Sandwip and ctg news

  • Home
  • Sandwip and ctg news

Sandwip and ctg news Sandwip and ctg news

20/07/2023

Send a message to learn more

05/06/2023
সন্দ্বীপের সন্তান নিজেকে সাংবাদিক দাবি করা গোলাম রব্বানী (সাইফুল) হত্যার অন্যতম আসামি গ্রেফতার।সন্দ্বীপ উপজেলা সন্তোষপুর...
26/08/2022

সন্দ্বীপের সন্তান নিজেকে সাংবাদিক দাবি করা গোলাম রব্বানী (সাইফুল) হত্যার অন্যতম আসামি গ্রেফতার।

সন্দ্বীপ উপজেলা সন্তোষপুর ইউনিয়নের বানার বাড়ির মানিক ডাক্তারের এক মাত্র ছেলে গোলাম রব্বানী(সাইফুল) হত্যার অন্যতম প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত আসামীর নাম পিয়াল (৩২)। সে সোনারগাঁও উপজেলার হাবিবপুর এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২ আগস্ট সোনারগাঁ খাসনগর দিঘীরপাড় এলাকায়, পূর্ব শত্রুতাবশতঃ আসামী পিয়াল ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসোজশে, সাংবাদিক গোলাম রাব্বানীকে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লাশ গুম করার উদ্দেশ্যে দিঘীর পানিতে ফেলে দেয়। এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানীর স্ত্রী মোছা. আখিনুর (৩৪) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই পিয়াল আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এম মিজানুর রহমান
সহ-সভাপতি
জাতীয় সাংবাদিক সংস্থা
চট্টগ্রাম বিভাগ।

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও! এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তো...
24/07/2022

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও! এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকুরী আছে। আমিও ভেবে দেখেছিলাম তাই তো!!!
কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো, যত ভালো জবই থাকুক না কেন!!!

দ্বিতীয় বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে,বা বিয়ে করবে হয় সে আপনাকে করুনা করবে, না হয় সমাজ -পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায়মুক্তির জন্য!!

ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে, বলল ভাই বিয়ের ৩/৪ মাস ভাল গেলেও এখন প্রতিনিয়ত খোটা দেয়। আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো!! আমি খারাপ, নষ্ট, বদ মেজাজী ইত্যাদি। কিন্তু এখন এসব অপমান সহ্য করে সংসার করে যেতে হবে মুখ বুজে!!
আগের যে ফ্রীডম ছিল এখন তা নাই মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারিনা। সব সময় নিজেকে ছোট মনে হয়।।

দ্বিতীয় পুরুষের ছোয়ায় প্রথম স্বামীর অনুভূতি গুলো মনের পরার মত এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়!!স্বামী- স্ত্রী সম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন । তৃতীয় কোন ব্যাক্তির পরামর্শ নিবেন না।

আপত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাবো, বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে। সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুনায় আপনার জীবন তখন আরও অতিষ্ট হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির মত ভালোবাসা এবং সম্মান আর কোথাও পাবেন না।

পরামর্শ একটাই, স্বামী - স্ত্রীর সর্ম্পকের ভুল বুঝাবুঝি
হলে নিজেদের মধ্যে সমাধান করুন আর আপনি শিক্ষিত/ব্যবসায়ী নারী । নিজের আত্মঅহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাহিরে চলাচল করবেন এমন মানসিকতার পরিবর্তন করুন।
মনে রাখবেন আপনি নারী। আর সে পুরুষ , আল্লাহ পুরুষদের কে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন
আপনাকে না!!!

সন্দ্বীপ এ ফুফা কর্তৃক ভাগিনি ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা ও উক্ত ভ্রুণ হত্যার অভিযোগ !!চট্টগ্রাম-৩ সন্দ্বীপ উপজেলায় ফুফা ক...
20/06/2022

সন্দ্বীপ এ ফুফা কর্তৃক ভাগিনি ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা ও উক্ত ভ্রুণ হত্যার অভিযোগ !!

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ উপজেলায় ফুফা কর্তৃক ভাগিনি ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ। পাশাপাশি উক্ত ভ্রুণ হত্যার অভিযোগ ও রয়েছে।

বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন......//

03/06/2022
28/03/2022

ডিজিটাল এই যুগে নৌরুটে লাঞ্ছিত ও বঞ্চিত সন্দীপ বাসির প্রশ্ন আদৌ কি মিলবে নিরাপদ নৌ যাতায়াত ব্যবস্থা???

