Rina'z Vlogs

Rina'z Vlogs Makeup,fashion,cooking,daily vlogs,travelling etc
(4)

অনেক কথা যাও যে বলে, কোন কথা না বলিতোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি -রবীন্দ্র নাথ ঠাকুর    ゚  ゚
24/11/2024

অনেক কথা যাও যে বলে, কোন কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি
-রবীন্দ্র নাথ ঠাকুর

゚ ゚

কেউ বোঝে না, কেন বোঝে না?প্রতি নিয়ত কি এক বেদনা বয়ে বেড়াই!কেউ কেন বোঝে না?শুধু নিজের কথাই ভাবে!এই পৃথিবীর আনাচে কানাচ...
23/11/2024

কেউ বোঝে না, কেন বোঝে না?
প্রতি নিয়ত কি এক বেদনা বয়ে বেড়াই!
কেউ কেন বোঝে না?
শুধু নিজের কথাই ভাবে!
এই পৃথিবীর আনাচে কানাচে কত বেদনা লুকিয়ে আছে
কত সহস্র বেদনার ঢল,
চোখের নদী পার হয়ে যায়
কত জীবন অবলিলায়
গেয়ে চলে স্বপ্ন ভাঙ্গার গান!
ছোট ছোট আশা গুলো কাঁচের মতো গুরিয়ে যায়,
সেই কাঁচেতে হাত কেটে কেউ
ব্যর্থ প্রেমের প্রলাপ আঁকে!
দু'মুঠো ভাত জোগাড় করা, কারো জন্য বেজায় কঠিন
পেটের জ্বালায় কেউ বা আবার
গতর বেঁচে নামকাওয়াস্তে!
ভিক্ষার ঝুলি কারো হাতে, কেউ আঁচলে মুখ লুকায়
টিসিবির লম্বা লাইনে!
ঋণের বোঝা মাথায় নিয়ে কেউ বা ঝোলে গাছের ডালে
আবার কেউ সন্তানসহ বিষের বোতল গলায় ঢালে!
ছেলে মেয়ের ভাবনা ভেবে
জায়নামাজের রঙিন জমিন,
ভেজে মায়ের চোখের জলে।
বেকার ছেলেটি উদ্ভ্রান্ত, চোখের কোল শুকিয়ে কাঠ,
সময় ছোটে পাগলা ঘোড়া,আর কবে তার চাকরি হবে?
বিয়ের বয়স পেরিয়ে গেল,
মেয়ের জীবন ওষ্ঠাগত,পাড়া পড়শির কথার ঝালে
ভাবে সে,আই বুড়ো নাম ঘুচবে কবে?
ছোট্ট শিশুর আবদারে, বাবা মায়ের চক্ষু ভারি
বক্ষভেদি আর্তনাদে,রাতের তারা সাক্ষী থাকে,
কেউ বোঝে না কষ্ট তারি!
সবাই শুধু নিজের কথা ভাবতে থাকে অহর্নিশি
এই পৃথিবীর মানুষ গুলো ভীষণ রকম স্বার্থপর,
নিজেকে নিয়েই ব্যস্ত বেশি!

১৯/১১/২০২৪
কবিতা:'স্বার্থপর মানুষ গুলো '
゚ ゚ #কবিতা #কবি

শুভ সকাল    ゚    ゚          #শুভসকাল
22/11/2024

শুভ সকাল
゚ ゚ #শুভসকাল

আমার সোনা পাখিরা 💝💝   ゚
21/11/2024

আমার সোনা পাখিরা 💝💝

মন থেকে বলিনি,আমাকে ভালোবাসা বারণআমিও চাই তুমি আমাকে ভালোবাসো,অপার মুগ্ধতায়যেমন করে কবিরা ভালোবাসেন চাঁদ কে!আমিও চাই,প্...
20/11/2024

