Freelancing Guideline

  • Home
  • Freelancing Guideline

Freelancing Guideline Your freelancing learning partner.

ফাইভার নতুন আপডেট !! ফাইভার এ টাইটেল এর শুরুতে I will থাকছে না। আপনাদের নিজেদের মত keyword ব্যাবহার করে সার্ভিস দিতে পার...
23/08/2023

ফাইভার নতুন আপডেট !! ফাইভার এ টাইটেল এর শুরুতে I will থাকছে না। আপনাদের নিজেদের মত keyword ব্যাবহার করে সার্ভিস দিতে পারবেন।

16/08/2023

ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন? নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন।

আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের canva design by mobile course টি।আমাদের কোর্স টিকে এমন ভাবে সাজানো আছে যে আপনি সহজেই গ্রাফিক্স ডিজাইন না শিখে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন এর কাজ করতে পারবেন তা শিখতে পারবেন। এবং সম্পূর্ণ কাজ মোবাইল দিয়ে সরাসরি লাইভ ক্লাস এর মাধ্যমে শিখানো হয়। আমাদের কোর্স ফি মাত্র 1750 টাকা।তাই ঘরে বসে হাতের মোবাইল টি দিয়ে কাজ শিখে ফ্রিল্যান্সিং করে আয় করুন।আরো জানতে ইনবক্স করুন।
📱👉01918712492

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পে...
13/08/2023

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।

এখানে আপনার শুধু দরকার একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। ফ্রিল্যান্সিং (Freelancing) ও আউটসোর্সিং (Outsourcing) এর আওতা অনেক বড়। ফটো এডিটিং (Photo Editing) থেকে শুরু করে ভিডিও বানানো, এডিট করা (Video Editing) সহ গ্রাফিক্স ডিজাইনের সকল বিভাগই এর আওতাভুক্ত। এছাড়া ওয়েব ডিজাইন (Web design), কোডিং (Coding), এনিমেশন তৈরি (Animation Making), ব্লগিং (Blogging) সহ অনেক কাজ আপনি এখানে পেয়ে যাবেন।

12/08/2023

ফ্রিল্যান্সিং কি মোবাইল দিয়ে করা যায়?আর এটা কি হালাল পেশা হিসেবে বিবেচিত হবে?

এই প্রশ্ন দুটি কি আপনার? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই।

আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের canva design by mobile course টি।আমাদের কোর্স টিকে এমন ভাবে সাজানো আছে যে আপনি সহজেই গ্রাফিক্স ডিজাইন না শিখে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন এর কাজ করতে পারবেন তা শিখতে পারবেন। এবং সম্পূর্ণ কাজ মোবাইল দিয়ে সরাসরি লাইভ ক্লাস এর মাধ্যমে শিখানো হয়। আমাদের কোর্স ফি মাত্র 1750 টাকা।তাই ঘরে বসে হাতের মোবাইল টি দিয়ে কাজ শিখে ফ্রিল্যান্সিং করে আয় করুন।আরো জানতে ইনবক্স করুন।
📱👉01918712492

10/08/2023

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার মৌলিক বিষয়ে ধারণা আছে তো?তাহলে আপনি চাইলেই আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারবেন ।

📌আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের canva design by mobile course টি।আমাদের কোর্স টিকে এমন ভাবে সাজানো আছে যে আপনি সহজেই গ্রাফিক্স ডিজাইন না শিখে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন এর কাজ করতে পারবেন তা শিখতে পারবেন। এবং সম্পূর্ণ কাজ মোবাইল দিয়ে সরাসরি লাইভ ক্লাস এর মাধ্যমে শিখানো হয়। আমাদের কোর্স ফি মাত্র 1750 টাকা।তাই ঘরে বসে হাতের মোবাইল টি দিয়ে কাজ শিখে ফ্রিল্যান্সিং করে আয় করুন।আরো জানতে ইনবক্স করুন।
📱👉01918712492

09/08/2023

So, what are you thinking??
For more information inbox or what's app: 01918712492

আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের canva design by mobile course টি।আমাদের কোর্স টিকে এমন ভাবে সাজানো আছে যে আপনি সহজেই গ্রাফিক্স ডিজাইন না শিখে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় তা শিখতে পারবেন। এবং সম্পূর্ণ কাজ মোবাইল দিয়ে সরাসরি লাইভ ক্লাস এর মাধ্যমে শিখানো হয়। আমাদের কোর্স ফি মাত্র 1750 টাকা।তাই ঘরে বসে হাতের মোবাইল টি দিয়ে কাজ শিখে ফ্রিল্যান্সিং করে আয় করুন।

08/08/2023

Canva design by mobile course only 1750.Do you want to take the course then contact us now!
What's app: 01918712492

Fiverr New Update:Reviews for Cancelled orders আজ থেকে শুরু হতে যাচ্ছে।- মার্কেটপ্লেসে নতুন এসেছে (একটিও কাজ করায়নি) এমন...
07/08/2023

Fiverr New Update:
Reviews for Cancelled orders আজ থেকে শুরু হতে যাচ্ছে।

- মার্কেটপ্লেসে নতুন এসেছে (একটিও কাজ করায়নি) এমন বায়ার রিভিউ দিতে পারবে না। যে সকল বায়ার আগে কাজ করিয়েছে ফাইভারে, তারা রিভিউ দিতে পারবে।
- বায়ার যদি ফাইভারের একজন সেলার হন, সেক্ষেত্রে তিনি রিভিউ দিতে পারবেনা।
- কোনো বায়ার যদি চার্জ ব্যাক করার কারনে অর্ডার ক্যান্সেল হয়, তাহলে রিভিউ দিতে পারবে না।
- সেলার যদি রেস্পন্স না করে, ডেলিভারি টাইম পার হয়ে লেট স্ট্যাটাসে যায় এবং একারনে যদি বায়ার অর্ডার ক্যান্সেল করে তবে রিভিউ দিতে পারবে।
** যদি কোনো বায়ার রিভিউ দেয়, সেখানে সেলার বায়ারকে কোনো রেটিং দিতে পারবে না। কিন্তু সেলার বায়ারের রিভিওতে রিপ্লাইয়ে বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরে আত্মপক্ষ সমর্থন করতে পারবে।

আমাদের ফ্রিল্যান্সিং কোর্স মাত্র 1750 টাকা।শুধুমাত্র প্রফেশনাল ক্যানভা ডিজাইনিং এর মাধ্যমে কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান...
02/08/2023

আমাদের ফ্রিল্যান্সিং কোর্স মাত্র 1750 টাকা।শুধুমাত্র প্রফেশনাল ক্যানভা ডিজাইনিং এর মাধ্যমে কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় তা শিখানো হয়।
আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? আমার তো কোন ল্যাপটপ বা কম্পিউটার এখনো হয়নি আমি কি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো...
01/08/2023

মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? আমার তো কোন ল্যাপটপ বা কম্পিউটার এখনো হয়নি আমি কি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো?🤔🤔

এই প্রশ্নটি কি আপনার? তবে আপনাকে বলব অবশ্যই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। কেননা ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো ক্ষেত্র রয়েছে। তার মধ্যে কিছু রয়েছে যেগুলো ল্যাপটপ অথবা কম্পিউটার ছাড়া চলবেই না, যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ,অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি। কিন্তু এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর ৬০ শতাংশ কাজ মোবাইল দিয়ে সম্ভব। তার মধ্যে আপনি ডিজাইনিং এর ক্ষেত্রে দক্ষ হয়ে এমনকি মোবাইল দিয়ে দক্ষ হয়ে মোবাইলের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের কাজ করে ইনকাম করতে পারবেন। যেমন আপনি যদি লোগো ডিজাইন করতে পারেন তাহলে লোগো ডিজাইন এর উপর ভালোভাবে দক্ষ হয়ে লোকাল মার্কেটপ্লেস ও ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস দুই ভাবেই ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে তাহলে আপনার জন্য সুবিধা জনক।আর মোবাইল দিয়ে যদি সেই কাজটি আপনি সহজেই শিখতে পারেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে বাঁধা কোথায়?