সন্দ্বীপ প্রতিনিধি

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে স্বর্গদ্বীপ নামে খ্যাত সন্দ্বীপের সাড়ে চার লক্ষ বাসিন্দা জীবন বাজি রেখে গুপ্তছড়া ও কুমিরা নৌরুটে যাতায়াত করে আসছে। সরকার কর্তৃক বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হলেও তেমন ফলপ্রসূ হয়ে উঠছে না। এছাড়াও দীপ বাসির অভিযোগ বিভিন্ন সময় কুমিরা-গুপ্তছড়া নৌরুটে জেলা পরিষদের ইজারাদার কর্তৃক বিভিন্ন লাঞ্ছনা-বঞ্জনার শিকার উক্ত দ্বীপবাসী।অনিরাপদ যাতায়াত ব্যবস্থার কারণে নৌদুর্ঘটনায় ২০১৭ সালের ২ এপ্রিল ঝড়ে যায় ১৮ টি তাজা প্রান।

বিগত কয়েক দিন ধরে দ্বীপের সামাজিকভাবে সচেতন ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে উঠেছেন গুপ্তছড়া ও কুমিরা রূপে অযৌক্তিকভাবে স্পিড বোট ভাড়া ২৫০ টাকা থেকে ৩০০ টাকা ও ইজারা প্রথা বাতিল করার জন্য।

এছাড়া ও আজ অনিরাপদ যাতায়াত ব্যবস্থার কারণে লাল বোট হতে এক তরুণ নদীতে পরে যায় ও তাৎক্ষণিক তাকে নদী থেকে বোটে উঠাতে সক্ষম হয়।

সচেতন যুবসমাজ নৌ-রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মোটর সাইকেল র‍্যালির আয়োজন করেন। শুক্রবার এই র‍্যালির ডাক দিয়েছিলো অনলাইনে সক্রিয় তরুন সমাজ।

শুক্রবার বিকাল তিনটায় উপজেলা প্রশাসন মাঠ থেকে র‍্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকে কয়েক প্লাটুন পুলিশ ওই মাঠ ঘিরে অবস্থান নেয়।
তরুণদের দাবি এসময় র‍্যালিতে অংশগ্রহণ করতে আসা তরুণদের শতাধিক মোটর সাইকেলে আটক করে পুলিশ।

পরে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ খানের সাথে আলোচনা করে আয়োজকদের মধ্যে অন্যতম রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোরের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।এসময় অন্যদের মধ্যে ফরিদুল মাওলা কিশোর ছাড়াও উপস্থিত ছিলেন, মোহাম্মদ খাদেমুল ইসলাম, হাসান আল নাহিয়ান, মাইনউদ্দিন আকাশ ও মোহাম্মদ রুস্তম।

লিখিত অভিযোগের বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্রাট খীসা বলেন, ‘আমাকে দাবিগুলো লিখিতভাবে জমা দিয়ে গেছে। বিষয়টি অফিসিয়ালি দেখছি।

উক্ত বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ বশির আহমেদ বলেন, ‘র‌্যালির বিষয়ে আমাদের অনুমতি নেয় নাই। আমরা কোন র‌্যালিতে বাধা দিই নাই। পুলিশ প্রতিদিনের মত ডিউটি পালন করছে। ২৬ মার্চ নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা ছিলো। ভাড়া বৃদ্ধির বিষয়ে থানায় লিখিত অভিযোগ করে গেছে— আমি বিষয়টা দেখবো।’


নৌরুটে লাঞ্ছনার শিকার দ্বীপের সাড়ে ৪ লক্ষ বাসিন্দাদের আশা উক্ত বিষয়ে সন্দ্বীপের মাননীয় সাংসদ দ্বীপরত্ন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি মহোদয় তাদের এই সমস্যার সমাধান করবেন।

মনে পরে সেই দিন গুলোর কথা??
20/03/2022

মনে পরে সেই দিন গুলোর কথা??

26/02/2022

ইউনিয়ন পরিষদের মধ্যে এসব কি চলতেছে দেখলে অবাগ হয়ে যাবেন আপনি ও

26/02/2022

বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই ঘোষের হয়ে নির্বাচনী প্রচার করলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।

ধন্যবাদSNTVকে
26/02/2022

ধন্যবাদSNTVকে

13/12/2021
03/12/2021
16/10/2021

সন্দ্বীপ চ্যানেলে স্পীডবোট দূর্ঘটনার শিকার ।।আল্লাহ মহান সবাইকে হেফজত করুন😥😥-----

