Sajib khan

Sajib khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sajib khan, Digital creator, .

গল্প :- প্রেমরাগ (Edit Version) পর্ব :- ২৮ এবং শেষWriter :- Tanishq Sheikh (Tani)-: এখন এই বোরখাটা পড়ে নাও।""মানে কি? ""...
29/07/2023

গল্প :- প্রেমরাগ (Edit Version)
পর্ব :- ২৮ এবং শেষ
Writer :- Tanishq Sheikh (Tani)
-: এখন এই বোরখাটা পড়ে নাও।"

"মানে কি? "

"বাংলা বোঝো না? যা বলছি তাই করো।কথা প্যাঁচাবা না একদম।"

ইমা আর কথা বাড়ায় না। শানের বাহুতে কিল দেয় রেগে। মুখ ফুলিয়ে বলে,

" শয়তান একটা খালি ধমকায়।" শানের হাত থেকে বোরখাটা নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। বোরখা গায়ে জড়িয়ে হিজাব বেঁধে নেয়।মনে মনে খুশিই হয় ইমা। কারন ইমা নিজেও বোরখা পড়ায় সাচ্ছন্দ্যবোধ করে।
তবে মনের মধ্যে খটকা বাঁধে "বোরকায় যখন পড়াবে তো এতো সুন্দর শাড়ি পড়ালো কেন? কিছুই মাথায় ঢুকলো না। শান কে কিছু জিজ্ঞেসও করতে পারে না কারন শানের মুখ দেখে বোঝা যাচ্ছে শানের মুড খুব একটা ভালো না। তাই ইমা আর কোনো কথা বাড়াতে সাহস পায় না। চুপচাপ শান যা বলে মেনে নেয়।

শানের সাথে বেড়িয়ে যাওয়ার আগে সবাইকে বলে গেলো আজ আর নাও ফিরতে পারে ওরা। আবার একটা ব্যাগও নিলো সঙ্গে করে শান। ইমা শান যাওয়ার পরপরই এনাম, মিশুর সিঙ্গাপুরের ভিসা আসে। আগামী মাসেই মিশুর ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর রওনা হবে। তবে তার আগে এনাম মিশুর বিয়েটা সম্পন্ন হবে। এদিকে শান ইলা আন্টিকে এলিনা আর রিফাতের সম্পর্কের কথা জানায়। শানের মধ্যস্থতায় ইলা ওদের সম্পর্ক মেনে নেয়। খুব শীঘ্রই দিনক্ষণ দেখে চার হাত এক করা হবে। এলিনা মনে মনে ভেবে রেখেছে ইমা ফিরলেই সব কথা খুলে বলবে সে। শান আর এলিনা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। আপন ভাই এবং সবচেয়ে কাছের বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না সে শানকে। ওসব যা করেছিল সবটা ইমাকে জ্বালানোর জন্য। ইমার মনে যে ভুল ধারণা জন্মেছে সেটা অতিসত্বর দূর করবে এলিনা। নিরু আজকাল রাতে কম ঘুমায় দিনে বেশি ঘুমায়। এ নিয়ে চিন্তায় পড়েছে কুসুম। মেয়ে হুটহাট একা একা হাসে, গুনগুন করে গান গায়,হঠাৎই লজ্জায় লাল হয়ে ওঠে আবার জিজ্ঞেস করলেও বলে " মা ও তোমার চোখের ভুল।" কুসুম সুযোগমতো বিষয়টা ইমাকে বলবে ভেবে চুপ করে আছে।

গাড়ি আপন গতিতে চলছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ইমা গাড়ির কাঁচ টা নামিয়ে দিতেই হিমেল হাওয়া এসে গায়ে লাগলো কয়েক পশলা বৃষ্টিসহ। শান একদমই চুপচাপ ড্রাইভ করছে। কিন্তু ইমা তো এতক্ষণ চুপচাপ থাকবে না। কথা না বলতে পেরে অলরেডি পেটের মধ্যে ঢিশুম ঢিশুম হচ্ছে। ঠোঁট উল্টে শানের দিকে ফিরে তাকায়,