১৫ই অক্টোবর ২০২৩ থেকে সোম ,মঙ্গল ,বুধবার রাত 9 টা থেকে মোবাইল দিয়ে ক্যানভা ডিজাইনিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং এর নতুন একটি কোর্স শুরু হবে। যারা যারা শিখতে আগ্রহী তারা দ্রুত আমাকে ইনবক্স করেন।

31/07/2023

কর্মস্থান হোক ঘরে ঘরে,
কর্মক্ষেত্র বিশ্বজুড়ে।

আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফ্রীল্যান্সিং সম্পর্কে কম বেশি জানে।তবুও নিজেদের ক্যারিয়ার কে অনলাইন ভিত্তিক করতে উৎসাহ পা...
22/09/2022

আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফ্রীল্যান্সিং সম্পর্কে কম বেশি জানে।তবুও নিজেদের ক্যারিয়ার কে অনলাইন ভিত্তিক করতে উৎসাহ পায় না। ফ্রিল্যান্সিং নিয়ে মনে মনে আগ্রহ থাকলেও বাস্তবে তা করতে মনোবল পায় না।

তাহলে সাধারণভাবে জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং টা কি।
ফ্রিল্যান্সিং: ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা মূলত ঘরে বসে অনলাইনে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনের কাজ নিজের ইচ্ছামত করে দেয়া বুঝায়।

সাধারণত কোন নির্দিষ্ট বিষয় দক্ষ হয়ে ইন্টারনেট ও স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে অনলাইনে কাজ করে দিয়ে নির্দিষ্ট আয় করাই হলো ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সিং কেন?

1. ফ্রিল্যান্সিংয়ে ব্যক্তির স্বাধীনতা থাকে।
2. নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার একটি স্মার্ট পদ্ধতি।
3. শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট বা একাডেমিক শিক্ষার প্রমাণের কোন প্রয়োজন হয় না।
4. এক্ষেত্রে বয়স কোন প্রভাব ফেলে না, কেউ যদি অষ্টম শ্রেণীতে পড়ে সেও ফ্রিল্যান্সিং করতে পারে আবার কেউ অনার্স মাস্টার্স পাশ করেও ফ্রিল্যান্সিং করতে পারে।
5. ব্যক্তির কাজের পরিমাণ এর ওপর তার উপার্জনের পরিমাণ নির্ভর করে।
6. অন্যান্য চাকরির মতো সারাদিন অফিসে বসে কাটাতে হয় না, বাসায় বসে করা যায় যার কারণে পরিবার পরিজনকে সময় দেওয়া যায়।
7. কিছু কিছু চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন পড়াশোনা করে তারপর কিছু নির্দিষ্ট মাসিক আয়ের উপায় থাকে, যে পর্যন্তও যেতেই অনেক সময় পার হয়ে যায়।

ফ্রিল্যান্সিং জগতে আসতে অনাগ্রহের কারণ:

1. আমার টাকা নেই
2. বাসা থেকে মানবে না
3. আমার ল্যাপটপ বা কম্পিউটার নেই
4. আমি এখনো ছোট
5. আমি বেশি দূর পড়াশোনা করিনি
6. আমি ইংরেজিতে এক্সপার্ট না
7. আমি কি পারব?

একজন ফ্রিল্যান্সার হিসেবে এটাই বলব যে ,নেই বলতে কিছু নেই, যা আছে তাই দিয়েই শুরু করুন ,যা নেই তা পেয়ে যাবেন। অযথা ঘরে বসে থেকে অথবা সময় নষ্ট করে সাফল্যের চিন্তা করা যায় না। আপনি শুরু করে দিন। ধৈর্য রাখলে সাফল্য একদিন ঠিকই আপনার কাছে আসবে।

কাক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যা...
01/09/2022

কাক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে, বা তাকে মেরে ফেলতে গিয়ে, তার সময় ও শক্তির অপচয় করে না।

ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারনে, এবং ঈগলের প্রচন্ড গতির কারনে কাক দুর্বল হয়ে পড়ে, এবং টিকতে না পেরে, ঈগলের ঘাড় থেকে দ্রুত খসে পড়ে যায় ।

