30/11/2022
যে ৩ মাসের পরিকল্পনা তোমাকে ১ সপ্তাহ পর্যন্ত মেনে চলতে সাহায্য করে না তাহলে এটা কি ধরণের পরিকল্পনা?
সবাইকে বলতেছি এই নিচের লেখাগুলা খুবই গুরত্বপূর্ণ, আশা করি সম্পূর্ণ পড়বেন। ইনশাল্লাহ কিছুটা হলেও উপকৃত হবেন। গল্পের চলে পড়ার চেস্টা করবেন।
" What is the value of motivation? - There is not value of motivation if you ho not have any action. Your action should be such that there is not need to look back" - Hr Meheraj
⊳ আমরা আমাদের জীবনে অনেক মোটিভেশন পেয়ে থাকি, কিন্তু এখানে কোনো Motivation to Action না থাকে তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনের মূল্য নেই। Motivation নিয়ে Google এ প্রায় 737 Million কনেন্ট সার্চ রেজাল্টের Display করে এবং Popular Video Share Website - Youtube এ 19 Million+ ভিডিও রয়েছে।
✔️ যাক বাদ এখন কিছু পড়াশোনা ও টাইম মানেজমেন্ট নিয়ে আলোচনা করবো যেটা আমাকে একটু না বরং অনেকটুকুই হেল্প করেছে।
⓵ 5 Second Rule,
----- আমরা অনেকেই আছি যারা গরম পানি দিয়ে গোসল করি, তবে আমি ঠান্ডা পানি দিয়েই করি। শীতকালে যখন আমরা পুকুর ঘাটে গিয়ে অনেক সময় পার করে ফেলি কারণ আস্তে ধীরে নামবো নামবো বলে চিন্তা করি, কারণ পানি অনেক ঠান্ডা 😂, এজন্য আমি কী করি সেটাই আগে বলি - উপরের ৫ সেকেন্ডের রুল থেকে 5,4,3,2,1........... যা হইবার হইবো দিছি লাপ, আরে ঠান্ডাতো আর লাগতেছে না, এভাবে খুব সহজে ২-৫ মিনিটের মধ্যে গোসল সম্পন্ন করা যায়।
কিভাবে এটা আপ্লাই করবো, জাস্ট মনে মনে অথবা মুখে মুখে বলবো 5,4,3,2,1........ Get started ( Bismillahir Rahmanir Rahim ) ❤
⓶ 20/5 Promodoro Rule :
----- কোনো কিছু পড়ার জন্য মনোযোগী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি যেটা করি সেটা হচ্ছে ২০ মিনিট পড়বো একদম ফোকাসে। ২০ মিনিট যাওয়ার পরে ৫ মিনিট ব্রেক তাহলে অথবা ২৫ মিনিট পড়ে ৫ মিনিট ব্রেক। এরকম সবই গুরুতপূর্ণ। সেই ৫ মিনিটে দুনিয়ার যে কোনো কিছুই করা যায়, তবে এই ছোট বয়সের অভিজ্ঞতা থেকে বলতেছে সোসাল মিডিয়ার ইউজের কারণে মানুষের বিভিন্ন ধরণের রিয়াকশন দেখে মনোযোগ হারিয়ে ফেলে যা আপনারে পরবর্তী সকল প্রোমোডোরো স্টেজে বাধা দিবে। ফলে মনোযোগী হওয়া আর যায় না। এই ধাপে আমারো উচিত ২-৩ মিনিট হাটা এবং কুরআনের কয়েকটা আয়াত পড়ে ফেলা। কুরআনের একটি মিরাকল হলো এটা তেলাওয়াতের মধ্যমে ব্রেনে আলপা নির্গত হয় ফলে আমরা আরো বেশি মনোযোগী হতে পারি।
