Ayaan - Allah's Gift

  • Home
  • Ayaan - Allah's Gift

Ayaan - Allah's Gift This is a childhood to elderhood blogging type channel. So this is a concept about parenting and child goodness.
(1)

প্রত্যেকটা মায়ের প্রতিদিনের দৃশ্য 🙂তারপরও একদল মানুষ বলবে সারাদিন কি করো❓ এই প্রশ্নের উত্তর কোনো মা ই দিতে পারেনা 😓চরম ...
20/10/2024

প্রত্যেকটা মায়ের প্রতিদিনের দৃশ্য 🙂তারপরও একদল মানুষ বলবে সারাদিন কি করো❓ এই প্রশ্নের উত্তর কোনো মা ই দিতে পারেনা 😓

চরম বাস্তবতা

আমার ছোট্ট ছেলে ইযহান আলী  কে গতকাল  এইভাবে তৈরি করেছিলাম যুদ্ধে যাওয়ার জন্য,তার শহীদ ভাইদের জন্য সে তো চুপ করে বসে থাক...
05/08/2024

আমার ছোট্ট ছেলে ইযহান আলী কে গতকাল এইভাবে তৈরি করেছিলাম যুদ্ধে যাওয়ার জন্য,তার শহীদ ভাইদের জন্য সে তো চুপ করে বসে থাকতে পারে না, হোক সে ছোট। তার মা তো বড় তার মা তো তাকে তৈরি করে দিতে পারে।

My mother checking my diaper 😅
07/06/2024

My mother checking my diaper 😅

Trust me, Family problems kills your happiness.😥
28/05/2024

Trust me, Family problems kills your happiness.😥

What our children deserve ♥️ ✨A beautiful, healthy, protective love ♥️
28/05/2024

What our children deserve ♥️ ✨
A beautiful, healthy, protective love ♥️

বিশ্বাস পৃথিবীতে মায়ের বুকের চেয়ে নিরাপদ আর কিছুই নেই। আসুন চোখ বন্ধ করে একবার কল্পনা করি, আমার মা তার জীবনে আমার জন্য ক...
28/05/2024

বিশ্বাস পৃথিবীতে মায়ের বুকের চেয়ে নিরাপদ আর কিছুই নেই। আসুন চোখ বন্ধ করে একবার কল্পনা করি, আমার মা তার জীবনে আমার জন্য কতটা কষ্ট করেছে ও করে? আর আমি তার জন্য কী করেছি আর করছি। প্লিজ, চোখ বন্ধ করে এক মিনিট মায়ের কথা মনে করুন। মায়ের জন্য চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি আসে তাহলে বুঝবেন আপনি উপলব্ধি করতে পেরেছেন।

যদি আপনার প্রেমিকা, স্ত্রী, শাশুড়ি বা অন্য কেউ মায়ের চেয়ে আপন হয়ে যায় তাহলে নিশ্চিত থাকুন আপনার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। সেটা হয় দুনিয়ায়, না হয় পরকালে।

- এজন্য বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।

(ছবি: গতকাল ভোলার চরফ্যাসনের দৃশ্য।)
সংগৃহীত

Nursing a baby is really dangerous but you have no choice 🥴😅
28/05/2024

Nursing a baby is really dangerous but you have no choice 🥴😅

Me : when I get comfortable sleeping like  a dad....🤰 🤗😊
28/05/2024

Me : when I get comfortable sleeping like a dad....🤰 🤗😊

I fell in love 🥰 with being a mom.It's my favorite part of my life. 🫶✨
28/05/2024

I fell in love 🥰 with being a mom.
It's my favorite part of my life. 🫶✨

এবার একটু ছাড় বাবা আমার  অনেক কাজ আছে 🤣🤣
26/05/2024

এবার একটু ছাড় বাবা আমার অনেক কাজ আছে 🤣
🤣

Mother's life
24/05/2024

Mother's life

A mother's love for her child is unconditional, nothing can be exchanged and is the greatest.🥰🥰🥰
20/05/2024

A mother's love for her child is unconditional, nothing can be exchanged and is the greatest.🥰🥰🥰

The journey of motherhood ☺️☺️
20/05/2024

The journey of motherhood ☺️☺️

আমার সুপার পাওয়ার alarm clock 😆😆
19/05/2024

আমার সুপার পাওয়ার alarm clock 😆😆

স্বামীর সাপোর্ট ও ভালোবাসা সাথে থাকলে প্রতিটা নারীর জীবন শান্তিপূর্ণ হয়ে উঠে💝
17/05/2024

স্বামীর সাপোর্ট ও ভালোবাসা সাথে থাকলে প্রতিটা নারীর জীবন শান্তিপূর্ণ হয়ে উঠে💝

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
16/05/2024

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

নানুর আদর পেয়েছো?🥰
14/05/2024

নানুর আদর পেয়েছো?🥰

ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে?  তুই চাইলে আমি কি না করতে পারি? বল্ তোর সব কথা আমি রাখবো।তোমার ...
12/05/2024

ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে?
তুই চাইলে আমি কি না করতে পারি? বল্ তোর সব কথা আমি রাখবো।

তোমার বৌ'মা বলছিল তোমার বয়স হয়েছে। এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি! তোমার কাশিটাও বেড়ে গেছে। আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা..... আরো কতো কি!"

হ্যাঁ রে, মনে হয় আর বেশিদিন....!
আহ্ থামো তো মা। তোমার সব সময় দেখা শোনার জন্য কাউকে রাখতে হবে।
আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে...।
না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌ'মা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌ'মা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার, মানে আমাদের অনুরোধ ছিল।
আচ্ছা তুই চাইলে তাই হবে।
থ্যাংকস মা......।
আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।
পরের দিন, অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে। নীরবতা ভাঙলেন মা.......!
বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে।
--- মা তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো।
কিছুক্ষন পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নিরব থেকে এবার ছেলে বলে উঠলো।

-নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতালার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি।

টিং ডং টিং ডং (দরজা খুললো)
- হ্যাপি বার্থ ডে টু ইউ ! হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! !

দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌ'মা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এতো বেলুন আগে কখনো দেখেননি। এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে।ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।

হ্যাপি বার্থ ডে মা।
--- তুই অনেক বড় হয়ে গেছিস (মা কান্না ভেজা কন্ঠে)। কিন্তু, এটা কার ঘর?

--- বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা।

--- তুই না ! এমন কি কেউ করে? (কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না)

আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।

--- নে এটার আর দরকার হবে না। (ইঁদুর বিষ)
চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।

--- ধুর মা কি যে বলো ! এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও।

মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ঔষুধ খেতে হবে না।

প্রত্যেক সন্তানই যেন মা-বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা-বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।❤️🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayaan - Allah's Gift posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayaan - Allah's Gift:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share