আপনার জীবনেও চলার পথে, কাছের মানুষ, সহকর্মী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরূপি অনেক কাক, আপনার পিছনে ঠোকর মেরে, আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে গিয়ে, সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই। আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছনোর জন্য, কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে, এই সব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে।

Freelancer দের ১০ টি বৈশিষ্টঃ🥰১। সবকিছুর চাইতে Buyer Work বেশিগুরুত্বপূর্ণ মনে করেন ।২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় ,উঠেসকাল ...
26/07/2022

Freelancer দের ১০ টি বৈশিষ্টঃ🥰

১। সবকিছুর চাইতে Buyer Work বেশি
গুরুত্বপূর্ণ মনে করেন ।

২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় ,উঠে
সকাল ১১-০১টায়।

৩। এদের প্রধান উক্তি, “Money Can Buy
Happiness"

৪। এরা বাঘের মত একটানা 8-12 ঘন্টা
পিসির সামনে বসে থাকতে
পারবে।

৫। এরা খাবার ব্যতিত থাকতে
পারবে বাট নেট ব্যতিত ১ মিনিট
থাকতে পারবে না।

৬। কাজ করার সময় যদি এদেরকে কফি
দেওয়া হয় কফি কখন যে শরবত হয়ে
যায় এরা নিজেরাও জানে না।

৭। এরা সাধারনত শান্ত প্রকৃতির হয়।

৮। এদের মোবাইলে কখনোই চার্জ
থাকে না।

৯। এরা যখন কোন কাজ করে তখন যদি
এদের পাশে বিশ্বযুদ্ধও হয় তা বুঝতে
পারে না।

১০। যে কোন উপলক্ষ যে কোন বিশেষ
দিন সব দিনেই এরা কাজ করে।
C.

আপনি আইফোন নিয়ে দাঁড়ালে আপনাকে কেউ দেখবে না, সবাই আইফোনটা দেখবে। 😊ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আইফোন দেখবে না, সবাই ...
24/07/2022

আপনি আইফোন নিয়ে দাঁড়ালে আপনাকে কেউ দেখবে না, সবাই আইফোনটা দেখবে। 😊

ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আইফোন দেখবে না, সবাই ইলন মাস্ককে দেখবে। 🧐

আপনি বিশ হাজার টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, আপনাকে দেখবে না। হৃত্বিক রোশন ফুটপাথের দু'শ টাকার গেঞ্জি পরলে সবাই হৃত্বিককেই দেখবে। 😀

ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করুন। গাদাগুচ্ছের টাকা খরচা করে 'শো অফ' করে কিচ্ছু পাওয়া যায়না। বাবা মায়ের থেকে দামী জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যান, যেন আপনার ব্যবহার করা ছেঁড়া রুমালও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয়। 😊😊

'শো অফ' তারা করে যাদের ভেতরটা ফাঁপা হয়, সেজন্যই তারা বাহিরটা কে চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে।
Collected.

১। অতিরিক্ত চিন্তা করা।২। অলসতা।৩। একদম শেষ মুহুর্তে কোন কাজ শেষ করার প্রবণতা।৪। কমফোর্ট জোন থেকে বের না হওয়া অর্থাৎ সবস...
22/06/2022

১। অতিরিক্ত চিন্তা করা।
২। অলসতা।
৩। একদম শেষ মুহুর্তে কোন কাজ শেষ করার প্রবণতা।
৪। কমফোর্ট জোন থেকে বের না হওয়া অর্থাৎ সবসময় নিজের স্বাচ্ছন্দ্যের জগতে বাস করা।

৫। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। এগুলো সবসময় এমন কিছুই পোস্ট করবে, যা আপনার মনযোগ আকর্ষণ করবে। কারণ তাদের আয় আসেই আপনার থেকে।

৬। পর্ণ এবং এ জাতীয় ওয়েব সিরিজ দেখা। আপনার মন-মস্তিষ্ককে গর্হিত জিনিস খাওয়ানো থেকে বিরত থাকুন। এগুলো আপনার ক্যারিয়ারে নানামুখী সমস্যার জন্ম দিবে।

