#Type II Diabetes (uncontroll)
#Acute kidney Injury (AKI)
#Pyelonephritis
#BEP with prostatitis
#অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনী ও প্রস্টেট গ্রন্থি জনিত সমস্যা। চিকিৎসা নেয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ্য ও স্বাভাবিক রয়েছেন।
#Type II Diabetes (Uncontroll)
#Neuropathy
#Hypertension (Grade I)
#AkI on CKD
বছর খানের আগে হঠাৎ করেই শেফালি বেগমের ডায়াবেটিস বেড়ে যায় এবং খাবারে অরুচি ও বমি শুরু হয়। ডায়াবেটিস বেড়ে গিয়ে উনার প্রশ্রাব জনিত জটিলতার তৈরি হলে হঠাৎ করে সেরাম ক্রিয়েটিনিন ২.৩ হয়ে যায়৷ একই সাথে অনিদ্রা জনিত সমস্যা, শরীরে জ্বালাপোড়া ও হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ জনিত জটিলতাও ছিল৷
আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা শুরু করি এবং উনিও আমাদের কথা শুনে নিয়ম মানতে থাকেন। এখন ডায়বেটিস ও প্রেসার এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং কিডনীর অবস্থাও বেশ ভাল অবস্থায়। উনার সকল দৈন্দন্দিন কার্যক্রম ও চলাফেরা খাওয়া দাওয়া স্বাভাবিক রয়েছে।
উনার জন্য শুভকামনা।
#Acute viral Hepatitis
#Hepatitis A virus positive
সপ্তাহ দুয়েক আগে ক্লাস সেভেনে পড়ুয়া একজন মেয়ে উনার দাদুকে নিয়ে আমার প্রাইভেট চেম্বারে আসেন। রোগির হঠাৎ জ্বর, পেট ব্যথা, বমি, ক্ষুধামন্দা ও জন্ডিসের জটিলতা নিয়ে। তারপর বেশ কিছু শারিরীক পরিক্ষা ও প্যাথলজিক্যাল রিপোর্টের মাধ্যমে আমি রোগ নির্ণয় করি Acute viral Hepatitis.
রোগির লিভার হেপাটাইটিস A ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে তাই জন্ডিসসহ নানাবিধ জটিলতা শুরু হয়েছে।
নিয়মিত ওষধ সেবন ও বেশ কিছু নিয়ম মানাতে সে এখন সম্পূর্ণ সুস্থ্য রয়েছেন। তার জন্য শুভকামনা।
ডা. রায়হান
এমবিবিএস।
#Abscess বা ফোড়াঁর পুজঁ বের না করে কোন অবস্থাতেই এন্টিবায়োটিক গ্রহন করা যাবেনা। অবশ্যই জানা জরুরি।
এবসেস বা ফোড়াঁ পেকে গেলে পুজঁ বা ফোড়াঁর ভিতরের ময়লা বের না করে এন্টিবায়োটিক খাবেন না। এতে সমস্যা না কমে বরং বাড়বে।
#মাদ্রাসায় পড়ে। একসাথে অনেকেই একই ফ্লোর শেয়ার করে থাকে। মাদ্রাসা থেকে বাসায় আসলে বাসার সবাই একই রোগ দিয়ে আক্রান্ত হয়। ছড়াতে থাকে সবার মাঝে। রাতে চুলকানি বাড়ে, তীব্র থেকে তীব্রতর হতে থাকে। রাতে ঘুমানো যায়না।
সঠিক চিকিৎসা ও পরামর্শ পেতে যোগাযোগ রাখুন আমাদের সাথে।
ডা. রায়হান
এমবিবিএস।
#পায়েDiabetic Bullae with cellulitis এ আক্রান্ত একজন রোগী। যারা চিকিৎসা করার সামর্থ্য নাই। আজকে আমার ব্যক্তিগত চেম্বারে এই রোগিকে নিয়ে আসেন অন্য এক রোগির হাজবেন্ড যিনি #Charcot Neuroarthopathy আক্রান্ত।আমরা উভয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ।
#Cellulitis একটি Life Threatning ডিজিজ। সঠিক সময়ে চিকিৎসা করাতে না পারলে রোগির আক্রান্ত অঙ্গ পচেঁ যেতে পারে এবং রোগী septicemia বা Septic Shock এ আক্রান্ত হয়ে খুব দ্রুত মারা যেতে পারে।
ডা. রায়হান
এমবিবিএস
#অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
#উচ্চ রক্তচাপ
#হাটুতে অস্টিও আর্থাটিস এ আক্রান্ত রোগির একান্ত সাক্ষাতকার। সুস্থ্য হয়ে উঠার গল্প!।
ডা. রায়হান
এমবিবিএস
#দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হঠাৎ করে কিডনি খারাপ হয়ে AKI হয়ে যাওয়া ও একই সাথে পায়ে পর পর তিনবার নিউরোপ্যাথিক ফুট আলসার এবং একবার পায়ে skin Grafting করা রোগির সুস্থ্য হয়ে উঠার গল্প শেয়ার করলাম।
ডা.রায়হান
এমবিবিএস
মুখ বেকেঁ যাওয়া মানেই স্ট্রোক নয়। রোগ না বুঝে মন্তব্য বা পরামর্শ দেওয়া থেকে বিরত থাকা উচিত তা না হলে রোগির সঠিক চিকিৎসা পেতে দেরি হতে পারে।
#Uncontrolled Type 2 Diabetes & perianal abscess.
বয়স ৫০ +, কতদিন ধরে উনার ডায়াবেটিস উনি নিজেও জানতেন না। হঠাৎ করেই পায়ুপথের পাশে তীব্র ব্যথা, কাপুনিসহ প্রচন্ড জ্বর শুরু হয়। পুজঁ বের করার জন্য অন্যত্র অপারেশন করলেও পুজ তেমন বের হয়নি।
রোগির ব্যথা আরো বেড়ে গেলে হাসপাতালে আসতে বলি। সেকেন্ড টাইম ছোট ইন্সিশনের মাধ্যমে পায়ুপথের পাশ থেকে প্রায় ১/২ লিটার পুজঁ বের করি।
কিছুক্ষন পরেই রোগির ব্যথা লাঘব হয়।
ডা. রায়হান
এমবিবিএস
#হাটুতে অনেক দিনের ব্যথা, হাটু ফুলে গিয়ে ব্যথা আরো বাড়ে, হাটু ভাজ করে নামাজের সেজদা করা বা টয়লেট করতে পারেন না।
সচরাচর ৪০ পরবর্তী বয়সে হাটুতে বা কোমরের হাড়ে Osteoarthritis নামক রোগটি বাড়তে দেখা যায়। তবে যারা হাটুতে ভর দিয়ে ভারী কাজ করেন কিংবা যারা মোটা এবং অনেক ওজন, যাদের সিস্টেমিক রোগ রয়েছে যেমন ডায়াবেটিস তাদের Osteoarthritis এবং এর জটিলতা ৪০ বছরের আগেই হতে পারে।
#ভিডিওটিতে রোগির হাটু ফুলে গিয়ে ফ্লুইড জমে গিয়েছিল, নড়াচড়া করতে পারেন না। আমরা হাটুতে প্যারাসেন্টিসিস করে প্রায় ১২ সিরিঞ্জ ১২০ মিলির উপরে ময়লা পানি বের করি। হাটুর ফোলা করে গিয়ে রোগির চলাফেরা স্বাভাবিক হয়ে আসে।
ডা.রায়হান
এমবিবিএস