কিভাবে এটা আপ্লাই করবো? আমি জাস্ট ইউজ করি pomofocus .io ওয়েবসাইট, এছাড়াও মোবাইলে অনেক আপ'স আছে যেমন - Focus Todo : Pomodoro & Task
⓷ 3 Minutes Rule :
----- এটার প্রয়োগ আমাদের জীবনে খুবই কম, যেকোনো সমস্যায় পড়লে আমরা পরবর্তীর জন্য রেখে দেয়। যা মোটেও ঠিক নয়, এজন্য আমাদের উচিত ৩ মিনিটের মধ্যে আমাকে সিদ্বান্তে আস্তে হবে এবং সমস্যার উপায় খুজতে প্রস্তুত হয়ে যাওয়া। যেমন পড়ার ক্ষেত্রে অনেকেরই বোরিং লাগে এই বোরিং পড়া মনের সাথে জিহাদ করে বলতে হবে আমি ১ ঘন্টা না, শুধু ৩ মিনিট পড়বো। দেখা যাবে ৩ মিনিটের পড়ার মধ্যে পড়ার প্রতি একটি মায়া জন্মায় যাবে।
⓸ 80/20 Vice Versa Rule :
---- যার মানে কোনো কিছু ২০% পড়বেন আর সেখান থেকে ৮০% অনুধাবন করবেন। ছোট্ট একটি উদাহরণ দেই - কোনো একটি পেজের দুই লাইন বাক্য আছে যা তুলনামূলক সূত্রের মত, কিংবা একটু কঠিন যেমন কবিতার লাইন। কেউ যদি এই দুই লাইন থেকে অনুধাবন করে নিজের থেকে আরো ৮ লাইন লিখতে পারে সেটার হচ্ছে 80/20 Vice Versa Rule. ( আমার রুল ). That's means less input and more output.
⑤ Writing in Exam Rule 😃 :
---- নাম শুনে কারো কারো হাসি আসতে পারে, কিছু মনে করবেন না। এটা হচ্ছে আমার রুল পরীক্ষার মধ্যে নিজের সর্বোচ্চ দেওয়া, যাই পারি তাই লিখে দিয়ে আসি। কারণ শিক্ষক তো জানে না আপনি কী কী পারেন। পরীক্ষাটা কিন্তু কী পারেন সেটা যাচাইয়ের জন্যই নেওয়া হয়। তাই শিক্ষকে মূল্যয়ন আপনার খাতার লেখার সাথে কথা বলবে। তবেই তো শিক্ষক বুঝবে আপনি আসলেই পারেন। অনেকেই এটা প্রমাণ করতে পারে না, শুধু সারাবছর ধরে পড়ালেখা করতে জানে। মনে রাখবেন ভালো ছাত্ররা শুধু একাডেমিক পড়ালেখা না আরো অন্যন্য বিষয়েও পারদর্শি থাকে। ( কিন্তু আমি হয়তো ভালো ছাত্র না 😇 ) কখনোই পরীক্ষায় নকল করিয়ো না। আমার মতে নকল ১০ এ ১০ পাওয়া আর আন্দাজে লিখে ১০ এ ০ পাওয়াই অধিক ভালো। আন্দাজেও লিখবার কাম নাই, ভালোকরে পড়ালেখা করতে হবে। একটু ট্রিকি ওয়েতে।
⓺ Smart Hard Worker Rule :
---- আমার মন থেকে যা মনে আসতেছে সবকিছু রুল বলে চালাই দিচ্ছি 😃 😃 Hehe.. আরে মূল কথায় আসি - শুধু গাদার মত পড়লেই তাকে পরিশ্রমী বলা যায় না, বরং আমি মনে করি ৬০ মিনিটের মধ্যে ৩০ মিনিট পড়ে আর ৩০ মিনিট চিন্তা করাটাই হলো Smarter and Hard Worker. চিন্তা ব্যতিত কোনো লাভে হয় না। Theoretical physicist
Albert Einstein বলেন - "If I had an hour to solve a problem I'd spend 55 minutes thinking about the problem and five minutes thinking about solutions."