৭। আবেগগুলোকে চাপানোর চেষ্টা করবেন না। নিজের আবেগগুলোকে ভুলভাবে সামলানোর বা চাপানোর চেষ্টা করলে কখনো বেড়ে উঠতে পারবেন না।

৮। অতীতকে নিয়ে পড়ে থাকা। যা যাওয়ার তা গেছে।
সামনে এগিয়ে চলুন।

৯। সোশ্যাল মিডিয়াগুলোতে বাজে মন্তব্য করা। এখনকার সময়ে সবকিছুই ট্র্যাক করা যায়। এমনকি যদি আপনি ফেক অ্যাকাউন্টও ব্যবহার করে থাকেন তবুও আপনার আইপি (Internet Protocol Address) দিয়ে আপনার কার্যক্রম ট্র্যাক করা সম্ভব। আপনি যখন কোনো কোম্পানির ভালো পদে যাবেন তখন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও বিশ্লেষণ করা হতে পারে।

১০। আপনার জন্য প্রযোজ্য নয় বা উপযোগী নয় এমন কাজে নিজেকে জড়িয়ে ফেলা।

১১। ভুল মানুষগুলোর কাছ থেকে অতিরিক্ত এবং অবাস্তব আশা রাখা।

১২। সবসময় "হ্যাঁ" বলা।

১৩। অতিরিক্ত সবকিছুই অপচয় ও ক্ষতিকর। কোনোকিছুই সীমার অতিরিক্ত করবেন না। উচ্চাভিলাসী হওয়া বা সবসময়ই পজিটিভ থাকাটা আপনার ক্যারিয়ারে কোনোই কাজে আসবে না। অল্পে তুষ্টি অর্জন করুন এবং এমন লক্ষ্য নির্ধারণ করুন, যা আপনার সীমার মধ্যে।

১৪। পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকা।

১৫। আসক্তি (সোশ্যাল মিডিয়া, মাদক দ্রব্য ইত্যাদি)

১৬। অন্যের কথা দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা।

১৭। অন্যদের সাথে নিজেকে তুলনা করা।

১৮। অন্যের সমালোচনা করা এবং অন্যের সফলতায় হিংসাপ্রবণ হওয়া।

১৯। কারমার (কর্মফলের) ব্যাপারে উদাসীন হওয়া। আজ মানসিকতা বা কাজে কর্মে যা লালন করবেন, তা একদিন ফিরে আসবেই এবং তার প্রতিদান একদিন পাবেনই।

২০। অতিরিক্ত খরচের প্রবণতা বা বেহিসাবি হওয়া।

২১। নিজের মা বাবার থেকে আরো বেশি কিছু পাবার আশা করা। এমন চিন্তার প্রবণতা যে, যদি তাদের আয় আরেকটু বেশি হতো, হয়তো আমার জীবন এমন হতো না।

শুনুন, এবার আপনার পালা তাদের ঋণ শোধ করবার। তারা হয়তো তাদের প্রিয়জনের সাথে দামি দামি জিনিসে ব্যয় করে অনেক আয়েশে জীবনযাপন করতে পারতেন। কিন্তু তারা তা না করে আপনার পিছনে খরচ করেছেন। তাদের সম্মান করুন।

আরেকটি কথা বলে শেষ করতে চাই,

"নিজের সাথে সৎ থাকুন। আপনার সীমাবদ্ধতাগুলোর ব্যাপারে কথা বলা, দুঃখ পাওয়া বন্ধ করুন। নিজের জীবনের ব্যাপারে নিজে দায়িত্ব নিতে শুরু করুন, আর তখনই কেবল আপনি আপনার জীবনের ব্যর্থতাগুলো সফলতায় ঢেকে দিতে পারবেন।"

আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য লেখক ও অনুবাদকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা আপনার জন্য।
(Collected)

দূরের মানুষ আসুক কাছে,কাছের জনও থাকুক পাশে,মন ছুটে যাক মনের টানে,নয়া চাঁদের আগমনে,ঈদ কাটুক খুশিতে।ঈদ মোবারক।
03/05/2022