"কিছু বলবে?" ড্রাইভে মনোযোগী হয়েই প্রশ্ন করে শান। খুশিতে নড়েচড়ে বসে ইমা। মাথা ঝাঁকিয়ে বলে,

"হ্যাঁ! হ্যাঁ।"

"ব

একটা নীল শাড়িতে ভীষণ মোহনীয় লাগছে রুহানিকে। পাত্রপক্ষের সম্মুখে মস্তক হালকা নিচু করে বসে আছে। পাত্রপক্ষের একজন বলে ওঠল...
29/07/2023

একটা নীল শাড়িতে ভীষণ মোহনীয় লাগছে রুহানিকে। পাত্রপক্ষের সম্মুখে মস্তক হালকা নিচু করে বসে আছে। পাত্রপক্ষের একজন বলে ওঠল,

_" মা,‌ তোমার নাম কি?"

রুহানি কিঞ্চিত রাগ মিশ্রিত গলায় বলল,
_" আপনারা কি আমার নাম না জেনেই দেখতে এসেছেন?"

মহিলাটি সম্ভবত পাত্রের মা হবে। রুহানির এমন দাঁতভাঙা কথা শুনে একটু নড়েচড়ে বসলেন। হালকা ক্রুর হাসি দিয়ে বললেন,
_" সে না হয় জানি। তবুও তোমার মুখ থেকে শুনতে চাই।"

রুহানি কিঞ্চিত নিভল, বলল,

_" ওহ আচ্ছা বুঝতে পারছি। আমি বোবা নাকি সেটা জানার জন্য‌ই জিজ্ঞেস করেছেন তাই তো?" একটু পর পা খোঁড়া কিনা সেটাও যাচাই করবেন"

পাত্রের বাবা রাগে গজগজ করতে করতে ওঠে দাড়াঁল।
_" এখানে আর এক মুহূর্তও না। কি বেয়া'দব মেয়ে। এমন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না আমি কোনোমতেই। সবাই বেড়িয়ে আসো। এখানে আর এক সেকেন্ড‌ও না"

রুহানি যেন খুব খুশি হলো। মনে মনে ভাবছে এখন ঘরে গিয়ে লুঙ্গি ডান্স দেবে। অধরে কিঞ্চিত হাসি ফুটে ওঠল।
কিন্তু ওর সব আশায় এক বালতি জল ঢেলে দিয়ে পাত্র বলল,

_" না, আমি এই মেয়েকেই বিয়ে করব।"

_" কি বললি তুই? এমন অসভ্য মেয়েকে তুই বিয়ে করবি?" পাত্রের বাবা কপট রাগ নিয়ে রাগী চোখে থাকায়।

_" হ্যাঁ বাবা, ও খুব সুন্দর। আমার ভালো লেগেছে।" বলেই বত্রিশটা দাঁত বের করে হাসতে লাগল।

রুহানি রাগ সামলাতে না পেরে বলল,
_" আয়নায় কখনো নিজের চেহারাটা ভালো করে দেখেছেন? মাথায় রুটি বানানো যাবে। আর ভূরিটাও বেড়িয়ে আছে। কাইল্লা ভূত।

পাত্রের মা এতক্ষন চুপ করে ছিল। সুযোগ পেয়ে তিনিও বললেন,
_" আমার ছেলের বিজনেস আছে। টাকা, বাড়ি, গাড়ি কোনোটারই অভাব নেই। আর ছেলেদের এত সুদর্শন হতে হয় না। টাকাই সব।"

রুহানি উচ্চস্বরে হাসি দিয়ে বলল,
_" তা পাত্রমশায়, পড়াশোনা কতটুকু?"

