FolkBin

FolkBin News research video channel

02/09/2024

সরকারি চাকরিজীবীদের প্রতি যে সতর্কবার্তা দিলেন জনপ্রশাসন সচিব | Public Administration Secretary | ATN News ...

01/09/2024
বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অ্যাকুয়াট্যাবস (৩৩ মিলিগ্রাম ট্রোক্লোসিন সোডিয়াম) ব্যবহারের মাধ্যমে অতি সহজে...
27/08/2024

বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অ্যাকুয়াট্যাবস (৩৩ মিলিগ্রাম ট্রোক্লোসিন সোডিয়াম) ব্যবহারের মাধ্যমে অতি সহজেই নিরাপদ খাবার পানি প্রস্তুত করা যায়।

স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, প্রথমে পাঁচ লিটার পানি নিয়ে সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। এরপর একটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট অপেক্ষার পর পানি পান করা যাবে।
তবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটি কখনই সরাসরি খাওয়া যাবে না।
#বন্যা #বিশুদ্ধ_পানি

ভারত সরকার বাংলাদেশের জনগণের বন্ধু না, পরীক্ষিত শত্রু। কারণ ১। ২৪সালের নির্বাচনে জনগণের ভাষা না বুঝে ওঁরা বলেছিল। সেটা ব...
24/08/2024

ভারত সরকার বাংলাদেশের জনগণের বন্ধু না, পরীক্ষিত শত্রু।
কারণ
১। ২৪সালের নির্বাচনে জনগণের ভাষা না বুঝে ওঁরা বলেছিল। সেটা বাংলাদেশের (হাসিনা সরকারের) অভ্যান্তরিন ব্যাপার।
২। স্বৈরাচারী হাসিনা পালানোর পর তাঁদের মলম বিক্রে্তা মিডিয়ায় কথিত হিন্দু নির্যা/তন কল্পকানীতে বাংলাদেশের অভ্যান্তরিন বিষয়ে হস্তক্ষেপের ব্যর্থ চেষ্টা।
৩। বন্যা সন্রাস। যুক্তির কারণে ধরেই নিলাম, ইচ্ছা করে নয় উপায় না থাকায় বাধের গেট খুলে দেওয়া হয়েছে। তাহলেও কি ওদের মাথায় গোবর ছাড়া নুন্যতম বিবেক বুদ্ধি নাই যে, ভাটি অঞ্চলের জানমান ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সবাইকে আগাম একটা বার্তা দিই। এছাড়াও একটু খেয়াল করলে তুমিও হাজারটা এমন অবন্ধু সুলভ অচারন দেখতে পাবে।
ারত াম্বালীগ

আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচি।শেষ পর্যন্ত এইটাই বুঝলাম স্বৈর সরকারের ১ বছরের কাজ, জনগণের সরক...
24/08/2024

আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচি।
শেষ পর্যন্ত এইটাই বুঝলাম স্বৈর সরকারের ১ বছরের কাজ, জনগণের সরকার ১ সপ্তাহেই করতে পারেন।

চেনা চেনা লাগে ?
24/08/2024

চেনা চেনা লাগে ?

21/08/2024

সরকারি প্রতিষ্ঠানে কেউ ঘুষ খেলে প্রথমেই তাকে 'ঘুষি' মারুন |
- হাসনাত

দেশে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিদ্যুতের মূল্যবৃদ্ধি হয়েছে মোট চারবার। এ সময় গ্রাহক পর্যায়ে (সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্...
18/08/2024

দেশে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিদ্যুতের মূল্যবৃদ্ধি হয়েছে মোট চারবার। এ সময় গ্রাহক পর্যায়ে (সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৪০০ ইউনিট ব্যবহার) বিদ্যুতের দাম বেড়েছে ১৬ শতাংশ। আর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত তা বেড়েছে ১৮৮ শতাংশ। এ সময়ের মধ্যে গত দেড় দশকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১৪ বার।

গত দেড় দশকে বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধি পেলেও বিদ্যুতের দাম বেড়েছে অভাবনীয় হারে। এর কারণ হিসেবে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রতিযোগিতাহীন বাজার এবং খাতটির অনিয়ম-দুর্নীতির কারণে দাম বেড়েছে বিদ্যুতের। বিদ্যুৎ খাতে ঋণ ও দায়-দেনা মেটানোর নামে দফায় দফায় দাম বাড়িয়ে তা চাপানো হয়েছে ভোক্তার ওপর। এতে ভোক্তা থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদনকারী সব প্রতিষ্ঠানই ভুক্তভোগী হয়েছে।

দেশে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিদ্যুতের মূল্যবৃদ্ধি হয়েছে মোট চারবার। এ সময় গ্রাহক পর্যায়ে (সর্বনিম্ন ১০০ থেকে...

