Wales Bangla Press Club ওয়েলস বাংলা প্রেসক্লাব

Wales Bangla Press Club ওয়েলস বাংলা প্রেসক্লাব ব্রিটেনের ওয়েলসে বসবাসরত বাংলাদেশী গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন।

লন্ডনে দারুল হাদীস লাতিফিয়ার গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত: অর্ধশত আলিম ও হাফিজ এর পাগড়ি ও সনদ গ্রহননিজস্ব প্রতিবেদক, লন্...
20/11/2025

লন্ডনে দারুল হাদীস লাতিফিয়ার গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত: অর্ধশত আলিম ও হাফিজ এর পাগড়ি ও সনদ গ্রহন
নিজস্ব প্রতিবেদক, লন্ডন:
দারুল হাদীস লাতিফিয়া লন্ডন এর উদ্যোগে আলিমী ও হিফয কোর্সের গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর রবিবার লন্ডনের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধ শত শিক্ষার্থীকে আলিম ও হাফিজে কুরআনকে পাগড়ি, সনদ ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরসে হাদীস ও নসীহত পেশ করে গ্রাজুয়েটদের হাতে সনদ তুলে দেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র সভাপতি ও দারুল হাদীস লাতিফিয়ার ট্রাস্টি বোর্ড এর সেক্রেটারি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের হাতে সার্টিফিকেট তুলে দিয়ে শিক্ষা, মানবতা ও কমিউনিটির উন্নয়নে দারুল হাদীস লাতিফিয়ার অনবদ্য অবদান এর কথা তুলে ধরে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর এক্সিকিউটিভ মেয়র জনাব লুৎফর রহমান।

মাহফিলে বক্তব্য রাখেন দারুল হাদীস লাতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মাদ্রাসার কো হেড টিচার হাফিজ মাওলানা আনহার আহমদ ও হাফিজ মাওলানা মুফতি মারুফ আহমদ।

প্রধান অতিথি হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী তাঁর নসিহতমূলক বক্তব্যে গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, আলহামদুলিল্লাহ, আপনারা যে মহান নেয়ামত অর্জন করেছেন, তা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আমানত। আজকের এই সম্মান আপনাদের জন্য শুধু গৌরব নয়, বরং একটি দায়িত্ব—উম্মতের সামনে সঠিক দিকনির্দেশনা প্রদানের দায়িত্ব।
আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি—আপনারা যে ‘ইলম’ অর্জন করেছেন, তা শুধু মুখস্থ থাকা বা বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে তা আমলের মাধ্যমে জীবনে প্রকাশ করুন। কারণ ইলম তখনই পরিপূর্ণ হয়, যখন তা চরিত্রে, আখলাকে ও আচরণে ঝলমল করে ওঠে।
রাসূলে করীম সা. এর সুন্দর সুন্নাহগুলোকে আঁকড়ে ধরুন। তাঁর গুণ, তাঁর আদব, তাঁর দয়া, তাঁর সত্যবাদিতা—এসবকে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করুন। সুন্নাহর আলোয় চললে আল্লাহ তাআলা আপনাদের ইলমকে নূরানী, গ্রহণযোগ্য ও উপকারী করবেন।
আপনারা এই উম্মতের ভবিষ্যতের আলোকবর্তিকা। বিনয়, তাকওয়া ও ইখলাস নিয়ে মানুষকে দীনের প্রতি আহ্বান করুন। আল্লাহ আপনাদের ইলমে বারাকাহ দান করুন এবং আপনাদের মাধ্যমে উম্মত উপকৃত হোক।

