সাঙ্গু-বন বাঁচাও, প্রাণ-প্রকৃতি বাঁচাও Save Sangu Forest

  • Home
  • সাঙ্গু-বন বাঁচাও, প্রাণ-প্রকৃতি বাঁচাও Save Sangu Forest

সাঙ্গু-বন বাঁচাও, প্রাণ-প্রকৃতি বাঁচাও Save Sangu Forest Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাঙ্গু-বন বাঁচাও, প্রাণ-প্রকৃতি বাঁচাও Save Sangu Forest, Media, .

28/08/2021

Those who want to watch the meeting on land, forest and biodiversity issues follow the link .... now live in BIPNet web page. click here ——-> https://fb.watch/7FLFJ6F9Eh/

১২-১২-২০২০ খ্রিঃ রোজ শনিবার সকাল ১১ টা ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমে...
17/12/2020

১২-১২-২০২০ খ্রিঃ রোজ শনিবার সকাল ১১ টা ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ এনভায়রনমেন্ট লইয়ার্স এসোসিয়েশন (বেলা) ও বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ এন্ড বায়োডাইভারসিটি (বিপনেট) এর যৌথ আয়োজিত “চিম্বুক ও নাইতং পাহাড়ে ম্রোদের ভূমিতে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন” এর ভিডিও ক্লিপগুলো নিচে দেওয়া হল। উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। সকলকে দেখার আমন্ত্রণ রইল ।
উক্ত সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণকারী বক্তাদের ভিডিও ক্লিপের তালিকা-
১। সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ এনভায়রনমেন্ট লইয়ার্স এসোসিয়েশন (বেলা) ।
https://youtu.be/ZvhWN_swDEU
২। কালচারাল শোডাউন- এর অংশবিশেষ ,রেয়ইং ম্রো’র বক্তব্য ও কাপ্রু পাড়ার একজন শিশুর অসহায়ত্ব প্রকাশের ভিডিও এবং গৌতম দেওয়ান, সভাপতি,পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি।
https://youtu.be/sCBOS3rqouk
৩। ড. সিরাজ্জুল ইসলাম চৌধুরী, প্রফেসর ইমেরিটাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ও লংয়ং ম্রো, ম্রো প্রতিনিধি ।
https://youtu.be/ExtV1Ctkgrg
৪। শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন, খুশী কবীর, সভাপতি, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), অধ্যাপক আনু মুহম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।
https://youtu.be/CkPsBAqCKTI
৫। ড. শাহদীন মালিক, আইনজীবি, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ, প্রফেসর মংসানু চৌধুরী, শিক্ষাবিদ ও সদস্য, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, অধ্যাপক এম এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী ও মানবাধিকার কর্মী।
https://youtu.be/BqMHhVOvTcE
৬। সামসুল হুদা, নির্বাহী পরিচালক, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিনা গোস্বামী, সিনিয়র ডেপুটি ডিরেক্টর, আইন ও সালিশ কেন্দ্র , কায়েম ম্রো, ম্রো প্রতিনিধি ও ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ (টিআইবি) ।
https://youtu.be/kPQUJM3AKgE
৭। রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, এডভোকেট, সভাপতি, বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ এন্ড বায়োডাইভারসিটি (বিপনেট) ।
https://youtu.be/xdD67HQe2x4
৮। সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ এনভায়রনমেন্ট লইয়ার্স এসোসিয়েশন (বেলা) ও সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম।
https://youtu.be/4addINHdlsM

সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক,বাংলাদেশ আদিবাসী ফোরাম, ও সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী,বাংলাদেশ পরিবেশ আইনব...

14/11/2020

পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন এক বিবৃতিতে সাঙ্গু-মাতামুহুরি অভয়ারণ্য ও সংরক্ষিত প্রাকৃতি...

‘Protect Sangu-Matamuhuri sanctuary, reserve forest’-Parbatya Chattogram Forest and Land Rights Protection Movement urge...
14/11/2020

‘Protect Sangu-Matamuhuri sanctuary, reserve forest’-
Parbatya Chattogram Forest and Land Rights Protection Movement urges in a statement

Parbatya Chattogram Forest and Land Rights Protection Movement has called upon authorities concerned to take measures to protect the Sangu-Matamuhuri Sanctuary and the Reserve Natural Forest and take action against those destroying the forest.

