ʜᴀʀɪʙʜᴀᴋᴛɪ ᴠɪʟᴀs

  • Home
  • ʜᴀʀɪʙʜᴀᴋᴛɪ ᴠɪʟᴀs

ʜᴀʀɪʙʜᴀᴋᴛɪ ᴠɪʟᴀs Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare�Chant

𝗦𝗮𝘆 "𝗛𝗮𝗿𝗲 𝗞𝗿𝗶𝘀𝗵𝗻𝗮" & 𝗴𝗲𝘁 𝗿𝗲𝗽𝗹𝘆 💖
15/11/2022

𝗦𝗮𝘆 "𝗛𝗮𝗿𝗲 𝗞𝗿𝗶𝘀𝗵𝗻𝗮" & 𝗴𝗲𝘁 𝗿𝗲𝗽𝗹𝘆 💖

বৈদিক ঘড়ি                          ১ ঈশ্বর- পরমব্রহ্ম।২. পক্ষ - শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ।৩. অনাদি তত্ত্ব- পরমাত্মা, জীবাত্...
07/11/2022

বৈদিক ঘড়ি

১ ঈশ্বর- পরমব্রহ্ম।

২. পক্ষ - শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ।

৩. অনাদি তত্ত্ব- পরমাত্মা, জীবাত্মা, প্রকৃতি।

৪. বেদ - ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ।

৫. মহাভূত - ক্ষিত, জল, পাবক, আকাশ, সমীরা।

৬. দর্শন - সাংখ্য, যোগ, ন্যায়, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা(ব্রহ্মসূত্র), বৈশেষিক।

৭. মর্যদা/ সপ্ত মহাপরাধ- চুরি, ব্যভিচার, হত্যা/ভ্রুননিধন, অগ্নিসংযোগ, নেশা/মদ্যপান, অসততা, অশ্লীলতা।

৮. যোগ - যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারনা, ধ্যান, সমাধি।

৯. নবদ্বার- দুই চক্ষু, দুই কর্ণ, দুই নাসারন্ধ্র, মুখ, পায়ু ও উপস্থ।

১০. দিশা - উর্ধ্ব, ইশান, পূর্ব, আগ্নেয়, দক্ষিণ, নৈঋত্য, পশ্চিম, বায়ব্য, উত্তর, অধো।

১১. উপনিষদ - ঈশ, ঐতরেয়, শেতাশ্বতর, কঠ, কেন, ছান্দোগ্য, প্রশ্ন, তৈত্তিরীয়, বৃহদারণ্যক, মাণ্ডুক্য, মুণ্ডক।

১২. আদিত্য - বারো মাস।

সত্য সনাতন

হরে কৃষ্ণ 🙏17 অক্টোবর সন্ধ্যায়, বিশ্বখ্যাত বলিউড প্লেব্যাক গায়ক, অলকা ইয়াগনিক এবং তার মেয়ে, শেশা, ইসকন জুহুর শ্রী শ্...
06/11/2022

হরে কৃষ্ণ 🙏
17 অক্টোবর সন্ধ্যায়, বিশ্বখ্যাত বলিউড প্লেব্যাক গায়ক, অলকা ইয়াগনিক এবং তার মেয়ে, শেশা, ইসকন জুহুর শ্রী শ্রী রাধা রাসবিহারী মন্দিরে এইচএইচ জয়পতাকা স্বামী গুরু মহারাজের সাথে দেখা করতে এসেছিলেন। তারা গুরু মহারাজার সাথে দেখা করে রোমাঞ্চিত হয়েছিল। অলকা ইয়াগনিক একটি ছোট মহামন্ত্র কীর্তনও গেয়েছিলেন যাতে সমস্ত ভক্তরা গান গাইতে যোগ দিয়েছিলেন। তারা মায়াপুরের জপ থেকে শুরু করে বাংলা ভাষা পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অলকা এবং সায়েশা উভয়েই অনুপ্রাণিত হয়েছিল এবং নিকট ভবিষ্যতে গুরু মহারাজার সাথে সাক্ষাত ও সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছিল।

Hare krishna 🙏🏻

On the evening of October 17, world renowned Bollywood playback singer, Alka Yagnik and her daughter, Sesha, came to meet HH Jayapataka Swami Guru Maharaj at Sri Sri Radha Rasbihari Mandir in ISKCON Juhu. They were thrilled to meet Guru Maharaja. Alka Yagnik also sang a short Mahamantra Kirtan in which all the devotees joined in singing. They discussed various topics from Mayapur chanting to Bengali language. Both Alka and Sayesha were inspired and expressed interest in meeting and collaborating with Guru Maharaja in the near future.

