08/04/2022
কয়েকটি সুসংবাদ ও একটি দুঃসংবাদ
আমরা জানি, অনেকে আমাদের ম্যাগাজিন 'দ্রুম' এর জন্য অপেক্ষা করছেন। কিছুটা দেরি হয়ে গিয়েছে, তবে একটা সুসংবাদও রয়েছে।
প্রথমত, 'দ্রুম' এর প্রথম ম্যাগাজিনটির পিডিএফ আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিতেই ইন শা আল্লাহ। দেরি হওয়ার কাফফারার মতো আরকি।
দ্বিতীয়ত, এরপর থেকে দ্রুমে লেখা, ক্যালিগ্রাফী, ফোটোগ্রাফী সকলেই জমা দিতে পারবেন ইন শা আল্লাহ, ইনবাতের শিক্ষার্থী হওয়ার বাধ্যবাধকতা আর থাকলো না।
তৃতীয়ত, দ্রুমের 'ঘিলু ঝালাই' অংশে অংশগ্রহণ করতে ভুলবেন না। কেননা সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাছাইকৃত তিনজনকে বিশেষ হাদিয়া প্রদান করা হবে ইন শা আল্লাহ।
এবার দুঃসংবাদটা বলি। বেশ কিছু কারণে কাগজের 'দ্রুম' এবার প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এরমধ্যে প্রথম কারণ, উস্তাযদের ব্যস্ততার কারণে তাঁদের লেখা আমরা কছুটা দেরি করে পেয়েছি, কেউ কেউ লেখা দিবেন বলেও দিতে পারেননি ফলে অনেকটুকু সময় অপেক্ষা করতে হয়েছে এবং রমাদানও এরমধ্যে এসে গিয়েছে। তবুও আমরা ভেবেছিলাম দ্রুম ছাপাখানায় যাবে। কিন্তু, দ্রুমের সফটকপি প্রেসে দেয়ার পর আমরা দেখলাম যে পুরো ফাইল ক্রাশ করেছে। এমনটি হওয়ার কথা ছিল না, কিন্তু তবুও হলো আর এতে আমাদের কোনো হাতই আসলে নেই। ফাইলগুলো পুনরায় উদ্ধার করার চেষ্টা করা হলো কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিলো না। তাই আবার নতুন করে সবকিছু করতে হলো। এতে সময় আরও অনেক লেগে গেল। আসলে আল্লাহ এভাবেই চেয়েছেন, আমাদের ক্ষমতা নেই আল্লাহর চাওয়ার ওপরে গিয়ে নিজেদের কার্যসম্পাদনা করার। এখন আমরা প্রেসে গেলেও ম্যাগাজিনটি বাজারে আসতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই এই উদ্যোগ নেয়া হয়েছে যে, এইবার দ্রুমের পিডিএফ সকলেই পেয়ে যাবেন বিনামূল্যে।
আশা করি আমাদের অপারগতা আপনারা বুঝবেন এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আর এই রমাদানে দ্রুমের সাথে সম্পৃক্ত আপনাদের ভাই-বোনদের জন্য দুআ করতে ভুলবেন না।