01/09/2024
কক্সবাজারে বিশেষ অভিযান পরিচালনা করে নিখোঁজ শিশুসহ একজন মহিলা ভিকটিম উদ্ধার
র্যাব-১৫, কক্সবাজার জানতে পারে যে, গত ২৮ আগস্ট ২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন জনৈকা হনুফা বেগম এর মেয়ে আরিফা আক্তার (২৫) তার শিশু সন্তানসহ পদুয়ার বাজার বিশ্বরোড মোড় এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর ভিকটিমের পরিবার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভিকটিমের কোন সন্ধান না পেয়ে তার পরিবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন, যার জিডি নং ৯৪৬, তারিখ-২৮/০৮/২০২৪ খ্রিঃ। বিষয়টি সম্পর্কে অবগত হয়ে র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গত ৩১ আগস্ট ২০২৪ তারিখ অনুমান ২১.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার সদর থানাধীন সৈকতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ ভিকটিম আরিফা আক্তার (২৫), পিতা-মান্নান মিয়া, মাতা-হনুফা বেগম, স্বামী-তানভীর, বক্স বাড়ী, সাং-আশোকতলা, কুমিল্লা কোতয়ালী থানা, কুমিল্লা’কে তার শিশু সন্তান তানিশা ইসলাম আনহা (০৩) সহ উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ভিকটিম পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে অজ্ঞাত অপহরণকারী চক্র কর্তৃক অপহরণের শিকার হয় বলে জানায়। উল্লেখ্য, ভিকটিমের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত নিখোঁজ শিশুসহ ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।