এ ফর  #অর্জুন, বি ফর  #বলরামএভাবেই ছোটদের ইংরেজি অক্ষর চেনানো হচ্ছে   #যোগীজির রাজ্য উত্তর প্রদেশে🧡ইংরেজি বইতে উঠে এসেছে...
04/11/2022

এ ফর #অর্জুন, বি ফর #বলরাম

এভাবেই ছোটদের ইংরেজি অক্ষর চেনানো হচ্ছে
#যোগীজির রাজ্য উত্তর প্রদেশে🧡
ইংরেজি বইতে উঠে এসেছে পুরাণ কিংবা ভারতীয় সংস্কৃতির প্রাণপুরুষরা।🚩🚩

যোগীজির জয় হোক 🙏🧡🚩

হরে কৃষ্ণ 🙏➡️আগামী ৪ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ,  শুক্রবার পবিত্র উত্থান একাদশী। সবাই কৃপা করে একাদশী ব্রত পালন করবেন।
03/11/2022

হরে কৃষ্ণ 🙏

➡️আগামী ৪ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ, শুক্রবার পবিত্র উত্থান একাদশী।
সবাই কৃপা করে একাদশী ব্রত পালন করবেন।

01/11/2022

জীবনে_যখন_বিভিন্ন_সমস্যা_আসবে,_ তখন_কী_করবেন? ||_Nitai_Sevini_Mataji

Video source ~ Hare Krishna TV Bangla

Kartik mas, also known as Damodar month. Starts on 9th October 2022. On this auspicious month, innumerable pasttimes of ...
10/10/2022

Kartik mas, also known as Damodar month. Starts on 9th October 2022.

On this auspicious month, innumerable pasttimes of little Krishna took place. Devotees relish hearing , speaking those lilas of Lord's. Such as binding of Krishna belly with the ropes , delivering nala kuvera demigods. Etc...

Devotees offer ghee lamp to the lord, and they inspire others in doing so..

লক্ষী পূজার এই শুভ দিনটিতে মা লক্ষীর আশীর্বাদে আপনাদেরসকলের মনস্কামনা পূর্ণ হোক সমৃদ্ধি বিরাজ করুক ঘরে ঘরে,, আনন্দ ও সুখ...
09/10/2022

লক্ষী পূজার এই শুভ দিনটিতে মা লক্ষীর আশীর্বাদে আপনাদের
সকলের মনস্কামনা পূর্ণ হোক সমৃদ্ধি বিরাজ করুক ঘরে ঘরে,,
আনন্দ ও সুখ যেন কম না পড়ে!

এসো মা লক্ষী বসো ঘরে,, আমার এ ঘরে থাকো আলো করে |

সবাইকে লক্ষী পূজার শুভেচ্ছা 🌺

08/10/2022

If you like this kirtan please do like, share & comment for hear more vajan & kirtan😊🙏

Support ~ Kirtana RasaSindhu ♥

08/10/2022

𝙆𝙧𝙞𝙨𝙝𝙣𝙖 𝙘𝙤𝙣𝙨𝙘𝙞𝙤𝙪𝙨 𝙘𝙤𝙪𝙥𝙡𝙚 𝙛𝙪𝙣𝙣𝙮 𝙩𝙞𝙢𝙚

Video Credit ~ Madhavas

🪔🪔পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী মাহাত্ম্য 🗣️🌿 আশ্বিন শুক্লাপক্ষীয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্তপুরাণে বর্ণ...
06/10/2022

