ফেনীর ছাগলনাইয়ায় মহান বিজয় দিবসে শান্তির প্রতিক পায়রা উড়ান অতিথিবৃন্দ
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বিকেলে ছাগলনাইয়া পৌরসভা আয়োজিত প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা ছাগলনাইয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এসময় ছাগলনাইয়া ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের খোঁজ খবর নেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল।
তাং ১৬|১২|২০২৩
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও গেইট নির্মাণকে কেন্দ্র করে মৃত সুরেন্দ্র কুমার দাসের পুত্র বকুল বিহারী দাস (৬২) ও তার কন্যা সুকন্যা দাসের (২২) উপর হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।
প্রতিবন্ধী মহি উদ্দিন ও নিজাম উদ্দিন ড্রাইভার পেয়েছেন হুইল চেয়ার।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত জহুরুল আমিনের পুত্র পঙ্গু মহি উদ্দিন ও নিজাম উদ্দিন ড্রাইভারকে স্হানীয় শুভপুর পুরাতন বাজারে হুইল চেয়ার তুলে দেন সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন।
এসময় শুভপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুর রহমান ও সাংবাদিক কফিল উদ্দিন মজুমদারসহ বাজারের ব্যবসায়ী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের অনুরোধে ইমপ্রেস গ্রুপের কর্মকর্তা ও ছাগলনাইয়ার কৃতি সন্তান সাইদুল হক ভূঁইয়া ফারুক ও যুক্তরাজ্য প্রবাসী রুবেল হুইল চেয়ার দুটি পাঠিয়েছেন।
ছাগলনাইয়ায় সিএনজি অটোরিক্সা চালকের হামলায় নিহত লাইনম্যান মোঃ হারুনের শোকাহত পরিবারকে সমবেদনা জানান শিরীন আখতার এমপি
তাং- ১০।০৭।২০২৩ইং
মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু'কে গণ-সংবর্ধনা
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান মিনুকে গণ-সংবর্ধনা দেয়া হয়েছে। ১৪ জুন বুধবার দুপুর ১২টায় মহামায়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকাবাসীর উদ্যোগে এ গণ-সংবর্ধনার আয়োজন করা হয়।
সমাজ সেবায় অবদানের জন্য সম্প্রতি কলকাতার মল্লভূম সাহিত্য আকাদেমি ও সল্টলেক ফ্রিলান্স জার্নালিষ্ট এসোসিয়েশন চেয়ারম্যান শাহজাহান মিনুসহ বাংলাদেশের ২জন ইউপি চেয়ারম্যানকে ভারতবঙ্গ স্বর্ণপদক-২০২৩ প্রদান করা হয়েছে।
এসময় বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন স্বর্ণপদক প্রাপ্ত সংবর্ধিত চেয়ারম্যান শাহজাহান মিনু।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন চৌধুরী বাদশার সঞ্চালনায় এতে বক্তব্য রাখছেন সভাপতি শাহজাহান মিনু।
উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
৩০ নভেম্বর, বুধবার ফেনী ছাগলনাইয়ার পূর্ব দেবপুর যুব ও সমাজকল্যাণ পরিষদের আয়োজনে, পূর্ব দেবপুর পাটোয়ারী বাড়ি মসজিদে ২য় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৬জন বিচারক উপস্থিত ছিলেন। তন্মধ্যে প্রধান বিচারক ছিলেন তালবাড়িয়া আজিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওঃ মিসবাহুজ্জামান। এসময় কুরআন প্রতিযোগিতায় প্রায় ১০০জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।