02/04/2020
ভয়াবহ দূর্যোগের সময় পার করছি আমরা অথচ এদেশের প্রায় ২০% মানুষ এখনো বুঝে উঠতেই পারে নাই যে কতটা খারাপ পরিস্হিতির দিকে আমরা এগুচ্ছি। মুসলিম সংখ্যাগরিষ্ঠের এই দেশের প্রধান ধর্ম ইসলাম। এদেশের মানুষও যথেষ্ট ধর্মভীরু।। এরা যে যতটুকু ধর্মপালনে সমর্থ হোক না কেন অন্তরে যথেষ্ট আল্লাহভীতি লালন করে।
আমরা এদেশের মানুষ জানি আমাদের দেশে অনেক ইসলাম ধর্মবিশারদ আছে। বিশাল জানেওয়ালা, বিশাল জনগোষ্ঠীর ভক্তিপ্রাপ্ত আলেম, পীর, তাফসীরকারী। এদের জনপ্রিয়তা আকাশচুম্বি। তাদের মধ্যে এমনও ক্ষমতাধর আলেম আছেন যাকে পৃথিবী গ্রহের বাইরেও (চাঁদে) দেখা যায়, এমনও আলেম আছেন যিনি করোনা ভাইরাসের ইন্টারভিউ নেয়ার ক্ষমতা রাখেন এবং হিটলার যে এখনো মারা যায় নাই বরং এন্টারকোটিক নামের কোন এক মহাদেশের গোপন সুড়ঙ্গ দিয়া ভূমির অভ্যন্তরে লুকিয়ে আছেন, তারপরে এমন আলেমও আছে যিনি ফেসবুক, ইউটিউবে লাইক, শেয়ারের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ দেখাতে পারেন সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের, কিন্তু দেশের এমন ক্রান্তিকালে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছেনা।
উনারা যদি কোন ভূমিকা এখন রাখতেন তাহলে তো দেশের পরিস্হিতিটা স্বাভাবিক হতে পারতো। সরকারকেও হিমশিম খেতে হতো না বা সাধারণ মানুষও নিষ্ক্রিতি পেতো অসহায়ত্ব থেকে। কোন একটা সূযোগে দেখা যাবে ফুস করে আবার উনারা বিশাল লাইক, কমেন্ট, শেয়ার নিয়ে হাজির হবেন, তো উনাদের এই ধর্মপালনের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতাগুলো কি শুধু লুকিয়ে রাখার জন্যই নাকি আসলে সবই তাবিজ বিক্রির ধান্দামাত্র!!!!