⑦ Active Recalling Rule :
----- আজকার সবাই মুখস্ত বিদ্যার উপর বেশি গুরুতর ফলে মুখস্তো করতে পারে না। না বুঝে মুখস্ত করা আর শীত কালের ঠান্ডা বরফ পানিতে হাবুডুবু খাওয়ার সমান। তাই যাই পড়তেছি নিজের মন থেকে বলতে হবে আসলে আমি এই বাক্যটি কি পড়েছি। এরকম একটি হাস্যকর উদাহরণ দি আগে - "চোর পুলিশকে ধরলো, চোর পুলিশ কে ধরলো" 😂 😂 , আসলে "পলিশই চোরকে ধরলো"। এভার বুঝচেন তো Active Recalling আসলেই কী? আশা করি বুঝবেন যাই পড়বেন বুঝে বুঝে পড়বেন।
⓼ Study Revision Rule :
---- যেকোনো কিছু ভুলে যাওয়াটা হচ্ছে Nature of our Human Life. প্রত্যেক মানুষের কোনো কিছু সহজে ভুলে যায়। কিন্তু মানুষতো একটি গান সহজে ভুলে না। কিন্তু পড়ালেখা দিতে আর কোনো কথা নেই এটা ভুলবেই। গান এবং সিনেরমার কাহিনী যে কিভাবে মনে রাখে আল্লাই ভালো জানে 😂। আচ্ছা বেশি না হেসে কথাই আসি কারণ মানুষ যে জিনিসের প্রতি Interested ফিল করে তা সহজে ভুলে না, যে জিনিসগুলা বারবার মনের মধ্যে ঘুরপাক খায় সে জিনিসগুলা ভুলা সবচেয়ে কঠিন। আমরা জাতি হিসেবে আসলে খুব টালেন্ট কারণ গান মনে রাখা অহেতুক যেটার মধ্যে জীবনে সফল হওয়া যায় না। আর পড়ালেখা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত যে কোনো পড়া বুঝে বুঝে পড়া আর কয়েকদিন পর পর রিভাইজ করা। কারণ ঘুরাইয়া ঘুরাইয়া পরীক্ষায় একই প্রশ্ন বার বার আস্তে থাকে। তাহলে হাজার হাজার প্রশ্ন আর গাইড পড়ে নিজের জীবনকে ধ্বংশ ছাড়া আর কিছুই করতেছেন না। হ্যা যারা এখনো এটার প্রতি অনুরাগ তাদের বলি আমার এই কথা শুনা লাগবে না। আপাতত এই পথেই থাকেন আর ভালো রেজাল্ট করেন ☺
⓽ Discovery Rule :
---- আরে আমি ডিসকভারি টিভি চ্যানেলের কথা বলতেছিনা। আমি বলতেছি যাই এই সময়টা হচ্ছে আমাদের আবিষ্কার করার সময়, যাই পারেন নিজের থেকে আবিষ্কার করতে শিখুন। তাহলে আর পিছনে তাকাতে হবে না। ফলাফল উপমাস্বরূপ এখানে আমি এক বসাতে কিছু Rule আবিষ্কার করে ফেলেছি। 😉
⓾ Humanity Rule :
---- একটি কলম যতই মুল্যবান হোক না কেন যদি তার মধ্যে কালি না থাকে তাহলে তার কোনো মুল্য নেই। তেমনিভাবে শিক্ষিত মানুষ যতই মর্যাদাবান হোক না কেন যদি মনুষত্ববোধ না থাকে তাহলে সেই মানুষটির মূল্য/মর্যাদা নেই।
উপরের বর্ণিত প্রথম দুইটা রুল সবারই জানা থাকার কথা কারণ উপরের দুইটা রুল আমার না। কিন্তু বাকি ৮ টা রুল সবি আমার। এখানে উল্লেখিত সব রুল আমি উল্লেখ করেছি মানে আমাকে আগামী তিন মাসে এগুলা মানতেই হবে। পাশাপাশি আপনাদের সাথেও সেয়ার করে রাখলাম আশা উপকৃত হবেন। আমার লেখার মাধ্যমে যদি আপনার একটি উপকৃত হয় তাহলে এটাই আমার Pleasure. ভুল হলে ২৪/৭ সংশোধনের জন্য প্রস্তুত।
📝 Writer : Habibur Rahman Meheraj ( Hr Meheraj)
⌚ Writing Duration : Around 1 Hours 45 Minutes ≈ 2 Hrs