Kashem HuntNews Kannada International

  • Home
  • Kashem HuntNews Kannada International

Kashem HuntNews Kannada International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kashem HuntNews Kannada International, Media/News Company, .

ওমানে প্রবাসী বাংলাদেশীরা ওমানে ও বাংলাদেশে মৃত্যুদন্ড সাজা পাওয়ার আইনের আওতাধীন।মোঃ আবুল কাশেম, ষ্ট্যাফ রিপোর্টার, দৈনি...
01/06/2024

ওমানে প্রবাসী বাংলাদেশীরা ওমানে ও বাংলাদেশে মৃত্যুদন্ড সাজা পাওয়ার আইনের আওতাধীন।

মোঃ আবুল কাশেম, ষ্ট্যাফ রিপোর্টার, দৈনিক বাংলার দূত, ভোলা, বরিশাল, বাংলাদেশ।

ওমানের অর্থ আইন, শ্রম আইন, আবাসন আইন, ইমিগ্রেশন আইন, দেশ বহির্গমন আইন লঙ্ঘনকারী ওমান প্রবাসী বাংলাদেশীদেরকে আরপিও (রয়াল পুলিশ অফ ওমান) কর্তৃক ওমানে ধরপাকড় ও পাকড়াও করার মত বাংলাদেশের অর্থ আইন, শ্রম আইন, আবাসন আইন, ইমিগ্রেশন আইন, দেশ হতে বহির্গমন আইন লঙ্ঘনকারী বিদেশী ও বাংলাদেশীদেরকে বাংলাদেশ পুলিশ কর্তৃক ধরপাকড় ও পাকড়াও করার প্রস্ত্ততির খবরে ভোলা জেলার প্রবাসী পরিবারগুলোর মধ্যে নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছে। টাকার লালসায়ী দালাল চক্রের প্রেমের, আন্তর্জাতিক মাফিয়া চক্রের প্রেমের কপাল ভালো করার প্রেমের ও ভাগ্য বদল নামক বহুজাতিক প্রেমের ফাঁদে পড়ে ভোলা জেলার অনেক লোক দেশ বিরোধী ও দেশের আইন বিরোধী কাজে যোগ দিয়ে বাংলাদেশের বাংলাদেশ দন্ডবিধির ৪৯৩ নং ধারা, বাংলাদেশ দন্ডবিধির ৪৯৬ নং ধারা, বাংলাদেশ দন্ডবিধির ৪৯৭ নং ধারা বাংলাদেশ দন্ডবিধির ১০৮(ক) নং ধারা, বাংলাদেশ দন্ডবিধির ১২৬ নং ধারা, বাংলাদেশ দন্ডবিধির ১২৫ নং ধারা, বাংলাদেশ দন্ডবিধির ১২৩(ক) নং ধারা, বাংলাদেশ দন্ডবিধির ১১৫ নং ধারা ও বাংলাদেশ দন্ডবিধির ১০৯ নং ধারার অপরাধজনক কাজ করে বাংলাদেশের ইমিগ্রেশন আইন, পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন, অর্থ আইন, আবাসন আইন লঙ্ঘন করে ওমানে গিয়েও সেই দেশের অর্থ আইন, শ্রম আইন, আবাসন আইন, ইমিগ্রেশন আইন, দেশ বহির্গমন আইনসহ বহু আইন লঙ্ঘন করার খবর পাওয়া গেছে। রয়াল পুলিশ অফ ওমান (আরপিও/RPO) সূত্র জানিয়েছে যে, ওমানে অবস্থানরত অবৈধ ও বেআইনী বাংলাদেশী বাসিন্দাদেরকে ধৃত: করে আইনগত সাজা মৃত্যুদন্ড প্রদানের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তারা বাংলাদেশের ভোলা জেলার কিনা তা তারা জানে না। তবে প্রয়োজন হলে তারা ইন্টারপোল পুলিশের সহযোগিতায় সেই দেশের অপরাধকারীদেরকে বাংলাদেশ থেকেও ধরে নিয়ে যাবে। কেননা তারা ইতিমধ্যে খবর পেয়েছে যে, ওমানে অনুপ্রবেশকারী কিছু কিছু ভোলাইয়া বাংলাদেশী ওমানে অবস্থান নিয়ে ওমানের অর্থ আইন, ওমানের শ্রম আইন, ওমানের আবাসন আইন, ওমানের