Shafinul Islam Shafin

  • Home
  • Shafinul Islam Shafin

Shafinul Islam Shafin Interest of Unity, With Dawah

মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়। যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করা...
07/02/2023

মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়। যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। [সূরা রুম: আয়াত-৪১]

এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করাকে চাকরগিরি বলে, কিন্তু এর সঠিক নাম হলো সেবক। আর আল্লাহ সেবকদেরই ভালোবাসেন।-শাফিনুল ই...
27/09/2022

এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করাকে চাকরগিরি বলে, কিন্তু এর সঠিক নাম হলো সেবক।
আর আল্লাহ সেবকদেরই ভালোবাসেন।

-শাফিনুল ইসলাম শাফিন

আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা'আলা বান্দার...
27/09/2022

আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা'আলা বান্দার তাওবাহ্‌র কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন, যে লোকটি মরুভূমিতে তাঁর উট হারিয়ে পরে তা পেয়ে যায়।

সহিহ বুখারী: অধ্যায়-৮০ (দু'আসমূহ), পরিচ্ছেদ-৪, হাদিস নম্বর-৬৩০৯

আল্লাহ তায়ালা বলেন,আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জা...
26/09/2022

আল্লাহ তায়ালা বলেন,
আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত।

সূরা আল-আনকাবুত: আয়াত-৬৪

❝ইলম অনেকটা জলের মতো।   জল যেমন আমাদের জীবনের উৎস,   সেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম   অর্জন, আমাদের আখিরাতের সাথী❞কথ...
25/09/2022

❝ইলম অনেকটা জলের মতো।
জল যেমন আমাদের জীবনের উৎস,
সেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম
অর্জন, আমাদের আখিরাতের সাথী❞

কথাঃ শাফিনুল ইসলাম শাফিন

আমার নিউক্লিয়াসের একমাত্র প্রোটন, আমার বা'পাঁজরের লুকিয়ে থাকা রাণী, হে আমার হৃদয়ের অক্সিজেন! এই হৃদয় তাহার জন্য অপেক্ষা...
24/09/2022

আমার নিউক্লিয়াসের একমাত্র প্রোটন,
আমার বা'পাঁজরের লুকিয়ে থাকা রাণী, হে আমার হৃদয়ের অক্সিজেন!
এই হৃদয় তাহার জন্য অপেক্ষায় ব্যস্ত!

-শাফিনুল ইসলাম শাফিন

"আমি এমন স্বচ্ছ বৃষ্টি চাই,যা আমার সকল পাপ মুছে নিয়ে যাবে।আর সেই স্বচ্ছ বৃষ্টি হলো আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত সিজদাহ"কথা: শা...
24/09/2022

"আমি এমন স্বচ্ছ বৃষ্টি চাই,
যা আমার সকল পাপ মুছে নিয়ে যাবে।
আর সেই স্বচ্ছ বৃষ্টি হলো
আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত সিজদাহ"

কথা: শাফিনুল ইসলাম শাফিন

Create: Design For Sunnah Follow: Ad-Dawah Foundation
23/09/2021

Create: Design For Sunnah
Follow: Ad-Dawah Foundation

23/08/2021

আফগানিস্তান থেকে ফিরে যা বললেন ভারতীয় শিক্ষক 💞

23/08/2021

নারীবাদীদের আসল চরিএ....

(মূল লিংক Comment Box এ)

28/07/2021

হে আমার রব, "আমি ফিরে আসছি" ❤️❤️

আসসালামুয়ালাইকুম সমসাময়িক প্রেক্ষাপটে নতুন একটি ফিতনা বের হয়েছে। যা মূলত আমাদের ওইসব যুবক ভাইদের জন্য যারা একটু একটু করে...
28/07/2021

আসসালামুয়ালাইকুম

সমসাময়িক প্রেক্ষাপটে নতুন একটি ফিতনা বের হয়েছে। যা মূলত আমাদের ওইসব যুবক ভাইদের জন্য যারা একটু একটু করে দ্বীনের পথে ফিরছে। নতুন দ্বীনে ফেরা যুবক ভাইয়েরা যখন এমন সব ভিডিও দেখে যেখানে পর্দার নামে হচ্ছে ইসলামের আগা-গোরা পাল্টে দেয়া হচ্ছে। আমাদের বোনেরাও এইঅসব ভিডিও দেখে ভাবছে এমন পর্দা করলেই হয়, দ্বীন ও হলো ফলোয়ার ও হলো!

এদের মূলত ইসলামকে ওয়েস্টার্ন কালচার এর এমনভাবে মিশিয়ে দিয়েছে যে, ইসলামে মূল অর্থই পাল্টে গেছে। আর এটাই তো চায় ইহুদীরা, যারা দ্বীনের পথে নেই তারা পথভ্রষ্টই। কিন্তু যারা দ্বীন মানার চেষ্টা করছে তাদের পথভ্রষ্ট করার এ এক অভিনব পদ্ধতি!!