🪔🪔পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী মাহাত্ম্য 🗣️🌿

আশ্বিন শুক্লাপক্ষীয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্তপুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন- হে মধুসুদন। আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি?
তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন –হে রাজেন্দ্র। আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী 'পাশাঙ্কুশা' নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম-সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্ব তীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরকযাতনা থেকে রক্ষা পায়।
এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়। মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়।
‌‌‌হে রাজন। গয়া, কাশী এমনকি কুরুক্ষেত্রও শ্রীহরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপাল! একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়।
এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাঁকে আর যমালয়ে যেতে হয় না। যারা এসকল পুণ্যকার্য করে না, তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল । নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রনা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠসুখ লাভ করে। কৃষ্ণভক্তি লাভই শ্রীএকাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিকরূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। 🙏🙏
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখী হউন।
#একাদশী

05/10/2022

শুভ বিজয়া দশমী 🔱💖

মা আবার এসো ফিরে তুমি ♥️

আবার ১বছর অপেক্ষা মায়ের জন্য 😞

শুভ মহা নবমী ❤️🌼পূজোর অপেক্ষায় থাকতে থাকতে নবমী চলে এলোএবার মায়ের ফেরার পালা,তাঁর অপেক্ষায় আরো একবার দিনগোনা শুরু হবে...
04/10/2022

শুভ মহা নবমী ❤️🌼
পূজোর অপেক্ষায় থাকতে থাকতে নবমী চলে এলো
এবার মায়ের ফেরার পালা,
তাঁর অপেক্ষায় আরো একবার দিনগোনা শুরু হবে🙂🙃

02/10/2022

শুভ মহা সপ্তমী 🔱💖

𝐖𝐢𝐬𝐡𝐢𝐧𝐠 𝐭𝐡𝐚𝐭 𝐌𝐚𝐚 𝐃𝐮𝐫𝐠𝐚 𝐁𝐥𝐞𝐬𝐬𝐞𝐬 𝐲𝐨𝐮 𝐚𝐧𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲 𝐰𝐢𝐭𝐡 𝐡𝐚𝐩𝐩𝐢𝐧𝐞𝐬𝐬, 𝐣𝐨𝐲 𝐚𝐧𝐝 𝐠𝐨𝐨𝐝 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡.🌺💖

𝐉𝐨𝐲 𝐌𝐚𝐚 𝐃𝐮𝐫𝐠𝐚! 🌹🌺

♥️⚜️🔱শুভ মহা ষষ্ঠী🔱 ⚜️♥️সবাইকে জানাই শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন 🥰আজ দেবী পক্ষের ষষ্ঠ দিন 😌♥️
01/10/2022

♥️⚜️🔱শুভ মহা ষষ্ঠী🔱 ⚜️♥️

সবাইকে জানাই শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন 🥰
আজ দেবী পক্ষের ষষ্ঠ দিন 😌♥️

24/09/2022

রাত পোহালেই "মহালয়া"...🎉
ভাবতেই অন্তরাত্মায় কেমন যেন এক অদ্ভুত স্বর্গীয় সুখানুভূতি কাজ করে। রাতে আগে আগে ঘুমিয়ে যাওয়ার তাড়া, খুব ভোরের আলো ফুটতে না ফুটতেই সেই শান্ত-স্নিদ্ধ সুরেলা স্বরের চণ্ডীপাঠ; এ চ্যানেল, ও চ্যানেল ঘুরিয়ে "মহালয়া" -এর দৃশ্যায়ন নয়ন ভরে অবলোকন করা, কাশের বনে দুরুদুরু হাওয়া, শিউলির স্নিগ্ধতা, কাসর-ঘন্টা আর উলুধ্বনিতে দেবীপক্ষের সূচনার সেই মাহেন্দ্রক্ষণ
--ভাবলেই ছোট্টবেলার সুখস্মৃতি বড্ড কড়া নাড়ে অন্দরের দরজায়...💖

সবাইকে জানায় শুভ মহালয়া 🔱💖

💝🌻🌼 শুভ মহালয়া 🌼🌻💝                      2022   দেবী পক্ষের সূচনা শুরু    মা আসছেসকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভাল...
24/09/2022

