Fahad Chowdhury

  • Home
  • Fahad Chowdhury

Fahad Chowdhury আমি আমার

29/08/2023
24/08/2023

আহ্ (তওবাহ্) 😭😭😭

আকাশে আর কত উড়বো ✈এখন একটু পানিতে চরি ⛴
10/03/2023

আকাশে আর কত উড়বো ✈
এখন একটু পানিতে চরি ⛴

15/10/2022
29/09/2022

কিছু মানুষ বিশ-পঁচিশেই মারা যায়
দাফনের কাজ সম্পন্ন করতে করতে পঁচাত্তর বছর লেগে যায়!

একজন নারী যদি জানতো- পুরুষেরা তার দিকে কীভাবে তাকায় - তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরী করতো...!!          ...
27/09/2022

একজন নারী যদি জানতো- পুরুষেরা তার দিকে কীভাবে তাকায় - তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরী করতো...!!

-হযরত আলী (রাঃ)

15/09/2022

-পিছনে বদনাম করে,
সামনে এসে আন্তরিকতা দেখানো
মানুষগুলোর থেকে দূরে থাকুন.!😒

- এরা প্রকাশ্যে শ'ত্রুর চেয়েও ভ'য়ঙ্কর!..🙂

12/09/2022

🪡লে আর 🐪তেই মন ☕য়না!🙂

09/09/2022

সোনার মদিনা 🏙
Old is gold

22/08/2022
22/08/2022

মনের কথা ❤

22/08/2022

জনপ্রিয়তার তুঙ্গে থাকা মৌসুমির হাতে হাজারটা অপশন থাকা সত্বেও তিনি তার যৌবনের পুরোটা ওমর সানির সাথে কাটিয়ে দিলেন।

যিনি এখনও মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে হাত উঁচু করলে হাজারটা তরুণ তরুণীর মেলা বসে যায়, সেই শাহরুখ বৃদ্ধ হলেন গৌরীর সাথে।

যার এক ইশারায় হাজারটা তরুণী দাঁড়িয়ে যেত, সেই তাসকিন সাদামাটা প্রেমিকার হাত ধরে জীবন সাজিয়ে নিলেন।

নায়ক সিয়ামকে দেখেন, জনপ্রিয়তার তুঙ্গে গিয়েও প্রেমিকাকে দেওয়া প্রতিশ্রুতি ঠিকই রাখলেন।

এমন অসংখ্য উদাহরণকে পাশ কাটিয়ে আমরা পড়ে থাকবো তাহসানের বউ তাকে ছেড়ে গেছেন। হুমায়ূন ফরিদির সংসার টিকেনি। বিশ্বের শ্রেষ্ঠ ধনী বিল গেটস টাকা দিয়ে তার বউকে বেঁধে রাখতে পারেননি। সুদর্শন ঋত্বিক রোশনের বউটাও তাকে ছেড়ে গেছেন।

আমেরিকান লেখক শিব খেরার একটি সূত্র আছে৷ সূত্রটা এরকম, “তুমি যদি নিজের চারপাশে নেগেটিভিটি ছড়িয়ে রাখো, প্রকৃতি তোমাকে পজিটিভ ফিডব্যাক দিবে না!”

আমরা শেষ জামানায় চলে এসেছি। যেখানে ৯৮ ভাগ প্রতারণার গল্পের ভীড়ে ২ ভাগ ভালোবাসার গল্প শোনা যায়। সংখ্যাটা কম। তবুও আমি ৯৮ ভাগ প্রতারণাকে পাশ কাটিয়ে ২ ভাগ ভালোবাসার গল্প বলে যাবো। শুনবেন তো? 🙂

সংগৃহীত

11/08/2022
11/08/2022
11/08/2022

🙏

🌹 জুমুয়া মোবারক 🌻
05/08/2022

🌹 জুমুয়া মোবারক 🌻

04/08/2022

🌹

কবরের প্রথম চাপ দুনিয়ার সব কষ্টকে হার মানাবে...!!

হযরত মুহাম্মদ (সাঃ) 💝

💞

04/08/2022

আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল কুফরী ওয়ালফাকারি
ওয়াআউজবিকা আ জাবিলকবর
লাই ইলা হা আন তা

কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে, দিবস হয়ে তোমার চোখে চেয়ে,তাকাস কেন ? আকাশ কেন ? আমার বুকে আকাশ!তুই তাকালে থমকে থাকে আমা...
01/08/2022

কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে, দিবস হয়ে তোমার চোখে চেয়ে,
তাকাস কেন ?
আকাশ কেন ?
আমার বুকে আকাশ!
তুই তাকালে থমকে থাকে আমার বুকের বা পাশ। (PB)

বড় ভাই মানে বাবার দ্বিতীয় ছায়া 🥰পরিবারের সকল বড় ছেলেদের আল্লাহ নেক হায়াত দান করুন। 🥀💞
30/07/2022

বড় ভাই মানে বাবার দ্বিতীয় ছায়া 🥰
পরিবারের সকল বড় ছেলেদের আল্লাহ নেক হায়াত দান করুন। 🥀💞

28/07/2022

মানুষ সবকিছু পরিবর্তন করতে পারে সব কিন্তু একটা জিনিস মানুষ বদলাতে পারে না সেটা হচ্ছে নিয়তি..

#হুমায়ূন ফরেদি

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন ।একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বল...
28/07/2022

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন ।

একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন ৫ টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন। উনি চারটে লাঞ্চের বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন।
তার কিছুক্ষণ পর আরো একজন এলেন। অর্ডার করলেন দশটা কফি ছটা সাসপেনশন। উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন।
এভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি জর্জর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন কোনো সাসপেনশন কফি আছে ?
কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো।
তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল পানি দেওয়া হলো।
এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন আর কিছু গরীব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কান্ড।

অথচ কেউ জানেনা কারোরই পরিচয়। না দাতা জানে গ্রহীতার পরিচয় না গ্রহীতা জানে দাতার পরিচয়।

প্রয়োজন নেই পরিচয় জানার,
প্রয়োজন নেই নিজের নাম জাহির করার।
কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে।

মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম "নরওয়ে", এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে ইউরোপের অন্যান্য দেশেও!!

© post

27/07/2022
🌞
27/07/2022

🌞

25/07/2022

বেপারটা কাকতালীয় ৪৭০ টাকার মধ্যেই ৬ টি নোট ২০১৭ সালের 🤔

24/07/2022

- বাবা সেই সম্মানিত ব্যক্তি🥰

- যার এক ফোটা ঘামের মূল্য পরিশোধ করতে সন্তান অক্ষম❤

24/07/2022

আসসালাতু খাইরুম মিনান নাউম। এর চেয়ে মধুর সুর আর কিছু আছে বলে মনে হয় না।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad Chowdhury:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share