ইমিগ্রেশন আইন, ওমান বহির্গমন আইন লঙ্ঘন করেছে। এবং বিভিন্ন চলাফেরার মধ্য দিয়ে ফৌজদারি আচরনের উদ্ভব ঘটিয়েছে। বেআইনিভাবে ওমানের সমুদ্র সীমা অতিক্রম করে সোমালিয়ান জল দস্যুদের সাথে যোগ সাজশ করেছে। আন্তর্জাতিক জলসীমা আইন লঙ্ঘন করেছে। রোহিঙ্গাদের মত ভূ-মধ্যসাগর দিয়ে আরো বাংলাদেশিদেরকে ওমানে অবৈধ/বেআইনী অনুপ্রবেশ ঘটানোর কাজে নিয়োজিত আছে। এই জন্য চক্রান্ত করে বাংলাদেশ সেনাবাহিনীকে, আরাকানের সেনাবাহিনীর মত, বাংলাদেশীদের বিরুদ্ধে একটি পোপন বা অন্ধকার রাতের অভিযান পরিচালনা করানোর চেষ্টা করছে। তারা আরো জানিয়েছে যে, এই ব্যাপারে তারা (আরপিও/RPO) বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ঐ অবৈধ বাংলাদেশীদেরকে বাংলাদেশ সরকারের আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক বাংলাদেশে মৃত্যুদন্ড সাজা প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে সরকারী বেসরকারি কোন উদ্যোগ দেখে নাই। বাংলাদেশ সরকারই বা কেন এত বর্বরতা পোষা সরকার তারও কোন হিসেব মিলাতে পারছে না। তবে তারা বাংলাদেশে অবস্থানরত বেআইনী বিদেশীদের তালিকা ও সংখ্যা তৈরীর খবর পাওয়ার কথা স্বীকার করেছে। যা বর্তমানে বাংলাদেশ হাইকোর্টের জারিকৃত রুলের অধীন। তবে কয়েক জন ওমান প্রবাসী ভোলাইয়া বাংলাদেশীর পারিবারিক লোকজনের সাথে আলাপ করলে ওমান প্রবাসীদের পারিবারিক লোকেরা জানায় যে, ওমানে গিয়ে তাদের পারিবারিক লোকেরা এত খারাপ কাজে ধরা পড়বে তা কখনো বুজতে পারে নাই। অন্যদিকে ওমানের আরেক খবর হতে জানা যায় যে, এই ধরনের খারাপ, অবৈধ ও বেআইনী কাজে আটক করার জন্য ওমান সরকার বাংলাদেশীদের জন্য বারো ক্যাটাগরির ভিসা চালু করেছে। যা দিয়ে ওমান যেতে ইচ্ছুক আদমেরা ওমানে পলাতক, অবৈধ, বেআইনী বাংলাদেশী প্রবাসীদের সাথে যোগাযোগের ঘনিষ্ঠতা তৈরি করে এবং যাতে ওমানি আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদেরকে (ওমানে পলাতক, অবৈধ, বেআইনী, শ্রম-অর্থ-আবাসন আইন লঙ্ঘনকারী ও ফৌজদারী আচরনের উদ্ভবকারী বাংলাদেশীদেরকে) খুব সহজে ধৃত: ও সনাক্ত করে মৃত্যুদন্ড সাজা প্রদান করতে পারে। এমতাবস্থায় বাংলাদেশ সরকারও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এমন একটি আইন তৈরী করা উচিত — যে আইনের দ্বারা বিদেশে (ওমানে) অবস্থানরত পলাতক, অবৈধ, বেআইনী, ফৌজদারী আচরনের উদ্ভবকারী ও শ্রম-অর্থ-আবাসন আইন লঙ্ঘনকারী বাংলাদেশীরা দেশে বা বিদেশে তাদের কৃত অপরাধের জন্য বাংলাদেশে মৃত্যুদন্ড সাজা পায়। ছবিতে — ওমানে চলমান পুলিশি অভিযানে ধর-পাকড়কৃত বাংলাদেশী।

07/10/2022

ছাদেক মাঝির জানাজা ও দাফন-কাফন সম্পন্ন।

মোঃ আবুল কাশেম, স্ট্যাফ রিপোর্টার, দৈনিক বাংলার দূত, চরফ্যাশন, ভোলা, বরিশাল, বাংলাদেশ।

