TIBA

TIBA Assalamualikum . welcome to this page
(2)

25/08/2024

MashAllah ❤️

23/08/2024

প্রাকৃতিক দুর্যোগের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন
"আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা " হে আল্লাহ! আমাদের থেকে দুর্যোগ (ঘূর্ণিঝড়, বৃষ্টি ) ফিরিয়ে নিন এবং আমাদেরকে রক্ষা করুন ।
(বুখারী ,হাদীস -৯৩৩)

23/08/2024

Assalamu Alaikum 🖤
হে আল্লাহ আপনি এই জুম্মার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন ❤️🥀 আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করুন।
[ #আমিন ]!l

22/08/2024

এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির কোন উন্নতি নেই বরং অবনতি হচ্ছে..….!😥
এরকম বন্যা পরিস্থিতির খবর শুনে,
স্বাভাবিকভাবে একটা মানুষ ভালো থাকতে পারে না ।হে আল্লাহ্ আপনি সবাইকে রক্ষা করুন 🤲..!😥
رَبَّنَا اكۡشِفۡ عَنَّا الۡعَذَابَ اِنَّا مُؤۡمِنُوۡنَ.
‘রাব্বানাকশিফ আন্নাল আযা-বা ইন্না-মু'মিনূন।’
‘হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করুন; নিশ্চয় আমরা মুমিন হব।’
[সূরা আদ-দুখানঃ১২]

22/08/2024

—ফেনী আপডেট —

প্রথম কথা ফেনীর অবস্থা আপনারা যা ভাবছেন তার চেয়ে অনেক বেশী খারাপ।

পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়াতে সাধারণ মানুষ দ্বারা রেস্কিউ অসম্ভব। যারা যাবে তাদেরকেও রেস্কিউ করতে হবে।

আর্মিসহ সব বাহিনীর সমন্বিত উদ্ধারকর্ম ছাড়া এ থেকে পরিত্রান পাওয়া কঠিন।

কিছুক্ষন আগে সোনাগাজী ফেনীর রাস্তা অনেক জায়গায় ডুবে গেছে ফলে সোনাগাজি-মতিগঞ্জ-বাংলা থেকে ফেনী বলা চলে বিচ্ছিন্ন। ধারনা করছি আজকে রাতের মধ্যে সোনাগাজীর দিকে পানি ধাবিত হতে পারে। সবাইকে একটু সাবধান থাকার পরামর্শ।

ফেনী শহর তলিয়ে গেছে। ডুবে গেছে দোকানপাট। ডাক্তারপাড়া সম্ভবত এখনো ঠিক আছে৷ এছাড়া কোথাও কোথাও কোমর সমান পানি। বৃষ্টি হচ্ছে, পাল্লা দিয়ে পানি বাড়ছে। মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। পুরাতন জিমনেসিয়ামে সম্ভবত কিছু লোককে নেয়া হয়েছে।

যারা বাইরের লোক, তারা আজকে বেরোতে না পারলে আটকা পড়ে যেতে পারেন৷ মহীপাল থেকে এখনো কিছু লোকাল বাস ঢাকা এবং চট্টগ্রামের দিকে যাচ্ছে। তবে আশংকা করছি ঢাকা থেকে ফেনী কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ইতোমধ্যে ঢাকা থেকে ফেনীতে বাস চলাচল বন্ধ বলা যায়।

ফেনী শহরে এবং সোনাগাজী এলাকায় এখন পর্যন্ত নেটওয়ার্ক এবং কারেন্ট আছে। তবে আজকে রাতের মধ্যে সোনাগাজী এরিয়ায় সতর্ক থাকার দরকার আছে৷

যারা ব্যক্তিগত বা অন্যভাবে ঢাকা থেকে ফেনী আসবার চেষ্টা করছেন তাদের না আসাই ভালো। গতরাত থেকে ঢাকা-ফেনী রাস্তা তথা ঢাকা-চট্টগ্রাম রাস্তায় প্রচন্ড জ্যাম।

যে সমস্ত ভলান্টিয়ার আসতে চাচ্ছেন বুঝেশুনে আসার অনুরোধ রইলো। আটকে পড়তে পারেন সে প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ। যারা শহুরে আবেগের বশে আসতে চাচ্ছেন তাদের না আসাই ভালো৷ পরিস্থিতি আসলেই খারাপ।