দূরের মানুষ আসুক কাছে,
কাছের জনও থাকুক পাশে,
মন ছুটে যাক মনের টানে,
নয়া চাঁদের আগমনে,
ঈদ কাটুক খুশিতে।
ঈদ মোবারক।

ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা।মূলত ঘরে বসে অনলাইনে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ নিজের ইচ্ছামত করে দেওয়া ...
06/04/2022

ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা।মূলত ঘরে বসে অনলাইনে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ নিজের ইচ্ছামত করে দেওয়া বুঝায়।সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হয়ে ইন্টারনেট ও স্মার্টফোন/ল্যাপটপ/কম্পিউটার এর সাহায্যে অনলাইনে কাজ করে দিয়ে নির্দিষ্ট আয় করাই হলো ফ্রীলান্সিং।

শুরুটা সবাই করতে পারে।কিন্তু শেষ টা সবাই করতে পারে না।আবার যুদ্ধে তারাই জয়ী হয় না যারা শুরু থেকে আক্রমণ করতে থাকে, জয়...
27/03/2022

শুরুটা সবাই করতে পারে।কিন্তু শেষ টা সবাই করতে পারে না।আবার যুদ্ধে তারাই জয়ী হয় না যারা শুরু থেকে আক্রমণ করতে থাকে, জয়ী তো তারাই হয় যারা শেষ অবধি আক্রমণ করে যুদ্ধটাকে শেষ করে।

অর্থাৎ ,যেকোনো সফলতার মূলমন্ত্র হলো লেগে থাকা।যে কোনো কাজে লেগে থাকতে পারবে সে সহজেই সফলতার মুখ দেখবে।তাই ধৈর্য ধরে যেকোনো কাজ চালিয়ে যেতে হবে।"বিজয়ীরা কখনো হাল ছাড়েনা আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনো বিজয়ী হতে পারে না"

প্রচেষ্টা মানুষকে উপরে উঠতে সাহায্য করে।ইচ্ছাশক্তি ও চেষ্টা করার মাধ্যমেই মানুষ ভিত্তি মজবুত করে নিজের পায়ে দাড়াতে পার...
24/03/2022

প্রচেষ্টা মানুষকে উপরে উঠতে সাহায্য করে।ইচ্ছাশক্তি ও চেষ্টা করার মাধ্যমেই মানুষ ভিত্তি মজবুত করে নিজের পায়ে দাড়াতে পারে।আপনি যেকোনো কঠিন কাজই সহজে করতে পারবেন যদি আপনার ইচ্ছাশক্তি ও চেষ্টা প্রখর হয়।শুধু ইচ্ছা থাকলেই হবে না,সাথে প্রয়োজন প্রচেষ্টা করা।আবার অনবরত চেষ্টা করলেও চলবে না যদি ইচ্ছা না থাকে।সফল হতে হলে এই দুইটি জিনিসকে মনে প্রাণে আয়ত্ত করতে হবে।যখন আপনার ইচ্ছাশক্তি ও প্রচেষ্টা সমান হারে বাড়তে থাকবে তখনই আপনার সাফল্য নিশ্চিত।তাই সফলতার কথা চিন্তা করলে এই দুটি জিনিসকে আগে আয়ত্ত করতে হবে।

21/03/2022
বর্তমান সময়ে বেকারত্ব নামক সমস্যাটি সাধারণ সমস্যা থেকে গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।আমাদের সমাজে শিক্ষা ও শিক্ষিতদের ...
20/03/2022