মন থেকে বলিনি,আমাকে ভালোবাসা বারণ
আমিও চাই তুমি আমাকে
ভালোবাসো,অপার মুগ্ধতায়
যেমন করে কবিরা ভালোবাসেন চাঁদ কে!
আমিও চাই,প্রখর রৌদ্রে ঝাপ বট হয়ে
ছায়া দিয়ে রাখো আমাকে,এতো টুকু আঁচ
যেন না লাগে রোদের!
পৃথিবীর মতোন আগলে রাখো চারিদিক থেকে
যেন সৌর জগতের নানান গ্ৰহ-নক্ষত্রের
আঘাত না লাগে!
আমাকে ভালোবাসতে বারণ করিনি মন থেকে
তুমি আমাকে ভালোবাসবে ভরা জোয়ারের মতো,
যেখানে কখনোই ভাটা পরবে না!
আমাকে ভালোবাসবে অযুত ঝরে পরা জোছনার মতো,
যেখানে কখনোই অমাবস্যা থাকবে না!
আমার খুব মন খারাপের দিনে, তোমার বুকের অলিন্দ
থেকে প্রাণ ভরে অক্সিজেন নিতে চাই।
চোখের অশ্রু মাটিতে গড়িয়ে পরার আগেই মুছে দিও,
কেউ যেন না দেখে!
তুমি আমাকে এতো এতো ভালোবাসো যেন
সে ভালোবাসার কাছে কেউ দাঁড়াতে না পারে,
শুধু আমাকে বুঝতে দিও না - তোমার অনুভব
খুব কষ্ট পাবো,সইতে পারবো না!

১৮/১১/২০২৪
কবিতা:'বারণ করিনি মন থেকে '
゚ ゚ #কবিতা #কবি

আহা সেই দিন!   ゚  ゚
19/11/2024

আহা সেই দিন!
゚ ゚

Good Evening, Dhaka    ゚                    ゚
19/11/2024

Good Evening, Dhaka
゚ ゚

তুমি রোদ হলে, ঝলসে দিতে পৃথিবী আমি দেখি তোমার চোখে চাঁদের জোছনা মায়াবী রোদ তোমাকে মানায় না তুমি কাশফুলের নরম ছোঁয়া শু...
18/11/2024

তুমি রোদ হলে, ঝলসে দিতে পৃথিবী
আমি দেখি তোমার চোখে
চাঁদের জোছনা মায়াবী
রোদ তোমাকে মানায় না
তুমি কাশফুলের নরম ছোঁয়া
শুভ্র পেলব মানবী।
তুমি ঝর্ণার শীতল পরশ
আলতো করে ছুঁয়ে যাওয়া
নুড়ি-পাথরে ভালোবাসা,
দূর সাগরে ভেসে যাওয়া প্রবাহি।
তুমি ধূলো উড়ানো মেঠো পথে
রাখালী বাঁশির সুর
সে সুরের তানে, ছন্দ আনে
ফসলের প্রাণে প্রাণে।
তোমার পরশে প্রজাপতি উড়ে
ফুলেরা পাপড়ি মেলে
হংসের দল ভেসে বেড়ায়
টলটলে নদী জলে
তুমি রোদ হলে ঝলসে দিতে পৃথিবী
তুমি বরং বৃষ্টি হও
আনন্দ ধারায় ভিজিয়ে দাও চরাচর
ছন্দ মদিরতায় ভরে থাকুক ঘর।
তুমি বরং সবুজ অরণ্য হও
সুনিবিড় সতেজতায় মন শান্ত হোক
প্রশান্তিতে ভরে থাকুক বুক।
তুমি বরং সোনার হরিণ হও
চোখে থাকুক নানান স্বপ্নের দ্যুতি
আজীবন আশায় আশায় তোমার পানে ছুটি,
তুমি রোদ হলে ঝলসে দিতে পৃথিবী।

১৬/১১/২০২৪
কবিতা:'তুমি রোদ হলে '
゚ #কবিতা #কবি

তোমার গরুর গাড়ি তে আমি যাবো না, আমার মার্সিডিজ চাই 😁😁             ゚
17/11/2024

তোমার গরুর গাড়ি তে আমি যাবো না, আমার মার্সিডিজ চাই 😁😁

আমার বড় বাবা(১৯৯৮ সালের ছবি)
17/11/2024

আমার বড় বাবা(১৯৯৮ সালের ছবি)

