দ্রুম - Droom

  • Home
  • দ্রুম - Droom

দ্রুম - Droom অঙ্কুরগুলো হোক আকাশ ছোঁয়া দ্রুম...

'দ্রুম' এর প্রথম সংখ্যার পিডিএফ আপলোড হয়েছে আলহামদুলিল্লাহ। পিডিএফ লিংক কমেন্টে।
23/04/2022

'দ্রুম' এর প্রথম সংখ্যার পিডিএফ আপলোড হয়েছে আলহামদুলিল্লাহ। পিডিএফ লিংক কমেন্টে।

কয়েকটি সুসংবাদ ও একটি দুঃসংবাদ আমরা জানি, অনেকে আমাদের ম্যাগাজিন 'দ্রুম' এর জন্য অপেক্ষা করছেন। কিছুটা দেরি হয়ে গিয়েছে, ...
08/04/2022

কয়েকটি সুসংবাদ ও একটি দুঃসংবাদ

আমরা জানি, অনেকে আমাদের ম্যাগাজিন 'দ্রুম' এর জন্য অপেক্ষা করছেন। কিছুটা দেরি হয়ে গিয়েছে, তবে একটা সুসংবাদও রয়েছে।
প্রথমত, 'দ্রুম' এর প্রথম ম্যাগাজিনটির পিডিএফ আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিতেই ইন শা আল্লাহ। দেরি হওয়ার কাফফারার মতো আরকি।

দ্বিতীয়ত, এরপর থেকে দ্রুমে লেখা, ক্যালিগ্রাফী, ফোটোগ্রাফী সকলেই জমা দিতে পারবেন ইন শা আল্লাহ, ইনবাতের শিক্ষার্থী হওয়ার বাধ্যবাধকতা আর থাকলো না।

তৃতীয়ত, দ্রুমের 'ঘিলু ঝালাই' অংশে অংশগ্রহণ করতে ভুলবেন না। কেননা সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাছাইকৃত তিনজনকে বিশেষ হাদিয়া প্রদান করা হবে ইন শা আল্লাহ।

এবার দুঃসংবাদটা বলি। বেশ কিছু কারণে কাগজের 'দ্রুম' এবার প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এরমধ্যে প্রথম কারণ, উস্তাযদের ব্যস্ততার কারণে তাঁদের লেখা আমরা কছুটা দেরি করে পেয়েছি, কেউ কেউ লেখা দিবেন বলেও দিতে পারেননি ফলে অনেকটুকু সময় অপেক্ষা করতে হয়েছে এবং রমাদানও এরমধ্যে এসে গিয়েছে। তবুও আমরা ভেবেছিলাম দ্রুম ছাপাখানায় যাবে। কিন্তু, দ্রুমের সফটকপি প্রেসে দেয়ার পর আমরা দেখলাম যে পুরো ফাইল ক্রাশ করেছে। এমনটি হওয়ার কথা ছিল না, কিন্তু তবুও হলো আর এতে আমাদের কোনো হাতই আসলে নেই। ফাইলগুলো পুনরায় উদ্ধার করার চেষ্টা করা হলো কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিলো না। তাই আবার নতুন করে সবকিছু করতে হলো। এতে সময় আরও অনেক লেগে গেল। আসলে আল্লাহ এভাবেই চেয়েছেন, আমাদের ক্ষমতা নেই আল্লাহর চাওয়ার ওপরে গিয়ে নিজেদের কার্যসম্পাদনা করার। এখন আমরা প্রেসে গেলেও ম্যাগাজিনটি বাজারে আসতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই এই উদ্যোগ নেয়া হয়েছে যে, এইবার দ্রুমের পিডিএফ সকলেই পেয়ে যাবেন বিনামূল্যে।

আশা করি আমাদের অপারগতা আপনারা বুঝবেন এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আর এই রমাদানে দ্রুমের সাথে সম্পৃক্ত আপনাদের ভাই-বোনদের জন্য দুআ করতে ভুলবেন না।

ত্রৈমাসিক ম্যাগাজিন 'দ্রুম' এ অবদান থাকুক আপনারও...প্রতি তিন মাস পর পর ছাপা হবে দ্রুম। এবার আসতে যাচ্ছে রমাদান সংখ্যা ইন...
03/02/2022

ত্রৈমাসিক ম্যাগাজিন 'দ্রুম' এ অবদান থাকুক আপনারও...