বিশেষ অতিথি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ভার্চুয়ালি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহ তাআলার অসীম দয়ায় আজ আমরা এমন এক মুহূর্তের সাক্ষী, যেখানে দ্বীনি ইলমের শিখন, পরিশ্রম, ত্যাগ এবং আত্মনিবেদনের সুন্দর সমন্বয় ঘটেছে।
প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল শিক্ষক, গভর্নর ও শুভাকাঙ্ক্ষীদের —যাদের নিয়মিত দোয়া, সহযোগিতা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকের এ অগ্রযাত্রা সম্ভব হয়েছে। আপনারাদের সহযোগিতা না থাকলে এই দ্বীনি প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে কখনোই সফল হতে পারত না। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, হযরত আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (রহিমাহুল্লাহ)-কে।
তাঁর অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ, আল্লাহপ্রেম ও উম্মতপ্রেমের ফলেই আজ আমাদের মাঝে এই জ্ঞানবৃক্ষ ফল-ফুলে সমৃদ্ধ হয়েছে। তিনি দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর সেই ত্যাগ ও রুহানিয়াত আজও আমাদের পথপ্রদর্শক হয়ে আছে। আমরা দোয়া করি—আল্লাহ তাআলা তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং তাঁর রেখে যাওয়া আমানত আমরা যেন সততার সাথে বহন করতে পারি।
তিনি আরো বলেন, প্রিয় আলিম ও হাফিজ গ্রাজুয়েটগণ, আজকের দিনটি তোমাদের জন্য এক গৌরবময় দিন। তোমরা আল্লাহর কিতাব মুখস্থ করে, দীনের গভীর জ্ঞান অর্জন করে, উম্মতের সেবায় নিজেকে প্রস্তুত করেছো। মনে রাখবে—এ সনদ কেবল সম্মানের নয়, বরং দায়িত্বেরও প্রতীক। তোমাদের চরিত্র, আমল ও আখলাকের মধ্য দিয়েই দীনের সৌন্দর্য মানুষ চিনবে। তোমাদের উদ্দেশ্যে আমার পরামর্শ—
ইলমকে আমলে রূপান্তর করবে, মানুষকে দ্বীনের দিকে ডেকো, এবং সর্বদা খালিস নিয়তে কাজ করে যাও।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র জনাব লুত্ফুর রহমান বলেন, আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রথমেই আমি দারুল হাদীস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের কমিউনিটির মধ্যে ইসলামী শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে তারা যে অসাধারণ ভূমিকা পালন করে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
দারুল হাদিস শুধু আলিম ও হাফিজ তৈরিই করছে না — বরং নতুন প্রজন্মকে সুশিক্ষিত, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলছে। এখানে শিক্ষা গ্রহণ করে অনেকেই ইমাম, খতিব, শিক্ষক, ডাক্তার, সমাজকর্মীসহ বিভিন্ন পেশায় কমিউনিটিকে সেবা দিচ্ছে। এ প্রতিষ্ঠান আমাদের সমাজকে সুসংগঠিত, সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
গ্রাজুয়েটবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের এই সাফল্য শুধু আপনাদের নয়, আপনাদের পরিবার, শিক্ষক ও কমিউনিটির জন্যও এক মহান অর্জন। আপনাদের অধ্যবসায়, পরিশ্রম এবং আত্মত্যাগের ফলস্বরূপ আজ আপনাদের নতুন পথচলা শুরু হলো। আমি আশা করি, আপনারা এই জ্ঞান ও নৈতিকতার আলো নিয়ে সমাজের উন্নয়নে নিজ নিজ ভূমিকা রাখবেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা হবেন।
আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের প্রিয় শিক্ষার্থীরা দীর্ঘ পরিশ্রম, ত্যাগ এবং অধ্যবসায়ের মাধ্যমে যে সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে, তা সত্যিই আমাদের সবার জন্য আনন্দের, গর্বের।
প্রথমেই আমি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের নিরলস পরিশ্রম, আন্তরিক দিকনির্দেশনা এবং ত্যাগের ফলেই আজ আমাদের শিক্ষার্থীরা এ মহান মর্যাদায় ভূষিত হচ্ছে। তাঁরা শুধু পাঠদানই করেননি, বরং আদর্শ, চরিত্র ও নৈতিকতার আলোয় শিক্ষার্থীদের জীবন আলোকিত করেছেন।
আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সকল সহযোগী, শুভাকাঙ্ক্ষীদের প্রতিও—যাঁদের দোয়া, সহযোগিতা ও অবদান এই মাদরাসাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাঁদের আন্তরিক সমর্থন ছাড়া আমাদের এই অগ্রযাত্রা কখনই সম্ভব হতো না।
এ সময় আমি স্মরণ করি আমাদের ছোট ছাহেব এর মহান ত্যাগ ও অক্লান্ত প্রচেষ্টাকে। এই মাদরাসার উন্নতি ও অগ্রগতির পেছনে তাঁর অসামান্য ভূমিকা চিরস্মরণীয়। যদি তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হতে পারতেন, তবে নিঃসন্দেহে সবচেয়ে বেশি আনন্দিত হতেন এই সফলতা দেখে, তাঁর স্বপ্নের প্রতিফলন প্রত্যক্ষ করে।
গ্রাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ তোমরা নতুন অধ্যায়ে প্রবেশ করছো। তোমাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। তোমরা কুরআন ও দ্বীন শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দেবে, এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের মাধ্যমে এই মাদরাসার নাম উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দীনের খেদমতে কবুল করুন।

মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী উপস্থিত সকল অতিথিদের শুকরিয়া আদায় করে গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা উলামা ও হাফিযদের সেই মহৎ ধারাবাহিকতায় যুক্ত হলেন—যারা আল্লাহর নূরের বাহক। আজ শেষ দিন নয়—আজ একটি বৃহত্তর যাত্রার সূচনা মাত্র। পৃথিবী অপেক্ষা করছে আপনাদের নেতৃত্ব, প্রজ্ঞা ও সততার জন্য।

আপনারা একটি আমানত বহন করছেন। আপনারা যাই হোন—দায়ী, শিক্ষক, নেতা—বা শুধু চরিত্রের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিতকারী—মনে রাখবেন: আল্লাহ আপনাদের নিয়ত জানেন এবং আপনাদের সংগ্রাম দেখেন।
জীবনের পথে এগিয়ে চলুন আত্মবিশ্বাসের সাথে—কিন্তু হৃদয় রাখুন বিনয়ী। সত্যে দৃঢ় থাকুন—কিন্তু আচরণে কোমল হোন। সাফল্যের সন্ধান করুন—কিন্তু যিনি সাফল্য দান করেন তাঁকে কখনও ভুলে যাবেন না।
আপনাদের পথ সবসময় মসৃণ নাও হতে পারে। কিন্তু মনে রাখবেন—যারা কুরআনের আলোতে চলে—তারা কখনো পথ হারায় না। যারা সুন্নাহকে আঁকড়ে ধরে—তারা কখনো টলে যায় না এবং যারা আল্লাহর সৃষ্টির সেবা করে—আল্লাহ তাদের সম্মানিত করেন।

