S.Eleven

S.Eleven May 27, 2019 was the day, I born as a Writer. I don't know when i will touch my dream. One day, Surely i will become a successful Author. Inshallah.

I love writing! ✑

06/08/2024

|6 aug, 5:53 pm|
আমি যেদিন প্রথম ফিলিস্তিন ও তার ওপর নৃশংস অত্যাচার, অন্যায়ের বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পারি, সেদিন পৃথিবীর সবচেয়ে বড় সত্যের সঙ্গে পরিচিত হতে পারি।
তারপর থেকে এই পর্যন্ত দিনে-রাতে আমি প্রার্থনা করে যাচ্ছি ভালোবাসার ফিলিস্তিনের স্বাধীনতার জন্যে।
তবে এই ব্যাপারটির গভীরতা একটি মহাসাগরের মতো যেটাকে রক্ষা করার প্রতিশ্রুতি স্বয়ং সৃষ্টিকর্তা দিয়েছেন। আমি সর্বদা ভেবেছি কোনদিন আসবে স্বাধীনতা? কোনদিন তাদের মুখে হাসি ফুটে উঠবে?
যখন খেতে বসি, ঘুরতে যাই, পড়তে বসি, গল্প গুজব করি, আনন্দ-উদযাপন, সুখ-দুঃখের জীবনে এগিয়ে চলছি, তখনি ফিলিস্তিনের কথা স্মরণ হয়ে যায়। হৃদয়ে যে যন্ত্রণা অনুভব হয় তা লিখায় প্রকাশ করা যায় না।
আমার অনেক বড় একটি স্বপ্ন হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা দেখা। কিন্তু জানা নেই ভবিষ্যত, জানা নেই মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা শুধু জানি স্বাধীনতা আসবেই। আক্ষেপ হলো সেদিন পর্যন্ত আমি থাকব না হয়ত। একটি প্রকৃত স্বাধীনতার স্বাদ কেমন হয় তা কখনো জানা হবে না দেখা হবে না।
এতসব ভাবতে ভাবতে যখন উপলব্ধি করলাম আমার নিজ জন্মভূমি-ই কতগুলো পরাধীনতার শিকলে বেঁধে গিয়েছে, ধীরে ধীরে গাজার একটি ছোটো দৃষ্টান্তে পরিণত হচ্ছে তখন বুঝতে পারলাম আমিও তো স্বাধীন নই।
যাই হোক, আজ পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ নিতে পেরে আমি মহা কৃতজ্ঞ। আক্ষেপ আমার একটু হলেও কেটেছে। এই জীবনে আমি একটি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাকে আকড়ে ধরার দৃশ্য স্বচোখে দেখেছি।
আগাম ভবিষ্যতে যখন ফিলিস্তিন স্বাধীন হবে, সেদিন সমগ্র পৃথিবী তার মুক্তি খুঁজে পাবে।
ধীরে ধীরে সত্যের রঙ ছড়িয়ে পড়বে সবখানে।
- S.eleven


06/08/2024

| ৪:৫৩ pm, ৬ আগষ্ট |
আজকে আমার মাতৃভূমির আকাশটি এত অত্যুজ্জ্বল ও সুখপূর্ণ কেন?
প্রতিটি মেঘপুঞ্জ যেন বিজয় উল্লাস করছে স্বাধীনতার নামে।
আজ আমি মহাখুশি। আমার ভূখন্ড, এক ঐশ্বরিক সৌন্দর্যে সেজে গিয়েছে।
কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ!
একটি অনিন্দিত ও কলুষমুক্ত দেশের স্বাধীন লেখক হওয়ার লক্ষ্যে আমি এগিয়ে যাব এখন থেকে। In sha Allah.
- s.eleven

05/08/2024

|৫:১০| ৩৬ জুলাই,
একটি মাতৃভূমির আশ্রয়ে থাকা প্রতিটি অস্তিত্ব যখন অভিন্ন বিজয়ের সুখে আনন্দিত, তখন এই জীবনে আর কি অর্জন করার আছে?
আজকের এই দিনটি আমাদের নিজের হাতে লিখা ইতিহাস হয়ে থাকবে।
আজ প্রত্যেক বাঙালী ঐক্যবদ্ধ। সকল মিথ্যার শিকল ভেঙে আজ আমরা সত্যের পথে মুক্ত।
কৃতজ্ঞতা প্রকাশ করছি, মহান আল্লাহ।
আগাম ভবিষ্যতে বাঙালী যেন সত্যের পথে হাঁটতে পারে, ঐ শক্তি আমাদের দাও।