প্রতি তিন মাস পর পর ছাপা হবে দ্রুম। এবার আসতে যাচ্ছে রমাদান সংখ্যা ইন শা আল্লাহ। প্রতিটি ম্যাগাজিনে ইনবাতের শিক্ষার্থীদের কিছু লেখা থাকবে। সেই সাথে শিক্ষার্থীগণ ফটোগ্রাফী, ক্যালিগ্রাফী, হালাল বিনোদন (হালাল ও শিক্ষণীয় প্রহসনমূলক লেখা) এর মাধ্যমেও অংশগ্রহণ করতে পারবে।
ইনবাত এডুকেশনের শিক্ষার্থীগণ ম্যাগাজিনে ৫টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন ইন শা আল্লাহ।

ম্যাগাজিন প্রচ্ছদ:
বিষয়- রমাদান বিষয়ক ফটোগ্রাফী
ডিভাইস- ক্যামেরা অথবা ভালো ক্যামেরা আছে এরকম ফোন
সাইজ- পোট্রেট, 16:9

লেখা:
বিষয়- পরিবর্তন আসুক রমাদানে (রমাদানে নিজের পরিবর্তনের ঘটনা অথবা কিভাবে পরিবর্তন হওয়া যায় এরকম টিপস ইত্যাদি)
শব্দসংখ্যা- সর্বোচ্চ ১০০০
* লেখা ম্যাগাজিনের জন্য বাছাই করা হলে ছাপানোর পূর্বে সম্পাদনা হতে পারে।

ফটোগ্রাফি:
বিষয়- আল্লাহর সৃষ্টির সৌন্দর্য ফুটে ওঠে এমন ছবি।
কিছু সাজেশন- মসজিদের ছবি, কুরআনের ছবি, আকাশ, ফুল বা সুন্দর কোনো দৃশ্যের ছবি ইত্যাদি। এর বাহিরের যেকোনো ছবি দেয়া যাবে মানুষ বা প্রাণীর ছবি ব্যতীত।
ডিভাইস- ক্যামেরা অথবা ভালো ক্যামেরা আছে এরকম ফোন
সাইজ- যেকোনো

ক্যালিগ্রাফি:
বিষয়- রমাদান সম্পর্কিত কুরআনের আয়াত, হাদীস বা পূর্ববর্তী আলেমদের উক্তি। আরবীর সাথে বাংলা অনুবাদও রাখা যাবে।
সাইজ- যেকোনো
ক্যালিগ্রাফিটি কালার স্ক্যান করে PNG ফাইল পাঠাতে হবে। অথবা সুন্দর করে ছবি তুলে পাঠালেও হবে।

হালাল বিনোদন:
বিষয়- যেকোনো জায়েয এবং শরিআহবিরোধী নয় বরং শিক্ষণীয় এরকম বিষয়ক কৌতুক বা লেখা। আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহর অন্তর্ভুক্ত নয় এমন দল, সেক্যুলার অথবা অমুসলিমদের ভ্রান্ত ও ভ্রষ্ট চিন্তাধারা নিয়ে প্রহসনমূলক লেখা অগ্রগণ্য হবে।
শব্দসংখ্যা- সর্বোচ্চ ২০০। একাধিক লেখা জমা দেয়া যাবে।
* লেখা ম্যাগাজিনের জন্য বাছাই করা হলে ছাপানোর পূর্বে সম্পাদনা হতে পারে।

ডেডলাইন- ১২ ফেব্রুয়ারী ২০২২
মেইল- [email protected]
মেইলের সাব্জেক্টে আপনি কোন ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন সেটা লিখতে হবে। আর ম্যাসেজ বডিতে আপনার নাম, ইনবাতের কোন কোন কোর্সে ছিলেন এবং সেসব কোর্সের রোলগুলো লিখতে হবে।
যেকোনো প্রয়োজনে ম্যাসেজ করুন - দ্রুম - Droom

বিদ্র- হয়তো অনেকেই অংশগ্রহণ করবে তাই সকলের কাজ নেয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝবেন এবং এবিষয়ে আমাদেরকে যথাযথ সহায়তা করবেন।

অঙ্কুরগুলো হোক আকাশ ছোঁয়া দ্রুম...

Address


Alerts

Be the first to know and let us send you an email when দ্রুম - Droom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্রুম - Droom:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share