DakBarta

DakBarta dakbarta.com North East India’s most trusted source of local, national and world news. analysis,

07/04/2023

৯ বনমালীপুর মন্ডলের ২৫ নং ওয়ার্ডের পক্ষ থেকে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় চন্দ্রপুর বাজারে। বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা।

07/04/2023

‘সবার জন্য স্বাস্থ্য’ এই স্লোগানকে সামনে রেখে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা শাখার উদ্যোগে ৭৫ তম বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়। সকালে উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে বর্ণাঢ্য শুভযাত্রার উদ্বোধন করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ।

06/04/2023

দুষ্কৃতির দ্বারা আক্রান্ত খোয়াই মহকুমা কৃষি দপ্তরের সুপারেন্ডেন্ট অফ এগ্রিকালচার (SA)। ঘটনা খোয়াই BPC পাড়া এলাকায় ভাড়াটিয়া বাড়ির সামনে।। আহত SA র নাম বিপ্রজিত বরুয়া। খোয়াই জেলা হাসপাতাল থেকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।।

06/04/2023

বৃহস্পতিবার রাজ্যের ভেটেরিনারি কলেজ পরিদর্শন করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। কলেজটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে। এদিন সব কিছু খতিয়ে দেখলেন মন্ত্রী। সমস্যা গুলি দ্রুত নিরসনের আশ্বাস দিয়েছেন।

06/04/2023

দলের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসে দেশব্যাপী লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার দুপুরে দিল্লি থেকে এই প্রচার অভিযানের সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার কর্মসূচি পালন করা হয়।

06/04/2023

৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেসিক ট্রেনিং মাঠে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অনান্যরা।

06/04/2023

বুধবার রাতে আগরতলা প্রেস ক্লাবে সংঘটিত হয় চুরিকান্ড। জানা গেছে, কিছু সামগ্রী সহ নগদ ২০০০ টাকা চুরি করে নিয়ে যায় ওই চোর। বৃহস্পতিবার সকালে ক্লাবের কেয়ার টেকার এসে দেখতে পায় সবকিছু লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে যাবতীয় ঘটনা খতিয়ে দেখেন এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তেমন মূল্যবান কোনো সামগ্রী চুরি হয়নি বলে জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি রমাকান্ত দে।

06/04/2023

বুধবার রাতে আগরতলা প্রেস ক্লাবে সংঘটিত হয় চুরিকান্ড। জানা গেছে, কিছু সামগ্রী সহ নগদ ২০০০ টাকা চুরি করে নিয়ে যায় ওই চোর। বৃহস্পতিবার সকালে ক্লাবের কেয়ার টেকার এসে দেখতে পায় সবকিছু লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে যাবতীয় ঘটনা খতিয়ে দেখেন এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তেমন মূল্যবান কোনো সামগ্রী চুরি হয়নি বলে জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি রমাকান্ত দে।

06/04/2023

৪৪ তম ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করা হয় কৃষ্ণনগর বিজেপি প্রদেশ কার্যালয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলনের পর সকলে মিলে নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন বিজেপির কার্যকর্তারা।

06/04/2023

বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠা দিবসে কার্য্যকর্তাদের সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

06/04/2023

নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে পালিত হল দলের প্রতিষ্ঠা দিবস

06/04/2023

বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠা দিবসে কার্য্যকর্তাদের সম্বোধন করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

06/04/2023

চিটফান্ড মামলায় সিবিআই রাজ্যে তদন্তে এসে মঙ্গলবার রাতে পশ্চিম আগরতলা থানা থেকে নয়টি কম্পিউটারের সিপিইউ নিজেদের দখলে নিয়েছে। গত নয় দশবছর পূর্বে রাজ্যের একাধিক চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে রাজ্য সরকার মামলা গ্রহণ করেছিল। পরবর্তী সময়ে এই মামলাগুলির তদন্তের দায়িত্ব বর্তায় সিবিআই এর হাতে। এমনই একটি চিট ফান্ড সংস্থা আয়কর। এই মামলাটিরও তদন্তের দায়িত্ব রয়েছে সিবিআই। আয়কর চিটফান্ড কোম্পানির এই মামলাটি রাজ্যে প্রথম গ্রহণ হয়েছিল ২০১৩ সালে। তারপর রাজ্য পুলিশ এর তদন্ত চালিয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিবিআই। মঙ্গলবার রাতে সিবিআই এর এক আধিকারিক দেবেন্দ্র কুমার আরিয়া আগরতলা পশ্চিম থানায় এসে আয় কর মামলায় পুলিশ যে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছিল তারমধ্য থেকে নয়টি কম্পিউটারের সিপিইউ সিজ করেছে। মামলাটির পরবর্তী ধাপে এই সামগ্রীগুলির প্রয়োজনেতা রয়েছে বলেই সিবিআই আধিকারিক সামগ্রিক রাজ্য পুলিশ থেকে তাদের দখলে নিয়েছে। ধারণা করা হচ্ছে, আয়কর ছাড়াও আরো যে সকল চিটফান্ড কোম্পানির মামলা সি বি আই এর হাতে নষ্ট হয়েছে সেই সব মামলায় আরো এই ধরনের সামগ্রী সিবিআই আধিকারিকরা বাজেয়াপ্ত করতে পারে। এখানে উল্লেখ্য রাজ্যে মোট ৩৫ টি চিটফান্ড মামলার দায়িত্ব রয়েছে সিবিআই'র হাতে।