রাত্রি দ্বিপ্রহরে,চোখে নেই ঘুম দীর্ঘসূত্রিতার পালকে উড়ে বেড়ায় প্রেম,যতনে কেউ রাখে না হাত কপোলে।প্রতারিত মন গুলো গুমরে...
14/11/2024

রাত্রি দ্বিপ্রহরে,চোখে নেই ঘুম
দীর্ঘসূত্রিতার পালকে উড়ে বেড়ায় প্রেম,
যতনে কেউ রাখে না হাত কপোলে।
প্রতারিত মন গুলো গুমরে কাঁদে,
ভিজায় বালিশ,কিবা আসে যায় তাতে!
বিরহী মেঘ গুলো একাকী ভাসে,
দাম্ভিকতায় ভরা চাঁদের মোহনায়,
ফিরেও দেখে না সে!
অথচ সহস্র সূর্য কণায় আলোকিত তার রূপ।
বিবর্ণ সময় সজল চোখে চায়
অসামঞ্জস্য গুলো প্রকট হতে হতে
ভয়ানক আকৃতির দানবে পরিণত হয়,
সেই দানব আস্ত গিলে ফেলছে
ইট,কাঠ, পাথর,গাছ -গাছালি,পশু-পাখি,
নদী,খাল-বিল, বিপন্ন মানুষ!
কেউ কি তার রাখে না খোঁজ?
চতুর চোখ গুলো আখের গোছায়,
চুরি করে চোর,বোকা গুলো পঁচে মরে,
চিলে দেয় ঠোকর,শকুনে ছিঁড়ে খায়,
ক্ষুধার্ত হাত গুলো , মুহূর্তেই খুনী হয়ে যায়
রক্তের নহরে ভাসে পিচঢালা পথ
লোভের গর্ভে সোনালী শপথ!
ছলনার জালে জড়ায় পোকা মাকড়,
জীবন হারিয়ে বোঝে,বিষে ভরা ছিল
মিথ্যে আশ্বাসের নতুন ভোরের নিষিক্ত শিশির!
অনূর্বর মাথায় প্রবেশ করানো হয়
ভোঁতা হাতিয়ার, অথচ এই ভোঁতা
অস্ত্রই মাঝে মাঝে হয়ে যায় বিপজ্জনক,
তারা যদি বুঝতো !

১৫/১১/২০২৪
কবিতা: 'ভোঁতা হাতিয়ার '
#কবিতা #কবি

সন্তুষ্টি    ゚
13/11/2024

সন্তুষ্টি

আগামী দিন গুলো হোক মঙ্গলময়হোক মানবতার জয়,হোক বিবেকের জয়হোক দূর জটিল কুটিল মনের মলিনতাহোক দূর সীমাহীন স্বার্থপরতা হোক ...
12/11/2024

আগামী দিন গুলো হোক মঙ্গলময়
হোক মানবতার জয়,হোক বিবেকের জয়
হোক দূর জটিল কুটিল মনের মলিনতা
হোক দূর সীমাহীন স্বার্থপরতা
হোক দূর রক্তের হানাহানি,
হোক দূর নীচতার কানাকানি।

১৩/১১/২০২৪
゚ #কবিতা

চাহিদার সীমাবদ্ধতা, জীবন কে শান্তিময় করে    ゚
12/11/2024

চাহিদার সীমাবদ্ধতা, জীবন কে শান্তিময় করে

11/11/2024

আহা শৈশব! মনে হচ্ছে সেই ছোট্ট বেলাতেই আছি | ROOF ROYAL

কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি           ゚
11/11/2024

কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি ゚

শুভ রাত্রি, শুভ দিনের প্রত্যাশায়    ゚
09/11/2024

শুভ রাত্রি, শুভ দিনের প্রত্যাশায়

08/11/2024

আমাদের এক সোনালী বিকেল প্রাণের ঝিনাইদহে | জোহান পার্ক | Johan Park ゚

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rina'z Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share