Ignore

Ignore তুমি বৃষ্টির মতো মায়া,
কারো জীবনে সুখ;
কারো বা হয়ে নেমেছো—
ক্লান্ত দুঃখের ছায়া।

25/11/2024

কথার কারনে হৃদয়ে র'ক্ত'ক্ষ'রন হয় রুহু অব্দি কেঁপে উঠে।
কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লা'শ বানিয়ে দেওয়া যায়।
কথাতেই মানুষের ভরসা চলে যায়,তার মন ভেঙ্গে যায়।
কথার আ'ঘা'তের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায়।
কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিঃস্ব করে দেওয়া যায়।
কথা দিয়ে একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করা যায়।

25/11/2024

মানুষ অল্প দিনেই পরিচিত হয়,দীর্ঘ দিন অপরিচিত থাকবে বলে!

25/11/2024

জানো?
তোমাকে বলতে গিয়েও কত কথা চাপা পরে আছে-তোমায় না বলা কত কথার ভাঁজে!
আমি বলতে চাই,তবে কেনো যেনো আর বলা হয়ে উঠে না।
আদৌ কি বলা হবে কখনোই?
না হোক তবে!
থাকুক না কিছু কথা জমে আমার হ্রদয়ের গহীনে!❤️‍🩹🌸

25/11/2024

ভালোবাসার কি এক অ'দ্ভু'ত খে'লা!

তাই না?যে তুমি আমাকে টেনে এনে জড়ায় ছিলে- তুমি সেই বু'দ্ধি'র সাথে জিতে গেলে কিন্তু আমি তো "অবুঝ "এখনও সেই খে'লায় আ'ব'দ্ধ হয়ে পড়ে আছি।

25/11/2024

শূন্যতার শেকল পড়াও আমাকে।
নিঃশ্বাস আটকে যায় আমার,এই মিথ্যের দুনিয়াতে।

25/11/2024

তুমি বি'হীন আমি এক গ'ভীর য'ন্ত্রণাময় রাত পা'র করছি।
কিন্তু, মনে রেখো রাত কখনো দী'র্ঘস্থায়ী হয় না,
সূর্যের আলো রাতের অ'ন্ধকার কে ভে'দ করবেই। আমার আবার,তুমি বি'হীন আরেকটি সকাল হবে।

25/11/2024

জানো?মানুষ যখন অনুভূতি শূন্য হয়ে যায়,তখন তার কোনো কিছুতেই আর কিছু যায় আসে না।😅

25/11/2024

নারী সহজেই দেহকে অনাবৃত করতে পারে, কিন্তু হৃদয়ের আবরণ খসাতে সবসময়ই ব্যর্থ❤️‍🩹

25/11/2024

কতবার'ই তো পালাতে চাই সব কিছু ছেড়ে, চক্রাকারে ওই একই দিন, একই সন্ধ্যা, একই রাত একই চিন্তা — এবার ঠিক পালিয়ে যাবো, ভাবতে ভাবতে আর পালানো হয় না কোথাও। 🙂

24/11/2024

প্রত্যেক মানুষের জীবনের একটি অবধারিত গন্তব্য— মৃত্যু!
এটি এক অনস্বীকার্য সত্য, যা থেকে মুক্তি নেই। জীবনের সকল আয়োজন, আকাঙ্ক্ষা, অর্জন একদিন থেমে যায় মৃত্যুর দরজায় এসে।
পৃথিবীর মায়া, প্রিয়জনের সান্নিধ্য, সুখ-দুঃখের গল্প— সবই ধীরে ধীরে বিলীন হয়ে যায়।
তবু'ও আমরা মৃত্যু'কে ভুলে থাকার চেষ্টা করি, সর্বদা এড়িয়ে চলি-- যেন মৃত্যু আমাদের জীবনের অংশ নয়; কখনো আসবেই না!
তবুও,মৃত্যু'ই আমাদের একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ!

24/11/2024

প্রেম, নামটি সহজ হলেও তার গভীরতা যেন এক অনন্ত অতল। মানুষের হৃদয়ের প্রতিটি ভাঁজে যে অনুভূতি জন্ম নেয়, তার নাম ভালোবাসা। তবে সব ভালোবাসা কি সহজ সরল হয়? কখনো তা হয়ে ওঠে আকাশছোঁয়া আবেগের প্রকাশ, আবার কখনো তা ডুবে যায় অন্ধকারের গহ্বরে, আমার কখনো কখনো চাওয়া আর না চাওয়ার; পাওয়া আর না পাওয়ার দ্বন্দ্ব হয়ে ছায়ার মতো তাড়া করে বেড়ায়!
তবে~
ভালোবাসা কি শুধুই এক অনুভূতি, নাকি তা হয়ে ওঠে মানুষের জীবনের নিয়তি?

23/11/2024

বাল😡

23/11/2024

Bariwala gula ato faltu hoi ken🫣😐

22/11/2024

নভেম্বরের শেষ ১০ দিন কীভাবে ২০০ টাকায় চলা যায়, দেখতে হলে সাথে থাকুন। ধন্যবাদ! 🙂

আসলেই।🌼❤️
21/11/2024

আসলেই।🌼❤️

21/11/2024

চোখে জল আসে দেখতে পাও না
বুকে ব্যথা হয় বুঝতে পারো না,
ভালোবাসি বললেও শুনতে পাও না,
অথচ তুমি নাকি চাও আমি ভালো থাকি।

এ তোমার কেমন চাওয়া আমি বুঝতে পারি না!

21/11/2024

আমরা অল্প আদরের খোঁজে জ্বরের উত্তাপ বাড়াই,শূন্যতায় ঘর বাঁধার স্বপ্ন দেখি অথচ নিয়ম ভাঙার ভয়।ছারখার করে সব শেষ হওয়ার আগেই হয়ত মানুষ আটকে যায় নিশ্চিত অসম্ভাবনায়!

20/11/2024

Pura mara khailam vaiii🫤

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ignore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ignore:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share