_" ক্লাস ফাইভ পর্যন্ত।"

_" এই পড়াশোনা নিয়ে বিয়ে করতে আসছেন? আর ইউ ক্রেইজি?"

_" আরে আমার টাকা আছে। পড়াশোনা দিয়ে কি হবে?"

রুহানি এবার ঝাঁঝালো কন্ঠে বলে উঠল,
_" তুই এখন আমার চোখের সামনে থেকে যাবি। তা না হলে ঘাড় ধা'ক্কা দিয়ে বের করব তোকে আমি। এখনো সময় আছে দৌড় দে।"

পায়ে গটগট শব্দ তুলে পাত্র আর তার মা ওঠে গেল। পাত্রের বাবা বার কয়েক তপ্ত নিঃশ্বাস ছাড়ল। দু'হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে শুধু বলল,
_" রহমান সাহেব, মেয়ে বিয়ে দেবেন না ঠিক আছে। কিন্তু বাড়িতে এনে অপমান করার ফল কিন্তু ভালো

 #আমি_মায়াবতী #পর্ব_৮লেখনীতে_তাহমিনা_মিনা° মন। ছোট্ট একটা শব্দ। দুটো অক্ষর। অথচ ভেঙে গেলে এই দুটো শব্দই কোনোভাবেই আর জোড়...
29/07/2023

#আমি_মায়াবতী
#পর্ব_৮
লেখনীতে_তাহমিনা_মিনা

° মন। ছোট্ট একটা শব্দ। দুটো অক্ষর। অথচ ভেঙে গেলে এই দুটো শব্দই কোনোভাবেই আর জোড়া লাগানো যায় না। আজ আমারও মন ভাঙলো। ভাবতে পারছি না। মেনে নিতে পারছি না। আমি যাকে ভালোবাসলাম, সে অনেক আগে থেকেই কারো ভালোবাসা। তার অর্ধাঙ্গিনীও আছে। যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। যাকে ভালোবেসে সে তার বাবা-মাকে ছেড়ে এসেছে। তাকে একটু সুখে রাখার জন্যই সে আমার বোনকে রাতের বেলায় এসেও পড়ায়। আজ আমার বানানো খাবার সে মুখেও তুলেনি।অল্প কিছুক্ষণ পড়িয়েই সে বলেছে তার স্ত্রী অসুস্থ। তাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। সারাজীবনে যা যা চেয়েছি, তার সবকিছুই পেয়েছি। কোনো সময়ই কোনো কিছু না নিয়ে আফসোস করিনি আমি। কিন্তু আজ করছি। যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, সে আমার জন্য নিষিদ্ধ। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখাও পাপ। কারণ, সেটা বাস্তবায়নের জন্য একটা মেয়ের সংসার ভাঙতে হবে। আমি মেয়ে হয়ে সেটা কিভাবে করবো?°

°নির্ঘুম একটা রাত কাটাচ্ছি আজও। কতগুলো রাত ধরে যে ভালোমতো ঘুম হচ্ছে না, নিজেও জানি না। একবার আয়নার সামনে গেলাম। আমি কি দেখতে খুবই খারাপ? ভীষণ খারাপ? নাহ,মোটেও না। আজ তো ঐ মেয়েকে দেখে আসলাম। আমার চেয়ে আহামরি কিছুই না। বেশ ভাঙাচোরা চেহারা। চোখ দুটো গর্তে পড়ে গেছে। ক্যান্টিনে বাকিতে খাবার চাইছিল। আমার ভীষণ রাগ হলো ওর প্রতি। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। আমিও আগে এই ভার্সিটিতেই পড়েছি। ক্যান্টিনের লোক কে টাকা দিয়ে ওকে বাকি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য উস্কেছি। ওকে অনেক কথা শুনিয়েছে সে৷ আমার কেন যেন পৈশাচিক আনন্দ হচ্ছিল। তবে, আমিই একটু পরে ওর বকেয়া সব টাকা পরিশোধ করেছি। ও আমার হাত ধরে বলেছে আমি নাকি মহান। আমার মতো নাকি মানুষই হয় না। আসলেই কি আমি মহান?°