চট্টগ্রাম থেকে ছেরে আসা স্প্রিড বোট চালকের গাফিলতির কারনে সেটি নদীতে থাকা সিগনাল বয়াতে আঘাত করে এতে অনেক মানুষ আহত হয় এবং স্প্রিড বোট এর তলা ফেটে যায় এবং পানি ডুকতে শুরু করে ।এই স্পীডবোট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ছিল স্প্রিড বোটটি আল্লাহর অশেশ মেহের বানিনিতে আমাদেরকে বোটে থাকা লোক সিগনাল দিলে আমরা বোটটি দেখতে পাই এবং তারা তারি সেখানে গিয়ে দেখি সবার অবস্থা খারাপ এবং বোট এ পানি ডুকতেছিল এখন প্রশ্ন হলো অযোগ্য লোকদের দিয়ে কেনো এতো গুলো মামুষ এর জীবন ছেরে দেন আপনারা?? আমাদের জীবনের কী কোনো মূল্য নেই?? এটার সঠিক তদন্তের মাধ্যমে চালকের সুস্ঠ বিচার করা হোক,,,,

18/08/2021

তবে কি এই চোরদের আবিষ্কারক বর্তমান এই সমাজ???

গতকাল রাত ৩টার সময় পৌরসভা ৮নং ওয়ার্ড চটাইরগো বাড়িতে হাতেনাতে ধরা পড়েছে এই চোর।
চোর এর বাড়ি ধইলপাড়া, মানিক চৌকিদারের ছেলে,
নাম নিশাদ।
চোর বর্তমানে সন্দ্বীপ থানা হেফাজতে আছে...
তবে চোরের বক্তব্য সে অভাবের তাড়নায় চুরি করেছে ভিডিওতে দেয়া বক্তব্যে তার দাবী সে ভাত ও চুরি করেছে...

11/08/2021

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের তথ্য বলছে রেমিট্যান্সের পতন ঘটেছে, এতদিন রেমিট্যান্সের যে জাদু ছিল সেটা সম্ভব....

আজকের এই ছবি গুলো দেখে অনেক কাছে দুঃখ লাগলেও আমার কাছে কিন্তুু খুব খুশি লাগে। কিছুদিন আগে আমরা জাহাজ জাহাজ করে চিল্লায়া ...
11/08/2021

আজকের এই ছবি গুলো দেখে অনেক কাছে দুঃখ লাগলেও আমার কাছে কিন্তুু খুব খুশি লাগে।

কিছুদিন আগে আমরা জাহাজ জাহাজ করে চিল্লায়া গলা পাঠাইছি।জাহাজ পাওয়ার পরে খুশিতে লাপালাফি করে পা ভাংছি। আর আজকে সেই জাহাজে উঠার জন্য আমাদের এই পরিনতি।

আমরা কেনো বুজিনা লাল বোট দিয়ে জাহাজে উঠতে যে সময় লাগে। স্পিট বোট দিয়ে সেই সময়ে আমরা সন্দ্বীপ থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে সন্দ্বীপ পৌচাতে পারবো।

আমরা কেনো বুজিনা স্পিট বোট,মালের বোট,সাভিজ,জাহাজ এইসব আমাদের মূল সমস্যা না ....
আমাদের মূল সমস্যা হলো দুইপারে উঠানামা। আমাদের মাথায় কখন ডুকবে আমরা যেটা দিয়ে আসা-যাওয়া করিনা কেনো আমাদের মূল ভোগান্তি হলো দুইপারে উঠানামা। দুইপারে উঠানামার সুব্যবস্থা করতে পারলে আমাদের কপাল থেকে ভোগান্তি কমবে।

চট্টগ্রাম -৩ আসন, সন্দ্বীপ উপজেলায় প্রাকৃতির রূপময় সৌন্দর্যের  রয়েছে পর্যটনের অপার   সম্ভাবনা।==================পর্যাটনে...
15/04/2021

চট্টগ্রাম -৩ আসন, সন্দ্বীপ উপজেলায় প্রাকৃতির রূপময় সৌন্দর্যের রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা।
==================
পর্যাটনের স্থান যদি প্রতিষ্ঠিত না করা যায়, তাহলে উন্নয়নের চিত্র ফুটে তোলা যাবেনা।

তথ্য- চিত্রে, সাব্বির রহমান, সন্দ্বীপ।

সৌন্দর্যের লীলাভূমি সন্দ্বীপে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। পশ্চিমে মেঘনা নদী আর পূর্বে সন্দ্বীপ চ্যানেলের উত্তাল ঢেউ ও দুরন্ত বাতাসে প্রাণ জুড়ায়। বৃত্তাকারের দীর্ঘ ৪১ কিলোমিটার সমুদ্রসৈকত আর পূর্বে গুপ্তছড়া ঘাটে আছে ম্যানগ্রোভ বন। প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে অপরূপ নিসর্গ।