এইসব ভিডিওতে দেখা টাইট ফিটিং জিন্স এবং শরীর বোঝা যায় এমন কাপড় পরে মাথায় একটা হিজাব চরালেই হয়ে গেলো পারফেক্ট মুমিন। নাউযুবিল্লাহ !

সূর্য ডুবার সাথে সাথেই চলে এলো ১০-ই জিলহজ্জ।সবাইকে আদ-দাওয়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা!!!ঈদ মো...
20/07/2021

সূর্য ডুবার সাথে সাথেই চলে এলো ১০-ই জিলহজ্জ।
সবাইকে আদ-দাওয়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা!!!
ঈদ মোবারক...

❤️ তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ❤️

কারো কটু-কথা, কটু-বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হয় না।                 ---আরিফ আজাদ❤️❤️
18/07/2021

কারো কটু-কথা, কটু-বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হয় না।

---আরিফ আজাদ❤️❤️

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দু’আ ব্যতীত অন্য কোন কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে ...
10/07/2021

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দু’আ ব্যতীত অন্য কোন কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোন কিছুই হায়াত বাড়াতে পারে না।

[তিরমিজি, হাদিস নং ২১৩৯]

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।→প্লিজ সকল ভাই, বোনদের কে পুরো কথাটা পড়ার অনুরোধ রইলো..!🛡...
09/07/2021

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
→প্লিজ সকল ভাই, বোনদের কে পুরো কথাটা পড়ার অনুরোধ রইলো..!

🛡️একজন ইহুদি যুবকের মেসেজ!

আমি একজন ইহুদি। এতে আমি গর্বিত। কেননা দুনিয়ায় আজ আমাদেরই রাজত্ব। জিহাদে তোমাদের সাথে পেরে উঠতে না পেরে আমরা কি করেছি জান?? খুব সহজে তোমাদের যুবতিদের থেকে পর্দা উঠিয়ে দিয়েছি। কোরআনের শিক্ষা থেকে তোমাদের সরিয়ে দিয়েছি। তোমাদের কাছে আমাদের পোশাক পাঠিয়ে দিয়েছি, আমাদের সংস্কৃতি পাঠিয়ে দিয়েছি, আমাদের সভ্যতা রপ্তানি করেছি।

তোমাদের শপিংমলগুলোর দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ?? সব উলঙ্গ পোশাকের মেলা। তাই না? মজার ব্যপার হল, তোমরা বড় সহজে তা গ্রহণ করে নিয়েছ। তোমরা কি জান না?? লুত সম্প্রদায়ের এই হাল ছিল?? কত নির্বোধ তোমরা!! হাহাহা।

তোমরা শ্লোগান দেও, ইহুদিরা আমাদের পবিত্র ভূমি ছিনিয়ে নিয়েছে, আমাদের প্রথম কিবলা দখল করে রেখেছে, কোরআন সুন্নাহকে শেষ করে দিচ্ছে, কিন্তু কই?? কি করেছ তোমরা?? কিছুই করতে পারনি। পারবেও না। হাহাহা।

দৃষ্টি মেলে তাকাও, রাস্তায় রাস্তায় তোমাদের যুবতিরা ঘুরে বেড়াচ্ছে। আহ ! কি খুশির কথা ! তোমাদের অবস্থা সূচনীয়। তোমরা মুসলমানরা শেষ হয়ে গেছ। প্রভূ আমাদের সহায় হোন। তোমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা বদলে দিয়েছি। সেখানে ইসলাম বলতে কিছুই নেই। আছে কিছু বিকৃত মতবাদ। টেলিভিশনে দিয়েছি সব নিচু মানষিকতার প্রোগ্রামস। তোমাদের এখন চুপচাপ থেকে আমাদের বাতলানো পথে চলাই ভাল। যদি বাঁচতে চাও। আর দেখে যাও আমাদের প্রোগ্রামগুলো।

আমরা তোমাদের যুবকদের মগজকে নষ্ট করে
দিয়েছি। এক সময় তোমরা বড় সম্মানী জাতি ছিলে। এখন আমরা সম্মানী। তোমাদের যুবকরা আমাদের হাতের দিকে তাকিয়ে থাকে। তোমরা এখন চাকর জাতি। আমরাই তোমাদের এখন পরিচালনা করি।

তোমাদের জাতীয় ভাষাকে আমরা বদলে দিয়েছি। যে ভাষায় কোরআন, যে ভাষা স্বর্গের, যে ভাষা তোমাদের নবীর। এখন তোমরা আমাদের ভাষা শিখে, আমাদের ভাষায় (হাই, হ্যালো, মার্সি ইত্যাদি) কথা বলতে পেরে গর্ববোধ কর। এখন তোমরা আরবি ভাষাকে অহেতুক মনে কর। হাহাহা।