মাওলানা আব্দুল ওয়াছি আরিফ এর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে'র সভাপতি মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে'র সভাপতি মাওলানা শেহাব উদ্দীন, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন, সেক্রেটারি মুফতি আশরাফুর রহমান, অনুষ্ঠানের চ্যারেটি পার্টনার লাতিফি হ্যান্ডস এর সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, কাউন্সিলর সাইদ আহমদ,লন্ডন বাংলা প্রেসক্লাব এর সভাপতি মুহাম্মদ জুবায়ের, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদি, ট্রাস্টি গোলাম জিলানী মাহবুব, আব্দুল কালাম,গভর্নিং বডির সদস্য মাওলানা মোশাররফ হোসাইন ইমরান, কমর উদ্দীন চৌধুরী পাপলু, বদরুল ইসলাম, হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, নজমুল হক. নজরুল ইসলাম গজনবী, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল, ভাইস প্রিন্সিপাল মাওলানা কাহহার, ব্রিটিশ মুসলিম স্কুল বার্মিংহাম এর প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মানচেস্টার শাহজালাল মসজিদ এর চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দীন, মানচেস্টার শাহজালাল মসজিদ এর খতিব মাওলানা খায়রুল হুদা খান, মাওলানা মোজতবা হাসান চৌধুরী নুমান, লোকমান আহমদ চৌধুরী সাদি, মাওলানা আব্দুল মালিক, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলানা মো: আব্দুল কুদ্দুছ, মাওলানা ফয়সল আহমদ, কারি সুফিয়ান বিল্লাহ, খুরশিদ উল হক, হাজি আব্দুস সালাম, শওকত সিদ্দিকী, সামিরুল চৌধুরী, মশিউর রহমান শাহিন, সিরাজ খান সহ প্রায় অর্ধ সহস্র অভিভাবক, ইমাম ও খতিব, শিক্ষক ও কমিউনিটি নেতৃবৃন্দ অনেকেই।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মুফতি ইলিয়াস হোসাইন ও হযরত আল্লামা আব্দুল জলীল, সৈয়দ বদরুল হোসাইন এবং মরণোত্তর হাফিজ আব্দুল জলীল, ক্বারি আলতাফুর রহমান লতিফি ও মকবুল মিয়াকে সম্মাননা ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে মাদরাসায় নিয়মিত সহযোগিতার জন্য ৮০ জন শুভাকাঙ্ক্ষীদের হাতে পেট্রন হিসেবে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।

মাহফিল উপলক্ষে একটি তথ্যসম্বলিত স্মারক প্রকাশিত হয়। মাহফিলে কিরাত পরিবেশন করেন হাফিজ আদিল উদ্দীন খান, হাফিজ মিনহাজুর রহমান, নাহিদ পরিবেশন করেন হাফিজ রাহিল আলম।

মাহফিলে দেশ ও জাতির জন্য, বিশেষত গ্রাজুয়েটদের বিশেষ মুনাজাত করা হয়।

 #বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, #আব্দুল হান্নান চেয়ারপার্সন,  #মকিস মনসুর, সেক্রেটারি, ...
20/11/2025

#বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, #আব্দুল হান্নান চেয়ারপার্সন, #মকিস মনসুর, সেক্রেটারি,
#শেখ আনোয়ার ট্রেজারার নির্বাচিত,

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫ ও ২০২৭ ইংরেজি তথা আগামী দু'বছর এর জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দূপুর ১ ঘটিকায় বাংলাদেশ ওয়েলফয়ার সেন্টারে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্ চেয়ারপার্সন, কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ারকে ট্রেজারার এবং কমিউনিটি ব্যাক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরকে অনারারি সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়াও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আগামী দু'বছর এর জন্য ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ কেরামত আলী,শফিক মিয়া, মোহাম্মদ আসকর আলী, নজির উদ্দিন,মুজিবুর রহমান মুজিব,মাহমুদ মিয়া চৌধুরী, মাহমুদ হোসেইন ও রকিবুর রহমান।
সভায় সংগঠন এর আর্থিক ও বাষিক রিপোর্ট সর্ব সম্মতিক্রমে পাশ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সংগঠন এর জন্য করণীয় নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃটেনে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নব-নির্বাচিত জেনারেল সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর জানান বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ কমিউনিটির নানা সমাজসেবা মূলক কমকান্ডে ও মানবতার কল্যাণে ঐক্যের বন্ধনে কমিউনিটির উন্নয়ণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। সংগঠন এর আগামী দিনের পথচলায় তিনি
কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেছেন।
পরিশেষে মধ্যাহ্ন ভোজন এর মাধ্যমে সভায় সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