ত্রান সহায়তা এখনও সেকেন্ডারি। ফেনী মোটামুটি ধনী এলাকা, ঢাকার পাশেই। ফলে ত্রান নিয়ে তেমন সমস্যা এখনো তৈরি হয়নি৷ ফলে বহু ভলান্টিয়ারের কিছু করারই নাই।

অনেকে আমাকে নানাভাবে মেসেজ করেছেন, উদ্ধারের জন্য। বস্তুতপক্ষে বন্যাক্রান্ত এলাকায় যাওয়াই সম্ভব হচ্ছে না। কিছু লোকাল ছেলে এবং সিজনড ভলান্টিয়ার রিস্ক নিয়ে অল্প কিছুদূর পর্যন্ত পৌঁছাতে পারছে।

রাষ্ট্রের সব বিভাগের সমন্বিত উদ্যোগ না নিতে পারলে বড় ধরনের ডিজাস্টারের আশংকা করছি। শুধু আর্মিকেই দেখলাম। ব্যাপক আকারে কোস্টগার্ড এবং নৌবাহিনী এনগেঞ্জ করা দরকার।

আজকে রাতের মধ্যে উদ্ধার করতে না পারলে অনেককেই হয়ত আর উদ্ধারের দরকার হবে না।

©️

বৃষ্টি ভেজা সকালে......☁️
19/08/2024

বৃষ্টি ভেজা সকালে......☁️

Morning with coffee ?? ☕️
18/08/2024

Morning with coffee ?? ☕️

09/08/2024

FRIDAY
Ya Allah ,you are Merciful and forgiving ,plz replace all our sadness with something beautiful 🌻💚 Amen 💕

Beautiful moments with tea in the mellow hoursALHAMDULILLAH ☕☘️
09/08/2024

Beautiful moments with tea in the mellow hours

ALHAMDULILLAH ☕☘️

💚
08/08/2024

💚

🖤

pov:চলো ফুচকা খেয়ে আসি🌻💚
05/07/2024

pov:চলো ফুচকা খেয়ে আসি🌻💚

মিষ্টি সকালের স্নিগ্ধতায় এক কাপ চা☕🌸🩷💚
30/06/2024

মিষ্টি সকালের স্নিগ্ধতায় এক কাপ চা☕🌸🩷💚

লাচ্ছা সেমাই পছন্দ করেন❤️
26/04/2024

লাচ্ছা সেমাই পছন্দ করেন❤️

A cute  time spent with my lovely sister❤️
25/04/2024

A cute time spent with my lovely sister❤️

05/03/2024

"যে ব্যক্তি রমাদানের পূর্বেই নিজেকে সংশোধন করে তার জন্য রয়েছে সু-সংবাদ।"

- উমর ইবনু কায়স (রহ.)
[লাতায়িফুল মাআরিফ : পৃ-১৩৮]

মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বই 💖আলহামদুলিল্লাহ 💚শুকরিয়া এত সুন্দর একটা হাদিয়া পাঠানোর জন্য 💚Modesty Panel
05/02/2024

মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বই 💖
আলহামদুলিল্লাহ 💚
শুকরিয়া এত সুন্দর একটা হাদিয়া পাঠানোর জন্য 💚
Modesty Panel

01/02/2024

ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়োনা। সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো " নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে"।

(সূরা আল-বাকারা, ২১৪)

A cup of happiness ☕🩷🧡💚❤️
30/01/2024

A cup of happiness ☕🩷🧡💚❤️

26/01/2024

লোকের কটুক্তিতে তুমি ধৈর্য ধরো এবং ভদ্রভাবে ওদের পরিহার করো।"

📖 সুরা মুযযামমিলঃ১০

24/01/2024

- যে অস্থিরতা আপনাকে ঘুমোতে দিচ্ছে না, যে ভগ্নহৃদয় আপনাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সে সমস্ত মন খারাপের গল্পে কেবল বলু্ন -

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

'হাসবুনআল্লহু ওয়া নিমাল ওয়াকিল'

'আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট'

বিশ্বাস করুন, আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এটুকু'ই যথেষ্ট। 'আল্লাহ যার অভিভাবক সে দুশ্চিন্তা করতে'ই পারে না!-
যখনই দুরচিন্তা আসে, তখনই আমার রব বলেন,

তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো,,,!!!,

[সুরা বাকারা : ১৫২]
সংরক্ষিত,,,

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TIBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TIBA:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share