💝🌻🌼 শুভ মহালয়া 🌼🌻💝
2022
দেবী পক্ষের সূচনা শুরু
মা আসছে
সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা💖


#মহালয়া

21/09/2022

সকল শ্রীকৃষ্ণ ভক্তদের জানাই ইন্দিরা একাদশীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 🌿🌺
আজ ইন্দিরা একাদশী সবাই অবশ্যই একাদশী ব্রত পালন করবেন।🌿🌺
হরে কৃষ্ণ। 🌿
একাদশীর দিনে ভগবান শ্রী রাধামাধবের মনোমুগ্ধকর রূপ দর্শন করে এই পবিত্র একাদশীর দিন শুরু করুন ।
আর সবাই একসাথে বলেন 👇👇

★হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে ★☜︎︎︎꧂

18/09/2022

শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি...😌❤️🥀

কন্ঠেঃ নেহা সরকার

18/09/2022

শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ💖

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সৌম্য সরকারের মা এবং সহধর্মিণীর ইসকন স্বামীবাগ মন্দির পরিদর্শন। অত্যন্ত আনন্দের সহিত মন্দির...
10/09/2022

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সৌম্য সরকারের মা এবং সহধর্মিণীর ইসকন স্বামীবাগ মন্দির পরিদর্শন। অত্যন্ত আনন্দের সহিত মন্দির পরিদর্শন এবং শ্রীবিগ্রহ দর্শন করলেন।


04/09/2022
শ্রীশ্রী গুরু- গৌরাঙ্গৌ জয়তহরেকৃষ্ণ,আগামীকাল৪ঠা সেপ্টেম্বর ,২০২২খ্রিস্টাব্দ।১৮ভাদ্র,১৪২৯বঙ্গাব্দ।২৩হৃষীকেশ,৫৩৬গৌরাব্দ।রব...
03/09/2022

শ্রীশ্রী গুরু- গৌরাঙ্গৌ জয়ত
হরেকৃষ্ণ,
আগামীকাল
৪ঠা সেপ্টেম্বর ,২০২২খ্রিস্টাব্দ।
১৮ভাদ্র,১৪২৯বঙ্গাব্দ।
২৩হৃষীকেশ,৫৩৬গৌরাব্দ।
রবিবার।
অনন্তকোটি সংখ্যক বিশ্বব্রহ্মান্ডের অধীশ্বর ভক্তবৎসল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় আহ্লাদিনী শক্তি,গৌড়ীয় ভক্তগণের পরম মঙ্গলময়ী কৃপাবর্ষণকারী, বৃষভানুরাজনন্দিনী বৃন্দাবনেশ্বরী অপার করুণাময়ী শ্রীমতী রাধাঠাকুরাণীর মহিমান্বিত মঙ্গলময় শুভ আবির্ভাব তিথি "শ্রীশ্রী রাধাষ্টমী ব্রত"মহা-মহোৎসব।🙏🏼❤️
--দুপুর পর্যন্ত নির্জলা উপবাস---

18/08/2022

𝖬𝖺𝗒 𝗍𝗁𝖾 𝖻𝗅𝖾𝗌𝗌𝗂𝗇𝗀𝗌 𝗈𝖿 𝖫𝗈𝗋𝖽 𝖪𝗋𝗂𝗌𝗁𝗇𝖺 𝖺𝗅𝗐𝖺𝗒𝗌 𝖻𝖾 𝗐𝗂𝗍𝗁 𝗒𝗈𝗎 𝖺𝗇𝖽 𝗒𝗈𝗎𝗋 𝖿𝖺𝗆𝗂𝗅𝗒.𝗐𝗂𝗌𝗁𝗂𝗇𝗀 𝗒𝗈𝗎 & 𝗒𝗈𝗎𝗋 𝖿𝖺𝗆𝗂𝗅𝗒 𝖺 𝗛𝗮𝗽𝗽𝘆 𝗞𝗿𝗶𝘀𝗵𝗻𝗮 𝗷𝗮𝗻𝗺𝗮𝘀𝗵𝘁𝗮𝗺𝗶❤️🪔