বর্তমান সময়ে বেকারত্ব নামক সমস্যাটি সাধারণ সমস্যা থেকে গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।আমাদের সমাজে শিক্ষা ও শিক্ষিতদের হার বাড়লেও বাড়ছেনা দক্ষ ব্যাক্তিদের সংখ্যা। যার কারণে বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে।
সাধারণত শিক্ষাজীবনে শিক্ষার্থীরা একাডেমিক যে শিক্ষা গ্রহণ করছে তা সম্পূর্ণ করতে তাদের জীবন থেকে বেশ কিছু বছর কেটে যাচ্ছে।এরপর তাদের সহজেই মিলছেনা চাকরি।আরো কিছু সময় অপেক্ষা করার পর কেউ হয়তো চাকরি পেয়ে যাচ্ছে এবং তাদের ক্যারিয়ার গঠন করে সফল হচ্ছে ।কিন্তু বর্তমান সময়ে অধিক শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন সম্পন্ন করেও চাকরি পাচ্ছে না। যার ফলে বাড়ছে বেকারত্ব।
যদি তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী জ্ঞান অর্জন করতো এবং দক্ষতা বৃদ্ধি করতো তাহলে হয়তো বেকারত্ব সমস্যাটা কিছুটা হলেও লাঘব করা যেত ।তাছাড়াও বেকারত্ব সমস্যা দূরীকরণে অন্যতম ভূমিকা রাখতে পারে অনলাইন ক্যারিয়ার গঠনের মাধ্যমে।
অনলাইন ক্যারিয়ার গঠনে সাধারণ যে বিষয়গুলোর সুবিধা পাওয়া যায় তার মধ্যে ,

১. অনলাইন ক্যারিয়ার গঠনে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে না ।
২. এক্ষেত্রে প্রয়োজন হয় না কোনো সার্টিফিকেট,একাডেমিক শিক্ষার প্রমাণ।
৩.এক্ষেত্রে বয়সও কোনো প্রভাব ফেলে না।
৪.এক্ষেত্রে ব্যাক্তির স্বাধীনতা থাকে।
৫.ব্যাক্তি যে পরিমাণ কাজ করবে তার উপার্জন ও সেই পরিমাণ হবে ।

এছাড়াও সাধারণ চাকরি করতে যে সুযোগ সুবিধা গুলো পাওয়া যায় না তা অনলাইন কাজের মাধ্যমে পাওয়া যায়।এর ফলে ব্যাক্তি যেমন স্বাধীনভাবে কাজ করতে পারে তেমনি মানসিক ভাবেও কম চাপে থাকে।
মোট কথা অনলাইন ক্যারিয়ার গঠনে নির্দিষ্ট কিছু কর্মমুখী জ্ঞান লাভ করে বেকার ব্যাক্তিরা ভালো উপার্জন করতে পারে যেটি করতে তাদের অন্যের উপর নির্ভরশীল হতে হয় না এবং মাসের পর মাস তাদের অপেক্ষা করতে হয়না একটি কাজ পাওয়ার জন্য।
তাই অনলাইন ক্যারিয়ার গঠনের মাধ্যমে বেকার সমাজ বেকারত্ব থেকে মুক্তি লাভ করতে পারবে।এবং এর ফলে শুধু ওই ব্যাক্তিই প্রতিষ্ঠিত হবে না,সাথে দেশেরও উন্নতি হবে।

আমরা সবাই খুঁজি এমন একটি কাজ যা আমরা স্বাধীনভাবে করতে পারব,যা আমরা নিজের ইচ্ছামত সময়ে করত পারবো,এমনকি যেখানে আমরা নিজের...
19/03/2022

আমরা সবাই খুঁজি এমন একটি কাজ যা আমরা স্বাধীনভাবে করতে পারব,যা আমরা নিজের ইচ্ছামত সময়ে করত পারবো,এমনকি যেখানে আমরা নিজের ইচ্ছামত আমাদের বেতন ঠিক করতে পারবো।

হ্যা।এমন কাজও রয়েছে।অনেক সুযোগ সুবিধা সম্মিলিত কাজ অবশ্যই রয়েছে । তা হলো ফ্রীলান্সিং।
শুধুমাত্র কিছু কর্মমুখী জ্ঞান অর্জন করে বা আইটি প্রশিক্ষণ নিয়ে আপনারাও পারেন ফ্রীলান্সিং করতে।আপনারাও পারেন একজন উদ্যোক্তা হতে।আপনারাও পারেন পরিবার পরিজনদের সময় দেওয়ার পাশাপাশি খুব ভালো উপার্জন করতে।এমন একটি মুক্ত পেশাই হলো ফ্রীলান্সিং।যা একটি সম্মানজনক আয়ের মাধ্যম।