অসভ্যতাবাদী চরফ্যাশনের বিখ্যাত বালিদস্যু ছাদেক মাঝি আর বালি চুরি করার কাজে নামবে না। সন্ত্রাসবাদী ভোলা জেলার সন্ত্রাসবাদী চরফ্যাশন উপজেলার সন্ত্রাসবাদী শশীভূষণ থানার সন্ত্রাসবাদী এওয়াজপুর ইউনিয়নের সন্ত্রাসবাদী দুই নং ওয়ার্ডের সন্ত্রাসবাদী দর্জি বাড়ীর সন্ত্রাসবাদী নুর মোহাম্মদ দর্জি বাহিনীর চীফ অফ ফিমেইল স্ট্যাফ নুর নাহার (নুর মোহাম্মদ দর্জির মেয়ে) এর বৈবাহিক সূত্রের আত্মীয়, সন্ত্রাসবাদী ভোলা জেলার সন্ত্রাসবাদী চরফ্যাশন উপজেলার সন্ত্রাসবাদী চরফ্যাশন থানার সন্ত্রাসবাদী চরফ্যাশন পৌরসভার বর্তমান সন্ত্রাসবাদী সাত নং ওয়ার্ডের বাসিন্দা ছাদেক মাঝি মতান্তরে ছাদেক ভূঁইয়া দীর্ঘ দিন যাবত শারিরীক অসুস্থতাজনিত প্রীতিপ্রফুল্ললোচনে দিনাতিপাত করনোত্তর গত ২৬/০৯/২০২২ ইং তারিখে বিকাল তিনটার সময় মৃত্যবরণ করেছে। মৃত্যুর আগে শারীরিক সুস্থতার সময় সে বালিদস্যু কাজে জোড়ালোভাবে নিয়োজিত ছিল। তার জীবদ্দশায় তিনি বিএনপি-জামায়াতের দলের ক্যাডারগিরি করতে দেখা গেছে। সে সাবেক জিন্নাগর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বাসিন্দা থাকাকালে অসভ্যতাবাদী জিন্নাগর ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার ছিলো। এবং চরফ্যাশন পৌরসভার প্রথমদিকের নয় নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলো। ঐ পদবীগুলো ধারন করে সে এলাকার বহু চোর-ডাকাত-ষন্ডা-গুন্ডা-লুুইচ্ছা বাহিনীর সাথে আত্মীয়তা ও সখ্যতা করে দেশে-সমাজে বহু নাশকতা করেছে। বহু জনহিতকর ও রাষ্ট্র হিতকর ব্যক্তির জান-মাল- মান-সন্মান ধ্বংস করেছে ও অন্যের দ্বারা করিয়েছে। তাই সে চরফ্যাশন উপজেলার আদি সন্ত্রাসী হিসেবে অধিক বিশেষণ প্রাপ্ত। সে তার মৃত্যকালে তিন ষন্ডাপুত্র ও পাঁচ কন্যা সন্তান রেখে গেছে। তার ঐ কন্যা সন্তানেরা আরো চোর-ডাকাতের সাথে সম্পর্ক তৈরী করে রাতের আঁধারে মানুষের বাড়ী ঘরের মালামাল চুরি করে নিয়ে যায় বলে খোঁজ-খবর পাওয়া যায়। গত ২৭/০৯/২০২২ ইং তারিখ সকাল নয়টার সময় মৃতের নিজ বাড়ীর দরজায় জানাজা নামাজ সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঐ ছাদেক মাঝিকে তার বালি দস্যুতার কাজে আরো অনেক দস্যুবাদী লোক সহায়তা করার খবর পাওয়া গেছে।

Bamgladesh is not a lovers country like AmericaMd Abul Kashem, (called me : Md Zellur Rahaman), Staff reporter, The Dail...
21/04/2020

Bamgladesh is not a lovers country like America

Md Abul Kashem, (called me : Md Zellur Rahaman), Staff reporter, The Daily Banglar doot, Chorfassion, Bhola, Borishal, Bangladesh, Asia, World. Mobile - 01738987101
Email- [email protected]

The White House of the United States of America is going to make the United States of America a Lover country by using national friends authorisation act with the help of a meritorious, brilliant, genius and highly honourable president Sir Donald Josheph Trump. Sir Donald Josheph Trump also declared that the must protect their nation (Americans).
Becoming Bangladeshi Though the second line of our national anthem is "I Love you", there is no loving approaches between the citizens of Bangladesh. We, becoming the government of the people's republic of Bangladesh can't talk like America that we must protect our citizens of every zonations (Bhola sadar Upazilla zonation, Dawlat Khan Upazilla zonation, Borhanuddin Upazilla zonation, Lalmohon Upazilla zonation, Toojumuddin Upazilla zonation, Monpura Upazilla zonation and Chorfassion Upazilla zonation including Chorfassion sadar thana subzonation, Dularhat thana subzonation, Shashivussion thana subzonation and Dokkhin Aicha thana subzonation) by making or constructing Bhola-Borishal bridge . Civilizationally Bangladesh is using the longest distance with America. Civilization is happening in America by Sir Donald Josheph Trump.
Bangladesh is UNCIVILISED in many points. e.g. there is no friend authorisation act in Bangladesh, there is no brother authorisation act inBangladesh, there is no sister authorisation act in Bangladesh, there is no father authorisation act in Bangladesh, there is no mother authorisation act inBangladesh, there is norelative authorisation act in Bangladesh, there is no neighbour authorisation act in Bangladesh etc. But America is fill up. So America is a lover country. In this way Sir Donald Josheph Trump can make America great always. So, Happy everyday for him, Happy every moment for him, Happy everything for him, Allah bless him or GOD bless him. GOD care for him. GOD make great and nice for him.