15/08/2022

হরে কৃষ্ণ 🙏🤍🙏
আগামী ১৯শে আগষ্ট শুক্রবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের
৫২৪৮ তম শুভ আবির্ভাব তিথি।
শ্রী শ্রী জন্মাষ্টমী মহোৎসব। ( মধ্যরাত পর্যন্ত উপবাস)

ঝুলনেতে ঝুলছে দেখো রাই কিশোরী, তার সঙ্গেতে প্রেমরুপে প্রিয় গিরিধারী 💖💖
12/08/2022

ঝুলনেতে ঝুলছে দেখো রাই কিশোরী,
তার সঙ্গেতে প্রেমরুপে প্রিয় গিরিধারী 💖💖

➡️⭕▶️ একাদশী বার্তা ◀️⭕⬅️আজ ০৮ই আগষ্ট ২০২২ইং সোমবারপবিত্রারোপণী একাদশী॥ পারনঃ পরের দিন ৯ই আগষ্ট  সকাল ০৫:৩১ থেকে ০৯:৫২ ম...
07/08/2022

➡️⭕▶️ একাদশী বার্তা ◀️⭕⬅️

আজ ০৮ই আগষ্ট ২০২২ইং সোমবার
পবিত্রারোপণী একাদশী॥

পারনঃ পরের দিন ৯ই আগষ্ট সকাল ০৫:৩১ থেকে ০৯:৫২ মি: মধ্যে ঢাকা, বাংলাদেশ সময় এবং সকাল ০৫:১১ থেকে ০৯:৩১ মি: মধ্যে কলকাতা, ভারত সময়।

ব্রত ও মাহাত্ম্যকথাঃ
একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্ৰীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্ৰভু ! শ্ৰাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন । শ্ৰীকৃষ্ণ বললেন - হে মহারাজ ! এখন আমি সেই পবিত্ৰ ব্ৰত মাহাত্ম্য বৰ্ণনা করছি , মনোযোগ দিয়ে তা শ্ৰবণ করুন । যা শোনামাত্ৰেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।প্ৰাচীন কালে দ্বাপর যুগের শুরুতে মহিজীৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিম্মতি নগরে রাজত্ব করতেন।কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্ৰ সু- শাস্তি ছিল না । কেননা তিনি ছিলেন অপুত্ৰক । পুত্ৰহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না ”। এইরুপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল । কিন্তু তবুও পুত্ৰমুখ দশনে রাজা বঞ্চিতই রইলেন । নিজেকে অত্যন্ত দুৰ্ভাগা মনে করে রাজা চিন্তাগ্ৰস্ত হলেন । প্ৰজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্ৰজাবৃন্দ । তোমরা শোন । আমি এই জন্মে তো কোন পাপকাজ করিনি , অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি , ব্ৰাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনও গ্ৰহণ করিনি উপরন্তু প্ৰজাদেরকে পুত্রের মতো পালন করেছি , ধৰ্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি । দুষ্টদের যথানুরুপ দণ্ড দিয়েছি , সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সন্মান করতেও কখনও অবহেলা করিনি । তাই হে ব্ৰাহ্মণগণ , এই প্ৰকার ধৰ্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্ৰ লাভ হল না , তা আপনারা কৃপা করে অনুসন্ধান করন। রাজার এই প্ৰকার কাতর উক্তি শ্ৰবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্ৰাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্ৰিকালজ্ঞ মুনিঋষির কাছে যেতে মনস্থ করলেন ।

