09/08/2024
আমরা কখনো সত্যি কথা বলতে পারি না, বললেই একটা বিশেষ গোষ্ঠীর দালাল বলে দাগিয়ে দেওয়া হয়। এখন সত্যি বললে আওয়ামী লীগের দালাল, আগে বললে বিএনপি বা জামাত শিবিরের দালাল। এই দেশে সাধারণ মানুষের সত্য বলার অধিকার কি আদৌ আছে?
বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত অস্থির হয়ে উঠছে। ক্ষমতার রদবদল, রাজনৈতিক দলগুলোর নিজস্ব এজেন্ডা আর সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। কে কখন কী বলছে, তা নিয়ে সব সময় আতঙ্কে থাকতে হয়। অথচ, এই দেশটা আমাদের সবার, এই দেশের গণতন্ত্র আমাদের সবার জন্য। সত্য বললেই কি আজকাল দালাল হতে হবে?
সত্য কথা বলার স্বাধীনতা কোথায় গেল? আজকের বাংলাদেশে সাধারণ মানুষের কী কোনো মূল্য আছে? ক্ষমতার লোভ, রাজনৈতিক দালালির চক্রে আটকে পড়ে সাধারণ মানুষ হারাচ্ছে তার কণ্ঠস্বর।
আমরা কি পারবো এই অবস্থা থেকে বেরিয়ে আসতে? কখনো কি এই দেশ সাধারণ মানুষের জন্যই থাকবে, যেখানে সত্যিই আমরা সবাই একসাথে বসবাস করতে পারবো, ভয় ছাড়া?