17/12/2020
১২-১২-২০২০ খ্রিঃ রোজ শনিবার সকাল ১১ টা ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ এনভায়রনমেন্ট লইয়ার্স এসোসিয়েশন (বেলা) ও বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ এন্ড বায়োডাইভারসিটি (বিপনেট) এর যৌথ আয়োজিত “চিম্বুক ও নাইতং পাহাড়ে ম্রোদের ভূমিতে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন” এর ভিডিও ক্লিপগুলো নিচে দেওয়া হল। উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। সকলকে দেখার আমন্ত্রণ রইল ।
উক্ত সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণকারী বক্তাদের ভিডিও ক্লিপের তালিকা-
১। সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ এনভায়রনমেন্ট লইয়ার্স এসোসিয়েশন (বেলা) ।
https://youtu.be/ZvhWN_swDEU
২। কালচারাল শোডাউন- এর অংশবিশেষ ,রেয়ইং ম্রো’র বক্তব্য ও কাপ্রু পাড়ার একজন শিশুর অসহায়ত্ব প্রকাশের ভিডিও এবং গৌতম দেওয়ান, সভাপতি,পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি।
https://youtu.be/sCBOS3rqouk
৩। ড. সিরাজ্জুল ইসলাম চৌধুরী, প্রফেসর ইমেরিটাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ও লংয়ং ম্রো, ম্রো প্রতিনিধি ।
https://youtu.be/ExtV1Ctkgrg
৪। শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন, খুশী কবীর, সভাপতি, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), অধ্যাপক আনু মুহম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।
https://youtu.be/CkPsBAqCKTI
৫। ড. শাহদীন মালিক, আইনজীবি, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ, প্রফেসর মংসানু চৌধুরী, শিক্ষাবিদ ও সদস্য, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, অধ্যাপক এম এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী ও মানবাধিকার কর্মী।
https://youtu.be/BqMHhVOvTcE
৬। সামসুল হুদা, নির্বাহী পরিচালক, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিনা গোস্বামী, সিনিয়র ডেপুটি ডিরেক্টর, আইন ও সালিশ কেন্দ্র , কায়েম ম্রো, ম্রো প্রতিনিধি ও ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ (টিআইবি) ।
https://youtu.be/kPQUJM3AKgE
৭। রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, এডভোকেট, সভাপতি, বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ এন্ড বায়োডাইভারসিটি (বিপনেট) ।
https://youtu.be/xdD67HQe2x4
৮। সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ এনভায়রনমেন্ট লইয়ার্স এসোসিয়েশন (বেলা) ও সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম।
https://youtu.be/4addINHdlsM
সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক,বাংলাদেশ আদিবাসী ফোরাম, ও সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী,বাংলাদেশ পরিবেশ আইনব...