Pushpanjoli

Pushpanjoli সময়কে কাজে লাগাতে শিখুন

20/10/2024

প্রকৃত পুরুষ পাওয়া যায় না আজকাল।এখনকার সময় কিছু মানুষ আছে,,,সবার কাছে এমন ভালো সেজে থাকে,,এমন বুঝায় যে কতো ভালো মনের অধিকারী,,কোনো মেয়েদের প্রতি মোহ নাই,,একদম দুধে ধোয়া তুলশি পাতা,,,,কিন্তু আসল চেহারা,,আর ভিতরে থাকে ভন্ডামি,,আল্লাহ হিদায়েত করুক।

✍️ Misses Chowdhury Sourovy

18/10/2024

ছেড়ে দেন রাগ করা ,ভুলে যান অভিমান করা ,
যেখানে আপনার অভিমানে কারো কিচ্ছু যায় আসে না ,সেখানে অভিমান না করাই ভালো ।
সময়ের সাথে তাল মিলিয়ে চললেই জীবন সুন্দর ।
তখন কারোর আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা থাকবে না !!

✍️ Misses Chowdhury Sourovy

15/10/2024

স্কুল-কলেজের যেসব শিক্ষক ক্লাসের বাইরে প্রাইভেট পড়াবে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।

🌼🌸🪷
15/10/2024

🌼🌸🪷

07/10/2024

নেত্রকোনায় ডুবে গেছে
১২১ টি গ্রাম, ধানক্ষেত ও সড়ক,
১৯১ টি স্কুল ব'ন্ধ, যোগাযোগ বি'চ্ছি'ন্ন

Pray for নেত্রকোনা 🤲🏻

02/09/2024

টাইমলাইনে রেখে দিতে পারেন।

মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। 🤔
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কি.মি. বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যা কোন ক্রমেই সম্ভব নয়।
গ্যালাক্সি, সুপারনোভা, ব্লাকহোল এগুলো ১ম আকাশ নয়,🤨
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্বনবী( সা.) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

একদম! 😌
23/08/2024

একদম! 😌

সে-ও বাঁচতে চায়! 😢
23/08/2024

সে-ও বাঁচতে চায়! 😢

do you still remember me I still remember you!  You will always be mine.Misses Chowdhury Sourovy
23/08/2024

do you still remember me I still remember you! You will always be mine.

Misses Chowdhury Sourovy

21/08/2024

As my final act of love .
I let you go even I don't want to.

19/08/2024

শেখ মুজিবুরের অবদান

* যুদ্ধের সময় জনগণকে রেখে পাকিস্তানের কাছে ধরণা দিয়েছিল,নিজেকে আর পরিবারকে বাঁচাতে।
১) ক্ষমতার লোভে জাসদের ৩০ হাজার নেতাকর্মিকে গ্রেপ্তার করেছিলো
২) সিরাজ শিকদার এর মত বিপ্লবী কে ক্রসফায়ার করে হত্যা করেছিলো
৩) বাকশাল গঠন করেছিলো সমস্ত রাজনৈতিক দল কে নিষিদ্ধ করেছিলো
৪) অবহেলায় ১৯৭৪ এ দূরভিক্ষে ৪ লক্ষ মারা গিয়েছিলো
৫) তার রাজনৈতিক গুরু আওয়ামী লীগ(যার নাম প্রথমে ছিলো আওয়ামী মুসলিম লীগ) এর প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কে অপমান করে দল থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিলেন
৬) তাজউদ্দিন আহমেদ কে প্রধানমন্ত্রী এর পদ থেকে সরিয়ে নিজেই প্রদান মন্ত্রি হয়েছিলেন
৭) সিনিয়র সব নেতার সাথে খারাপ ব্যাবহার করতেন তাদের তুই বলে সম্বোধন করতো
৮) তার ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশ চিনতে না পেরে গুলি করেছিলো
৯) তার মৃত্যুর তখনকার সাধারণ মানুষ খুসি হয়েছিলো তার দলের কোন নেতাকর্মি দেখতে আসেনি আমেরিকার বিখ্যাত চ্যানেল নিউজ করেছিলো মনে হচ্ছে এই শহরে কিছুই ঘটেনি
১০) তার মৃত্যুর পর তখনকার মন্ত্রিপরিষদ এর স্পিকার আব্দুল মালেক উকিল বলেছিলো দেশ একটা ফেরাউন এর হাত থেকে মুক্তি পেয়েছে
১১) ক্ষমতা পাকাপোক্ত করার জন্য রক্ষি বাহিনী গঠন করেছিলো এবং দেশব্যাপী সরকার বিরোধী দের হত্যা এবং নির্যাতন করেছিলো
১২) জনগনের ত্রান-সাহায্য লুট করেছিলো

