Voboghure

Voboghure Travelling around the world and shearing interesting, funny and beautiful moments. U will enjoy. Voboghure means globe-trotter.

Also sharing beautiful weather, tourist sports, human behavior, lifestyles, happiness, sadness, motivational thinks, realistic life, popular songs and music. Traveling, watching, singing and enjoying the free life. Everyday meet new peoples and make friendship also shearing philosophy.

অসাধারণ একটা পোস্ট 😍
21/01/2025

অসাধারণ একটা পোস্ট 😍

নিজেকে সম্মান করার উপায়

১. যে আপনাকে খোঁজে না, তাকে খোঁজার চেষ্টা বন্ধ করুন।

২. কারও কাছে ভিক্ষা চাওয়া বা অনুনয়-বিনয় করা বাদ দিন।

৩. প্রয়োজনের বেশি কথা বলা বন্ধ করুন।

৪. কেউ আপনাকে অসম্মান করলে, সঙ্গে সঙ্গে তাদের মোকাবেলা করবেন না।
কেউ অপমান অসম্মান করলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার নেই, সময় আসুক, সময় ঠিক উত্তর দেবে, প্রকৃতির উপর ভরসা রাখুন, সে ঠিক উত্তর দিবে।

৫. অন্যের খাবার খাওয়ার আগে ভাবুন, তারা কি আপনার খাবার খায়?

৬. এমন কারও বাসায় যাওয়া কমিয়ে দিন, যারা আপনার সঙ্গে তা করেন না।

৭. নিজের মধ্যে বিনিয়োগ করুন। নিজেকে সুখী রাখুন।

৮. অন্যদের সম্পর্কে গসিপ শোনা বন্ধ করুন।

৯. কথা বলার আগে চিন্তা করুন। মানুষের ৮০% মূল্যায়ন হয় আপনার মুখ থেকে কী বের হয় তার ওপর।

১০. সবসময় সেরা দেখাতে চেষ্টা করুন। পোশাকেই আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে।

১১. সফল হোন। নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকুন।

১২. নিজের সময়ের মূল্য দিন।

১৩. এমন সম্পর্কে থাকবেন না যেখানে সম্মান ও মূল্যায়ন পান না। প্রয়োজনে সরে আসুন।

১৪. অন্যের উপর খরচ করতে শিখুন। তবেই অন্যরা আপনার উপর খরচ করতে শিখবে।

১৫. মাঝে মাঝে নিজের অনুপস্থিতি অনুভব করান।

১৬. গ্রহণের চেয়ে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

১৭. যেখানে আমন্ত্রণ পাননি, সেখানে যাবেন না। আমন্ত্রণ পেলে, সময়মতো চলে আসুন।

১৮. মানুষকে সেইভাবেই আচরণ করুন, যেমনটা আপনি তাদের কাছ থেকে আশা করেন।

১৯. তারা যদি আপনাকে টাকা না ধার করে থাকে, তবে দুবার কল করাই যথেষ্ট। আপনাকে মূল্য দিলে তারা নিজে থেকেই ফিরবে।

২০. যা করেন, তাতে দক্ষ হোন।

26/12/2024

উন্নতি ও শান্তির প্রধান লক্ষণ হলো যৌথ সমৃদ্ধি।

19/03/2024

প্রত্যেক কামড়ে সতেজ অনুভূতি 😍

🫶❤️😍🫶
14/03/2024

🫶❤️😍🫶

We bake with love ❤️

04/10/2023
Try this...
08/12/2022

Try this...

13/09/2022

ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
60÷10(5-3)
কার IQ কতো ভালো...
সময় ৩০ সেকেন্ড

😁
23/06/2022

😁

23/06/2022

সক্রেটিসের দাম্পত্য ও সাংসারিক জীবন সুখের ছিল না। স্ত্রীর গঞ্জনা তিনি নিয়মিত সহ্য করতেন। এ ছাড়া তাঁর কোনো উপায় ছিল না। কারণ, সংসারের একটা কাজও তিনি ঠিকমতো করতে পারতেন না।

একদিন তাঁর স্ত্রী তাঁকে খুব বকাঝকা করছিলেন, অনেকক্ষণ ধ'রে। কিন্তু সক্রেটিসের কোনো ভাবান্তর ছিল না। তিনি চুপ হয়ে ব'সে ছিলেন। এই নীরবতা তাঁর স্ত্রীকে আরো উত্তেজিত ক'রে তুলেছিল। রাগান্বিত স্ত্রী এক গামলা পানি ঢেলে দিলেন সক্রেটিসের মাথায়।

এবার সক্রেটিসের ভাবান্তর ঘটলো। শান্ত কন্ঠে তিনি বললেন, 'গর্জনের পর বর্ষণ। প্রকৃতির নিয়ম।'

গল্পটা সবার জানা। তবু বললাম। মনে পড়লো, তাই।

এই জায়গার নাম কে কে বলতে পারবে...
15/06/2022

এই জায়গার নাম কে কে বলতে পারবে...

আপনার উত্তর কি?
14/06/2022

আপনার উত্তর কি?

মেধাবীদের চাঁদ মুখ দেখি 😍
23/01/2022

মেধাবীদের চাঁদ মুখ দেখি 😍

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Voboghure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share