তোমরা একতাবদ্ধ থাকো সেটা আমাদের পছন্দ হয়নি। তাই তোমাদের মসজিদে মসজিদে বিরোধী ফিরকা তৈরি করে দিয়েছি। এখন তোমরা মুসলমান মুসলমানের সাথেই লড়ছ। আমরা তোমাদের দ্বীনকে বড় গভীরভাবে অধ্যায়ন করেছি এবং ছোট ছোট মাসআলা দিয়ে

তোমাদের মধ্যে ফিরকা তৈরি করেছি। তোমরা এখন সেই আগুনেই পোড়ে মরছ। এখন তোমাদের বাচ্চারা সিরিয়াল দেখে দেখে বড় হয়। আর তোমরা তাদেরকে শান্ত রাখতে সিরিয়ালে মত্ত রাখ আর নিজেরা ডুবে থাকো অন্য সিরিয়ালে। হাহা।

অধ্যায়ন থেকে তোমাদের দূরে রাখতে আমরা বিভিন্ন ধরনের গেমস আবিষ্কার করেছি। যাতে তোমরা গেমসে ব্যস্ত থেকে কোরআনের জ্ঞানার্জন করতে না পার। কোরআনকে ভুলে যাও, তোমাদের আলেমদের ভুলে যাও, মুসলিম বিজ্ঞানীদের ভুলে যাও।

তোমাদের নতুন প্রজন্ম এমন প্রজন্ম, যারা সত্য বলতে ভয় পায়, সত্য না বলাকে হেকমত মনে করে। আমরা তোমাদেরকে এমন এক মিডিয়া দিয়েছি যাতে সারাদিন পড়ে থাকা যায় ও নামাজ, কোরান থেকে দুরে রাখা যায়। এটা আমাদেরই সফলতা। হাহাহা।

আমরা ইহুদি জাতি এই কথার উপর গর্ব করি যে, আমরা সংখ্যায় অতি নগণ্য হয়েও তোমাদেরকে আজ তরকারির ন্যায় খরিদ করে নিয়েছি। আর এতে তোমরা মোটেও চিন্তিত নও। বরং আমাদের অধিনে কাজ করতে পেরে তোমরা গর্ববোধ কর। প্রভূ আমাদের কৃপা করুন। যাতে একজন মুসলিমও না থাকে।

আরিফ আজাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করা হয়েছে। Subscribe করে ফেলুনচ্যানেলের লিঙ্ক- https://cutt.ly/xmxsdQvআমাদে...
06/07/2021

আরিফ আজাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করা হয়েছে। Subscribe করে ফেলুন

চ্যানেলের লিঙ্ক- https://cutt.ly/xmxsdQv

আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক: https://youtu.be/v7n4MTj9zcs

ডিপ্রেশন থেকে মুক্তির ঔষুধ [সূরা আদ-দ্বোহা: আয়াত:১-৮]
04/07/2021

ডিপ্রেশন থেকে মুক্তির ঔষুধ [সূরা আদ-দ্বোহা: আয়াত:১-৮]

Assalamu alaikum wa rahmatullahi wa barkatuhu..Ad Dawah Foundation is made for dawah. If you like our video kindly subscribe our channel and don't forget to...

18/06/2021

শুধু আল্লাহর জন্য কোনো কাজ করেছেন কখনো?

https://youtu.be/XV3RwPA2u-A

Important message for our younger Muslim  generation.. 😁
10/06/2021

Important message for our younger Muslim generation.. 😁

Important for every Muslim 👉👉
10/06/2021

Important for every Muslim 👉👉

01/06/2021

ফেসবুক,টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা কি জায়েজ?

https://youtu.be/v7n4MTj9zcs

01/06/2021

ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা কি জায়েজ?দুনিয়ায় প্রত্যেক নতুন কাজে নিষেধমূলক কোনো শরি.....

Our Official Promo Video
29/05/2021

Our Official Promo Video

Assalamu alaikum wa rahmatullahi wa barkatuh.This video is the official theme of Ad Dawah Foundation. Ad Dawah Foundation is made for dawah. If you like our...

ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের ফাউন্ডেশনের অফিশিয়াল প্রমো ভিডিও আপলোড করা হবে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব ...
27/05/2021

ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের ফাউন্ডেশনের অফিশিয়াল প্রমো ভিডিও আপলোড করা হবে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

অফিশিয়াল ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/channel/UCnrqW1wvBmpaN1CVzHwlIfA

অফিশিয়াল ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/Dawah-Foundation-104997108425654/

ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/Shafinul-Islam-Shafin-105285928246191/

Address


Alerts

Be the first to know and let us send you an email when Shafinul Islam Shafin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share