05/08/2024

[৫:০৪ pm] 36 July
তোমরা দেখছো তো আমাদের মুক্তির উল্লাস, শহীদ ভাইয়েরা?
ছাএ সমাজ তোমাদের ত্যাগ বৃথা যেতে দেয়নি। সকল ইহ জীবনের শেষে পরম সুখের স্থানে যখন আবারো দেখা হবে, একসঙ্গে উদযাপন করব এই স্বাধীনতার গল্পকে স্মরণ করে।
ধন্যবাদ আমাদের শক্তি ও সাহসকে আগুনের শিখায় প্রজ্জ্বলিত করার জন্যে।
তোমাদের ভুলে যাওয়া অসম্ভব। তোমাদের রক্ত দিয়ে এই দেশের মানচিত্র আবারো অঙ্কিত হয়েছে। ভালো থেকো, বীর ভাইয়েরা।
~ S.Eleven


05/08/2024

(৪:৫০ pm ~ 36 July)
স্বাধীন আকাশের নিচে কলম ধরে লেখা শুরু হবে এই মাতৃভূমির নতুন উপাখ্যান।
আজ আমার নি:শ্বাস কারামুক্ত, সকল পরাধীনতার শিকল ভেঙে মাটিতে পড়ে গিয়েছে।
আমরা মুক্ত আজ। কি গৌরবময় বর্তমান!
আজ বাঙালি জাতির অমূল্য হাসিটা স্বাধীন দেখাচ্ছে।
তুমি সকল প্রশংসার মালিক, আল্লাহ।
Salute to all my Brothers and Sisters!
বীর ছাএসমাজ 🫡🇧🇩😭 - S.eleven


05/08/2024

[ ৩৬ জুলাই, ২০২৪ ] ৩.৩০ pm
আমার বীর বাঙালির বিজয় উল্লাস কানে আসছে, চোখের অশ্রু ধরে রাখতে পারছিনা। হৃদয়টা ধীরে ধীরে ভারমুক্ত হয়ে যাচ্ছে, আত্মায় মোড়ানো সকল শিকল ভেঙে যাচ্ছে,
অনবরত শিহরণে শরীর অবশ হয়ে আসছে, হতবাকে ঠোঁট ফুটে কথা আসছে না, উষ্ম হয়ে উঠছে হৃদয়, একটি বিশাল মুক্ত সূর্য উদিত হচ্ছে,
এটাই কি স্বাধীনতার স্বাদ? হে আল্লাহ, এটাই কি মুক্ত হওয়ার গৌরবময় অনুভূতি?
এটাই কি সেই অবিশ্বাস্য স্বপ্ন যা ধীরে ধীরে বাস্তবিকতায় রূপ নিচ্ছে? আল্লাহ, তুমি কি আমাদের অবশেষে বিজয়ের আর্শীবাদ দিয়েছ? হতভম্বে যেন আমি জ্ঞানহীন হয়ে পড়ব। শোষক আমার মাতৃভূমি ছেড়ে পালিয়েছে, আমরা কি সত্যি পেরেছি স্বাধীনতাকে স্পর্শ করতে?
আমার ভাই-বোনদের বিজয় উল্লাস কানে আসতেই সমগ্র অস্তিত্ব গৌরবের লাল-সবুজে একাকার হয়ে যাচ্ছে।
তুমি সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা! আত্মা যেন আমার শরীর ত্যাগ করবে এই মহা আনন্দে।
আমরা পেরেছি, বীর ছাএ সমাজ!
শহীদ ভাইয়েরা, তোমরা কি শুনছ আমাদের বিজয় উল্লাস? আমরা পেরেছি। যে মুক্তি আনার লক্ষ্যে আমরা প্রতীজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আমরা তা করে দেখিয়েছি। এই দেশের সন্তানরা কথায় কাজে মিল রাখতে পেরেছে।
এমনটাই কি অনুভব হয়েছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে? সেদিন যেন আবারো ফিরে এসেছে!
আমার সাহসী ভাই-বোনেরা, তোমাদের আমি সালাম জানাই। আমরা পেরেছি। আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ, মহান আল্লাহ।
তুমি আমাকে ধৈর্য দাও এই বিজয়কে ধারণ করার। কারণ আমি পারছি না। মহা খুশিতে আমি জ্ঞানহীন হয়ে পড়ব মনে হচ্ছে। আমরা স্বাধীন হয়েছি। আমাদের এই যুদ্ধ উপাখ্যানের শেষ পৃষ্ঠায় স্বাধীনতা ধরা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি চিরতরে কৃতজ্ঞ। এই জীবন পেয়ে আমি কৃতজ্ঞ। একজন বাঙালী হয়ে এই প্রজন্মে জন্ম নিতে পেরে আমি কৃতজ্ঞ। মহান তুমি, সৃষ্টিকর্তা।
-S.Eleven