বনের মধ্যে ঋষিদের আশ্ৰমসকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন । তিনি দীৰ্ঘায়ু , নীরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন । সর্বশাস্ত্ৰ বিশারদ ধৰ্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত । ব্ৰহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হোত । এই কাণে এই মহামুনির নাম লোমশ । তাকে দেখে সকলেই ধন্য হলেন । তারা পরস্পর বলতে লাগলেন যে , আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম । তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্ৰশংসা করছেন , তা স্পষ্ট করে বলুনা আপনাদের যাতে মঙ্গল হয় , আমি নিশ্চয়ই তার চেষ্টা করব । ব্ৰাহ্মণেরা বললেন হে ঋষিবর । আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন । এ পৃথিবীতে আপনার মতো শ্ৰেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই । মহীজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছে । আমরা তার প্রজা , তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন । কিন্তু তিনি পুত্ৰহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্ৰবেশ করেছি । হে ব্ৰাহ্মাণশ্ৰেষ্ঠ । রাজা যাতে পুত্রের মুখ দৰ্শন করতে পারেন , কৃপা করে তার কোন উপায় আমাদের বলুন । তাদের কথা গুনে মুনিবার ধ্যানমগ্ন হলেন । কিছু সময় পরে রাজার পূর্বজন্মবৃত্তান্ত বলতে লাগলেন । এই রাজা পূৰ্ব্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন । একবার তিনি একটি অন্যায় কাৰ্য করে ফেলেন । ব্যবসা করবার জন্য তিনি এক গ্ৰাম থেকে অন্য গ্ৰামে যাতায়াত করতেন। এক সময় তিনি শুক্লাপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথ্র তিনি অত্যন্ত তৃষার্ত হয়ে পড়েন । গ্ৰাম প্ৰান্তে একটি জলাশয় দেখতে পান । সেখানে জলপানের জন্য যান । সেই সময় একটি গাভী নানা জলপান করছিল । তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিন জলপান কাজে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্ৰসুখ থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু পূৰ্ব্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর। শাস্ত্ৰে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয় ।

তাই আপনি এমন একটি পুন্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারব্দ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্ৰসন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন শ্ৰাবণ মাসের শুক্লপক্ষের পবিত্ৰারোপণী একাদশী ব্ৰত অভিষ্ট ফল প্ৰদান করে । আপনারা যথাবিধি তা সকলে পালন করুন । লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্ৰত্যাবর্তন করে তঁরা রাজাকে সে সকল কথা জানালেন । তারপর সকলে মিলে মুনির নিৰ্দেশ অনুসারে ব্ৰত পালন করলেন । তাদের সকলের পুণ্যফল রাজ্যকে প্ৰদান করলেন ।সেই পুণ্য প্ৰভাবে রাজমহিষী গৰ্ভবতী হলেন । উপযুক্ত সময়ে বলিষ্ঠ , সৰ্বাঙ্গসুন্দর এক পুত্ৰসন্তানের জন্ম দান করলেন । ভবিষোত্তরপুরাণে এই মাহাত্ম্য বৰ্ণিত হয়েছে । এই ব্ৰত মাহাত্মা যিনি পাঠ বা শ্ৰবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্ৰসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্ৰাপ্ত হবেন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

দূর্লভ শৃঙ্গার দর্শন শ্রীশ্রী রাধা কুঞ্জবিহারী,ললিতা,বিশাখা, শ্রীমান্মহাপ্রভু,নিত্যানন্দ প্রভু, শ্রীশ্রী জগন্নাথ বলদেব স...
05/08/2022

দূর্লভ শৃঙ্গার দর্শন শ্রীশ্রী রাধা কুঞ্জবিহারী,ললিতা,বিশাখা, শ্রীমান্মহাপ্রভু,নিত্যানন্দ প্রভু, শ্রীশ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর....
ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, চট্টগ্রাম....

♥♥   হরে কৃষ্ণ   ♥♥১০ই জুলাই, ২০২২ রবিবার🚩পারণের সময় (পরদিন ) সকাল ০৫:২৪-০৯:৪২মি. (বাংলাদেশ সময়) সকাল ০৫:০০-০৯:২৯মি, (...
09/07/2022

♥♥ হরে কৃষ্ণ ♥♥

১০ই জুলাই, ২০২২ রবিবার🚩
পারণের সময় (পরদিন )
সকাল ০৫:২৪-০৯:৪২মি. (বাংলাদেশ সময়)
সকাল ০৫:০০-০৯:২৯মি, (পশ্চিমবঙ্গ সময়)🌹🌹