05/08/2024

ছাত্র-জনতাকে
অভিনন্দন

05/11/2022
15/05/2022

গান : ওমাছ ইলশ্যারে
শিল্পী : মোঃ শরিফুল ইসলাম
কথা ও সুর : প্রচলিত আঞ্চলিক গান
বিটিভির ঈদ আয়োজন থেকে পাবনার প্রচলিত আঞ্চলিক গানটি সংগৃহীত ।
#পাবনা_অঞ্চলের_গান

15/05/2022

গান : সিলেটে পাইলে যেমন-তেমন, ঢাকাত পাইলে কই আছন ক্যামন
শিল্পী : লাভ্লী দেব
কথা ও সুর : এ কে আনাম
সিলেট অঞ্চলের মানুষেরা একটু বেশি আঞ্চলিক প্রিয় হয়ে থাকে। আর গানটিতেও তেমনি সিলেটী আন্তরিকতার প্রকাশ পেয়েছে। এ গানটিও বিটিভির ঈদ আয়োজন থেকে সংগৃহীত ।
#সিলেট_অঞ্চলের_গান

15/05/2022

গান : এই চিটিখ্যান মনে করি আবুর মায়ের দিয়েন
শিল্পী : ইদ্রিস আনোয়ান পরান
কথা ও সুর : অধ্যাপক আবুল হাশেম
মানুষ যখন জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে প্রবাসে জীবন কাটায়। তখন ঐ মানুষ গুলার অনুভুতি ফুটিয়ে তোলা হয়েছেনোয়াখালির প্রচলিত আঞ্চলিক এগানে মাধ্যমে। বিটিভির ঈদ আয়োজন থেকে নোয়াখালির প্রচলিত আঞ্চলিক গানটি সংগৃহীত ।
#নোয়াখালি_অঞ্চলের_গান

15/05/2022

গান : সুইউজা সরল পিরিতি দ্যাইখ্যা আয় চায় থাকি
শিল্পী : শেফালী সারগাম
কথা ও সুর : সৈয়দ মহীদ্দিন
চুরইপাখি ও চুরইপাখিনীর গাছের ডালে প্রেমলীলা নিয়ে রোমান্টিক চট্টগ্রাম আঞ্চলিক গানটি বিটিভির ঈদ আয়োজন থেকে সংগৃহীত ।
#চট্টগ্রাম_অঞ্চলের_গান

15/05/2022

গান : নাতিখাতি বেলা গেল সুইতি পারলাম না
শিল্পী : পুলক অধিকারী
কথা ও সুর : মোঃ হাফিজুর রহমান
বিটিভির ঈদ আয়োজন থেকে খুলনা অঞ্চলের হাসিঠাট্টার রসদে ঠাসা ব্যাপক পরিচিত গানটি সংগৃহীত ।
#খুলনা_অঞ্চলের_গান

15/05/2022

গান : ঈদ আসিলো বাড়ি বাড়ি সবার মনে খুশির বাণ
শিল্পী : সাজু আহমেদ সরকার
কথা ও সুর : সাজু আহমেদ সরকার
বিটিভি ঈদ আয়োজন থেকে রংপুর অঞ্চলের ভাওইয়া গানটি সংগৃহীত ।
#রংপুর_অঞ্চলের_গান

শুভ নববর্ষ ১৪২৯
13/04/2022

শুভ নববর্ষ ১৪২৯

09/04/2022

Chapter Clossed : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

শনিবার দিবাগত রাতে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। দেশটির পার্লামেন্টের অধিবেশনে তার বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে ৩৪২ ভোটের মধ্যে ইমরানের বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি। প্রস্তাব পাসের জন্য দরকার ছিল ১৭২ ভোট।

09/04/2022

অচেনা রাস্তায় | Ochena Rastay | Rock N Rolls 2022 | BTV Band Show

Address


Alerts

Be the first to know and let us send you an email when FolkBin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share