কলমের ছোঁয়া - Ankita Dey

  • Home
  • কলমের ছোঁয়া - Ankita Dey

কলমের ছোঁয়া - Ankita Dey Poem writer

🌄♥️
05/01/2022

🌄♥️

Merry Christmas 🎄
25/12/2021

Merry Christmas 🎄

শুভ জন্মদিন কবিগুরু ❤️কবি বলতে যার নাম প্রথমে মনে আসে,  তাকে নিয়ে আমার সব কল্পনা,      সে তুমি আমার রবি।  যাকে লিখতে আম...
08/05/2021

শুভ জন্মদিন কবিগুরু ❤️

কবি বলতে যার নাম প্রথমে মনে আসে,
তাকে নিয়ে আমার সব কল্পনা,
সে তুমি আমার রবি।

যাকে লিখতে আমার কলম ধরা
তাকে আমার কলমের কালির প্রতিটা ফোঁটায় বর্ণিত করা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সে তুমি আমার রবি।

যার সঙ্গীতে প্রভাত সাঁঝে
তার কলমের ছোঁয়ায় জীবন কাটে
সে তুমি আমার রবি।।

সে তুমি আমার রবি❤️
কলমে- #অঙ্কিতা_দে💜

🍂🍂
02/03/2021

🍂🍂

20/02/2021
🌼🌼
30/11/2020

🌼🌼

06/11/2020

তোমাকে আমার মনে হয় আর পাওয়া হবে না
ওপর মহলের দরবারে ঘুরতে ঘুরতে আমি-ই বড়ই ক্লান্ত
চাকরিটা আমার এবারেও হলো-না,
আজ আমি সত্যি-ই ক্লান্ত বেকার নামের পদবি-টা টানতে টানতে
এই শহরে স্বপ্ন দেখাটা ঘোর অন্যায় কারণ "মধ্যবিত্ত"
রাজনীতি-র এই শহরে আমার ভালোবাসা-টা অপূর্ণ-ই থাক।
তোমাকে না-হয় দূর থেকেই ভালোবেসে গেলাম,
তোমার মনের এক কোণে পারলে আমায় রেখো
ভালোবাসায় না-হলো তোমার ঘৃণা-তেই‌ বিরাজমান থাকবো।।

কবিতা-মধ্যবিত্ত
লেখা- #অঙ্কিতা__দে

06/11/2020

পরের জন্মে যদি আরেকবার তোমার প্রিয়তমা হতে পারি,
তবে তোমার মনের মত হয়ে হাতে-হাত রাখবো
জানি আমি শাড়ি-টা সামলাতে পারিনা,
তবে চেষ্টা করব সপ্তাহে একদিন নীল শাড়ি পরার
কিন্তু কালো টিপ-টা আমি তোমার হাতেই পড়বো
প্রতিবারের মতো তোমার আসার আধা-ঘন্টা আগে থেকে অপেক্ষা করব
মিথ্যে অভিনয় করবো যতক্ষন না কান ধরবে মুখ ঘোরাবো না
তবে এজন্মে নামের পাশে প্রাক্তনী নামক ট্যাগ-টা লাগতে দেবোনা
নামের পাশে তোমার পদবি তে গাঁ-ভাসাবো ,
নেবে তো আমায় আপন করে?
আগের জন্মের অপূর্ণতা না-হয় এজন্মে পূর্ণ করবো।।

কবিতা- তোমার হতে চাই
লেখা- অঙ্কিতা দে

06/11/2020

তোমার দু-চোখে আমি আমার মৃত্যু দেখেছি,
কিন্তু আমি-তো গোধূলিবেলার রংধনু হতে চেয়েছি।

যদি অবহেলায় করবে ভেবেছিলে,
তবে স্বপ্ন বুনতে কেনো শেখালে,

ডুব দিয়েছিলাম ভালোবাসায় তোমার,
কিন্তু সাঁতার-টা শেখা হয়নি আমার।

তাইতো ভেসে গেলাম অবহেলার জোয়ারে,
ভুলটা আমারি,মনথেকে ভালোবেসে ছিলাম
তোমারে।।

লেখা- অঙ্কিতা দে 🍁

05/11/2020

Welcome to my page

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when কলমের ছোঁয়া - Ankita Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share