Alhamdulillah For Everything

  • Home
  • Alhamdulillah For Everything

Alhamdulillah For Everything দ্বীনের পথে সবাইকে স্বাগতম

16/12/2023

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
তোমরা নিজেদের অপেক্ষা নিম্ন অবস্থার লোকের প্রতি তাকাও। এমন ব্যক্তির দিকে তাকিয়ো না যে তোমাদের চাইতে উচ্চ পর্যায়ের। তাহলে এ পন্থা অবলম্বনই হবে আল্লাহর নি'আমাতকে অবজ্ঞা না করার এক উপযোগী মাধ্যম।

সহীহ বুখারী ৬৪৯০, মুসলিম ৮-(২৯৬৩)

07/12/2023

বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মায়াসমিহি শাইয়ুন ফিল আরদি, ওয়ালা ফিস-সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।’

‘আল্লাহর নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।’

07/12/2023

হে মানুষ.! তোমার রব পর্যন্ত (পৌঁছাতে) অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে,
অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে।

— [📖সূরা ইনশিক্বাক্ব:- ৬💛]

06/12/2023

ইস্তেগফার আকাশ জুড়ে ছেয়ে থাকা মেঘের মতো। যতবেশি ইস্তেগফার, আমার উপর ততবেশি রিযিকের বৃষ্টি, প্রশান্তির বৃষ্টি বর্ষিত হতে থাকবে! 💖

- শায়খ আতিকুল্লাহ।

06/12/2023

হারাম এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে, হালাল কে নিয়ে মানুষ কটাক্ষ করে!😓🥀

আস্তাগফিরুল্লাহ

06/12/2023

57 second 🫀🤍

05/12/2023

দুনিয়া অভিশপ্ত।

🟠 রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
দুনিয়া ও তার মাঝের সকলকিছুই অভিশপ্ত, কিন্তু আল্লাহ্‌ তা’আলার যিকির ও তার সাথে সংগতিপূর্ণ অন্যান্য আমল, আলিম ও ইলম অন্বেষণকারী এর ব্যতিক্রম।

হাসান , ইবনু মাজাহ (৪১১২)।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৩২২
হাদিসের মান: হাসান হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

04/12/2023

- রাসূল ﷺ বলেছেন, যে ব্যাক্তি ক্ষমা করে„
আল্লাহ তা'আলা তার মর্যাদা বাড়িয়ে দেন।❞ ❤️‍🥰

[সহীহ মুসলিম-৬৪৮৬]

04/12/2023

"পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর সকল সমুদ্রের পানি যদি কালি হয়, তবুও আল্লাহর মহিমা লিখে শেষ করা যাবে না।".........সূরা লোকমান -২৭

04/12/2023

❝ নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা মুহসিন ❞

[ সূরা আন নাহল - ১২৮] 🥀

03/12/2023

যিনি কুপ থেকে তুলে ইউসুফ (আঃ) কে মিশরের সিংহাসনে বসাতে পারেন, সেই রব তোমার যাবতীয় দুঃখ-কষ্টকেও মহা আনন্দে পরিনত করতে পারেন।
ইনশাআল্লাহ!🖤

03/12/2023

শরীরে তাবিজ বেধে নামাজ পড়ছেন, সিয়াম করছেন, তাহাজ্জুদ পড়ছেন!! এই তাবিজে যদি আপনার বিন্দুমাত্র আস্থা থাকে, আপনি মৃত্যু পর্যন্ত রাত জেগে তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না। রাসূল (সা:) বলেন যে ব্যক্তি তাবিজ লটকালো, সে শিরক করলো। তাবিজ ব্যবহার স্পষ্ট শিরক।

-( মুসনাদে আহমাদ -১৬৭৭১ )

03/12/2023

যাদের ফজরের নামাজের সময় উঠতে কষ্ট হয় তাদেরকে শুধুমাত্র চারটি পরামর্শ দিচ্ছি। এগুলো ফলো করলে ইনশাআল্লাহ কার্যকরী ফলাফল দেখতে পাবেন।

১. রাত বারোটার ভেতর ঘুমিয়ে পড়ুন। এটা মাস্ট। সাড়ে দশটার মধ্যে ঘুমাতে পারলে সবচেয়ে ভালো হয়।

২. ঘুমের আগে কমপক্ষে এক গ্লাস পানি খেয়ে নিন। এর ফলে কি হবে সেটা ঘুম থেকে উঠে টের পাবেন।

৩. মোবাইলের এলার্ম টোনে থাকা সবচেয়ে বাজে এলার্ম টোনটা সেট করুন। যেটা শুনলে দশ সেকেন্ডও স্থীর থাকা যায়না। সাথে সাথে বন্ধ করে দিতে মন চায়। এলার্মের ভলিউম একাবারে হাই দিয়ে রাখবেন। আর দয়া করে, হারাম কোনো মিউজিক এলার্মে সেট করবেন না।

৪. মোবাইল ভুলেও হাতের কাছে রাখবেন না। নিজের থেকে এতটুকু দূরত্বে রাখুন যাতে উঠে গিয়ে বন্ধ করতে হয়। এতে করে ঘুমটা ছেড়ে যাবে।

এরপরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে, বিশুদ্ধ নিয়ত থাকা। কারণ, নবিজি সা. বলেছেন, "প্রত্যেক কাজই নিয়তের ওপর নির্ভরশীল"

আল্লাহ তা'আলা আমাদের সকলকে ফজরের নামায ওয়াক্তের মধ্যে পড়ার তৌফিক দিন। আমীন।

03/12/2023

‘আর যারা ইমানদার নর-নারীকে কোন অপরাধ ছাড়াই কষ্ট দেয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে।’