মহারাজ যুধিষ্ঠির বললেন--'হে কৃষ্ণ! আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন।'
শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন--হে নারদ! এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়।
আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী 'শয়ন' নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। আমি এখন তা বলছি।
বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনরকম দুঃখ, রোগ-ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোন অন্যায় আচরণ ছিল না। এই ভাবে বহু দিন অতিবাহিত হল। কিন্তু একসময় হঠাৎ দৈবদুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোন বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের 'স্বাহা' 'স্বধা' ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল।
তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল--মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বারিবর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগন জীবন ধারন করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়।
রাজা মান্ধাতা বললেন--তোমারা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব। অন্ন থেকেই প্রজার পালন। তাই অ অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোন দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।
তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণবন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন।
ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন--'হে রাজন! এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শুদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন--হে মুনিবর! তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন।
তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন--আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী ও সর্ব উপদ্রব নাশকারিনী। হে রাজন! প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন।
মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল। ভগবান হৃষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল।
এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ তথা নারদ-ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে।

📜 বদ্রিনাথস্থ নৃসিংহশিলা 🥀স্কন্ধপুরাণ অনুযায়ী হিরণ্যকশিপু বধের পরে ভগবান নৃসিংহদেব দেবগণের প্রার্থনায় প্রসন্ন হয়ে চিরকাল...
21/05/2022

📜 বদ্রিনাথস্থ নৃসিংহশিলা 🥀

স্কন্ধপুরাণ অনুযায়ী হিরণ্যকশিপু বধের পরে ভগবান নৃসিংহদেব দেবগণের প্রার্থনায় প্রসন্ন হয়ে চিরকাল বদ্রিনাথে শিলা রূপে অবস্থান করার সম্মতি প্রদান করেন। মন্দিরের সামনে খরস্রোতা অলোকানন্দা নদীর গর্ভে এই দিব্য শিলার অবস্থান। সাধারণত এই শিলা সারাবছরই জলের নিচেই অবস্থান করেন । কিন্তু বছরের নির্দিষ্ট সময় জলস্তর কমে গেলে এই দিব্যশিলা দৃষ্টিগোচর হন।

এই শিলাটির আকৃতি একটি বিশাল নৃসিংহ শালগ্রামের মতন। যেন একটি বৃহৎ আকারের নৃসিংহ শালগ্রাম নদীগর্ভে অবস্থান করছেন।

কাঁদিয়া নৃসিংহ-পদে মাগিব কখন। নিরাপদে নবদ্বীপে যুগলভজন॥ভয় ভয় পায় যাঁ'র দর্শনে সে হরি।প্রসন্ন হইবে কবে মােরে দয়া করি...
14/05/2022

কাঁদিয়া নৃসিংহ-পদে মাগিব কখন।
নিরাপদে নবদ্বীপে যুগলভজন॥
ভয় ভয় পায় যাঁ'র দর্শনে সে হরি।
প্রসন্ন হইবে কবে মােরে দয়া করি॥

🌹বরুথিনী একাদশীর মাহাত্ম্য:যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহিমা সম্বন্ধে জিজ্ঞাসা কর...
26/04/2022

🌹বরুথিনী একাদশীর মাহাত্ম্য:

যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহিমা সম্বন্ধে জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ বললেন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী ‘বরুথিনী’ নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার আকাঙ্ক্ষিত ফল লাভ করেন।

অশ্বদান, গজদান, ভূমিদান, তিলদান, স্বর্ণদান, অন্নদান, কন্যাদান, গোদানকে অন্নদান, গোদান এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে।

পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরকযাতনা ভোগ করতে হয়। তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তাঁর পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু ‘বরুথিনী’ ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে।

ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্যূতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা-পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাভাষণ, ব্যায়াম, দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য।

এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রিজাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমগতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়।