পার্বত্য বান্দরবানের সাঙ্গু-মাতামুহুরী অভয়ারণ্য ও সাঙ্গু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাণ প্রকৃতির আধা...
14/11/2020

পার্বত্য বান্দরবানের সাঙ্গু-মাতামুহুরী অভয়ারণ্য ও সাঙ্গু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাণ প্রকৃতির আধার। এখানে রয়েছে হাতি, বাঘ, বন্য শুকর, ভালুকসহ বিরল প্রজাতির নানা জাতের প্রাণী।

কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি যে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে কাঠ পাচাকারীদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে যোগসাজশের মাধ্যমে ৮২ হাজার একরের সাঙ্গু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের আন্ধারমানিক থেকে ইয়াংরে, মুরুক্ষ্যং, লংভং, লিক্রিসহ বিভিন্ন স্থানে ৭০ থেকে ৮০ দলে বিভক্ত হয়ে এক হাজারের অধিক কাঠুরিয়া বর্তমানে পেট্রোলচালিত গাছকাটা যন্ত্র নিয়ে মূল্যবান গর্জন, গোদা, চাপালিশ, বৈলামসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটছে।

যার ফলশ্রুতিতে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা পালনকারী প্রাকৃতিক বনাঞ্চলটির বেঁচে থাকার জন্য বড় ধরণের হুমকি হিসেবে দেখা দিয়েছে। আমরা এই ধরণের কার্যকলাপকে নিন্দা জানাই, এবং অনতিবিলম্বে বৃক্ষ ও প্রকৃতি নিধন বন্ধে কতৃপক্ষের যথাযথ পদক্ষেপ কামনা করছি । আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় দেশপ্রেমী প্রাণ-প্রকৃতি -প্রতিবেশকর্মী বন্ধুরাও যদি আমাদের এই আন্দোলনে সামিল হন তাহলে আমরা সাঙ্গুকে বাঁচাতে পারবো । প্রাণ-প্রকৃতিকে বাঁচাতে পারবো।

আসুন ধ্বংসের হাত থেকে সাঙ্গুকে রক্ষা করি । প্রাণ-প্রকৃতিকে রক্ষা করি।

Protect Sangu-Matamuhuri forest from loggers-Demands environment protection body
14/11/2020

Protect Sangu-Matamuhuri forest from loggers-
Demands environment protection body

Parbatya Chattogram Forest and Land Rights Protection Movement has demanded the authorities protect Sangu-Matamuhuri sanctuary and Sangu Reserve Natural Forest from destruction and take action against the destroyers.

14/11/2020

পার্বত্য বান্দরবানের সাঙ্গু-মাতামুহুরী অভয়ারণ্য ও সাঙ্গু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংসের প্রতিবাদ জানিয়েছ...

14/11/2020

পার্বত্য বান্দরবানের সাঙ্গু-মাতামুহুরী অভয়ারণ্য ও সাঙ্গু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাণ প্রকৃতির আধার। এখানে রয়েছে হাতি, বাঘ, বন্য শুকর, ভালুকসহ বিরল প্রজাতির নানা জাতের প্রাণী।

বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি যে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে কাঠ পাচাকারীদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে যোগসাজশের মাধ্যমে ৮২ হাজার একরের সাঙ্গু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের আন্ধারমানিক থেকে ইয়াংরে, মুরুক্ষ্যং, লংভং, লিক্রিসহ বিভিন্ন স্থানে ৭০ থেকে ৮০ দলে বিভক্ত হয়ে এক হাজারের অধিক কাঠুরিয়া বর্তমানে পেট্রোলচালিত গাছকাটা যন্ত্র নিয়ে মূল্যবান গর্জন, গোদা, চাপালিশ, বৈলামসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটছে।

যার ফলশ্রুতিতে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা পালনকারী প্রাকৃতিক বনাঞ্চলটির বেঁচে থাকার জন্য বড় ধরণের হুমকি হিসেবে দেখা দিয়েছে। আমরা এই ধরণের কার্যকলাপকে নিন্দা জানাই, এবং অনতিবিলম্বে বৃক্ষ ও প্রকৃতি নিধন বন্ধে কতৃপক্ষের যথাযথ পদক্ষেপ কামনা করছি । আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় দেশপ্রেমী প্রাণ-প্রকৃতি -প্রতিবেশকর্মী বন্ধুরাও যদি আমাদের এই আন্দোলনে সামিল হন তাহলে আমরা সাঙ্গুকে বাঁচাতে পারবো । প্রাণ-প্রকৃতিকে বাঁচাতে পারবো।

আসুন ধ্বংসের হাত থেকে সাঙ্গুকে রক্ষা করি । প্রাণ-প্রকৃতিকে রক্ষা করি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সাঙ্গু-বন বাঁচাও, প্রাণ-প্রকৃতি বাঁচাও Save Sangu Forest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share