____[সুরা আল-আহযাব, ৩৩ : ৫৮]💜

02/12/2023

দু'হাতে যা চেয়েছি তা পাইনি বলে রবের উপর কত অভিমান! বিপরীতে এত এত পাপ করেছি - কই একমুহূর্তের জন্যও তো রব নিঃশ্বাস বন্ধ করে দেননি! শুকরিয়া যে এমন দয়াময় রব আমরা পেয়েছি।
আলহামদুলিল্লাহ ❤️

02/12/2023

❣️ যে জিনিসগুলো অন্তরের কঠিনতা দূর করে দেয়:

১. অন্তর এবং জিহ্বায় বেশি বেশি আল্লাহর স্বরণ।
২. এতিম মিসকীনদের প্রতি ইহসান করা।
৩. বেশি বেশি মৃত্যুর স্বরণ।
৪. কবর যিয়ারত করা এবং কবরবাসীদের অবস্থার কথা বেশি ভাবা।
৫. ধ্বংসপ্রাপ্তদের বাড়ি এবং পূর্ববর্তী জাতিসমূহের বাসস্থান দেখে শিক্ষা গ্রহণ করা।
৬. হালাল খাওয়া।

👉 ইবনু রজব (রহ.)
[রিসালাতু যাম্মু কাসওয়াতিল ক্বালব, পৃ. ২৩-৩৮]

02/12/2023

শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবেন যে তুমি খুশি হয়ে যাবে।
-ইনশাআল্লাহ
সুরা দুহা-৯৩:৫

02/12/2023

বিপদে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে! তার মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসে ছিলো। বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে! কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে! তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে ভালো থাকুক ভালো মনের মানুষগুলো!🖤

02/12/2023

সুরা: আত-ত্বীন
আয়াত ৮

اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ۠
আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন?

02/12/2023

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আজাব (নিঝুম) রাতে তাদের কাছে আসবে না, যখন তারা (গভীর) ঘুমে (বিভোর হয়ে) থাকবে!’ (সুরা : আরাফ, আয়াত : ৯৭)

01/12/2023

এমন দু'টি নেয়ামত, যে বিষয়ে অধিকাংশ লোক ধোঁকায় পতিত। তাহলো: সুস্থতা ও অবসর সময়।
(সহীহ বখারী:৬৪১২)

01/12/2023
রাসূলুল্লাহ (صَلَّی ٱللَّٰهُ تَعَالٰی عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ‎‎) বলেছেনঃ-❝আমার উম্মাহ দয়াপ্রাপ্ত, পরকালে এদের কোনো শা...
01/12/2023

রাসূলুল্লাহ (صَلَّی ٱللَّٰهُ تَعَالٰی عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ‎‎) বলেছেনঃ

-❝আমার উম্মাহ দয়াপ্রাপ্ত, পরকালে এদের কোনো শা-স্তি হবে না, আর ইহকালে তাদের শা^স্তি হলো ফিতনাসমূহ, ভূমি*কম্প ও যু°দ্ধ বি^গ্রহ।❞

[সুনানে আবূ দাউদ ৪২৭৮]

30/11/2023

আল্লাহ্ই তোমাদের অভিভাবক এবং তিনিই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী।"

[সূরা : আল ইমরান আয়াত 150]

30/11/2023

- জীবনে কতগুলো মিনিট, কতগুলো ঘন্টা চলে যাচ্ছে। না আছে, সালাত, তিলাওয়াত, যিকির। হে নফস! হিসাব কিভাবে দিবে। 😞💔

“আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।”

30/11/2023

যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজ শেষে 'আল্লাহুম্মা আজিরনি মিনান্নার' সাত বার পাঠ করবে, সে যদি ওই রাতে বা দিনে মারা যায়, তাহলে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পাবে।🖤🌸
[ সুনানে আবু দাউদ : ২/৭৪১]

30/11/2023

ফয়সালা আল্লাহর হাতে ছেড়ে দিন
আর আপনি আশ্রয় নিন জায়নামাযে।
দেখবেন হঠাৎ করেই অগোছালো সবকিছু
সমাধান মিলে গেছে। ইনশাআল্লাহ
©

29/11/2023

❤️

29/11/2023

সিজদায় ফুপিয়ে উঠা কান্নাটা যেদিন কবুল হয়ে যাবে,সেদিন থেকে আর পিছনে ফিরে তাকানো লাগবে নাহ!!
ইনশাআল্লাহ❤️

29/11/2023

আল্লাহর কাছে জানতে চাইলাম, "আমাকে অশান্ত নদীতে কেন ফেললে?"
আল্লাহর জবাব, "কারণ তোমার শত্রুরা সাঁতার জানে না।"
মূল: জালালুদ্দিন রুমি
অনুবাদ : আলমগীর মোহাম্মদ।

28/11/2023

যে প্যান্ট পরে সেজদা করলে পেছন থেকে সতর দেখা যায় সে প্যান্ট পরা জায়েয নয়।
আসুন একে অপরকে সতর্ক করি।

28/11/2023

মহান রব বলেন আমি জি'ন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার-ই ইবাদাতের জন্য।

(সূরা আয-যারিয়াত আয়াত ৫৬)

28/11/2023

আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে। আর বাকি অর্ধেক আপনার চরিত্রে। শরীরে সৌন্দর্যর ভাগ খুবই কম।তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন!

~শায়েখ আহমাদুল্লাহ.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah For Everything posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share