°আমি পাগল হয়ে যাচ্ছি। নিজের মন আর মস্তিষ্ক আমাকে পাগল করে দিচ্ছে। একজন বলছে মনই আসল। তার কথা শুনলেই ভালো হবে। আরেকজন বলছে এইটা মহাপাপ। কিন্তু আমি পারছি না তাকে ভুলতে। সে প্রতিদিন আমার বাড়ি আসে। তার হাসি আমাকে পাগল করে দেয়। আমার মনে হয় আমি ওকে সবকিছু বলে দিই। কিন্তু বিবেক বাঁধা দিচ্ছে। আমি আজও ঘুমাতে পারছি না। কেন পারছি না জানি না।°

°সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু মন দিয়ে ভালোবেসেও আমি এখন তাকে নিজের করে পাবো না জানি। সে আমার ভালোবাসা বা মনের মূল্য দিবে না। তাকে পেতে গেলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে৷ ন

(১) যারা এসএসসিতে এ+ পাইছো তোমাদের অভিনন্দন। তোমরা ডাক্তার-ইঞ্জিনিয়ার -কর্পোরেট কর্মকর্তা হইবা। (২) যারা এ পাইছো তোমাদের...
29/07/2023

(১) যারা এসএসসিতে এ+ পাইছো তোমাদের অভিনন্দন। তোমরা ডাক্তার-ইঞ্জিনিয়ার -কর্পোরেট কর্মকর্তা হইবা।

(২) যারা এ পাইছো তোমাদের ডাবল অভিনন্দন। তোমরা সচিব হইবা। সচিব হইয়া ১ম গ্রুপরে দৌড়ানির উপ্রে রাখবা।
(৩)যারা বি পাইছো তাদেরও অনেক অভিনন্দন। তোমরা নেতা/মস্তান হইবা তারপর উপরের দুই গ্রুপরে দৌরানির উপর রাখবা।
(৪) যারা টাইন্নাাটুইন্না পাশ তোমাদের ট্রিপল অভিনন্দন। তোমরা প্রথমে ব্যবসায়ী হইবা। এরপর এমপি, মন্ত্রী হইবা। এমপি, মন্ত্রী হইয়া উপরের তিন গ্রুপরে দৌড়ানির উপ্রে রাখবা।

(৪) শুদ্ধভাবে বাপের নাম আর মার নাম লেখতে পারলেই এইচএসসি পাশ—এই অবস্থায়ও যারা পাশ করতে পারো নাই তোমাদেরও অভিনন্দন। তোমরা সাম্বাদিক হইবা। সাম্বাদিক হইয়া ১৮ কোটি মানুষরে দৌড়ের উপ্রে রাখবা।

৫.এত সুযোগ সুবিদার পরেও যারা পরীক্ষা দেয় নাই, তারা পীর ফকির বাবা হইবা, বাবা হইলে উপরের সব গ্রুপই তোমাদের পায়ের উপর লুটিয়ে পরবে!

আমার গার্লফ্রেন্ড ঐশী এস এস সি পরীক্ষায় ফেল করেছে।এই খবরটা শুনার পর থেকে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। রেজাল্ট শো...
29/07/2023

আমার গার্লফ্রেন্ড ঐশী এস এস সি পরীক্ষায় ফেল করেছে।এই খবরটা শুনার পর থেকে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। রেজাল্ট শোনার পর থেকে তার মা ৫ বার জ্ঞান হারিয়েছে।

-- কিন্তু ঐশীর এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। সে দিব‍্যি খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে

-- ফেল করলে মানুষ কাঁদে কিন্তু আমার গার্লফ্রেন্ড ঐশীর মুখে কান্নার ছিটে ফোঁটাও নেই। তাকে দেখে মনে হচ্ছে ফেল করে সে মহা খুশি।

