29/07/2023
গল্প :- প্রেমরাগ (Edit Version)
পর্ব :- ২৮ এবং শেষ
Writer :- Tanishq Sheikh (Tani)
-: এখন এই বোরখাটা পড়ে নাও।"
"মানে কি? "
"বাংলা বোঝো না? যা বলছি তাই করো।কথা প্যাঁচাবা না একদম।"
ইমা আর কথা বাড়ায় না। শানের বাহুতে কিল দেয় রেগে। মুখ ফুলিয়ে বলে,
" শয়তান একটা খালি ধমকায়।" শানের হাত থেকে বোরখাটা নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। বোরখা গায়ে জড়িয়ে হিজাব বেঁধে নেয়।মনে মনে খুশিই হয় ইমা। কারন ইমা নিজেও বোরখা পড়ায় সাচ্ছন্দ্যবোধ করে।
তবে মনের মধ্যে খটকা বাঁধে "বোরকায় যখন পড়াবে তো এতো সুন্দর শাড়ি পড়ালো কেন? কিছুই মাথায় ঢুকলো না। শান কে কিছু জিজ্ঞেসও করতে পারে না কারন শানের মুখ দেখে বোঝা যাচ্ছে শানের মুড খুব একটা ভালো না। তাই ইমা আর কোনো কথা বাড়াতে সাহস পায় না। চুপচাপ শান যা বলে মেনে নেয়।
শানের সাথে বেড়িয়ে যাওয়ার আগে সবাইকে বলে গেলো আজ আর নাও ফিরতে পারে ওরা। আবার একটা ব্যাগও নিলো সঙ্গে করে শান। ইমা শান যাওয়ার পরপরই এনাম, মিশুর সিঙ্গাপুরের ভিসা আসে। আগামী মাসেই মিশুর ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর রওনা হবে। তবে তার আগে এনাম মিশুর বিয়েটা সম্পন্ন হবে। এদিকে শান ইলা আন্টিকে এলিনা আর রিফাতের সম্পর্কের কথা জানায়। শানের মধ্যস্থতায় ইলা ওদের সম্পর্ক মেনে নেয়। খুব শীঘ্রই দিনক্ষণ দেখে চার হাত এক করা হবে। এলিনা মনে মনে ভেবে রেখেছে ইমা ফিরলেই সব কথা খুলে বলবে সে। শান আর এলিনা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। আপন ভাই এবং সবচেয়ে কাছের বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না সে শানকে। ওসব যা করেছিল সবটা ইমাকে জ্বালানোর জন্য। ইমার মনে যে ভুল ধারণা জন্মেছে সেটা অতিসত্বর দূর করবে এলিনা। নিরু আজকাল রাতে কম ঘুমায় দিনে বেশি ঘুমায়। এ নিয়ে চিন্তায় পড়েছে কুসুম। মেয়ে হুটহাট একা একা হাসে, গুনগুন করে গান গায়,হঠাৎই লজ্জায় লাল হয়ে ওঠে আবার জিজ্ঞেস করলেও বলে " মা ও তোমার চোখের ভুল।" কুসুম সুযোগমতো বিষয়টা ইমাকে বলবে ভেবে চুপ করে আছে।
গাড়ি আপন গতিতে চলছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ইমা গাড়ির কাঁচ টা নামিয়ে দিতেই হিমেল হাওয়া এসে গায়ে লাগলো কয়েক পশলা বৃষ্টিসহ। শান একদমই চুপচাপ ড্রাইভ করছে। কিন্তু ইমা তো এতক্ষণ চুপচাপ থাকবে না। কথা না বলতে পেরে অলরেডি পেটের মধ্যে ঢিশুম ঢিশুম হচ্ছে। ঠোঁট উল্টে শানের দিকে ফিরে তাকায়,
"কিছু বলবে?" ড্রাইভে মনোযোগী হয়েই প্রশ্ন করে শান। খুশিতে নড়েচড়ে বসে ইমা। মাথা ঝাঁকিয়ে বলে,
"হ্যাঁ! হ্যাঁ।"
"ব