গ্রামীণ জীবন প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। প্রকৃতির স্নিগ্ধ সবুজ, প্রশান্তির ছায়া, কোমল হাওয়া, কাক ডাকা ভোর বা টিনের চালে ঝুমঝুম বৃষ্টির শব্দ প্রভৃতি আনন্দময় অনুভূতি ও মুহূর্ত কেবল মাত্র গ্রামীণ জীবনের সংস্পর্শেই পাওয়া যায়। গ্রামের সারি সারি গাছপালা, আঁকা-বাঁকা মেঠোপথ, ফসলের ক্ষেত, বসতবাড়ি, পুকুরে জাল ফেলে মাছ ধরার দৃশ্য সবকিছুই ছবির মতো।

পশ্চিমে সাগর পারে জেগে ওঠা পর্যটনে বসে উপভোগ করা যায় সূর্যোদয় আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য। দেখা যায় মেঘনার ঐতিহ্যবাহী রূপালি ইলিশ কিংবা অন্য মাছ ধরার মনোরম দৃশ্য। যার জন্য দিন দিন আকৃষ্ট হচ্ছেন পর্যটকরা। তবে নিরাপত্তাসহ সরকারি হোটেল- মোটেলের কোন সুযোগ-সুবিধা না থাকায় পর্যটকদের পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। যথাযথ উদ্যোগ ও পরিকল্পনার অভাবে এ উপকূলের সম্ভাবনাময় পর্যটনের বিকাশ ঘটছে না। প্রয়োজনীয় অবকাঠামোসহ সুযোগ-সুবিধা দিলে সন্দ্বীপকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা যায়।

স্বাধীনতার এত বছরপরও এখানে দ্বীপের উন্নয়নে বিশেষত পর্যটন সহায়ক অবকাঠামো উন্নতিতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুধু দ্বীপের অভ্যন্তরীণ পরিস্থিতিই নয় এখানে পৌঁছানোর প্রক্রিয়াও অতোটা সুখকর ছিল না। নানান ঝক্কি ঝামেলাই পড়তে হতো, তবুও প্রতিটি নতুন ভোরে নতুন আশাবাদ।

এখানকার প্রাকৃতিক স্থানগুলোকে ঘিরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা দেখা দিয়েছে। সন্দ্বীপের পশ্চিমে রহমতপুর পুরাতন স্টিমার ঘাট এলাকায় মেঘনা নদীর তীরজুড়ে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান প্রকৃতিপ্রেমীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এ এলাকায় মেঘনা নদীর তীর ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে আশা করা যায়।

স্থানীয়দের দাবি, সন্দ্বীপকে যদি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হয় তাহলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের ভাগ্য। পর্যটন শিল্পের বিকাশ ঘটলে তৈরি হবে নতুন কর্মসংস্থান। অর্থনৈতিক উন্নয়নেও এগিয়ে যাবে এ অঞ্চল, এমনটাই মনে করেন সচেতন মহল। সরকার যদি সন্দ্বীপকে পর্যটন স্পট করার উদ্যোগ নেয় তাহলে এ এলাকায় প্রচুর মানুষের সমাগম হবে এবং দেশের অর্থনীতিও লাভবান হবে।

পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক জাকির হোসেন সিকদার সন্দ্বীপ কে দেখতে এসে বলেন, ‘আমরা সন্দ্বীপের বিভিন্ন স্পট ঘুরে দেখেছি। সন্দ্বীপ পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি জায়গা। পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে সন্দ্বীপ কে পর্যটন শিল্প দ্বীপ হিসাবে ঘোষণা করা হবে।

সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, ‘সন্দ্বীপকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সংসদে উপস্থাপন করেছি। সন্দ্বীপে এখন অনেকগুলো উন্নয়ন দৃশ্যমান। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ এসেছে। ব্লক বেড়িবাঁধ, আরসিসি জেটি হচ্ছে। যাতায়াতের জন্য উন্নতমানের জাহাজ দেওয়ার চেষ্টা চলছে। পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠতে এখন আর বাধা নেই।’

05/02/2021

দুবাই ওয়ালা!

তরুণ প্রবাসী দুবাই ওয়ালাদের বিয়ে ভাবনা নিয়ে চট্টগ্রামের ভাষায় গান। সবাইকে দেখার আর শোনার অনুরোধ রইল। গানটির গীতিকার ও সুরকার দুবাই প্রবাসী মুহাম্মদ আহসান আরিফ

24/01/2021

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip and ctg news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share