে চান???

18/05/2017

কি অবস্থা সবার? কোনো ধরনের সাহায্য লাগলে জানাবেন প্লিজ

17/05/2017

সবাইকে আবার একবার স্বাগত computer problem and solution পেইজ এ। আমি অনেক দিন এই পেইজটি রানিং করিননি। আশা করছি এখন থেকে আবারো সমান তালে আপনাদের যেকনো ধরনের কম্পিউটারের সমস্যার সমধান দিতে পারবো, আপনাদের পাশে থাকবো। আমাকে জানান আপনাদের সমস্যার কথা।।।

এডমিন

19/11/2014

Chittagong Buy & Sell ( Group )

03/12/2013

How R U All???????

06/07/2013

Computer কেন এবং কিভাবে Hang হয়? █

আমরা কম্পিউটার-এ কাজ করার সময় তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে Hang বলে থাকি। সকল Hang হওয়ার পিছনে একটা না একটা কারণ রয়েছে। নিচে Hang হওয়ার কিছু কারন দেওয়া হলঃ-

→ কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পীড কম হলে ।
→ কম্পিউটার র‌্যামের তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ কম কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই।
→ কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন এবং প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে, বার বার একই সমস্যা হতে পারে
→ যদি বার বার হ্যাং হয় তাহলে Cooling Fan টা check করেন এটা স্পীডে গুরছে কিনা।
→ hard diskএ Bad sector থাকলে বা অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলে।
→ অপারেটং সিস্টেমে ত্রুটি থাকলে মানে...কোনো সিস্টেম ফাইল file delete হয়ে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে।
→ কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণত Hang হতে পারে।
এই কারণেই কম্পিউটারে বেশী Hangহয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার প্রয়ই হ্যাং হয়। কম্পিউটারে অতি উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করুন।
→ হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালে তখন র‌্যাম সম্পূর্ণ লোড হয়ে যায় এবং hang হওয়ার সম্ভনা থকে।
→ কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলে তার জন্য hang হওয়ার সম্ভনা থকে। refresh চাপেন এবং RUN এ গিয়ে tree চাপেন।

[টুকিটাকি অনেক কিছু জানার জন্য নিয়মিত লাইক করুন]

04/07/2013

Tricks To Increase Your Internet Speed:

Speed Up Your Net Speed By 20%

1. First you go to start button
2. Go To Run
3. Type gpedit.msc And Then Hit Enter.
4.Then Expand Administrative Templates.
5.Then Network
6.Then QoS Packet Scheduler.

Now A New List Appear . Click On Limit Reservable Bandwidth.

Just Disable it.

Now You Click On Apply.
That's It Now You Are Done !!

Now Just Restart Your Computer . And I hope You will Get change in Your Speed

Some Other Tricks:

1. Use IDM To Boost Your Downloading Speed.
2. Use A Good Anti-virus in Your Computer.
3. Remove Unwanted Add-ons, Software,Unwanted Files Form Your Computer.
4.Update Your Drivers Periodically.
5.Keep A Good Maintenance Of Your Computer

30/06/2013

আজ বিশ্বের 180 কোটি লোকের চোখ থাকবে ব্রাজিল এর "মারাকানা স্টেডিয়ামর" দিকে!!!!
কে জিতবে???
Vicente del Bosque(Spain) VS Luiz Felipe Scolari(Brazil)

30/06/2013

good evening

29/06/2013

Kro kno solution proiojon hle blben plz

15/06/2013

জেনে নিন মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট
=====================
কম্পিউটারে যে কোন কাজ দ্রুত সম্পন্ন করতে হলে শর্টকাট কমান্ডের ব্যবহার ব্যপক। কম্পিউটারের সব শর্টকাট কমান্ড আমাদের জানা না থাকায় এখানে দেয়া সম্ভব হলোনা। খুব গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট এখানে দেয়া হলো।

Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য।
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl + S = ফাইল সেভ।
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য।
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট্ করার জন্য।
Ctrl + Y = রিপিট করার জন্য।
Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।

Alt+0131= ƒ (টাকা)
Alt+0165= ¥ (ইয়েন)
Alt+0177= ± (যোগবিয়োগ)
Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)
Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড)
Alt+0163= £ (লীরা)
Alt+0128= € (পাউন্ড)
Alt+0247= ÷ (ভাগ)
Alt+248/0186= º (ফারেনহাইট)

28/05/2013

Wht's up all....,.do u have any type of pc prlm please share it me with this page.,...and tell about this page with ur frds,.....thanks you

01/05/2013

Hlw Everyone,
How r u all?????

08/04/2013

****Onek din hoi ai page post kore na......Post kra ki abr suru krbo????

23/12/2012

Problem jodi share karo paya jabwe solution...by admin

29/07/2012

Hello every one>.........

29/07/2012

Computer Problem & solution's cover photo

31/07/2011

তৈরি করুন নামহীন ফাইল বা ফোল্ডার

29/07/2011

কি ভাবে বাংলা লিখবেন Internet Browsing এ

26/07/2011

Timeline Photos

22/07/2011
21/07/2011

Want Or plz send me email............

21/07/2011

How To Speed Fire Fox

21/07/2011

5 or 6 minute a XP SET UP

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Computer Problem & solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share