![অসাধারণ একটা পোস্ট 😍](https://img4.medioq.com/688/774/920580326887749.jpg)
21/01/2025
অসাধারণ একটা পোস্ট 😍
নিজেকে সম্মান করার উপায়
১. যে আপনাকে খোঁজে না, তাকে খোঁজার চেষ্টা বন্ধ করুন।
২. কারও কাছে ভিক্ষা চাওয়া বা অনুনয়-বিনয় করা বাদ দিন।
৩. প্রয়োজনের বেশি কথা বলা বন্ধ করুন।
৪. কেউ আপনাকে অসম্মান করলে, সঙ্গে সঙ্গে তাদের মোকাবেলা করবেন না।
কেউ অপমান অসম্মান করলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার নেই, সময় আসুক, সময় ঠিক উত্তর দেবে, প্রকৃতির উপর ভরসা রাখুন, সে ঠিক উত্তর দিবে।
৫. অন্যের খাবার খাওয়ার আগে ভাবুন, তারা কি আপনার খাবার খায়?
৬. এমন কারও বাসায় যাওয়া কমিয়ে দিন, যারা আপনার সঙ্গে তা করেন না।
৭. নিজের মধ্যে বিনিয়োগ করুন। নিজেকে সুখী রাখুন।
৮. অন্যদের সম্পর্কে গসিপ শোনা বন্ধ করুন।
৯. কথা বলার আগে চিন্তা করুন। মানুষের ৮০% মূল্যায়ন হয় আপনার মুখ থেকে কী বের হয় তার ওপর।
১০. সবসময় সেরা দেখাতে চেষ্টা করুন। পোশাকেই আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে।
১১. সফল হোন। নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকুন।
১২. নিজের সময়ের মূল্য দিন।
১৩. এমন সম্পর্কে থাকবেন না যেখানে সম্মান ও মূল্যায়ন পান না। প্রয়োজনে সরে আসুন।
১৪. অন্যের উপর খরচ করতে শিখুন। তবেই অন্যরা আপনার উপর খরচ করতে শিখবে।
১৫. মাঝে মাঝে নিজের অনুপস্থিতি অনুভব করান।
১৬. গ্রহণের চেয়ে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন।
১৭. যেখানে আমন্ত্রণ পাননি, সেখানে যাবেন না। আমন্ত্রণ পেলে, সময়মতো চলে আসুন।
১৮. মানুষকে সেইভাবেই আচরণ করুন, যেমনটা আপনি তাদের কাছ থেকে আশা করেন।
১৯. তারা যদি আপনাকে টাকা না ধার করে থাকে, তবে দুবার কল করাই যথেষ্ট। আপনাকে মূল্য দিলে তারা নিজে থেকেই ফিরবে।
২০. যা করেন, তাতে দক্ষ হোন।