05/08/2024

[৩.০৩ pm, 36 July]
"আমরা স্বাধীন" এই বাক্যটি শোনার জন্যে আমার প্রাণের মাতৃভূমি অপেক্ষাকৃত। ভাবতেই শরীর শিউরিত হয়ে উঠছে। চোখ দিয়ে গর্বের অশ্রু গড়িয়ে পড়ছে। সারা রাজধানীর বুকে লাখো জনতার সমাবেশ, আমার দুটো চোখ বিশ্বাস করতে পারছে না। শোষকদের তৈরি করা আকাশ সমান দালান ভেঙে ফেলছে বীর ছাএ সমাজ ও সাধারণ জনতা। বুক কেঁপে উঠছে কল্পনা করতে এই বিশাল সাহসিকতার দৃষ্টান্ত। কি গৌরবময় দৃশ্য!
ভবিষ্যত যেন সুখের বার্তা নিয়ে আসে, এই আমার প্রার্থনা মহান আল্লাহর কাছে। এই মুহুর্তে আমাদের সকলের ভাগ্য এক সুতোয় গেঁথে গিয়েছে। আমি কখনো ভুলতে পারবো না এই দিনের এই বিশাল একতা। অতুলনীয়।
তুমি আমাদের বিজয়ী করো এই যুদ্ধে, সর্বশক্তিমান☝️🇧🇩
~we are writing our own history, own heroic tales. Each one of us is a brave soldier for our mother land. Can't wait to hear the word "FREEDOM".

04/08/2024

কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটবে। এই সূর্যোদয় কি বার্তা রাখবে আমার বীর ছাএসমাজের জন্যে?
নি:সন্দেহে, স্বাধীনতা আসবে। আল্লাহ আমাদের পাশে আছেন। সকল ছাএ জনতা তার হৃদয়ে যে সাহসিকতার অগ্নিশিখা অনুভব করছে সেটাই মহান সৃষ্টিকর্তার ঐশ্বরিক শক্তি।
আজ, আমরা নিজেদের মহান উপাখ্যান লিখতে যাচ্ছি। সকল দুঃস্বপ্নের অবসান ঘটবে। বিজয়ের হাসি ফুটে উঠবে প্রত্যেক ছাএ জনতার ঠোঁটের কোণে। প্রকৃত বাংলাদেশ গড়ে উঠবে। লাল চাদর গায়ে জড়িয়ে অন্তিম ভোর রাতে এই আমার প্রার্থনা। আপনি সাহায্য করুন, মহান আল্লাহ।
May "Long March to Dhaka" movement become successful!
~ S.eleven ✑
(4:01 AM) 36 July

07/01/2024

This new year may enhance the dawn of our heart 💚
~
2019, May 27
2020, May 27
2021, May 27
2022, May 27
2023, May 27
2024, May 27
~অপেক্ষায় আছি স্বপ্নকে বাস্তবিকতায় স্পর্শ করার লক্ষ্যে।

13/03/2023

Happy 3 years of my beautiful work.
Always precious and passionate.

31/12/2022

Dear 2022, Thank you so much for giving so many beautiful things!
And To 2023, It'll be more better!
Inshallah 💚🌱🌹

28/05/2022

3 Years Of Writing!
This is blessing.
|May, 27|2019 to 2022 ✑

17/03/2022

[2022,March]
March, The Month Of My Beautiful work
Happy 2 Years.
[March-14]

30/06/2021

~28/6/2021
A Great Protagonist Has Arrived In Our Dawn!👑
We Were Waiting For You!👑
Thanks For Burning Everything🔥
One Wings To Another🌹
And Tommorow Is 1 July.Perfect Day For Celebrate👑🌹






11/05/2021

/3.05.21\
Today, Our Two Protagonists Finally Meet Each Other !👑🌸
Those Interactions We Decorated A Year Ago Are Now Flowing Out In The White Sheet!💜✍️
It's An Achievement 💙🏆
And Ramadan Is Also Going, Such A Peaceful Month For Everything 👑🌟
Thank You!✊

24/03/2021

2021, March!
Just Can't Believe That After 1 Year, At The Same Time, Same Month We're Preparing For Season 2!
This Is A Great News For Us!
Let's Make It Another Masterpiece!👊
After All, We Have Our Successors!🌸😇

24/03/2021

2020, March 14 Is A Very Special Day!💗
1 Year Anniversary Of Our Beautiful Creation!☺💐 2020 Was Surely A Negative Year But Deep Inside, We got more strong!✊
Thanks For Your Hardwork, Lu!👍 You Are Very Special💛 And Thanks For Sharing It With Me!
Our Story Is Very Beautiful And Perfect! So, Let's Wait For The Good Time To Publish It! Till Then, Fighting!👊

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when S.Eleven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share