জ্ঞান অর্জনের কোনো বয়স নেই।মানুষ প্রতিদিন ই শিখছে।কেউ হয়তো তা প্রয়োগ করছে আর কেউ জ্ঞান দিয়ে শুধু মস্তিষ্কই বোঝাই করছ...
17/03/2022

জ্ঞান অর্জনের কোনো বয়স নেই।মানুষ প্রতিদিন ই শিখছে।কেউ হয়তো তা প্রয়োগ করছে আর কেউ জ্ঞান দিয়ে শুধু মস্তিষ্কই বোঝাই করছে।
যে শিক্ষা , জীবনে কোনো কাজে আসে না সেই শিক্ষা দিয়ে সফল হওয়ার চিন্তা করা কি ঠিক?দিনরাত শুধু পরিশ্রম করে এমন শিক্ষা নিলেন যা দিয়ে কিছু করতে পারবেন না,সেটি কি আপনার জন্য বোঝা নয়?

তাই এমন কিছুই ভালো ভাবে শিখা উচিত,ধৈর্য নিয়ে শিখা উচিত যা আপনার সত্যিকারের সফলতা নিয়ে আসবে।একাডেমিক শিক্ষার পাশাপাশি তাই কর্মমুখী শিক্ষা নিয়ে আমরা সফলতার দ্বারে পৌঁছাতে পারবো ।

আমরা সবাই জীবনে কিছু না কিছু হতে চাই,জীবনে কিছু না কিছু করতে চাই,জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চাই।কিন্তু সবার সব চাওয়...
16/03/2022

আমরা সবাই জীবনে কিছু না কিছু হতে চাই,জীবনে কিছু না কিছু করতে চাই,জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চাই।কিন্তু সবার সব চাওয়া পূর্ণ হয় না।কারণ এই সবার মাঝে কেউ কেউ আছে খুব জেদী ,আবার কেউ আছে যারা সহজেই হার মেনে নেয়।

যারা সহজেই ভেবে ফেলে তারা পারবে না,হয়তো তাদের দ্বারা সম্ভব হবে না,হয়তো বা তারা নিজে উপযুক্ত হতে পারে নি।তাদের উদ্দেশে বলি,এটাই কি আপনাদের ভবিষ্যৎ?
সবার জীবনেই সমস্যা থাকবে।কিন্তু তাই বলে নিজের আত্ম মনোবল কমিয়ে ফেললে চলবে না।নিজেদের ভবিষ্যৎ নিজেদেরকেই নিশ্চিত করতে হবে।কেউ হয়তো আপনাকে পরামর্শ দিবে,কেউ আবার আপনাকে পেছনের দিকে টেনে নিতে চাইবে,আবার কেউ আপনাকে কোনো প্রকার সাহায্য করবে না।
এই আপনাকেই তখন সিদ্ধান্ত নিতে হবে,আপনাকেই শুরু করতে হবে।আপনাকেই আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে ।
সময়কে যদি আমরা মূল্য না দেই তাহলে সময় ও আমাদেরকে মূল্য দিবে না।তখন হতাশ লাগবে,মনে হবে এই জীবনে কি করলাম।
তাই এত সময় অবহেলা না করে আপনার ভিত্তি মজবুত করুন যে,আপনাকেই করতে হবে কিছু।একবার চিন্তা করুন তো আজ আপনাকে যে সবকিছু দিয়ে সাহায্য করছে,যে আপনার জীবনে এতটুকু কষ্ট বুঝতে দেয় নি সে যদি কাল না থাকে তাহলে আপনার কি অবস্থা হবে!

তাই,,সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ,কিছু না কিছু করার।তারপর নিজের মনকে মজবুত করুন যা কিছুই করবেন না কেনো আপনাকে যেনো কেউ পিছনে টানতে না পারে।
তো আর দেরি না করে শীগ্রই সিদ্ধান্ত নিন ।আপনার বেকার জীবনকে না বলুন।বেকারত্ব দূর করতে নিজে থেকে এগিয়ে আসুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing Guideline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancing Guideline:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share