সত্য বেশিদিন দাবায় রাখতে পারবা না।

সংগৃহীত

16/08/2024

গা'জার একজন শিক্ষকের শেষ পোস্ট:

কেন শেষ সময়ে এসে ইয়াহুদী-দের বিরুদ্ধে গাছ ও পাথরকেও কথা বলতে হবে জানেন?

কারণ,,সারা পৃথিবীর মানুষ বোবার মতো নিশ্চুপ হয়ে থাকবে!

#আহমেদ রফিক (হাফি.)

16/08/2024

মৌমিতা দেবনাথ, পশ্চিমবঙ্গের RG Kar Medical College এর ৩০ বছর বয়সী চিকিৎসক..

টানা ৩৬ ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এ সময় তাকে ধ/র্ষণ ও হ/ত্যা করা হলো। নির্মম সেই মৃ/ত্যুকে কর্তৃপক্ষ চালিয়ে দিতে চাইল আত্মহ/ত্যা বলে।

দিদির সারা দেহে পৈ/শাচিক, বর্বর আঘাতের চিহ্ন।

ভাবতে পারেন- একজন যুবতী, সুস্থ মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসা সম্ভব?

পুরো দেহে ১১৩ টা কামড়ের দাগ?

১৫০ গ্রাম রক্ত এবং বডিলি ফ্লুইড মিশ্রিত সিমেন পাওয়া গেছে, ভাবা যায়?

সাধারনত একজন সক্ষম পুরুষের সিমেনের পরিমান গড়ে ৫-৬ গ্রাম, যদি ফ্লুইডের ১০০ গ্রামও সিমেন ধরা হয় তারমানে কম পক্ষে ১৮-২০ জন পুরুষের সমান সিমেন পাওয়া গেছে দিদির দেহে...

এমন পৈশাচিক গণধ/র্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া মানে হলো একটা গোটা রাষ্ট্রকে অন্যায় মেনে নিতে বলা, গোটা রাষ্ট্রের মানুষকে নিয়ে মশকারি করা!

এই বিভৎসতার পক্ষে যারা সাফাই গাইছে তারা সাক্ষাৎ রা/ক্ষস। এই রাক্ষ/সদের বিনাশ করতে আজ সারা কোলকাতাবাসী লড়ছে।

আমি একজন বাঙ্গালী, একজন বাংলাদেশী এবং একজন মানুষ হিসেবে এই অন্যায় ও জুলুমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং কোলকাতার মৌমিতা দেবনাথ দিদির খুনীদের এমন বিচার চাই যেন আর কখনো কোন নরপি/শাচ এমন ঘটনা ঘটাবার আগে তার অন্তরাত্মা কেঁপে ওঠে।



15/08/2024

একটা শ'রী'র।

১৮/২০ জন পুরুষ।

১১৩ টা কা'ম'ড়ে'র দাগ।

১৫০ গ্রাম বী'র্য।

জাস্ট ইমাজিন একটি সু"স্থ মে"য়ে"কে ঠিক কতক্ষণ গ'লা চে'পে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র'"ক্ত বেরিয়ে আসে?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চে"পে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে র"ক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁ"চা"ও, তুমিও তো একটি মে"য়ে।’

আ"হা"রে আ"হা"রে

-Sohel R Rana

15/08/2024

বীরের বেশে তামিম কে জাতীয় দলে ফেরাচ্ছেন তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

15/08/2024

আর যাই হোক আমার এইটুকু বিশ্বাস আছে যে সে আমাকে কখনোই ছেড়ে যাবে না। 🖤✨

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Pushpanjoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share