05/04/2023

সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি

05/04/2023

বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচী বিজেপির।

যান দুর্ঘটনায় প্রয়াত রাজ্যের উদয় আমার নাট্য শিল্পী উত্তম চক্রবর্তী ।  মঙ্গলবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ থে...
05/04/2023

যান দুর্ঘটনায় প্রয়াত রাজ্যের উদয় আমার নাট্য শিল্পী উত্তম চক্রবর্তী । মঙ্গলবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ থেকে বাড়ি ফেরার পথেই এই ঘটনা ঘটে । বুধবার ময়নাতদন্তের পর শিল্পীর নিথর দেওয়া বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ।

05/04/2023

যান দুর্ঘটনায় প্রয়াত রাজ্যের নাট্য শিল্পী উত্তম চক্রবর্তী । মঙ্গলবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ থেকে বাড়ি ফেরার পথেই এই ঘটনা ঘটে । বুধবার ময়নাতদন্তের পর শিল্পীর নিথর দেওয়া বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ।

05/04/2023

বুধবার আগরতলা গোর্খা বস্তি স্থিত প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মুখ্য কার্যালয়ে দপ্তরের জেলা, মহকুমা ও রাজ্য স্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস।

04/04/2023

নেতাজি চৌমুহনী এলাকায় একটি দোকানের মধ্যে চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল এক চোর ।ব্যবসায়ী ফণীভূষণ দে অভিযোগ করেন একটি কাজে তিনি বাড়িতে যান দোকান ছিল খালি এরই মধ্যে ওই দোকানের মধ্যে প্রবেশ করে দোকানে থাকা ১৩০০ টাকা চুরি করে পালানোর সময় পথ চলতি মানুষ বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলে এবং দেওয়া হয় উত্তম মধ্যম এরই মধ্যে পশ্চিম থানায় খবর দেয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

04/04/2023

মর্জি মাফিক কাজ কর্মচারীদের আর বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

04/04/2023

পর্যালোচনার বৈঠক করলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। খোঁজখবর নিলেন দপ্তরের কাজকর্মের।

04/04/2023

রাজ্য প্রকল্প পরিচালক সমগ্র শিক্ষার নিকট ছয় দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করে। দাবিগুলি হল,সেই শিক্ষকদের জন্য সিনিয়র সেকেন্ডারি (H.S) পরীক্ষার মার্কগুলির যাচাইকরণ যেমন D.El.Ed মার্কশিটে N.C স্থিতি উল্লেখ করা হয়েছে । যে সমস্ত শিক্ষক ব্যর্থ হয়েছেন তাদের জন্য D.El.Ed পরীক্ষার ব্যবস্থা করা হয় H.S পরীক্ষায় বা D. El. এড পরীক্ষা এবং এটি বিভাগ দ্বারা স্কিমের ফ্রেমেও উল্লেখ করা হয়েছে। সমস্ত N.C শিক্ষকদের জন্য নিয়মিত বেতন স্কেল প্রদান করা। ডিএ এবং অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করা যারা কর্মরত- সমগ্র শিক্ষার অধীনে। সমগ্র শিক্ষার অধীনে কর্মরত সকল কর্মচারীদের নিয়মিতকরণ। অন্যান্য রাজ্য সরকারের সমতুল্য ব্যাঙ্ক লোন পাওয়ার এনটাইটেলমেন্ট।

04/04/2023

মঙ্গলবার থেকে শুরু হলো চৈত্র মেলা, চলবে আগামী চৌদ্দ এপ্রিল পর্যন্ত। অন্যান্য বছরের ন্যায় এবছরও আগরতলা পুরো নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বিনা পয়সায় ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে। শকুন্তলা রোড এবং জ্যাকসন গেট এলাকায় বসেছে চৈত্রের হাট। গ্রাম গঞ্জের বহু মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে চৈত্রের হাটে কেনা কাটার জন্য। তাদের ধারণা চৈত্রের হাটে কম মূল্যে জিনিস বিক্রি হয়। ব্যবসায়ীরাও অপেক্ষায় থাকে দুপয়সা আায় করার জন্য।

Address


Alerts

Be the first to know and let us send you an email when DakBarta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DakBarta:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

About DakBarta

DakBarta is the first dedicated 24×7 news website of North East India, which offers the latest local, national and international news on current affairs, politics, sports, entertainment, health, career, lifestyle, culture & food etc in Bengali.

Contact us: DakBarta Office, North Gate, Dimsagar, East Side of Swami Vivekananda Maydan, Agartala, India 799001

· Phone: 0381-2976179

· Email: [email protected], [email protected], [email protected]