*******************************************
সংবাদ প্রেরক ;
জেসমিন মনসুর,
কার্ডিফ, ওয়েলস, ইউকে,

05/09/2025
05/09/2025

ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী বিস্তারিত

05/09/2025

#বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ফাইনান্স ডিরেক্টর ও ওয়েলফেয়ার সেন্টার এর সাবেক সেক্রেটারি, ৭০ এর দশকে মৌলভীবাজার সরকারি কলেজ এর প্রাক্তন ছাত্র জনাব কেরামত আলীকে কমিউনিটি সেবায় অবদানের
স্বীকৃতিস্বরূপ "লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড; তথা শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে,,
উল্লেখ্য যে, কমিউনিটি ব্যাক্তিত্ব কেরামত আলী দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন, উনার সুসাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরুধ জানাচ্ছি,,

মিডিয়ায় প্রকাশিত দারুল ক্বিরাত-২০২৫, কার্ডিফ জালালিয়া মসজিদ সেন্টারের নিউজ লিংক সমূহ । মিডিয়া কতৃপক্ষ সহ সংশ্লিষ্ট স...
05/09/2025

মিডিয়ায় প্রকাশিত দারুল ক্বিরাত-২০২৫, কার্ডিফ জালালিয়া মসজিদ সেন্টারের নিউজ লিংক সমূহ । মিডিয়া কতৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
১. জনমত পত্রিকা:https://www.janomot.com/news/69873
২. চ্যানেল ইউরোপ টিভি:https://youtu.be/20J90LGX-0U?si=JI3lECh0JuOJpeql
৩. জাতির সংবাদ:“বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্নজাতির সংবাদ https://share.google/6ld7E5QIoGQdfuFIO
৪. Bojrokontho - “বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন https://share.google/myqb2MvdprgPpIBvA
৫. নিউ নেশন
"বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫'র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন - The New Nation | Bangla Version https://bangla.dailynewnation.com/
৬. দৈনিক মানবাধিকার
বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন: https://share.google/8waNtPq0it80vafm5

৭.আজকের কন্ঠ
বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন https://share.google/8NL0frevu54hGSOVZ