শ্রী শ্রী বরুথিনী একাদশী মাহাত্ম্য কি জয়🙏🙏🙏

একাদশী ব্রত পালনকারী গৌর ভক্ত বৃন্দ কি জয়🙏🙏

21/04/2022

আহা কি সুন্দর রাধা রানী 😌🌿💖

প্রেমানন্দে বল "রাধে" "রাধে" 🥰🥰

🌿কামদা একাদশী:---আগামী ২৯ই চৈত্র, ইং 13 এপ্রিল 2022 বুধবার।চৈত্র মাসের শুক্লপক্ষের ‘কামদা’ একাদশী ব্রত মাহাত্ম্য বরাহপুর...
12/04/2022

🌿কামদা একাদশী:---
আগামী ২৯ই চৈত্র, ইং 13 এপ্রিল 2022 বুধবার।

চৈত্র মাসের শুক্লপক্ষের ‘কামদা’ একাদশী ব্রত মাহাত্ম্য বরাহপুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন- হে বাসুদেব! আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন।

শ্রীকৃষ্ণ বললেন- হে মাহারাজ! এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি একমনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতুহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ।
ঋষি বশিষ্ঠ বললেন- হে মহারাজ! চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ‘কামদা’। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত।

তাদের রাজা ছিলেন পুন্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অস্পরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীমধ্যে অস্পরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী-স্ত্রী রূপে ঐশ্বর্য্যপূর্ণ এক গৃহে পরমসুখে দিনযাপন করত।

তাদের রাজা ছিলেন পুন্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অস্পরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীমধ্যে অস্পরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী-স্ত্রী রূপে ঐশ্বর্য্যপূর্ণ এক গৃহে পরমসুখে দিনযাপন করত।
একদিন পুন্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর-লয়-তাল-মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল।

গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুন্ডরীক রাজার কাছে জানাল। তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে- ‘রে দুর্মতি! তুমি রাক্ষস হও’ বলে অভিশাপ দান করল ।
তার হাত দশ যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকান্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন।

স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল।

একদিন ললিতা বিন্ধ্যপর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন- হে সুন্দরী ! তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বল।

তদুত্তরে ললিতা বলল- হে প্রভু! আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি।

তখন ঋষি বললেন- চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন কর। এই ব্রতের পূণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে।

বশিষ্ঠ ঋষি বললেন-হে মহারাজ দিলীপ! মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য- ‘আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম।

এই পুণ্যের প্রভাবে তাঁর পিশাচত্ব দূর হোক।’ এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল।

হে মহারাজ দিলীপ এই ব্রত যত্নসহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপবিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।
জয় শ্রী কৃষ্ণ ।।

#কামদাএকাদশী

 #সকলকে মহাশিব চতুর্দশী এবং শিব রাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন🌼♥🌼🌿 এই মহা তিথিতে বৈষ্ণব চূড়ামণি মহাদেবের কাছে আমরা একটাই প্...
01/03/2022

#সকলকে মহাশিব চতুর্দশী এবং শিব রাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন🌼♥🌼

🌿 এই মহা তিথিতে বৈষ্ণব চূড়ামণি মহাদেবের কাছে আমরা একটাই প্রার্থনা করবো যে, তিনি যেন আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রদান করেন🙏🙏

শ্রীশ্রী শিবরাত্রির প্রণাম👏👏
দেবাদিদেব শ্রী শিব সম্পর্কে শ্রীমদ্ভাগবতে (১২/১৩/১৬) সূত গোস্বামী বলেছেনঃ👇

“নিম্নগানাং যথা গঙ্গা দেবানামচ্যুতো যথা
বৈষ্ণবানাং যথা শম্ভুঃ পুরাণানামিদং তথা।”

👉অর্থাৎ ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত আরাধ্য বিগ্রহদের মধ্যে অচ্যুতই পরম, বৈষ্ণবদের মধ্যে শম্ভু শ্রেষ্ঠ, তেমনি শ্রীমদ্ভাগবত হচ্ছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ।

19/02/2022

With Krishna💖
Without Krishna💔

Address


4000

Alerts

Be the first to know and let us send you an email when ʜᴀʀɪʙʜᴀᴋᴛɪ ᴠɪʟᴀs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share