THERE IS NO ROAD OR PUBLIC THROWFARE TO GO TO CAPITAL FROM BHOLA DISTRICT IN BANGLADESH.Bhola is a district in Banglades...
15/04/2020

THERE IS NO ROAD OR PUBLIC THROWFARE TO GO TO CAPITAL FROM BHOLA DISTRICT IN BANGLADESH.

Bhola is a district in Bangladesh that is situated on the northern bank of the ocean the Bay of Bengal. Bhola may be called Vola. The official name of Bhola district is The Queen Island of Bangladesh sometimes. Once up on a time it is known under Chandradeep which is known as Borishal now-a-days. Borishal is a district too of Borishal division in Bangladesh . But there is no road or public throwfare to go to capital of the country from Vola/Bhola district. But every thing is ruled, regulated, formed, constructed, got and obeyed from the capital of the country for Bhola district. And every thing is ruled, regulated, formed, constructed, got and obeyed for the capital of the country from the international management for Bhola district by the Constitution of the people's republic of Bangladesh (e.g: Shutdown or Lockdown about Coronavirusoutbreak or disease Covid-19 in Bangladesh). Every citizen of Bhola district has to depends on the capital of Bangladesh mainly. But the economic developments, businesses, relationships, communications, treatments and other facilities have to flow on Bhola district from other districts on the other districts of Bangladesh mainly Borishal. To go to Dhaka is easy from Bhola on Borishal district mainly for the inhabitants of Vola/Bhola district. So a road on Bhola and Borishal is compulsory for all kinds of developments of Bangladesh. Now-a-days no development is going on Bangladesh except Bhola and Borishal joined bridge on Bhola-Borishal road over the river kalabador and the river Tetulia. Because Bhola district is surrounded by the river the Tetulia, the Kalabador, the Meghna, the Kirtonkhola and the ocean the Bay - of - Bengal. Communications and transports between Bhola and Borishal is very risky, dangerous, hazardous, venturesome, staked, jeoparadized, hasty, imperial (not civilized), took chance, chance of loss (or disaster) and politicalised (affaired of the state). The good transports by launches over the river between Bhola and Borishal is worst and is under extremism, fundamentalism and terrorism. The transport of human being over the river between Bhola and Borishal is abused, assaulted, violated. The lady passengers, young lady passengers are sexually abused, sexually assaulted, sexually violated on the running transports of Bhola-Borishal transports over the river by physical force of gang r**ers like the descriptions of r**e victims of Berselona court, kannadian court, UK(United Kingdom) court, USA (United States of America) court, Ukarine court, Bulgaria court, Nigeria court, Spanish court, India court, Chaina court, European court and international court of Netherlands. During the duty many officials and high officials have to undo and misdo their services of the coutry for the fear of the present uncivilised running terrible and brutal authority of the launches, boats fishings and speed boats of transports between Bhola and Borishal. So bridge between Bhola district and Borishal district is most important for the security and for the easy transports in Bangladesh. The lowest length of line for Bhola-Borishal bridge on the river the Kalabadar and the river the Tetulia is about 8'64 killomiters. It is the easiest and the smallest length and process to construct Bhola-Borishal bridge to join and engage Bhola district with Borishal district of Bangladesh by road. For this the concerned economic authority for stablishing Bhola-Borishal bridge of Bangladesh has decided that Bangladesh is in need of 500000000000 taka or 500 million taka to construct the Bhola-Borishal bridge to safe the inhabitants of Bhola district and concerned citizens of Bangladesh. Many newspapers of Bangladesh have published and expressed about the Bhola-Borishal bridge construction in Bengali. International civilised authority of this world can take a part to help Bangladesh by their country by their country given investment and methods to construct our Bhola-Borishal bridge to get benefit. This news also can propose concerned authority of the country to help in the budget of Bangladesh to construct Bhola-Borishal Bridge in Bangladesh.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashem HuntNews Kannada International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share