৮. স্বদেশ বিদেশ:https://shodeshbidesh.com/2025/08/118592/
৯. যমুনা প্রতিদিন:https://jamunaprotidin.com/archives/102537
১০. মৌলভীবাজারের কন্ঠ:https://www.facebook.com/share/v/15EtrnLRbG/?mibextid=wwXIfr
১১. জিবি নিউজ https://www.gbnews24.com/news/39642
১২. সময় টিভি https://www.somoytvbangla.com/2025/08/
১৩. সবুজ প্রান্ত https://www.facebook.com/100063577509096/posts/1360102352785669/?mibextid=rS40aB7S9Ucbxw6v
১৪. সিলটিভি:https://syltv.com/
১৫. ডেইলি সিলেট : https://dailysylhet.com/details/754925/
১৬.অনুপম নিউজ:https://anupomnews24.com/2025/08/104938/
১৭.পাতাকুড়ির দেশ:https://www.patakuri.com/158710/
১৮. ফোকাস টিভি https://www.facebook.com/share/v/17A96jX4Tw/
১৯.ইউকে বিডি টিভি:https://ukbdtv.com/news/117912
২০. সুরমা দর্পণ https://surmadarpan.com/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AB%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE/
২১. ডিবিসি নিউজ:https://www.youtube.com/watch?v=lK-HHL8lzkU
২২. সত্য বাণী: বৃটেনের কার্ডিফে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ এর শুভ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত https://share.google/QvVQb4sCRPFFFRBiy
২৩. রেড টাইমস:বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫'র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান - RED TIMES https://share.google/DBzGDUx0b0dyurVFE
২৪. ওয়েলস বাংলা প্রেস ক্লাব:https://www.facebook.com/share/p/1PZf4ACF88/
২৫. স্বাধীন বাংলা টিভি:https://www.facebook.com/share/p/1F2q8FEC24/
২৬. ওয়েলস বাংলা নিউজ:https://www.facebook.com/share/p/14Ei7Mq7GLi/
২৭. সময়ের সংবাদ:https://www.facebook.com/share/p/1GbR4EBys7/
২৮. দৈনিক মানবসমাজ;https://dainikmanobsomaj.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/?fbclid=IwdGRjcAMdlXpleHRuA2FlbQIxMQABHlboB2Av5_PBBq_sUYQlhHCMMqu32g4jlaQqH7VoAxe8GudY3q2X65aETO_x_aem_qlg4LV4fN3eSI1UeOsQ6Rg
২৯. আমার সিলেট:https://www.facebook.com/share/p/1Aw5sjW8yW/
৩০. কার্ডিফ বাংলা অনলাইন ইউকে https://www.facebook.com/share/p/16pyDPSga5/
৩১. MB online media:https://www.facebook.com/share/v/1BKZBSYhwW/
৩২. লন্ডন সিলেট নিউজ https://www.facebook.com/share/p/19cLWqWgfm/
৩৩. মনসুর মিডিয়া:https://www.facebook.com/share/p/1F9tmzMATu/
৩৪. প্রবাসের প্রহর:https://www.facebook.com/share/p/19NwEUXfRB/
৩৫. হ্যাঁলো ওয়েলস https://www.facebook.com/share/p/1GciZXsLy5/
৩৬. এটিএন বাংলা https://www.facebook.com/share/p/1CQRXJUs92/
৩৭. কার্ডিফ বাংলা টিভি https://www.facebook.com/share/r/1B5VigbEmJ/
৩৮. LB24:https://www.facebook.com/share/v/19hoDu9pxS/
৩৯. A1 news https://www.a1news24.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be-2/
৪০. সাপ্তাহিক দেশ https://www.weeklydesh.co.uk/2025/08/27/62327/www.weeklydesh.com
______ চলমান

05/09/2025

কার্ডিফ দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার উদ্বোধনী ক্লাস ওপেনিং ডে ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০:৩০ টায়।

মাদ্রাসা কতৃপক্ষের পক্ষ থেকে কমিউনিটির সকলের দাওয়াত ,উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
Darus Sunnah Weekend Madrasah Cardiff
32 splott Road,CF24 2DA
_____


05/09/2025

Dear Parents/Guardians & Community members

Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh,

We are delighted to invite you and your family to the Open Day of Darus Sunnah Cardiff Weekend Madrasah on:

📅 Saturday, 6th September 2025
🕙 10:30 AM
📍 32 Splott Road, Cardiff, CF24 2DA

The Open Day is a wonderful opportunity to:
* Meet our teaching team and staff.
* Learn more about our curriculum and learning environment.
* Ask questions and familiarise yourselves with the madrasah.

We warmly encourage all parents and children to attend so we can start this journey together, in shaa Allah.

For any questions, please contact us at:
📞 +44 7828 842507
📧 [email protected]

Jazakumullahu Khairan,
Darus Sunnah Weekend Madrasah
Cardiff
https://www.facebook.com/share/v/1JjQtqkJuW/
_____________
Follow us on Facebook, WhatsApp, Telegram.

 #ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বৃটেনের কার্ডিফ শাহজালাল মসজিদে আজ শুক্রবার ১২.৩০ মিনিটের সময় ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়ো...
04/09/2025

#ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বৃটেনের কার্ডিফ শাহজালাল মসজিদে আজ শুক্রবার ১২.৩০ মিনিটের সময় ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে,এই মহতি পোগ্রামে সবার দাওয়াত সহ সহযোগিতা কামনা করা যাচ্ছে,,

04/09/2025

কামরুল ইসলাম বাবু,বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত ক.....

Address

Cardiff

Alerts

Be the first to know and let us send you an email when Wales Bangla Press Club ওয়েলস বাংলা প্রেসক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share