- ঐশীর ফেল করার কথা পাড়া প্রতিবেশীরা কেউ বিশ্বাস করছে না।তার অবশ্য যুক্তিসঙ্গত কারণ আছে। ঐশী বরাবর পড়াশোনায় খুব ভালো।

সে ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তি পাওয়া ছাত্রী। সেই ছাত্রী যদি এস এস সি পরীক্ষায় ফেল করে তাহলে তার মার ৫বার জ্ঞান হারানো খুব স্বাভাবিক ব্যাপার। আমার তো মনে হয় আরো ১০ বার জ্ঞান হারানো উচিত ছিল।

যাই হোক আমি গিয়ে ওর মার্কসিট তুলে আনলাম।ওর মার্ক সিট দেখে তো আমি অবাক।

সব সাবজেক্টে ৯০+ নাম্বার পেয়েছে। এমন কি সে গনিত একটু কম পাড়তো সেটাতেও ৯৫ পেয়েছে।আর ফেল করেছে কোন সাবজেক্টে জানেন।

সে ফেল করেছে ইসলাম ও নৈতিক শিক্ষায় । যেটাকে আমরা সহজ ভাষায় বলি ধর্ম। এটা কোনো ভাবেই বিশ্বাস করা যায় না। কারণ আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি ঐশী যদি না পড়েও ধর্ম পরীক্ষা দেয় তাহলে সে চোখ বন্ধ করে ৮০+ নাম্বার পাবে।এর মধ্যে কোন না কোন রহস্য তো অবশ্যই আছে।

আমি বিকেলে গার্লফ্রেন্ড এর বাড়ির পেছনে গিয়ে তাকে ফোন করলাম। মিনিট দুয়েক পর সে এলো।

-আমাকে দেখেই সে তার দু'পাটি দাঁত বের করে হাসতে লাগলো। এমন ভাব যেন সে ফেল করেনি এভারেস্ট জয় করে এসেছে।

সে আমার কাছে আসতেই আমি মার্ক সিট তার হাতে দিয়ে বললাম এসব কি ঐশী? তুমি সব সাবজেক্টে ৯০+ নাম্বার পেয়েছ তাহলে ধর্মে ফেল করলে কি ভাবে?

-- ঐশী মার্ক সিট একবার চোখ বুলিয়ে নিন বলল ওয়াও আমি গনিতে ৯৫ পাইছি। কিন্তু ফিজিক্সে মাত্র ৯১ একটা কি করে সম্ভব। শালার বেটা স‍্যার নিশ্চিয় বউয়ের সাথে ঝগড়া করে আমার খাতা কেটেছে। কারণ আমরা সব প্রশ্নের উত্তর ঠিক হয়েছিল। আমার ফিজিক্সে ১০০ তে ১০০ পাওয়ার কথা। দোয়া করে দিলাম স‍্যার তুই জীবনেও সুখী হতে পারবি না।

--আমি একটু রাগি কন্ঠে বললাম এসব বাদ দাও তুমি ধর্মে ফেল করলে কি ভাবে সেটা আগে বলো?

-- ঐশী আমার দিকে চোখ বড়বড় করে তাকিয়ে বলল অংকুর তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছ কেন?

- আমি আস্তে করে বললাম আচ্ছা সোনা পাখি তুমি ধর্মে ফেল করল

___🍂🍁"নিজেকে পরিবর্তন করা কঠিন"🍁🍂_____🍂তবে অসম্ভব কিছু নয়🍂,!>💜
29/07/2023

___🍂🍁"নিজেকে পরিবর্তন করা কঠিন"🍁🍂

_____🍂তবে অসম্ভব কিছু নয়🍂,!>💜

my attitude my power
22/07/2023

my attitude my power

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajib khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share