18/02/2021
"নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবকিছু কেবল বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ্ তায়ালার জন্য।"
বিশ্বব্যাপী করোনা মহামারি ও আমাদের দেশে করোনা মহামারির কারণে উদ্ভুত পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ আছে। কবে খুলবে তাও ঠিক নেই! আমাদের ক্লাস-পরীক্ষা অনলাইনেই হচ্ছে। অনেকদিন পর রাগীবনগরস্থ প্রিয় ক্যাম্পাস লিডিং ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। যদিও বাড়ি থেকে ইউনিভার্সিটি খুব একটা দূরে না। ভার্সিটি বন্ধ বলে যাওয়া হয় না। জানলাম, অফিসিয়াল কাজের জন্য এখন সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকে। চিরচেনা ক্যাম্পাস গিয়ে কেমন যেন অচেনা লাগছিল সবকিছু। ক্যাম্পাসটা একটু ঘুরে দেখছিলাম। তখন মাথার উপর থেকে সূর্যটা একটু হেলে পড়েছে। জোহরের ওয়াক্ত হয়েছে। অ্যাকাডেমিক বিল্ডিংয়ের নিচতলায় অজু করে নামাজের নির্দিষ্ট জায়গায় গিয়ে কাউকে না পেয়ে একাকী নামাজ আদায় করলাম।
নামাজ শেষে ভাবলাম, তিনতলায় নিজ ডিপার্টমেন্ট "কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং" একটু ঘুরে আসি। সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে ডিপার্টমেন্টে হেড স্যারের রুমের সামনে গেলাম। ভার্সিটি বন্ধ বিধায় প্রায় সবগুলো রুমই তালাবদ্ধ। কোনো কোলাহল নেই। চারিদিকে শুনশান নিরবতা। ডিপার্টমেন্টের সামনে বারান্দার দিকে চোখ পড়তেই একটা দৃশ্য অবলোকন করলাম! রোদেলা দুপুরে বারান্দার ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে পড়েছে মেঝেতে। সেই রোদের মধ্যে মেঝেতে জায়নামাজ বিছিয়ে আমাদের সিএসই পরিবারের কেউ একজন নামাজ আদায় করছেন, সেজদায় লুটিয়ে পড়েছেন! কতই না সুন্দর একটি দৃশ্য! প্রিয় ডিপার্টমেন্টের সামনে এমন দৃশ্য দেখে মনটা ভরে গেলো। সিজদারত উনি যাতে টের না পান সেদিকে খেয়াল রেখে মনজুড়ানো দৃশ্যটি মুঠোফোনে বন্দি করার সুযোগ হাতছাড়া করলাম না। তিনি হয়তো দায়িত্বরত ছিলেন। কিন্তু যখন নামাজের সময় হলো তখন সেই অবস্থায় মহান রব্বের হুকুম নামাজ আদায় করলেন। মনে পড়লো একটি হাদীস।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন;
"যেখানেই নামাজের সময় এসে উপস্থিত হবে সেখানেই তোমরা নামাজ আদায় করে নিবে।"
(সহীহ-বুখারী-৩২৪৩)
আমরা একটু ব্যস্ততায় নামাজ ছেড়ে দেই! রাব্বুল আলামিনের হুকুম ভুলে গিয়ে পার্থিব জগতে ডুবে যাই। অনেকেই নামাজ না পড়ার অজুহাত দেখাই। বিশ্বজগতের প্রতিপালক, আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার হুকুম নামাজ পড়তেই যেন আমাদের রাজ্যের অনীহা, অনিচ্ছা, অনাগ্রহ। অথচ আল্লাহ্ ছাড়া আমাদের আসলে আর কেউ নেই। আমরা ভুলে যাই যে, "লাইফ ইজ এ জার্নি ফ্রম আল্লাহ টু আল্লাহ"। তাই আমরা সিজদায় সেই সত্তার কাছে লুটিয়ে পড়বো, যিনি আমাদেরকে মায়ের গর্ভে লালনপালন করেছেন এবং দুনিয়াতে তাঁর অপার নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ।
~ আকতার হোসেন আতিক